Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Narayan on May 26, 2012, 12:22:47 PM
-
ইউরোপের শীর্ষ আদালত কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে কপিরাইট মুক্ত বলে রায় দিয়েছে। খবর জিডি নেট ডটকম-এর।
এসএএস সিস্টেমস বনাম ওয়ার্ল্ড প্রোগ্রামিং লিমিটেড-এর মামলায় এই রায় এলো। মামলার বিবরণে জানা যায়, ওয়ার্ড প্রোগ্রামিং লিমিটেড সম্প্রতি ওয়ার্ড প্রোগ্রামিং সিস্টেম নামে একটি ডেটা প্রসেসিং সিস্টেম তৈরি করে যা আদতে মামলার বাদী প্রতিষ্ঠান এসএএস সিস্টেমস-এর একটি সিস্টেমের মতো একই কি-বোর্ড কমান্ড ব্যবহার করে। এর ফলে এসএএস সিস্টেমস মামলা করে ওয়ার্ল্ড প্রোগ্রামিং লিমিটেড-এর বিরুদ্ধে।
আদালতের রায়ে বলা হয়েছে, একই সোর্স কোড যদি ব্যবহার করা না হয়, তবে কোন ইনপুট দিলে কোন আউটপুট আসবে সে বিষয়ে কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তি করতে পারবে না।
সম্প্রতি রায় হওয়া এই মামলাটিকে প্রযুক্তি দুনিয়ায় অসম্ভব গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কারণ দুই সফটওয়্যার মহাশক্তি গুগল বনাম ওরাকলের চলতি মামলাটিও প্রায় একই কাঠামোর অন্তর্ভূক্ত।
জানা গেছে, এসএএস-এর প্রোগ্রামটি ডব্লিউপিএল আইনগতভাবে কিনেই তা পর্যবেক্ষণ করে সেখানে থেকে ধারণা নিয়ে তাদের সফটওয়্যার তৈরি করেছিল।
মামলার রায়ে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস জানায়, সোর্স কোড ভিন্ন হলে একই ধরনের সফটওয়্যার তৈরি করায় কোনো দোষ হয়নি।
কোর্টের রায়ে আরো বলা হয়, অভিযোগটি আমলে নেয়া হলে, কম্পিউটার প্রোগ্রামের কার্যকারিতা সীমিত হয়ে পরবে এবং নতুন ধারণা একচেটিয়াভাবে কারো দখলে চলে যেতে পারে। এর ফলে প্রযুক্তর ভবিষ্যত উন্নতি সীমিত হয়ে যেতে পারে।
Original Source: http://goo.gl/HCZ4a (http://goo.gl/HCZ4a)
-
a good news!!
-
Informative post... Thanks for sharing....
-
Thank you for sharing