Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - ashraful.diss

Pages: [1] 2 3 ... 13
1

রোগীদের সাথে দেখা করা এবং এর ফজিলত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অন্য মুসলমানের সাথে যদি সকালে দেখা করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সতেরো হাজার ফেরেশতা দোয়া করেন, আর যদি সে সন্ধ্যায় অন্য মুসলমানের সাথে দেখা করে তাহলে সকাল পর্যন্ত সতেরো হাজার ফেরেশতা তার জন্য দোয়া করেন।

সাহাবীদের মধ্যে যে কেউ অসুস্থ হয়ে পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন। (জাদুল-মাআদ)

হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুমিন যখন তার মুমিন ভাইকে দেখতে যায়, তখন সে যেন জান্নাতের বাগানে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। (সহীহ মুসলিম শরিফ)

হজরত উম্মে সালামা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা যখন কোনো অসুস্থ বা মৃত ব্যক্তির কাছে যাও, তখন তার সঙ্গে ভালো কথা বল, কারণ, আপনি যাই কিছু বলেন না কেন, ফেরেশতারা তার উপর আমীন বলেন। (মুসলিম, মিশকাত)

হজরত ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তখন তাকে বল তোমার জন্য দোয়া করতে, এই জন্য যে তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো।’ (ইবনে মাজাহ, মিশকাত)

চলবে....................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)

2

বিউটি পার্লারের ক্ষতিসমূহ


বিউটি পার্লারে গিয়ে আবিস্কৃত আধুনিক ফ্যাশন ও রূপচর্চা অবলম্বন করার ফলে মহিলাদের চেহারা, শরীর ও চুলের প্রাকৃতিক সৌন্দর্য ও লাবণ্যতা নষ্ট হয়ে যায়। ফলে নানাবিধ ক্ষতির আশংকা থাকে। এ বিষয়ে কায়রো মেডিক্যাল কলেজের প্রফেসর ডাঃ আবদুল মুনয়ীম সাহেবের লিখিত রিপোর্ট প্রনিধান যোগ্য।

" বিউটি পার্লারে গিয়ে চুল সেটিং করা, ইউরোপীয় ফ্যাশন পদ্ধতিতে চুলকে নানা রঙ্গে রঙ্গিন করা, চুল পরিস্কার করা ও এতে স্টাইল বা ডিজাইন করার জন্য যে সেটিং মেশিন ও বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এসব দ্রব্যে এমন সব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যা চুলের জন্য অত্যান্ত ক্ষতিকর। কোন ভাবেই মহিলাদের জন্য এসকল জিনিস ব্যবহার করা উচিৎ নয়। এরুপ কৃত্রিম সৌন্দর্য অবলম্বন করা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন।

অনেক মহিলাদের জানা নেই যে, প্রকৃতিক বিরুদ্ধে জোর জবরদস্তি করে কৃত্রিম পদ্ধতিতে চুল সাজানোর পশ্চাতে কি কি ক্ষতিকর দিক রয়েছে। এভাবে ডিজাইন করার ফলে চুলের শেকড় যথেষ্ট আক্রান্ত হয়। ফলে চুলের শেকড়ের পরিমিত রক্ত সঞ্চালিত হতে পারেনা, তাই শেকড় দুর্বল হয়ে পড়ে, দ্রুত চুল ঝরতে থাকে। বিউটি পার্লারে ফ্যাশন, হেয়ার কাটিং, ড্রেসিং, থ্রেডিং, ব্রোসিং, আইভ্রু, আপার লিউজ ইত্যাদি ব্যবহারকারী মহিলাদেরকে বাহ্যিক দৃষ্টিতে কিছু দিনের জন্য মনোরোমা রুপসী মনে হয়। কিন্তু পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তাদেরকে আজীবন দুঃখজনক পরিণতির স্বীকার হতে হয়। ফলে স্বামীর আন্তরিক ভালোবাসা ও হৃদ্যতার স্থলে অসহনীয় অবজ্ঞা ও ঘৃণার পাত্রে পরিণত হতে হয়।

চলবে................................................


