Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: Smahmud on June 25, 2012, 11:32:34 AM
-
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সৃষ্টিশীল জিনিসপত্রের পাশাপাশি অস্ত্রের ক্ষেত্রেও আধুনিকায়ন ঘটেছে। এরকমই একটি সংযোজন_ 'লেটার বোম' বা পত্রবোমা। একজন মানুষ আরেকজনকে হত্যা করার জন্য চিঠির মাধ্যমে যে বোমা পাঠায়, তাকেই বলা হয় পত্রবোমা। তবে পত্রবোমা কিন্তু এত ছোট জিনিস নয়। পত্রবোমার আকার খানিকটা বড়। আমরা যেমন কোনো জিনিস পার্সেল আকারে পাঠাই, পত্রবোমাও ঠিক তাই। সেটি পার্সেল আকারেই আসে প্রাণ কেড়ে নিতে। আর এই পার্সেল তৈরি করা হয় বিশেষ কায়দায়। পার্সেল না খোলা পর্যন্ত এই বোমা বিস্ফোরিত হয় না। যে এটি খুলতে যাবে সে-ই মারা পড়বে, মারা পড়বে তার আশপাশের মানুষ অথবা আহত হবে মারাত্দকভাবে। আমাদের দেশে লেটার বোমের আক্রমণ বিরল হলেও বিশ্বের বিভিন্ন দেশে মাঝেমধ্যেই লেটার বোম বিস্ফোরণে মারা যায় মানুষ। এ ধরনের বোমার ইতিহাস খুব প্রাচীন নয়। প্রথম পত্রবোমার ঘটনা ঘটে ১৮ শতকে। ড্যানিশ ঐতিহাসিক বোল উইলিয়াম লাঙ্ডরফ ১৯ জানুয়ারি ১৭৬৪ সালে তার ডায়েরিতে উল্লেখ করে গেছেন সে ঘটনা। ১৯০৪ সালের ২০ আগস্ট মার্টিন কেনবার্গ নামে এক সুইডিশ স্টকহোমের কার্ল ফ্রেডরিক লুনডিনকে উদ্দেশ করে একটি পত্রবোমা পাঠায়। বোমাটি তৈরি করা হয়েছিল বুলেট এবং বিস্ফোরক পদার্থ দিয়ে। তবে সে বোমায় কেউ নিহত হয়েছিল কিনা কিংবা মার্টিন পুলিশের হাতে ধরা পড়েছিল কিনা সে তথ্য জানা যায়নি। এর পরের পত্রবোমার ঘটনাগুলো ঘটে ১৯৭০ থেকে ৯০ দশকের মধ্যে। থিয়োডোর নামে এক পত্রবোমারু ওই সময় সিরিজ পত্রবোমার মাধ্যমে হত্যা করে তিনজনকে। আহত হয় ২৩ জন। সিরিজ পত্রবোমার এ ঘটনাটি ঘটেছিল আমেরিকায়। নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ায়ও ঘটেছিল পত্রবোমার ঘটনা। ব্রিটিশ গায়ক জরককে হত্যা করার জন্য রিকার্ডো লোপেজ নামে তার এক ভক্ত পাঠিয়েছিল পত্রবোমা। কিন্তু জরকের সৌভাগ্য, তা তার কাছে পেঁৗছার আগেই লন্ডন পুলিশের হাতে চলে যায়। সাধারণ পত্রবোমার বাইরে আরেক ধরনের পত্রবোমা আছে, যার আকার ছোট। বিস্ফোরিত হয় না কিন্তু সৃষ্টি করতে পারে মহামারী। এটি জীবাণু বোমা। ছোট্ট খামে করেও মারাত্দক রোগের কয়েক মিলিয়ন জীবাণু ছড়িয়ে দেওয়া যায়। পৃথিবীর সব ধরনের মারণাস্ত্রের সরকারি সনদ থাকলেও পত্রবোমার কোনো সরকারি সনদ নেই, নথিবদ্ধ নেই এর আবিষ্কারকের নামও। কারণ এটি শুধু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। আর এর নেপথ্য ঘাতককে চিহ্নিত করা খুবই কঠিন।
-
Thanks for sharing.