Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: wahid on May 17, 2012, 09:41:44 PM

Title: ক্যাসপারস্কি পাওয়া যাবে রকমারিতে
Post by: wahid on May 17, 2012, 09:41:44 PM

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি এখন থেকে কেনাকাটার ওয়েবসাইট রকমারি ডট কমে (www.rokomari.com) পাওয়া যাবে। আগ্রহীরা রকমারির ওয়েবসাইটে ঢুকে বা ০১৮৪১১১৫১১৫ নম্বরে ফোন করে ক্যাসপারস্কি কিনতে পারবেন। এ বিষয়ে গতকাল বুধবার ক্যাসপারস্কির পরিবেশক অফিস এক্সট্র্যাক্টসের সঙ্গে অন্যরকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রকমারি ডট কমের একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে অফিস এক্সট্র্যাক্টসের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি সাউথ এশিয়ার চ্যানেল সেলস পরিচালক জগন্নাথ পাটনায়েক, অন্যরকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসানসহ অনেকে।
Title: Re: ক্যাসপারস্কি পাওয়া যাবে রকমারিতে
Post by: sumon_acce on May 18, 2012, 10:51:42 AM
Thanks for sharing