3
Hadith / হাদীস নং ১১
« on: June 01, 2024, 09:32:07 AM »
হাদীস নং ১১

গত পোষ্টে আমরা কী শিখেছিলাম, মনে আছে? গত পোষ্টে আমরা শিখেছিলাম, প্রতিটি ভালো কাজই সাদাকাহ। আজকে আমরা এর চেয়েও সহজে সাদাকাহ’র সাওয়াব লাভের উপায় শিখব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الكلمة الطّيبَة صَدَقَة

অর্থঃ ভালো কথা সাদাকাহ। বুখারী, ২৯৮৯;মুসলিম,১০০৯)

সাদাকাহ করলে যেমন আল্লাহ সাওয়াব দেন, তেমনি ভালো কথা বললেও সাওয়াব দেন। তাই, আজ থেকে আপনারা কথা বলার সময় শুধু ভালো কথাই বলবেন। ঠিক আছে?

চলবে...................................................

4

অসুস্থতা অবস্থায় দোয়া


যে ব্যক্তি অসুস্থ অবস্থায় চল্লিশ বার এই দুআ পাঠ করবে, যদি সে মারা যায় তাহলে সে শহীদের সমান সওয়াব পাবে আর যদি সুস্থ হয়ে যায় তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।

لاإلٰہ إلا أنت سبحانک إني کنت من الظالمين․

আর যদি সে অসুস্থতার সময় এই দুআ পাঠ করে এবং মারা যায় তবে সে জাহান্নামের আগুনে থাকবে না। (তিরমিযী,নাসায়ী, ইবনে মাজাহ)

لا إلٰہ إلا اللّٰہ واللّٰہ أکبر، لا إلٰہ إلا اللّٰہ وحدہ لاشریک لہ، لا إلٰہ إلا اللّٰہ لہ الملک ولہ الحمد، لاإلٰہ إلا اللّٰہ ولا حول ولاقوة إلا باللّٰہ․

 অসুস্থতার সময়ে, আন্তরিক হৃদয় এবং সত্যিকারের আবেগের সাথে, আসুন এই প্রার্থনা করি:

اللّٰہم ارزقني شھادةً في سبیلک، واجعل موتي ببلد رسولک

অনুবাদঃ “হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাতের সুযোগ দাও এবং আমাকে তোমার রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নগরীতে মৃত্যুবরণ করতে দাও।" (হাসান হুসাইন)

চলবে................................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)

5

অসুবিধাই পদত্যাগের কারণ

মুহাম্মাদ বিন খালিদ সালামী (রা.) তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, একজন মুমিন বান্দার জন্য আল্লাহ তায়ালা উচ্চ মর্যাদা নির্ধারণ করবেন যা সে তার কর্ম দ্বারা উত্তীর্ণ হতে পারে না,তাই আল্লাহ তায়ালা তাকে কিছু শারীরিক বা আর্থিক কষ্ট বা তার সন্তানদের কাছ থেকে কিছু ধাক্কা বা পেরেশানী ভোগ করেন, তারপর তিনি তাকে ধৈর্য ধরতে দেন। এমনকি এইসব যন্ত্রণা ও কষ্টের (এবং তাদের সহ্য করার) কারণে তাকে সেই উচ্চ অবস্থানে নিয়ে আসা হয় যা তার জন্য পূর্ব নির্ধারিত ছিল। (মাআরিফুল হাদীস, মুসনাদে আহমাদ, সুনানে আবি দাউদ)

হজরত আবু সাঈদ খুদরি (রা.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, একজন মুমিনের ওপর যে কোনো অসুস্থতা, যত কষ্টই হোক, যত দুঃখই হোক এবং যত যন্ত্রণাই আসুক না কেন, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ তায়ালা এসবের মাধ্যমে তার গুনাহগুলোকে পরিষ্কার করে দেন। (সহীহ বুখারী ও মুসলিম, মাআরিফুল হাদীস)

চলবে....................................

Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)


6
Hadith / হাদীস নং ১০
« on: May 30, 2024, 10:00:21 AM »
হাদীস নং ১০

বন্ধুরা,আজকে একটি চমৎকার হাদীস বলব আপনাদের। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

كُلُّ مَعْرُوف صَدَقَة

অর্থঃ প্রত্যেক ভালো কাজই সদাক্বাহ্। (বুখারী,৬০২১; মুসলিম,১০০৫)

ভালো কাজ করলেই সাদাকাহ’র সাওয়াব! দারুণ না? অতএব, আজ থেকে কোনো কাজকেই ছোট মনে করবে না। বড় হোক ছোট হোক যে কোন ভালো কাজে সবার থেকে এগিয়ে থাকার চেষ্টা করবে। মনে থাকবে তো?

চলবে..........................................

7
Hadith / হাদীস নং ৯
« on: May 29, 2024, 11:29:43 AM »
হাদীস নং ৯

উত্তম চরিত্র মুমিনের পাথেয়। বাবা-মা, ভাই-বোন, আত্নীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সকলের সাথে উত্তম আচরণ করলে আল্লাহ খুশি হন।। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الْبِرُّ حُسْنُ الْخُلُقِ

অর্থঃ উত্তম চরিত্রই হলো পুণ্য। (মুসলিম, ২৫৫৩; তিরমিযি, ২৩৮৯)

তোমরাও সকলের সাথে উত্তম আচরণ করবে। সব সময় উত্তম চরিত্রের অধিকারী হতে চেষ্টা করবে।

চলবে....................................

8

অসুস্থতার সময় নেক আমলের প্রতিদান

হজরত আবু মূসা আশআরী (রা.) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় বা সফরে যায় এবং এই অসুস্থতা বা সফরের কারণে তার ইবাদত ইত্যাদি করতে সম্পূর্ণ  অপারগ হয়ে যায় তাহলে আল্লাহ তায়ালা হ্যাঁ, তার আমল সেভাবে লিপিবদ্ধ করা হয় যেভাবে তিনি স্বাস্থ্য ও সুস্থতার অবস্থায় এবং ইকামাতের সময় করতেন। (সহীহ আল-বুখারী,মাআরিফুল হাদীস)

চলবে....................................

Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)

9
Hadith / হাদীস নং ৮
« on: May 28, 2024, 04:34:01 PM »
হাদীস নং ৮

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, الصَّبر عِندَ الصّدمۃ الأولیٰ

অর্থঃ বিপদের প্রথম অবস্থায় সবরই প্রকৃত সবর (বুখারী, ১৩০২;মুসলিম,৯২৬)

তাই বিপদ এলে কখনো হতাশ হবে না। অধৈর্য হয়ে ভাগ্যকে গালমন্দ করবে না। প্রকৃত সবর তো সেটাই, যেটা তুমি বিপদের প্রথম অবস্থাতেই করবে।

চলবে....................................

10

মৃত্যু কামনা করা ও দোয়া করা নিষেধ

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন কোনো কষ্ট বা দুঃখের কারণে মৃত্যু কামনা না করে বা মৃত্যুর জন্য দোয়া না করে। যদি সে অভ্যন্তরীণ প্রার্থনা দ্বারা একেবারে অপারগ হয় তবে তাকে এইভাবে প্রার্থনা করা উচিত: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي অর্থঃ হে আল্লাহ! যতক্ষণ জীবন আমার জন্য কল্যাণকর হয় ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখ এবং যখন আমার জন্য মৃত্যু উত্তম, তখন আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দাও। (সহীহ বুখারী, সহীহ মুসলিম, মাআরিফুল হাদীস, হাসান হুসাইন)

চলবে....................................

Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)


11
Hadith / হাদীস নং ৭
« on: May 27, 2024, 10:01:58 AM »
হাদীস নং ৭

একজন মুসলিম অনেকগুলো মহৎ গুণের অধিকারী হয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো সবর তথা ধৈর্য। সবরকে তুলনা করা হয় দ্বীপ্তিময় আলোর সাথে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الصبر ضياء

অর্থঃ ধৈর্য বা সবর হলো জ্যোতি। (মুসলিম, ২২৩; তিরমিযি, ৩৫১৭)

বিপদাপদ, দুশ্চিন্তা কিংবা যে কোনো কাজ করার সময় তোমরা সবরের সাথে করবে। কখনো অধৈর্য হবে না। ঠিক আছে, বন্ধুরা?

