Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - imam.hasan

Pages: 1 2 [3] 4 5 ... 17
31
Football / Atletico facing crucial tests of new pedigree
« on: March 01, 2015, 02:09:05 PM »
Diego Simeone's Spanish champions play at Sevilla on Sunday and host Valencia the following week in La Liga, two sides who are keen to show they can also challenge wealthy Real and Barca on a more consistent basis.

A trip to Espanyol on March 14 is followed three days later by the Champions League last 16, second leg at home to Bayer Leverkusen, when Atletico will need to overturn a 1-0 deficit to the Bundesliga side.

Their chances have been hurt by Tiago's red card in Wednesday's first leg and the Portugal midfielder will be suspended for the return along with centre back Diego Godin.

Fullback Guilherme Siqueira and midfielder Saul Niguez picked up injuries in Leverkusen that look like sidelining them for several weeks and they join playmaker Koke, who has had a crucial role in Atletico's success in recent seasons, in the treatment room.

Simeone insisted after the defeat in Europe his squad has enough depth to cope with injuries and suspensions.

However, without Koke the team has lacked a creative inspiration in the centre and Arda Turan, who provides the same kind of spark from a more advanced position, has also been hampered by injuries in recent weeks.

Another worry for Simeone will be the way Atletico, who under the Argentine have won plaudits for their intensity and commitment, were outmuscled by Leverkusen at the BayArena.

Atletico looked a shadow of the formidable side which has beaten Real four times and drawn twice in six meetings in all competitions this season, including this month's historic 4-0 drubbing of their neighbours at the Calderon in La Liga. "It was a very, very tough game," Atletico captain Gabi said in an interview with Spanish television after the Leverkusen game.
 
"Bayer played a very, very intense match, with a lot of speed up front," he added.
 
"They were enjoying pressuring us and they were superior in that sense but we still have the return leg and we will try to turn it around."
 
Atletico, who came within seconds of beating Real in last season's Champions League final, are third in the La Liga standings with 14 games left, three points behind second-placed Barcelona and seven adrift of leaders Real.
 
At this stage of the campaign, any more dropped points would surely mean the end of the bid for a second consecutive Spanish league title after their first in 18 years in 2013-14.

32
India’s parliament disrupted by Mother Teresa remarks
February 27, 2015
Nuns belonging to the Missionaries of Charity order follow the service to mark the 100th birth anniversary of Mother Teresa at her tomb in Kolkata (2010). REUTERS/Deshakalayan Chowdhury.

Nuns belonging to the Missionaries of Charity order follow the service to mark the 100th birth anniversary of Mother Teresa at her tomb in Kolkata (2010). REUTERS/Deshakalayan Chowdhury.

India’s upper house of parliament was briefly adjourned on Thursday after opposition members denounced comments by the leader of a Hindu group who said Roman Catholic missionary Mother Teresa had tried to convert people to Christianity.

Religious conversion has become a highly emotive issue in India recently, with debate whipped up by some supporters of Prime Minister Narendra Modi who see multi-faith Indian as a Hindu-first nation.

Members of the upper house criticized Mohan Bhagwat, head of the country’s most powerful Hindu organization, the Rashtriya Swayamsevak Sangh (RSS), who recently said Mother Teresa helped the poor to make them “obligated so that they become Christian”.

Political opponents of Modi and his Hindu-nationalist Bharatiya Janata Party (BJP), which the RSS supports, said right-wing Hindu groups were fanning religious tension in a country where violence between members of different religion has been common for decades.

“First, they’re trying to de-iconize Mahatma Gandhi,” said P. Rajeev, a member of parliament belonging to the Communist Party of India (Marxist), referring to comments by a BJP lawmaker that described Gandhi’s Hindu-nationalist assassin as a patriot.

“Now, they are trying to de-iconize Mother Teresa,” Rajeev said.

There has been no major religious violence since Modi came to power in May. But at least seven Christian institutions have been vandalized or have reported arson or theft in recent weeks.

On Wednesday, the government pledged to increase security at hundreds of churches in New Delhi.

Bhagwat’s comments came days after Modi made a long-awaited speech on religious tolerance, vowing to protect all minorities.

Sunil Lucas, a communication director for the Archdiocese of Calcutta (Kolkata), told Reuters it was “terrible” that Bhagwat’s comments came so soon after Modi’s assurances.

Mother Teresa “acted in faith and responded to the call of Jesus, but the outcome was social good and uplift of people,” Lucas said.

