Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: wahid on May 29, 2012, 07:48:25 PM

Title: ৯ জুলাই নিয়ে(Google) গুগলের সতর্ক বার্তা!
Post by: wahid on May 29, 2012, 07:48:25 PM
চলতি বছরের ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে। অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এমন সতর্ক বার্তা জারি করেছে।
সতর্ক বার্তায় গুগল জানিয়েছে, জুলাইয়ের ৯ তারিখে বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এ বিষয়ে প্রচারণা চালাতে গুগলের হোমপেজে বিশেষ বার্তা টানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বিবিসি এক খবরে জানিয়েছিল, পিসি ও ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া `ডিএনএস চেঞ্জার ম্যালওয়ার' নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে হাজার হাজার মানুষ।
এদিকে কম্পিউটার নিরাপত্তা বিশে্লষকেরা জানিয়েছেন, `ডিএনএস চেঞ্জার' নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবে।
ইন্টারনেট বিপর্যয়ের এ বিষয়টি নিয়ে সতর্ক করতে কাজ করছে সার্চ সেবাদাতা গুগল।
এক খবরে ফক্স নিউজ জানিয়েছে, বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণার পরিকল্পনা করেছে গুগল। ক্ষতিগ্রস্ত কম্পিউটারগুলোর জন্য গুগলের সার্চ হোমপেজে একটি বড় আকারের বার্তা দেখাবে গুগল।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের তাদের গ্রপ্তোর করেছিল। পাশাপাশি তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। যদিও এই ৯ জুলাই এফবিআই এই সেবাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এফবিআইয়ের ব্যাকআপ সার্ভারের মাধ্যমে ডিএনএস রাউটিং(এক ধরনের ডোমেইন নেম সিস্টেম কাঠামো) এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই কার্যক্রমটি বন্ধ করতে চেয়েছিল এফবিআই। কিন্তু বিষয়টি নিয়ে এখনো অনেকে সচেতন না থাকায় জুলাই মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এত দিন ধরেই সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।
ব্যবহারকারীরা তঁাদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য http://www.dns-ok.us/ ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারবেন। যদি সবুজ সংকেত দেখায় তবে ম্যালওয়ার মুক্ত আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বঁেধেছে।
এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তঁারা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
যদি কোন কম্পিউটারে ট্রোজান খঁুজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- http://www.dcwg.org/fix/এই লিংকে
নিরাপত্তা বিশে্লষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।
Title: Re: ৯ জুলাই নিয়ে(Google) গুগলের সতর্ক বার্তা!
Post by: nayeemfaruqui on February 19, 2013, 03:55:33 PM
Thanks for sharing ....
Title: Re: ৯ জুলাই নিয়ে(Google) গুগলের সতর্ক বার্তা!
Post by: anirban on February 26, 2013, 05:09:57 PM
Really dangerous.......thanks for sharing
Title: Re: ৯ জুলাই নিয়ে(Google) গুগলের সতর্ক বার্তা!
Post by: yousuf ali on February 26, 2013, 06:17:59 PM
thanks