Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Mohammed Abu Faysal on June 18, 2012, 12:47:51 PM
-
০
কোনো দলই টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি।
১
ভিনদেশি কোচের অধীনে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা একমাত্র দল গ্রিস (২০০৪)।
২
দুটি হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার মিশেল প্লাতিনি।
৩
সবচেয়ে বেশি, ৩ বার শিরোপা জিতেছে জার্মানি।
৫
এবারের ইউরো খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৫ গোল চেক স্ট্রাইকার মিলান বারোসের।
৭
হ্যাটট্রিকম্যানের সংখ্যা। মোট হ্যাটট্রিক হয়েছে ৮টি।
-
Nice information.........try to post more.