Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Md Asraful Alam on June 12, 2012, 08:10:03 PM

Title: সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক
Post by: Md Asraful Alam on June 12, 2012, 08:10:03 PM
►মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love

►ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন start > all programes > accessories > notepad

►নোটপ্যাড ওপেন হলে লিখুন- ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

►নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।

►এবার আরেকটি নোটপ্যাড ওপেন করে লিখুন ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love

► দ্বিতীয় নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন

 

►তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।  এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
Title: Re: সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক
Post by: sadique on June 13, 2012, 06:47:11 PM
একটু ঝামেলা হল ......কিন্তু পেরেছি......।
।।
।।

ধন্যবাদ ।