Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: MEGH on June 20, 2012, 08:21:41 AM
-
মুঠোফোনে বাংলা পড়বেন বা লিখবেন কিভাবে: ??? ???
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকের বেশী মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে নব্বই ভাগই মুঠোফোনে ফন্টস সমস্যার কারনে বাংলায় কিছু পড়তে পারেন না, লিখতে পারেন না। ফলে সার্বক্ষনিক নেটের সাথে যুক্ত থাকা সত্বেও অনলাইন নিউজ পেপার পড়তে পারেন না। কোন আপডেট নিউজ পান না। যে কোন মোবাইলে ইন্টারনেটে বাংলায় পত্রিকা পড়তে একটি জনপ্রিয়তম সহজ উপায় নিচে দেওয়া হলো।
১। মোবাইলে অপেরামিনি (www.operamini.com) ডাউনলোড করে নিন। যাদের মোবাইলে অপেরা আছে তারা নতুন করে ডাউনলোড করার দরকার নেই।
২। অপেরার address বক্সে গিয়ে পুরো ঘরটি clear করে তাতে লিখুন Opera:config । এর OK বা Go to দিন।
৩। একটি page আসলে তার নিচের দিকে নামুন। একেবারে নিচে Use bitmap image in complex fonts লেখা আছে তার ডান পাশে NO লেখা, আপনি Yes করে দিন।
৪। Pageটির আরেকটু নিচে নামলে Save লেখা দেখবেন। আপনি এবার Save দিয়ে বের হয়ে আসুন।
যাদের মোবাইলে বাংলা দেখা যায় কিন্তু লিখা যায় না। তারা পানিনি বাংলা নামে একটি এপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে মোবাইলে বাংলা লিখতে পারেন। www.getjar.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। বাংলায় এসএমএস দিতে পারবেন। ফেসবুক বা টুইটারে দিতে পারবেন বাংলায় স্ট্যাটাস।
কিভাবে কাজ করবেন :
১। পানিনি বাংলা নামের এপ্লিকেশন টি অন করলেই স্ক্রীনে বাংলা কী-প্যাড দেখাবে। আপনার কাঙ্খিত অক্ষরটি না থাকলে নেক্সট বাটনে ক্লিক করুন।
২। মেসেজ লেখা শেষ হলে “অপশন†গিয়ে “পাঠান/দেখুন†যান।
৩। লেখাটি ফেসবুকে বা অন্য কোথাও ব্যবহার করতে পুরো লেখাটি “Mark All†দিয়ে “Copy†করে নেন। এরপর এপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও লেখাটি ফেসবুক বা অন্যকোথাও যেখানে দরকার সেখানে এডিট করার সময় অপশন এ গিয়ে `paste’ করে দিলে আপনার লেখাটি পেয়ে যাবেন।
৪। যুক্তাক্ষর ব্যবহারের জন্য কম্পিউটারের মতোই ভেঙে লিখতে হবে। যেমন : ক্ত= ক+ হসন্ত চিহ্ন +ত, ল্ল= ল+ হসন্ত চিহ্ন +ল, “য†ফলা লিখতে হসন্ত চিহ্ন দিয়ে তারপর “য†লিখুন। একই ভাবে (র্ ) রেফ লিখতে ( ) হসন্ত চিহ্ন দিয়ে র লিখতে হবে, এভাবেই যুক্তাক্ষর লিখতে হবে। যারা কম্পিউটারে কাজ করে তারা ব্যাপারটা ভালো ভাবে জানেন আশা করি।
এই লিঙ্কটি থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন।
<< http://www.getjar.com/mobile/70949/paninibengali-for-nokia-2700/?ref=0&lvt=1315397059&sid=6wrjj208c8pq09vr&c=4b0hp8fvpmvzc6wb16&f=575275008⟨=en>>
-
nice
-
Thanks for sharing..
-
Latest technology regarding mobile is coming with more user friendly within a couple of year.