চলবে....................................

12

মৃত্যুর স্মরণ এবং তার আকাঙ্ক্ষা

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হে লোক সকল! মৃত্যুকে স্মরণ কর এবং তাকে স্মরণ রাখ, যা দুনিয়ার আনন্দকে বিনষ্ট করে (আত-তিরমিযী, সুনানে ইবনে মাজাহ, মা’আরিফুল হাদীস)

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মৃত্যু একজন মুমিনের উপহার। (শুআবুল-ইমান, বায়হাকী, মাআরিফুল হাদীস)

চলবে....................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)


13

তাতে চিকিৎসার ব্যবস্থা ও সতর্কতা
 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে নিজেও ঔষুধ সেবন করতেন এবং মানুষকে চিকিৎসার পরামর্শ দিতেন। তিনি বলতেন, হে আল্লাহর বান্দাগণ! কি ঔষুধ দিতে হবে, কারণ আল্লাহ প্রত্যেক রোগের নিরাময় দিয়েছেন, একটি রোগ ছাড়া, লোকেরা জিজ্ঞাসা করল এটি কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "খুব বার্ধক্য।" (তিরমিজি) (জাদুল-মাআদ)

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ ব্যক্তিকে একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার নির্দেশ দিতেন এবং বিরত থাকার নির্দেশ দিতেন। (জাদুল-মাআদ)

তিনি হারাম জিনিসকে ঔষুধ হিসেবে ব্যবহার করতে নিষেধ করতেন এবং তাকে উপদেশ দিতেন যে, আল্লাহ হারাম জিনিসে তোমাদের জন্য আরোগ্য রাখেননি (জাদুল-মাআদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্য থেকে কিছু উপকার নাও এবং মৃত্যুর আগে তোমার জীবনের ফল কাটাও।

উপকারিতা: এর অর্থ হ'ল আপনি আপনার স্বাস্থ্য ও জীবনকে ধন হিসাবে বিবেচনা করুন এবং ভাল কাজে বিনিয়োগ করুন, অন্যথায় অসুস্থতা এবং মৃত্যুতে কিছুই সম্ভব হবে না।

চলবে....................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)

14
Hadith / হাদীস নং ৬
« on: May 23, 2024, 01:58:54 PM »
হাদীস নং ৬

বন্ধুরা, তোমাদের যখন কোনোকিছুর প্রয়োজন হবে, তখন সবার আগে আল্লাহর কাছে চাইবে। তার কাছে দু’আ করবে। দু’আ করলে আল্লাহ অনেক খুশি হন। তা ছাড়া দু’আ একটি ইবাদাত। আমাদের নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الدعاء هو العبادة

অর্থঃ দু’আ হলো ইবাদাত। (আবূ দাউদ,১৪৭৯;তিরমিযি, ২৯৬৯; ইবনু মাজাহ, ৩৮২৮)

আল্লাহর ইবাদাত না করলে যেমন তিনি অসন্তুষ্ট হন, তেমনি তাঁর কাছে দু’আ না করলেও তিনি অসন্তুষ্ট হন। তাই তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দু’আ করবে।

চলবে..........................................


15

অসুস্থতা, চিকিৎসা ও সফর সংক্রান্ত হাদিস ও দোয়া

প্রতিটি রোগের ঔষুধ আছে

হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, প্রত্যেক রোগের ঔষুধ রয়েছে, আর ঔষুধ যখন রোগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হয়, তখন আল্লাহর হুকুমে রোগী ভালো হয়ে যায়।’ (মুসলিম, মিশকাত)

সুনানে আবি দাউদে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তায়ালা রোগ ও ঔষুধ নাযিল করেছেন এবং প্রতিটি রোগের জন্য ঔষুধ তৈরি করেছেন, এই জন্য ঔষুধ, কিন্তু হারাম জিনিস দিয়ে ঔষুধ সেবন করো না।" (জাদুল-মাআদ)

চলবে...................................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)


Pages: [1] 2 3 ... 13