Daffodil International University
IT Help Desk => Free Software Link => Topic started by: Sultan Mahmud Sujon on May 26, 2012, 06:17:41 AM
-
ভুল করাটা মানুষের স্বাভাবিক গুন বলা চলে। তাই ভুল করে কোন গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে দেয়নি এমন কম্পিউটার ব্যবহারকারী খূব কমই আছেন হয়ত। আমরা কমবেশি সবাই কোন না কোন সময় এরকম ভুল করেছি। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ফাইল এই ভুলের কারনে মুছে গেলে দিতে হতে পারে ভয়ানক খেসারত। তাই সবাই একটি ভাল রিকভারী সফটওয়্যার খোঁজ করে থাকেন। তাই আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি এমনই একটি কার্যকর ফাইল রিকভারী সফটওয়্যার। যেটা আপনাকে অনেকটা সন্তুষ্ট করতে পারবে বলে আশা করছি। সফটওয়্যারটির নাম File Restore Plus। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন।
ব্যবহার করে দেখুন এটি কতটা কাজের সফটওয়্যার। (সাথে কীজেন দেওয়া আছে।)
http://www.mediafire.com/?5tbu8qy9gi6g3cw
-
Thank you.