Daffodil International University

Educational => You need to know => Topic started by: Badshah Mamun on June 16, 2012, 06:51:18 PM

Title: ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিক
Post by: Badshah Mamun on June 16, 2012, 06:51:18 PM
ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা

ফেসবুকে বিভিন্ন সময় নানাজনকে বন্ধু বানানোর অনুরোধ জানিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। কিন্তু কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেটা অনেক সময় মনে থাকে না। ফেসবুকে আপনার পাঠানো সব ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা দেখতে http://apps.facebook.com/ friendrequests ঠিকানায় যেতে হবে।
এখানে আপনি যাঁদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাঁদের তালিকা পাবেন। যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাহলে ব্যবহারকারীর নাম দেখে Remove Friend Request-এ ক্লিক করুন। এরপর যাঁর ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করতে চান, তাঁর প্রোফাইল পেজ আসবে। এখান থেকে বাঁয়ে নিচে Cancel Friend Request অপশনে ক্লিক করলেই ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।

Source: http://www.prothom-alo.com/detail/news/266069