Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: mahzuba on September 21, 2014, 11:04:04 AM
-
ন্টারনেট ছাড়াই ইউটিউবের ভিডিও দেখার সুযোগ দিচ্ছে গুগল। গুগলের নতুন স্মার্টফোন (নেক্সাস-৬) বাজারে আসছে শিগগিরই। আর এ জন্যই ক্রেতাদের এই উপহার দিচ্ছে গুগল। তবে শুরুতেই এ সুবিধা ভোগ করবেন কেবল ভারতের নেক্সাস-ফোর ব্যবহারকারীরা। গুগলের পক্ষ থেকে এ ধরনের অফলাইনে ইউটিউব দেখার সুবিধা এই প্রথম দেওয়া হচ্ছে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। নেক্সাস-ফোর ব্যবহারকারীরা ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে ইউটিউবের ভিডিও স্টোর করতে পারবেন এবং পরে ইন্টারনেট ছাড়াই তা দেখতে পাবেন। গুগলের পক্ষ থেকে জানানো হয়, ভারতের পর সারাবিশ্বেই এ সুবিধা পাওয়া যাবে। তবে কবে থেকে তা জানানো হয়নি।
-
alas!!!!!!! I dont own a goggle phone yet ;)
-
Helpful post. Thanks. :)