Daffodil International University
Success Consciousness => Quotations => Inspiration Stories => Topic started by: wahid on May 29, 2012, 07:35:35 PM
-
প্রতিকূলতা যতই থাকুক, অদম্য ইচ্ছা ও চেষ্টা থাকলে যে জয়ী হওয়া যায়, এর প্রমাণ রেখেছে ভারতের মণিপুর রাজ্যের মোহাম্মদ ইসমত। এবারের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অধীনে (সিবিএসই) দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মোহাম্মদ ইসমত পুরো ভারতে প্রথম স্থান অর্জন করেছেন। এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের মণিপুর রাজ্যের ছোট একটি গ্রামে তাঁর বাড়ি। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুত্ থাকে মাত্র দুই থেকে চার ঘণ্টা। এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়াটা যেকোনো শিক্ষার্থীর জন্য কষ্টকর। তার ওপর যদি যোগ হয় অসুস্থতা, তাহলে তা আরেক দুর্ভোগ। এই অসুস্থতা ও দুর্ভোগ জয় করে ৫০০ নম্বরের মধ্যে ৪৯৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইসমত।
পরীক্ষার আগে এমন একদিনও গেছে, যেদিন ভয়ানক পেটের ব্যথায় পড়াশোনা করেতে পারেননি মোহাম্মদ ইসমত। তবে স্বাভাবিকভাবে তিনি প্রতিদিন গড়ে আট ঘণ্টা করে পড়াশোনা করেছেন।
ইসমতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ইসমত মণিপুরের রাজধানী ইমফলে জেনিথ অ্যাকাডেমি সাংগাইপ্রোতে পড়াশোনা করেন। এই সাফল্য তাঁর জন্য নতুন নয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও তিনি অনেক ভালো ফল করেছিলেন।
ইসমতের এই সাফল্যের পেছনে তাঁর বাবা বশিরুর রহমান ও মা শাহিদান বিবির অবদানকে বেশি বলে মনে করে। ইসমত বলেন, তাঁর বাবা ধনী নন। কিন্তু আর্থিক দিকটি নিয়ে তিনি তাঁর বাবার ওপরই নির্ভর করেন।
ইসমত বলেন, ‘আমি জানতাম যে আমি এই ফল করতে পারব। এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস) পরীক্ষায়ও পুরো ভারতে প্রথম হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2012/05/29/2012-05-29-12-36-54-4fc4c2e65307e-manipuri_boy_tops_cbse_class_12_295x200.jpg
-
:)
-
inspiring......
-
Ya this is really perfect title for this post.
"চমক দেখাল ইসমত !"