Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: Sultan Mahmud Sujon on December 28, 2011, 03:48:04 PM
-
মান রকেট হেলিকপ্টার সহ প্রায় সকল আকাশ যান যখন আকাশে থাকে তখন সূর্যের আলো এদের উপর পড়ে। তার ফলে এগুকো গরম হয়ে যাওয়ার কথা। আমরা সূর্যের আলোর নিছে ৫ মিনিট থাকতে পারবোনা এবং লোহা বা এ জাতীয় কিছু সূর্যের নিছে কিছুক্ষন রেখে দিলে তা এত গরম হয়ে যায় যে হাত দিয়ে ধরা যায় না। তাহলে তো বিমান বা আকাশ যান গুলো এত গরম হতো যে এত ভিতরে থাকা যেত না। কারন বিমানের বডি এলুমিনিয়াম ধারা তৈরি। লোহা থেকে এলুমিনিয়াম আরো তাড়াতাড়ি গরম হয়। তাহলে বিমানে করে দিনের বেলায় কিভাবে ভ্রমন করে?
(http://i1137.photobucket.com/albums/n511/bbasujon/biman_bangladesh-737-800.jpg)
আমরা সবাই জানি যে অন্যান্য রং এর তুলনায় সাদা রং তাপ কম শোষন করে এবং আলো বেশি প্রতিফলন করতে পারে।ফলে যখন সাদা রং এর বিমানের উপর সূর্যের আলো পড়ে তখন তার অধিকাংশই প্রতিফলিত হয়ে যায়।তাই বিমান, রকেট, হেলিকপ্টার সহ প্রায় সকল আকাশ যানের রং সাদারনত সাদা হয়। আর বিমানের বডির ভিতরের দিকে তাপ অপরিবাহি পদার্থ থাকে তাই যেটুকু তাপ শোষন করে তা বিমানের ভিতরে প্রবেশ করতে পারে না। তাই বিমানের যাত্রিরা আরামেই ভ্রমন করে।
(http://i1137.photobucket.com/albums/n511/bbasujon/aviationbrandingweblog.jpg)
-
nice post. thanks a lot
-
Good post.....
-
Sir----thank u so much
-
Hmm.thanks brother........nice post!!
-
ok bro
-
Really nice post and informative post. Thanks for the post.
-
thanks for ur comment & u
-
nice and helpful post
i am traveling by various airline
but at now i can get information why all airline color is whit.
thanks
carry on
-
thanks bro
-
Nice and informative post. Thanks
-
Thank u sir, balo lag lo
-
nice
-
thanks for the informative post.
-
Nice post.
-
very nice post and informative also. Thanks for sharing this type of knowledgeable post.
-
Useful post
-
Nice post.