This week, senior BJP member Meenakshi Lekhi sought to distance her party from the controversy, telling reporters the government had nothing to do with Bhagwat said.

However, Lekhi also defended the comments, saying Mother Teresa herself had said her job was to spread Christianity, the Indian Express newspaper reported.

Mother Teresa, who was born in Macedonia and became an Indian citizen, was awarded the Nobel Peace Prize in 1979 for her work in the slums of Kolkata, the capital of West Bengal.

In the last year, the RSS has been working to expand its base in West Bengal, stoking tension by asserting the superiority of Hinduism over Christianity and Islam.

33
Cricket / Southee destroys England with seven wickets in Wellington
« on: February 20, 2015, 11:08:48 AM »
Southee bowled openers Ian Bell and Moeen Ali early in the innings then returned to run through England's lower middle order to finish with the best figures for a New Zealand bowler in one-day internationals.

Shane Bond's 6-19 against India in 2005 was the previous best.

Southee was ably supported by Trent Boult, who put pressure on the England top order with an eight-over opening spell in which he took one wicket for 30 runs.

Left arm spinner Daniel Vettori then dried up the runs in the middle overs and captured the wicket of out-of-form England captain Eoin Morgan for 17.

Southee did not get much movement in sunny conditions at the top of the innings after Morgan had won the toss and decided to bat but still managed to bowl Ali (20) and Bell (eight) with yorkers that did swing late.

Boult then had Gary Ballance caught by Kane Williamson at short cover for 10 to leave England at 57 for three in the 14th over.

Joe Root and Morgan, who had scored a total of two runs in his last five knocks, managed to slowly consolidate England's innings, though their run rate was pedestrian as the skipper struggled with his timing and confidence.

Vettori heaped more pressure on the beleaguered Morgan when he was deceived in flight and ended up dragging the ball aerially towards the leg side.

Milne sprinted about 30 metres and flung himself at the ball to take a brilliant catch that brought the crowd to their feet.

England's lower order then collapsed, slumping from 104 for five to 123 all out with Southee producing a spell of five for 10 in four overs.

Root was last out for 46 when he was caught in the deep.

34
Cricket / McCullum records fastest World Cup fifty
« on: February 20, 2015, 11:06:05 AM »

New Zealand captain Brendon McCullum has scored the fastest fifty in World Cup history, off 18 balls, against England in Pool A on Friday.

Electing to bat first, the English batting line-up was devastated by Tim Southee (7-33) as the Kiwis bundled them out for a paltry 123.

Opener McCullum came out all guns blazing with boundaries on all sides of the wicket, and banished pacer Steven Finn over the point boundary for a six in the sixth over to break his own record.

The record is the third-fastest in ODIs overall.

He previously scored a 20-ball fifty against Canada at St Lucia in the 2007 World Cup.

35
Various Sura & Dua / দোয়া কবুলের শর্ত
« on: February 20, 2015, 10:55:39 AM »
মুসলমান হিসেবে আমরা কমেবেশি সবাই দোয়া করি। এটা অনেকটা স্বভাবজাত বিষয়। তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার। আলেমরা এগুলোকে দোয়া কবুলের শর্ত ও আদব বলে অভিহিত করেছেন।

পবিত্রতা অর্জন: পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহতায়ালা সেই দোয়া কবুল করবেন।

বিনয়ের সঙ্গে দোয়া করা: বিনয়ের সঙ্গে দু’হাত তুলে দোয়া করা। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহতায়ালার নিকট হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া কর। হাত উল্টো করো না। দোয়ার শেষে উত্তোলিত হাত মুখমন্ডলে বুলিয়ে নাও।’ -আবু দাউদ

মিনতিভরা কন্ঠে দোয়া করা: মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গন্য হয়। রাসূলে মকবুল (সা.) বলেছেন, ‘দোয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ।’ দাসত্বের পরিচয় প্রদানই ইবাদতের উদ্দেশ্য। বান্দার নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্দি করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে। দোয়ার মাধ্যমে এ দু’টি বিষয়ের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহত ক্ষমতা, অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক। দীনতা ও নম্রতা দোয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল।

