Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Commerce => Topic started by: sadique on June 13, 2012, 02:13:34 AM
-
(http://www.coxsbazarprotidin.com/wp-content/uploads/2012/06/133882819920120604.jpg)(http://www.unmochon.com/wp-content/uploads/2012/06/new_5_taka_coin.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নতুন পাঁচ টাকার ধাতব মুদ্রা বাজারে আসছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগমী ৭ জুন থেকে এই মুদ্রা বাজারে ছাড়া হবে। তখন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে এই মুদ্রা পাওয়া যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় ও সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় এই মুদ্রা পাওয়া যাবে।
ছয় দশমিক ৫০ গ্রাম ওজনের ও ২৫ দশমিক ৫০ মিলিমিটার ব্যাসের দশভুজ এই মুদ্রার এক পিঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং অন্য পিঠে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সম্বলিত নকশা মুদ্রিত রয়েছে।
নতুন ধাতব মুদ্রার পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের প্রচলিত ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
http://bdnews24.com/ (http://bdnews24.com/)