Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: Smahmud on June 17, 2012, 05:50:43 PM

Title: বিড়ালের 'আইপ্যাড' আসক্তি!
Post by: Smahmud on June 17, 2012, 05:50:43 PM
খেলার বল ছেড়ে আইপ্যাড-এর পেট-ফ্রেন্ডলি অ্যাপি­কেশনের গেইম খেলতেই বেশী পছন্দ বিড়ালটির! অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। খবর অরেঞ্জ নিউজের।

টাইগার লিলি নামের বিড়ালটির মালিক অ্যানি ড্রুইস জানান, গত চার পাঁচ মাস ধরেই চলছে টাইগার লিলির এই অ্যাইপ্যাড আসক্তি। বিড়ালটির নখ থেকে নিজের সাধের আইপ্যাডটিকে বাঁচাতে শেষ পর্যন্ত একটি প­স্টিক স্ক্রিন প্রোটেক্টরও ব্যবহার শুর“ করেছেন তিনি।

অ্যানি ড্রুইস আরও জানান, অ্যাইপ্যাড এ গেইম খেলা নিয়ে প্রায়ই বেশ ব্যাস্ত হয়ে যায় তার আদরের টাইগার লিলি। আর এই গেইমগুলো খেলায় বেশ পারদর্শীও হয়ে উঠেছে বিড়ালটি।

অ্যানি এ ব্যপারে বলেন, ‘টাইগার গেইমগুলো খেলে সত্যিই খুব মজা পায়। গেইমগুলোর শব্দ আর ছবিগুলো ওকে খুবই উত্তেজিত করে।’

মজার ব্যপার হচ্ছে, শুধু সিডনির টাইগার লিলিই নয়, পুরো পৃথিবীতেই কুকুর বিড়ালের গোত্রীয় পোষা প্রাণীদের মধ্যে অ্যাইপ্যাড এবং অ্যাইফোন এর পেট-ফ্রেন্ডলি অ্যাপি­কেশনগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় ওরাংওটাং অ্যাইপ্যাডের এই পেট-ফ্রেন্ডলি অ্যাপি­কেশনের ব্যবহার শিখে গেছে পুরোদমে।
Title: Re: বিড়ালের 'আইপ্যাড' আসক্তি!
Post by: sumon_acce on June 17, 2012, 08:59:42 PM
Very interesting.
Title: Re: বিড়ালের 'আইপ্যাড' আসক্তি!
Post by: Smahmud on June 17, 2012, 10:23:37 PM
A cat can show interest, but our children have no interest!!
Title: Re: বিড়ালের 'আইপ্যাড' আসক্তি!
Post by: sadique on June 18, 2012, 03:17:16 AM
its expensive to use ipad and iphone........for that we show less interest....

...
interesting post sir...
thank you..