দু’হাত তুলে দোয়া করা: বিনয়, নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দু’হাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দু’হাতের মধ্যে ২/১ আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে। হাত কচলানো, রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাপ। মনে রাখবেন, আপনি শাহানশাহেরর দরবারে হাত তুলেছেন, তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয়। এছাড়া দোয়া শেষে দু’হাত তুলে দোয়া করে দোয়া শেষে হাত দু’টি মুখমন্ডলে মুছে নিবে। হাদিস শরীফে বর্ণিত আছে, ‘যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয়, তা একেবারে শূণ্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন।’

আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফসহ দোয়া করা : আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফসহ দোয়া করা। আল্লাহর প্রশংসা যেমন, ‘আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন’ দোয়ার শুরুতে বলা। এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম। হজরত আসমা বিনতে ইয়াজিদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ইসমে আজম এই আয়াতদ্বয়ে রয়েছে-
১. ‘ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম।’ -সূরা বাক্বারা : ১৬৩
২. ‘আলীফ লাম মীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।’ -সূরা আল ইমরান : ১

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলে কারিম (সা.)-এর নিকট বসেছিলাম। একজন লোক সেখানে নামাজ পড়ছিল। সে তার দোয়ার মধ্যে আরজ করল, হে আল্লাহ! আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এই ওসিলায় যে, প্রশংসা ও গুনকীর্তণ আপনার জন্যই উপযুক্ত। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশ মন্ডলীর স্রষ্টা। আমি আপনার কাছেই আপনার অনুগ্রহ চাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যু! ইয়া জালজালালী ওয়াল ইকরাম! রাসূলুল্লাহ (সা.) বলেন, এ বান্দা আল্লাহর ইসমে আজমের ওসিলায় দোয়া করেছে। এ ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, আল্লাহ তা দান করেন। -তিরমিজি

হজরত ফুজালা ইবনে উবায়দা (রা.) বর্ননা করেন, রাসূলে কারিম (সা.) এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। সে দোয়ায় আল্লাহপাকের প্রশংসা করল না এবং রাসূল (সা.)-এর ওপর দরুদও পাঠ করল না। এতে রাসূলে আকরাম (সা.) বললেন, লোকটি তড়িঘড়ি করে দোয়া করেছে। তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, ‘যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহতায়ালার প্রশংসা করে নেয়া ও রাসূলের প্রতি দরুদ পাঠ করা। এরপর যা ইচ্ছা তা চাওয়া। -তিরমিজি ও আবু দাউদ

এক হাদিসে এসেছে হজরত রাসূলে মাকবুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ শরীফ পড়ে, তার দোয়া অবশ্যই কবুল হয়। মহান আল্লাহতায়ালা অসীম দয়ালু; দোয়ার কিয়দাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয়। এই হাদিসের সারমর্ম এই যে, দরুদ তিনি অবশ্যই কবুল করে থাকেন, সুতরাং তিনি দরুদ কবুল করে দোয়ার অবশিষ্টাংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় অগ্রাহ্য করেন না। শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন।

হজরত আবু সোলায়মান দারানী (রহ.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে, তার উচিত, প্রথমে দরুদ পড়া এবং দরুদ পড়ে দোয়া শেষ করা। কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন। -কিমিয়ায়ে সাআদাত

36
বাড়ি থেকে বের হওয়ার দোয়া
উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।’

অর্থ : আল্লাহর নামে, আল্লাহর ওপর ভরসা করে বের হচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকা সম্ভব নয়।

ফজিলত : হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি বলে, তখন তার জন্য বলা হয়, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি রক্ষা পেয়েছ এবং শয়তান তার থেকে দূরে সরে যায়।’ -আবু দাউদ : ৫০৯৫

অন্য এক হাদিসে এসেছে, ‘তার জন্য অন্য শয়তান বলে, ওই লোককে তুমি কীভাবে পথভ্রষ্ট করবে যে এরই মধ্যে হেদায়াতপ্রাপ্ত হয়েছে, তার জন্য যথেষ্ট হয়েছে এবং রক্ষা পেয়েছে।’

সকালে সন্ধ্যায় পড়ার দোয়া
উচ্চারণ : ‘রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা।’

অর্থ : আল্লাহ আমার প্রভু, ইসলাম আমার ধর্ম এবং মুহাম্মদ (সা.) আমার নবী হওয়ায় আমি সন্তুষ্ট আছি।

ফজিলত : আবু দাউদ শরিফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এই দোয়টি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (যদি জান্নাতে প্রবেশের প্রতিবন্ধক কোনো আমল সে না করে। -আবু দাউদ : ১৫২৯

হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়াটি তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা কেয়ামত দিবসে তাকে সন্তুষ্ট করবেন। তিরমিজি শরিফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়াটি তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা কেয়ামত দিবসে তাকে সন্তুষ্ট করবেন।

সাইয়্যেদুল ইসতিগফার বা সর্বশ্রেষ্ঠ ইসতিগফার
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানী, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা মাসতাতা’তু, আউজুবিকা মিন শাররি মা সানা’তু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়া, ওয়া আবুয়ু লাকা বিজানবী, ফাগফিরলী, ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আনতা।’

অর্থ : হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি আমার স্রষ্টা আর আমি তোমার গোলাম। যথাসম্ভব তোমার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষায় অটল থাকব। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। আমার ওপর তোমার নেয়ামতসমূহের কথা স্বীকার করি। আমি আমার নাফরমানির কথাও স্বীকার করি। তাই আমার গুনাহ ক্ষমা করে দাও। কেননা তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই।

ফজিলত : যে ব্যক্তি এই ইসতিগফার সকালে পড়বে, অতপর সন্ধ্যার আগে তার মৃত্যু হলে, সে জান্নাতি হবে। অনুরুপভাবে কেউ সন্ধ্যায় পাঠ করে সকালের আগে তার মৃত্যু হলে, সে জান্নাতি হবে।

পরামর্শ : আরবির সঠিক উচ্চারণ বাংলায় করা কঠিন। তাই দোয়াগুলো নিকটস্থ মসজিদের ইমাম-খতিব বা কোনো বিজ্ঞ আলেমের কাছে শুদ্ধভাবে শিখে নেয়া যেতে পারে।

37
অনেকেই জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়তে গিয়ে কতগুলো সাধারণ ভুল করে থাকেন। যে ভুলগুলোকে অনেকে আবার ভুলও মনে করেন না। এমনকি দীর্ঘদিন ধরে যারা নিয়মিত নামাজ পড়েন তারাও অবলীলায় এসব ভুল করে থাকেন। ভুল করতে করতে এমন অবস্থা হয়েছে যে, এখন এ ভুলগুলোকেই সঠিক নিয়ম বলে মনে হয়।

যদিও এ ভুলগুলো শোধরানো সংশ্লিষ্ট ইমামের দায়িত্ব। কিন্তু ইমামের কাছে সমস্যাগুলো প্রকাশ না করায় তা থেকেই যাচ্ছে। অভিজ্ঞ আলেমদের অভিমত হলো, এসব ভুলের অনেকগুলোই রাসূলের সুন্নতের খেলাফ। আবার কোনো কোনো ভুল তো নামাজই নষ্ট করে দিতে পারে।

এবার দেখা যাক কোন ধরনের ভুলগুলো হয়ে থাকে-

তাড়াহুড়া করে অজু করা: অজুর ফরজ চারটি। মুখমন্ডল ধৌত করা, উভয় হাত কনুইসহ ধোঁয়া, মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা এবং উভয় পা টাখনুসহ ধোয়া। এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হাত-পা, মুখমন্ডলের নির্দিষ্ট স্থানে পানি পৌঁছাতে হবে। কোনো জায়গা শুকনো থাকলে অজু হবে না। তাই তাড়াহুড়া করে অজু না করা ভালো। অজু শেষে কালেমা শাহাদাত পড়া যেতে পারে। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অজু শেষে কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়। সে ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করতে পারবে।’ -মুসলিম শরিফ

নামাজের জন্য দৌঁড়ে যাওয়া: অনেকেই নামাজের জন্য মসজিদে দৌঁড়ে যান। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্রুত হাঁটা দৌঁড়ের কাছাকাছি বা দৌঁড় দিয়েও অনেকে নামাজে পৌঁছে হাঁপাতে হাঁপাতে কাতারে দাঁড়িয়ে যান। এই হাঁপানো অবস্থাতেই এক রাকাতের মতো চলে যায়। এটা আল্লাহর রাসূল (সা.) পছন্দ করেননি। তিনি নিষেধ করেছেন। আপনি হয় সময় নিয়ে নামাজ পড়তে যাবেন অথবা ধিরস্থির ও শান্তভাবে হেঁটে গিয়ে যতটুকু জামাতে শরিক হতে পারেন হবেন এবং বাকি নামাজ নিজে শেষ করবেন।

