Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: M Z Karim on July 10, 2012, 05:47:01 PM

Title: ODesk যাদের জন্য নয়
Post by: M Z Karim on July 10, 2012, 05:47:01 PM
ODesk যাদের জন্য নয়

বাংলা ব্লগ এবং কম্যুনিটির সুবাদে ODesk ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে একটি পরিচিত নাম। আজকাল আবার দেখছি দেশের গনমাধ্যমও আউট সোর্সিং এর নাম নিতে ODesk ODesk করছে। কিন্তু এর ফলাফল হিসেবে অনেক অনেক বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারী ODesk সম্মন্ধে জেনে বা না জেনে রেজিস্ট্রেশন করছেন। যারা জেনে ODesk এ সাইন আপ করছেন এদের সংখ্যা খুবই কম বেশির ভাগ ই না জেনে রেজিস্ট্রেশন করছেন এবং অদ্ভূত কর্মকান্ড করে বাইরের Employer দের কাছে বাংলাদেশীদের সম্পর্কে বাজে ধারনা তৈরী করছেন।
 
ODesk যাদের জন্য নয়

               ১. যারা ইংরেজীতে কথা বলতে জানেন না, ODesk তাদের জন্য নয়
               ২. যারা কাজ জানেন না, ক্লিক করে উপার্জন করতে চান, ODesk তাদের জন্য নয়
              ৩. যারা কাজ শিখতে চান, ODesk তাদের জন্য নয়, ODesk শুধুমাত্র প্রফেশনালদের জন্য
              ৪. যারা ডেডলাইন কি জিনিস এটা বোঝেন না, ODesk তাদের জন্য নয়
              ৫. যারা সল্প সময়ে টাকা / ডলার পেতে চান বা ধৈর্য্য নেই ODesk তাদের জন্য নয়

আসল কথা, আপনি ODesk এ যদি কাজ করতে চান তবে পর্যাপ্ত যোগ্যতা এবং ধৈর্য্য নিয়ে আসতে হবে। তা-না হলে আপনার নিজের কোনোই লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট।
Title: Re: ODesk যাদের জন্য নয়
Post by: snlatif on July 18, 2012, 02:03:02 PM
thoughtful post, Sir...