Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Islam & Science => Topic started by: rashed on May 10, 2012, 07:10:18 AM
-
তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোন পুণ্য নেই। বরং পুণ্যকাজ হচ্ছে এই যে, মানুষ আল্লাহ্, কিয়ামতের দিন, ফেরেশতা, অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহ্র প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় ধন-সম্পদ ব্যয় করবে আত্মীয়-স্বজন, এতীম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী ও ক্রীতদাসদের মুক্ত করার জন্য। আর নামায কায়েম করবে এবং যাকাত আদায় করবে। যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদ-অনটনে ও হক-বাতিলের সংগ্রামে সবর করবে তারাই পুণ্যবান ও সত্যশ্রয়ী এবং তারাই মুত্তাকী।
-সূরা বাকারাঃ ১৭৭
-
Alhamdulillah....we have to practice to be 'পুণ্যবান ও সত্যশ্রয়ী এবং মুত্তাকী'. May Allah bless us all...