Daffodil International University
Health Tips => Health Tips => Heart => Topic started by: yousuf miah on May 18, 2017, 09:51:43 AM
-
আজকাল হৃদরোগে একটি অতি পরিচিত সমস্যা যা থেকে নিস্তার পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে কোনও ব্যক্তির ‘সিভিয়ার মেন্টাল ইলনেস’ (এসএমআই) থাকলে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে ৫৩% থেকে ৭৮% পর্যন্ত।
সম্প্রতি এমনই এক সমীক্ষার কথা জানিয়েছে লন্ডনের কিংগস কলেজ। ৩০ লাখেরএ বেশি মানুষ, কোনও না কোনও ভাবে মানসিক রোগাক্রান্ত, বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান। তাদের রিপোর্টে আরও বলা হয় যে, এই ধরনের মানুষের মৃত্যুর হারও সাধারণের তুলনায় বেশি। অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সাধারণ মানুষের তুলনায় প্রায় ৮৫% বেশি মানুষের মৃত্যু হয় যারা এসএমআই আক্রান্ত।
লন্ডনের কিংগস কলেজের রিপোর্ট অনুযায়ী ‘সিভিয়ার মেন্টাল ইলনেস’-এর আওতায় পড়ে নীচের এই মানসিক ব্যাধিগুলি—
• স্কিৎজোফ্রেনিয়া
• বাইপোলার ডিসঅর্ডার
• ডিপ্রেশন
১৬টি দেশের ৯২জনকে নিয়ে পরীক্ষা চালায় কিংগস কলেজ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও সুইডেন ছিল সেই তালিকায়। পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যে রিপোর্ট প্রস্তুত করা হয়, তাতে জানা যায় যে এসএমআই আক্রান্ত মানুষ ১০ থেকে ১৫ বছর কম বাঁচেন সাধারণ হৃদরোগাক্রান্তদের তুলনায় ।
২৪/এস কে