হজরত আবু কাতাদা (রা.) বর্ণনা করেন, একবার আমরা নবী (সা.)-এর সঙ্গে নামাজ পড়ছিলাম, নামাজরত অবস্থায় তিনি লোকের ছুটাছুটির শব্দ অনুভব করলেন। নামাজা শেষে জিজ্ঞেস করলেন তোমরা কি করছিলে? তারা আরজ করল, ‘আমরা নামাজের জন্য তাড়াতাড়ি আসছিলাম। আল্লাহর রাসূল (সা.) বললেন, এরূপ কখনো করো না। শান্তিশৃঙ্খলা ও ধীরস্থিরভাবে নামাজের জন্য আসবে, তাতে যে কয় রাকাত ইমামের সঙ্গে পাবে পড়ে নেবে, আর যা ছুটে যায় তা ইমামের নামাজের পর পুরা করে নেবে।’ -বোখারি শরীফ, খ--১, হাদিস নম্বর- ৩৮৭

এই হাদিসে রাসূল (সা.) নামাজে আসার এবং নামাজে শামিল হওয়ার সুনির্দিষ্ট নিয়ম বলে দিয়েছেন যে শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধিরস্থিরভাবে হেঁটে মসজিদে আসতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না।

ফজরের সুন্নতে তাড়াহুড়া করা: ফজরের নামাজের জামাতে অংশ নেয়ার জন্য ফজরের ফরজের আগের সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামাতে ইমামের সঙ্গে দাঁড়ানোর চিত্র হরহামেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়া নিষেধ, এমন অবস্থায় করণীয় সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেটাই মান্য। সেই নির্দেশনা হলো, যদি কেউ ফজরের জামাতের আগে মসজিদে যেতে পারেন তাহলে প্রথমে সুন্নত দুই রাকাত পড়ে জামাতের জন্য অপেক্ষা করবেন। আর যদি দেরি হয়ে যায় এবং জামাত শুরু হয়ে যায় তাহলে প্রথমে মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জামাতে শামিল হতে হবে এবং জামাতের পর বাকি নামাজ (যদি থাকে) শেষ করতে হবে।

থাকল ছুটে যাওয়া সুন্নত। এবার আপনি অপেক্ষা করবেন সূর্য উদয়ের জন্য এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময় (সাধারণত সূর্য উদয়ের পর ২০মিনিট) পার হওয়ার পর আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। মধ্যবর্তী যে সময় সে সময় আপনি হয় মসজিদে বসে অপেক্ষা করতে পারেন অথবা ঘরেও ফিরে আসতে পারেন এবং সময় হওয়ার পরই আপনি ফজরের সুন্নত আদায় করে নেবেন। এটাই আল্লাহর রাসূল (সা.) নির্দেশিত নিয়ম।

কাতার পূর্ণ না করে নতুন কাতার করা: সামনের কাতারে দাঁড়ানোর জায়গা আছে। সে জায়গায় না দাঁড়িয়ে অনেকেই নতুন কাতার শুরু করেন। ফলে কাতারের ডান কিংবা বাম দিক অপূর্ণ থাকে। মুসল্লি থাকা সত্ত্বেও কাতার পূর্ণ হয় না। এভাবে কাতার অপূর্ণ রাখা ঠিক নয়। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন।’ -নাসায়ি

মানুষ ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া: সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি। হয়তো এ কারণে শুক্রবার কিংবা রমজানে তারাবির নামাজে এসে একদল মানুষ চাপাচাপি করে সামনে গিয়ে বসে। জায়গা না থাকা সত্ত্বেও অনেকটা আরেকজনের গায়ের ওপর বসে পড়ে। এতে আরেক মুসল্লির কষ্ট হয়। এটা ইসলামসম্মত নয়। কারণ এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর প্রকৃত মোমিন সেই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জীবন ও ধনসম্পদের ব্যাপারে নিরাপদ এবং নির্বিঘœ মনে করে।’ -তিরমিজি ও নাসায়ি

কাতারে জায়গা নির্দিষ্ট করে রাখা: অনেকে আবার অনেক জায়গা নিয়ে নামাজে দাঁড়ান। একটু চেপে যদি আরেক মুসলমান ভাইকে দাঁড়ানোর জায়গা দেয়া যায়, তবে সেটা ভালো নয় কি? মসজিদ আল্লাহর ঘর। এখানে সবার অধিকার সমান। মুরব্বি দোহাই দিয়ে সামনের কাতারে জায়গা রাখা ঠিক নয়। জায়নামাজ বিছানো কিন্তু লোক নেই। জিজ্ঞেস করলে জানা যায়, অমুক সাহেব জায়গা রেখে গেছেন। এটা ঠিক না। এমন কাজ খুবই খারাপ।

তাকবিরে তাহরিমা না পড়ে রুকুতে যাওয়া: প্রচলিত আরেকটি ভুল হলো, তাকবিরে তাহরিমা (আল্লাহ আকবার) না বলে রুকুতে চলে যাওয়া। অর্থাৎ জামাতের নামাজে ইমাম যখন রুকুতে যান, তখন অনেককে দেখা যায় যে রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে একটি তাকবির (আল্লাহু আকবার) বলতে বলতে রুকুতে চলে যান এ পদ্ধতি সঠিক নয়। কারণ যে তাকবিরটি বলতে বলতে মুসল্লি রুকুতে যাচ্ছে, সেটাকে রুকুর তাকবির বলা যায়। তাহলে তার তাকবিরে তাহরিমা তো আদায় হয়নি। অথচ তাকবিরে তাহরিমা ফরজ।

অতএব ইমামকে রুকুতে পেতে হলে কয়েকটি কাজ করা জরুরি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে একবার আল্লাহু আকবার উচ্চারণ করবে। তারপর হাত না বেঁধে সোজা ছেড়ে দিবে। অতপর আরেকটি তাকবির (আল্লাহু আকবার) বলতে বলতে রুকুতে যাবে। সারকথা এই যে, এখানে তাকবির দু’টি। প্রথমটি তাকবিরে তাহরিমা, যা নামাজের প্রথম কাজ। এই তাকবির না বললে নামাজ হবে না। আর দ্বিতীয়টি রুকুর তাকবির। এই তাকবির বলা সুন্নত। কেউ যদি রুকুতে ইমামের সাথে শামিল হতে চায় তাহলে তার জন্য নিয়ম মাফিক এই দু’টি তাকবির আদায় করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনে রুকুর তাকবির তো ছাড়া যেতে পারে, কিন্তু স্থির দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) অবশ্যই বলতে হবে। এ বিষয়ে অধিক তাড়াহুড়া বা অবহেলা করলে নামাজ শুদ্ধ না হওয়ার আশঙ্কা রয়েছে। -ফতোয়া শামি: ১/৪৪২-৪৫২, আল বাহরুর রায়েক: ২/২৭৬

ছানা পড়া নিয়ে বিভ্রান্তি: অনেকেই ভাবেন ইমামকে রুকুতে পেলে ছানা পড়তে হবে কি না- বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। বস্তুত ছানা পড়া সুন্নত। নামাজে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো ছানা পড়া। কেউ একা পড়–ক বা জামাতে নামাজ পড়–ক, উভয় অবস্থায় ছানা পড়তে হয়। ইমাম আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে ছানা পড়তে পারে তাতে কোনো অসুবিধা নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শুনা ফরজ বিধায় তখন ছানা পড়া নিষেধ। কিন্তু এক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হলো, ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবির বলে হাত বাঁধে তারপর দ্রুত ছানা পড়ে রুকুতে যায়। অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায় ফলে ওই রাকাত ছুটে যায়। এটা ঠিক নয়। এ অবস্থায় ছানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না।

নিয়ম হলো, প্রথমে দাঁড়ানো অবস্থায় দু’হাত তুলে তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে হাত ছেড়ে দেবে, তারপর দাঁড়ানো থেকে তাকবির বলে রুকুতে যাবে। এক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকেন সেটা হলো, ইমাম রুকুতে চলে গেছে দেখে দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার, তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে। ফলে ওই রাকাত পায় না। এটা আরও বড় ভুল। নিয়তের বিষয়ে আলেমরা বলেন, নিয়ত অর্থ সংকল্প করা, যা মনে মনে হলেই চলবে। উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। -রদ্দুল মুহতার: ১/৪৮৮

