Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: tany on May 19, 2012, 01:44:22 PM

Title: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: tany on May 19, 2012, 01:44:22 PM
অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যায়। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন, কারও ই-মেইল আইডি বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কি-বোর্ডের a যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়। এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে সেখান থেকে আপনি a-কে কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন বা কম্পিউটারের অন-স্ক্রিন কি-বোর্ডটি খুলে কাজ করতে পারেন। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক বিরক্ত লাগে। যাঁরা এই সমস্যায় পড়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী ঝামেলা হয়। আপনি ছোট একটি সফ্টওয়্যার ব্যবহার করে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনি শার্প-কি নামের সফটওয়্যারটি ইনস্টল করে কি-বোর্ডের বাটনগুলো পরিবর্তন করে ফেলতে পারেন। যেমন ধরুন, আপনার কি-বোর্ডের a নষ্ট। আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বাটনকে (যে বাটনটি সব সময় কাজে লাগে না বা যে বাটন কি-বোর্ডে একাধিক আছে) a বোতামে রূপান্তর করতে পারেন। মাত্র ২৩ কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key-তে কোন কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং To key-তে নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ওকে করুন। তাহলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a লেখা যাবে। মাত্র ২৩ কিলোবাইটের শার্প-কি সফ্টওয়্যারটি www.ziddu.com/download/13507897/sharpkeys2.zip.html ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন।
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: Saba Fatema on May 21, 2012, 01:10:03 PM
Thanks for your helpful post.
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: sushmita on May 21, 2012, 03:59:40 PM
Helpful post!
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: tany on May 22, 2012, 04:01:54 PM
Thanks..
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: sadique on June 13, 2012, 01:03:25 AM
its really helpful.........thanks mam
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: Md. Minhajul Islam on June 17, 2012, 11:00:56 AM
Thanks madam for this nice post
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: sumon_acce on June 19, 2012, 12:38:30 PM
Thanks for your good suggestion and thanks for the link.
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: maisalim2008 on June 20, 2012, 01:03:20 PM
পোস্ট টা খুবই ধারুন, কিন্তু এটা প্রয়োগ করতে চাইলে আমাকে আমার কি-বোর্ড এর কি নষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে!!!!
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: nature on June 20, 2012, 10:00:29 PM
Really this is a nice software and nice post, Thanks for sharing with us.
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: Md. Minhajul Islam on June 24, 2012, 09:52:06 AM
thank you madam, really you have given a solution of such a problem that we frequently face but don't take steps to solve it permanantly
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: tany on June 28, 2012, 04:32:23 PM
Thanks to all....
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: Mohammad Salek Parvez on July 01, 2012, 05:10:12 PM
thanks a lot
:SP:
Title: Re: কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?
Post by: Noman_1450 on July 02, 2012, 12:17:36 AM
Thank's for your good post.