Daffodil International University

Health Tips => Health Tips => Teeth => Topic started by: Badshah Mamun on November 01, 2012, 03:43:35 PM

Title: চোয়ালের হাড়ের সন্ধি সমস্যা
Post by: Badshah Mamun on November 01, 2012, 03:43:35 PM

নীচের চোয়ালের হাড়, মাংস ও টেনডন দ্বারা উপরের চোয়ালের মাঝে যে স্থানে মিলিত হয় তাকে টেমপোরো ম্যান্ডিবুলার সন্ধি বা টি.এম.জে. বলা হয়। একমাত্র এই সন্ধির সাহায্যেই আমাদের মুখ নড়ে, মুখ খোলে ও বন্ধ হয়। অত্যান্ত কার্যকরী এই সন্ধিতে কিছু নির্দিষ্ট কারণে জটিলতার সৃষ্টি হয়। যেমন-

১. দীর্ঘ দিন ধরে যাদের দাঁত কাটার অভ্যাস আছে, অর্থাত্ যারা নিজের অজান্তে, ঘুমের মধ্যে, রেগে গেলে, মানসিক চাপে দাঁতে দাঁত ঘষে।
২. যাদের হাডক্ষয় রোগ বা ক্যালসিয়ামের ঘাটতি আছে।
৩. যাদের উপরের ও নীচের দাঁতের মধ্যকার অবস্থান ও সম্পর্ক অস্বাভাবিক।
৪. নিজের অজান্তে বা এক পাশে দাঁতের কোন সমস্যায় যারা একদিক দিয়ে খাবার চিবাই।
৫. যারা অতিরিক্ত চুইংগাম খাই বা কলম, পেন্সিল, নখ প্রভৃতি অভ্যাস জনিত কারণে কামড়ায়।
৬. দূর্ঘটনা বা আঘাত থেকে
৭. যারা কাধ ও মাথার মধ্যে ফোন রেখে দীর্ঘ সময় কথা বলে।

টিএমজে রোগের উপসর্গ:
খাবার চিবানোর সময়, কথা বলতে, হাঁ করতে, হাই তুলতে, কামড় দিতে ব্যথা অনুভব হবে। ক্রমান্বয়ে মুখ খুলতে কষ্টসাধ্য হতে পারে। মুখ নাড়ানোর সময় কচ্ কচ্ ও টিক টিক বা অন্যরকম অস্বাভাবিক শব্দ তৈরী হবে। শ্রবণ শক্তিও হ্রাস পেতে পারে। মূলত: এই জাতীয় সমস্যার তৈরী হলে বুঝতে হবে হয়তো বা টি.এম.জে তে জটিলতার সৃষ্টি হয়েছে। এ রোগে ভয় বা হতাশ হওয়ার কোন কারণ নেই। আবার অবহেরারও কোন সুযোগ নেই। শুরুতে ডেন্টাল সার্জনের পরামর্শে বিশেষ কিছু ওষুধ ও মুখের কিছু ব্যায়াম, অভ্যাসের পরিবর্তন, দাঁতের সাথে দাঁতের স্বাভাবিক সম্পর্ক ও অবস্থান স্থাপনের মাধ্যমে ভালো ফল পাওয়া যায়। রোগের মাত্রা বেড়ে গেলে সার্জারীর প্রয়োজন হতে পারে। তাই সার্জারীর প্রয়োজনীয়তা এড়াতে হলে অবস্থার শুরুতেই কোন ডেন্টাল সার্জনের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহন করুন।


লেখক:
ডা: আসাফুজ্জোহা রাজ
রাজ ডেন্টাল সেন্টার
কলাবাগান, ঢাকা