Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: wahid on May 21, 2012, 01:19:41 PM

Title: সত্য স্বীকারের মাধ্যম খুদে বার্তা!
Post by: wahid on May 21, 2012, 01:19:41 PM
কারও কাছ থেকে কোনো প্রশ্নের সঠিক উত্তর পেতে তাকে মোবাইলের মেসেজ পাঠান। কারণ, সম্প্রতি গবেষকেরা জানিয়েছেন, মোবাইলে পাঠানো মেসেজ বা খুদে বার্তাতেই মানুষ সবচেয়ে নির্ভরযোগ্য উত্তর ও সঠিক তথ্য প্রকাশ করে। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৬০০ আইফোন ব্যবহারকারীর মধ্যে জরিপ চালিয়ে এই তথ্য পেয়েছেন।
গবেষকেরা জানিয়েছেন, মুখে বলার চেয়ে মানুষ যখন মোবাইলে মেসেজ টাইপ করে, তখন সে সত্য কথাই বেশি লেখে। মেসেজে সংক্ষিপ্ত আকারে গুছিয়ে সঠিক তথ্য দেওয়ার প্রবণতা তৈরি হয় মানুষের মধ্যে।
এ গবেষণার ফল প্রকাশিত হবে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর পাবলিক ওপিনিয়ন রিসার্চের সভায়।
Title: Re: সত্য স্বীকারের মাধ্যম খুদে বার্তা!
Post by: sumon_acce on May 22, 2012, 01:18:46 PM
Thats great.
Title: Re: সত্য স্বীকারের মাধ্যম খুদে বার্তা!
Post by: sushmita on May 22, 2012, 03:38:45 PM
Great lie detector!