Daffodil International University

Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: sadique on June 02, 2012, 01:56:08 AM

Title: তখন সত্যি মানুষ ছিলাম
Post by: sadique on June 02, 2012, 01:56:08 AM
তখন সত্যি মানুষ ছিলাম
আসাদ চৌধুরী

নদীর জলে আগুন ছিল
আগুন ছিল বৃষ্টিতে
আগুন ছিল বীরাঙ্গনার
উদাস করা দৃষ্টিতে।
আগুন ছিল গানের সুরে
আগুন ছিল কাব্যে,
মরার চোখে আগুন ছিল
এ কথা কে ভাববে ?
কুকুর-বেড়াল থাবা হাঁকায়
ফোঁসে সাপের ফণা
শিং কৈ মাছ রুখে দাঁড়ায়
জ্বলে বালির কণা।
আগুন ছিল মুক্তিসেনার
স্বপ্ন-ঢলের বন্যায়-
প্রতিবাদের প্রবল ঝড়ে
কাঁপছিল সব অন্যায়।
এখন এসব স্বপ্নকথা
দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প ।
Title: Re: তখন সত্যি মানুষ ছিলাম
Post by: Sheikh Shafiul Islam on November 16, 2013, 03:43:44 PM
thanks for the poem
Title: Re: তখন সত্যি মানুষ ছিলাম
Post by: sadique on November 17, 2013, 12:09:06 PM
welcome sir....
Title: Re: তখন সত্যি মানুষ ছিলাম
Post by: farzanamili on November 26, 2013, 10:33:43 PM
though it is a poem, but very deep-meaningful poem and very contemporary. Now the number of real human being are decreasing. Hope this situation will be improved.
Title: Re: তখন সত্যি মানুষ ছিলাম
Post by: sadique on November 27, 2013, 10:41:06 AM
You are right mam.....thanks for sharing your feelings