Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: arefin on May 12, 2012, 10:18:41 PM
-
জাতীয় দলের অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বোলিং কোচ শেন জার্গেনসেন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি শনিবার এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে বিসিবির পাঠানো এক ই-মেইলে জানানো হয়েছে, “২০ মে থেকে ২৭ ক্রিকেটারকে নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন জার্গেনসেন।†পরিচালনা কমিটির সভা থেকে বোর্ডের অনুমোদনের জন্য জুন থেকে আগস্টে জিম্বাবুয়ে, ইউরোপ ও ত্রিনিদাদ সফরের সুপারিশ করা হয়েছে।
জিম্বাবুয়েতে একটি তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে ৫টি ওয়ানডে এবং ত্রিনিদাদে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ বলেন, “পরবর্তী প্রধান কোচ দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আমাদের বোলিং কোচ শেন জার্গেনসেন অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।†“জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সফরের জন্য সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন চেয়েছি আমরা। জাতীয় দলের জন্য কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি,†যোগ করেন তিনি।
৩৬ বছর বয়সী জার্গেনসেন গত অক্টোবরে বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। শিগগির রিচার্ড পাইবাস নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন নেবে বলে আশা করছে বিসিবি। শনিবার কেপটাউনে ফিরে গেছেন পাইবাস। বিসিবি এখন তার সম্মতির অপেক্ষায় রয়েছে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, “আমরা তার সম্মতির অপেক্ষায় রয়েছি। পাইবাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলেই কেবল আমরা সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য কোচদের সাক্ষাৎকারের জন্য ডাকবো।â€
এদিকে পাইবাসও জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।