Daffodil International University
Success Consciousness => Quotations => Inspiration Stories => Topic started by: wahid on May 29, 2012, 11:18:50 AM
-
মাইক্রোসফট প্রফেশনাল সার্টিফিকেট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন পাকিস্তানের ছাত্র শায়ান আনিক আখতার। এক হাজারের মধ্যে ৯৯৮ নম্বর পাওয়ায় তিনি এ রেকর্ড গড়েন। আর এ সাফল্যের কারণে জুলাই মাসে শায়ানের সঙ্গে দেখা করবেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।