Daffodil International University

IT Help Desk => Free Software Link => Topic started by: mahbub-web on June 14, 2012, 10:29:34 AM

Title: DropBox, Cloud Computing
Post by: mahbub-web on June 14, 2012, 10:29:34 AM
আধুনিক কম্পিউটার টেকনোলজির জগতে এক অন্যতম আড়োলিত আলোচ্য বিষয় হল Cloud Computing ।যদিও এর স্বাদ আমরা পেয়েছি Gmail -এ,Calender কিংবা Note syncronize করার মাধ্যমে ।এছাড়া windows-এর syncronize পরিষেবা তো আমরা অনেকেই ব্যবহার করি ।তবে এদের থেকে Cloud Computing একটু আলাদা এবং উন্নত ।আজ আমি তুলে ধরছি Cloud Computing কে আরও ভাল ভাবে উপভোগ করার একটি সফটওয়ার যার নাম DropBox । DropBox মূলত একটি পরিষেবা যার মাধ্যমে আপনি অনলাইনে 2 GB পর্যন্ত বিনামূল্যে ফাইল আদান-প্রদান করতে পারবেন ,পয়সা খরচ করে অবশ্য এটাকে 1০০ GB -তে পরিবর্তিত করা সম্ভব ।

এক নজরে DropBox -এর বৈশিষ্ট্যগুলি:-

১.এটি আপনার কম্পিউটারে একটি ফোল্ডারের মত কাজ করবে ।
 
২.এটি সম্পূর্ণ বিনামূল্যের পরিষেবা (2 GB পর্যন্ত)।

৩.DropBox-এর ফাইল গুলিকে Android,Windows,i-phone ইত্যাদি mobile phone থেকেও আদান-প্রদান করতে পারবেন ।

৪.DropBox-এ রাখা ফাইল গুলি নিরাপদ এবং নষ্ট হবার কোন ভয় নেই ।

৫.এটি বিভিন্ন ধরনের add-ons Support করে ।

৬.এতে automatic backup Feature রয়েছে ।

ডাউনলোড করুনএখান খেকে http://db.tt/rXWwWlf (http://db.tt/rXWwWlf)

DropBox-কে যেভাবে Cloud Computing-তে ব্যবহার করবেন:-
এজন্য আমাদের সাহায্য করবে একটি Command ।এটি হল “mklink” যার অর্থ “Make Link” ।

১.প্রথমে DropBox-এর আফিসিয়াল সাইটে গিয়ে Signup করে Download করে নিন DropBox-কে । Download করার পর এটাকে ইনস্টল করে নিন ।DropBox ইনস্টল করায় আপনার কম্পিউটারের হার্ডড্রাইভের Document-এ DropBox -নামে একটি ফোল্ডার তৈরি হবে।

২.এরপর যে প্রোগ্রামটি আপনি Cloud Computing-এর মাধ্যমে ব্যবহার করতে চান তার প্রোফাইলটিকে DropBox নামক ফোল্ডারটিতে কপি করে লেপন করুন ।কোন প্রোগ্রামের প্রোফাইলকে পেতে আপনাকে RUN গিয়ে %APPDATA% টাইপ করে Enter প্রেস করতে হবে ।

৩.Command Prompt খুলে তাতে mklink /j তারপর একটি স্পেস দিয়ে link-এর pathআর একটা স্পেস দিয়ে Target-এর path টাইপ করুন ।

৪.শেষে কম্পিউটারে থাকা প্রোগ্রামটির Original প্রোফাইলটিকে ডিলিট করে ফেলুন ।

৫.এখন আপনি যে কোন কম্পিউটার থেকে এই প্রোগ্রামটি আপনার নিজের প্রোফাইলে ব্যবহার করতে পারবেন ।

 

উদাহরণপরূপ, ধরুন আপনি
মোজিলা ফায়ার ফক্সকে Cloud Computing-এর মাধ্যমে ব্যবহার করতে চান

তাহলে প্রথমে RUN-এ গিয়ে %APPDATA% টাইপ করে Enter প্রেস করুন এরপর Mozila নামক ফোল্ডারটিতে প্রবেশ করে Firefox ফোল্ডারটি কপি করুন । এরপর DropBox-এর ফোল্ডারে গিয়ে লেপন করুন ।      Command Prompt বের করে তাতে লিখুন mklink /J %APPDATA%\Mozilla\Firefox C:/dropbox/Firefox (ধরে নিলাম DropBox-এর ফোল্ডারটি C ড্রাইভে রাখা আছে)

আর Enter প্রেস করুন এবং %APPDATA%\Mozilla\Firefox-এই ফোল্ডারটি ডিলিট করে ফেলুন । এখন আপনি যেকোন কম্পিউটার সেট থেকে Dropbox-এ নিজের অ্যাকাউন্টে লগইন করে এবং CMD-তে mklink /J %APPDATA%\Mozilla\Firefox C:/dropbox/Firefox টাইপ করে ঐ কম্পিউটারেই আপনার নিজের Firefox ব্যবহার করতে পারবেন ।(অবশ্য ঐ কম্পিউটারে Firefox ,Dropbox ও নেট কানেকশন খাকতে হবে)
Title: Re: DropBox, Cloud Computing
Post by: M Z Karim on July 18, 2012, 07:54:18 PM
Very informative post.
Thanks for share.
Title: Re: DropBox, Cloud Computing
Post by: safiqul on July 19, 2012, 03:59:23 PM
Very informative post.