Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on July 15, 2012, 01:15:27 PM
-
বাড়ি নির্মাণে কতিপয় প্রয়োজনীয় বিষয়সমূহঃ
সাইট/ প্লট লে-আউট দেয়ার সময় সতর্কতাঃ
১) সঠিকভাবে লে-আউট দেয়া না হলে বিল্ডিং –এর আকৃতি পরিবর্তিত হয়ে যাবে যা পরবতিতে ঠিককরা দুঃসাধ্য ব্যাপার।
২) লে-আউট দেওয়ার সময় বাড়ি বাহিরের মাপ ঠিক আছে কিনা ভালভাবে নজর দিতে হবে।
সাইটে / প্লটে মাটি কাটার সময়ে সতরকতাঃ
১) মাটি কাটার সময় পার্শের দেয়ালগুলো সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।
২) প্রয়োজনে সাইটের অবস্থান অনুযায়ী বল্লি অথবা শিট পাইলিং ব্যাবহার করা যেতে পারে।
সাইটে/প্লটে পাইলিং করার সময় সতরকতাঃ
১) ডিজাইন অনুযায়ী পাইলগুলো স্থাপন করতে হবে।
২)এ ক্ষেত্রে সেন্টার ঠিক রেখে পাইলিং করতে হবে তা না হলে কলামের অবস্থান ঠিক থাকবেনা।
৩)আমাদের দেশে প্রধানত কাস্ত-ইন-সিটু পাইল ব্যাবহার হয়।
-
thanks.
:SP: