Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: wahid on May 17, 2012, 09:45:11 PM

Title: পুরো `স্বচ্ছ' টেলিভিশন
Post by: wahid on May 17, 2012, 09:45:11 PM
শিগগিরই হয়তো বাজারে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কাচ সদৃশ হাই ডেফিনেশন টেলিভিশন (এইচডিটিভি) দেখতে পাওয়া যাবে। স্বচ্ছ ফ্ল্যাট প্যানেল টেলিভিশন দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে এবং এই টেলিভিশনের অন্য পাশে কী আছে সেটা দেখা যাবে। এক খবরে ইয়াহু জানিয়েছে, লোয়ি ইনভিজিও নামের এই টেলিভিশনের নকশা করেছেন মাইকেল ফ্রিবি।
ইউরোপের বাজারে লোয়ি বিলাসবহুল টিভি ও অডিও হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০১১ সালের আইএফ কনসেপ্ট ডিজাইন প্রতিযোগিতায় এই টেলিভিশনের নকশা তঁাকে সেরা নকশাবিদের পুরস্কার এনে দিয়েছিল।
এদিকে, সম্প্রতি `লোয়ি' নামের প্রতিষ্ঠানটি অ্যাপল কিনছে বলেও খবর প্রকাশিত হয়েছে। লোয়িকে অ্যাপল কিনে নিলে অ্যাপল বর্্যান্ডের অধীনেই এই `স্বচ্ছ' টেলিভিশনটি বাজারে আসবে। টেলিভিশনটি হবে স্বচ্ছ এলসিডি প্রযুক্তির। এর পাওয়ার বাটন চাপলে এলসিডি চালু হবে এবং বন্ধ করা হলে আবারও তা স্বচ্ছ হয়ে যাবে।
এই স্বচ্ছ টেলিভিশনে কোনো বর্ডার বা ফ্রেম থাকবে না। এখনো নকশা পর্যায়ে থাকলেও শিগগিরই স্বচ্ছ টেলিভিশন বাজারে আসবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

                                                                                   
Title: Re: পুরো `স্বচ্ছ' টেলিভিশন
Post by: sumon_acce on May 18, 2012, 10:50:23 AM
Seems very nice
Title: Re: পুরো `স্বচ্ছ' টেলিভিশন
Post by: tany on May 22, 2012, 03:54:26 PM
Good post..