আজ ১২ ভাদ্র , গানের বুলবুল, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী । মানবতার জয় গানে সর্বদা মহীয়ান এই বিদ্রোহী ১৩৮৩ সালের এই দিনে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । আজ এই দিনে Amar Bangladesh পেইজের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ.....পরম করুনাময়ের কাছে কবির আত্মার মাগফেরাত কামনা করছি ।
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s480x480/574539_449233585099407_773479190_n.jpg)