Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Mohammed Abu Faysal on June 18, 2012, 12:43:39 PM
Title: দেশের নামটা বুকেই থাকুক!
Post by: Mohammed Abu Faysal on June 18, 2012, 12:43:39 PM
২০১১ বিশ্বকাপ ক্রিকেটে বিসিবি যখন ক্রিকেট দলের জন্য প্রতিযোগিতার আয়োজন করে পোশাক নির্বাচন করেছিল, আশায় বুক বেঁধেছিলাম। বাংলাদেশ ক্রিকেট দলকে এবার ভালো একটা পোশাকে দেখা যাবে। বুকে থাকবে দেশের নাম। লাল-সবুজ আর হলুদের ছটায় ‘টাইগার’দের দেখা মিলবে ক্রিকেট লড়াইয়ে! বিশ্বকাপটা ঠিকই ছিল। কিন্তু এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্লিপ্ততায় এবং স্পন্সরদের কথায় বারবার পোশাকের পরিবর্তন হতে লাগল। গত এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার ক্রিকেটাররা বুকে দেশের নাম নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের ক্রিকেটারদের খেলতে হলো বুকে স্পন্সর প্রতিষ্ঠানের নাম নিয়ে! অতীতেও স্পন্সরকারী প্রতিষ্ঠানের নাম কিংবা লোগো বুকে নিয়ে খেলতে দেখা গেছে ক্রিকেটারদের। বুকে তো নয়ই, পিঠে, কোমরেও ঠাঁই হয়নি ‘বাংলদেশ’ শব্দটার! স্পন্সরদের কথা রাখতে গিয়েই খুব সম্ভব এমনটা হয়েছে। কিন্তু বিসিবির এটা কি ঠিক হয়েছে? এত দিন ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ, তার পরও কেন বিসিবির কোনো ‘ড্রেস কোড’ নেই? সামনে আসন্ন ত্রিদেশীয় সিরিজ জিম্বাবুয়েতে। সাহারা এরই মধ্যে দলের মূল স্পন্সর হয়েছে। এবারও নতুন একটা জার্সি আমরা দেখতে পাব। বিসিবির উচিত হবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আদর্শ পোশাক নির্বাচন করা এবং আইসিসির ‘ড্রেস কোড’ অনুসরণ করে বুকে দেশের নাম ব্যবহার করা। স্পন্সরের লোগো বুকে লাগাতে গিয়ে যেন দেশের নাম বুক থেকে মুছে না যায়।
Title: THE GREEN & RED DARE TO DREAM HIGH..!!!
Post by: Noman_1450 on July 22, 2012, 10:10:24 AM