Daffodil International University
DIU Activities => Brand Image of DIU => Ranking => Topic started by: mahbub-web on April 19, 2012, 06:17:13 PM
-
আমদের অনেক সময় ব্যাকলিংকের জন্য বিভিন্ন সাইটে কমেন্ট করতে হয়। অনেক সাইট আবার লিংক শেয়ার করতে দেয় না। এই অবস্থায় কি করবেন? নিচের প্রশ্নগুলো যদি আপনার প্রশ্নের সাথে মিলে যায় তাহলে এই টিপসটি আপনার জন্যই।
কোথাও কমেন্ট করতে গেলে লিংক দিলে ভেজাল করে তাইনা?
নিজের সাইটের লিংক না দিলে কমেন্ট করতে মনে চায় না?
র্যাংকিং বাড়ানোর জন্য ব্যাক লিংক বাড়াবেন?
এক কাজ করেন স্মাইলসের পিছনে লিংক দিয়ে দেন। স্মাইলে ক্লিক করলেই চলে যাবে আপনার সাইটে। সাইটের এডমিনের বুঝতে খাটতে হবে হালকা কিন্তু গুগল ঠিকি বুঝে যাবে
আর হয়ে গেল আপনার ব্যাক লিংক। এভাবে লিংক বাড়াতে থাকেন তাড়াতাড়ি সবাই এই চালাকি জেনে ফেলার আগে আপনার কমেন্টের যেখানে স্মাইল দিতে চান সেখানে নিচের কোড টা পেস্ট করেন-
:) (http://daffodilvarsity.edu.bd)
daffodilvarsity.edu.bd এর জায়গায় আপনার সাইটের লিংক দেন। আর : ) এর স্থলে যেই স্মাইল দিতে চান সেইটা দেন।