Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on July 15, 2012, 01:10:55 PM

Title: সাইট পরিদর্শনে সতর্কীকরণ বিষয়সমূহঃ
Post by: BRE SALAM SONY on July 15, 2012, 01:10:55 PM

সাইট পরিদর্শনে সতর্কীকরণ বিষয়সমূহঃ




সাইট নির্বাচনের সময় যে বিষয় সমূহের প্রতি বিশেষ সতর্ক থাকা প্রয়োজন তাহা নিম্নরূপঃ     

(১) নির্মাণ সাইটের বেঞ্চ মার্ক এবং ওরিয়েন্টেশন বা দিকসমূহের প্রতি  অবগত হতে হবে।

(২) সাইটে সবোচ্চো   এবং সর্বনিম্ন বন্যা পাণীড় লেভেল এর প্রতি অবগত হতে হবে।

(৩) নরমাল বন্যা পানির লেভেল এর প্রতি অবগত হতে হবে।

(৪) সাইটের আশে পাশে বা নিকটবর্তী নির্মিত বাড়ীর প্রকৃতি  ও অবস্থানের প্র তি অবগত হতে হবে।

(৫) সাইটে মাটির শক্তি এবং উহার ভারবহন ক্ষমতা বিষয়ে পুরোপুরি অবগত হতে হবে।

(৬) সাইট উঁচু নিচু হলে লেভেল পরিমাপের জন্য সার্ভে করতে হবে।

(৭) মেইনরোড এবং সাইটে প্র বেশ পথ সম্বন্ধে অবগত হতে হবে।

(৮) সাইটে পানি নিষ্কাশন ব্যবস্থার প্র তি লক্ষ্য রাখতে হবে।

(৯) সাইটে পানি ও বিদ্যুৎ সরবরাহের প্র তি অবগত হতে হবে।

(১০) অনিধারীত বিষয়  সমূহের প্র তি সতর্ক থাকতে হবে।

(১১) নির্মাণ সাইটে ঐতিহাসিক ভবন থাকলে উহা সংরক্ষণ ব্যবস্থা করতে হবে।

(১২) নির্মাণ সাইটে বিমান উড্ডয়ন এলাকার সন্নিকটে হলে ভবনের উচ্চতা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।

** ১) এখানে জেনে রাখা প্রয়োজন যে, জমি নিচু হলে এবং ভরাট মাটি থাকলে ভিত্তি নির্মাণ ব্যয় বেড়ে যায়।