নামাজীর সামনে দিয়ে যাওয়া: ফরজ নামাজের পর অনেকে হুমড়ি খেয়ে পড়েন মসজিদ থেকে বের হওয়ার জন্য। জুমার পর তো রীতিমতো হুড়াহুড়ি লেগে যায়। ফরজের পর অনেকেই সুন্নত পড়তে দাঁড়িয়ে যান। তাদের সামনে দিয়ে অনেকেই অবাধে চলে যান। এটা ঠিক না। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সমীচীন নয়। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘নামাজের সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কী পরিমাণ পাপ রয়েছে, তবে তার সম্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে ৪০ বছর দাঁড়িয়ে থাকা উত্তম হতো। হাদিসের বর্ণনাকারী আবু নসর বলেন, আমার মনে পড়ে না ৪০ দিন না ৪০ মাস, না ৪০ বছর বলেছেন।’ -সহিহ বোখারি

38
প্রতিদিন পাঁচবার আমাদের কানে মধুর আজানের ধ্বনি ভেসে আসে। মুসলমান মাত্রই আজানের ধ্বনি শুনে আবেগাপ্লুত হন, আমোদিত হন। আজান আল্লাহতায়ালার একত্ববাদ ও তাওহিদের মহা আওয়াজ। আজান এক বিরল জিকির। দৈনিক পাঁচবার শান্তি প্রতিষ্ঠার আহবান জানায় আজান। উচ্চৈঃস্বরে প্রচারিত আল্লাহর একত্ববাদের এই ঘোষণার মাধ্যমে সারা বিশ্বের অগণিত মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার কার্যত বান্দা মহান প্রভু আল্লাহতায়ালার বশ্যতার ঘোষণা দেয়া হয়। স্বীকার করা হয় আল্লাহর বড়ত্বের। মনে গভীর থেকে পরম বিশ্বাসের সঙ্গে স্বাক্ষ্য দেয়া নবী করিম (সা.)-এর নবুওয়তের।

আজানের প্রথম তাকবির হলো আল্লাহু আকবার। এর অর্থ- আল্লাহ সর্বশ্রেষ্ঠ। দুনিয়া ও পরকালের স্রষ্টা আল্লাহ একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তাই আজানে আল্লাহু আকবার বলে সব ধরনের শিরক, বিদয়াত প্রত্যাখ্যান করে আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতা ও সার্বভৌমত্বের মালিক বলে ঘোষণা দেয়া হয়। দুনিয়ার সৃষ্টি, নিয়ন্ত্রণ ও সমস্ত সৃষ্টি জীবের রিজিকসহ সব কল্যাণ-অকল্যাণের একক মালিক আল্লাহ। আজানে আল্লাহু আকবার চারবার করে উচ্চৈঃস্বরে ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দেয়া হয়, মানুষের মুক্তি ও কল্যাণের জন্য, পরকালের সফলতার জন্য একমাত্র আল্লাহতায়ালার কাছেই আশ্রয় নিতে হবে। অন্য কোথাও মানুষের শান্তি নেই, কল্যাণ নেই। এই ঘোষণা রয়েছে আল্লাহু আকবারে।

আজানের দ্বিতীয় ঘোষণা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কেউ নেই। যে ব্যক্তি এ ঘোষণায় একমত, তিনি মুসলমান। এভাবে দু’বার মুয়াজ্জিন এ আওয়াজ তোলেন। এরপর ঘোষণা হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মানে হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রাসূল। এটাই সেই রেসালাতের ঘোষণা, যা কালেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক অংশ। মহান প্রভু আল্লাহর অনুগত বান্দা হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-কে একমাত্র নেতা হিসেবে মেনে নেওয়া ঘোষণা।

এরপর ঘোষণা হয়, হাইয়া আলাস সালাহ। মানে- এসো তোমরা নামাজের জন্য এসো। আল্লাহতায়ালার দরবারে সেজদা করে একক আল্লাহর আনুগত্যের প্রমাণ দিতে সবাইকে আহ্বান জানানো হয় পর পর দুইবার। পরে ঘোষণা হয়- হাইয়া আলাল ফালাহ। মানে এসো কল্যাণের জন্য, সফলতার জন্য। জীবন-মরণের কল্যাণ এই নামাজে নিহিত। মুক্তি ও কল্যাণের পিপাসায় যারা কাতর তাদেরকে নামাজে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই।

আজানের শেষলগ্নে পুনরায় সেই প্রথমবারের স্বীবারোক্তি আল্লাহু আকবার দু’বার উচ্চারণ করে মানুষকে সাবধান করার পাশাপাশি পুনরায় মনে করিয়ে দেওয়া হয়- আল্লাহ এক, তিনি একক, তার কোনো শরীক নেই। এ বিরাট ঘোষণা যেন মানুষের হৃদয়মূলে গেঁথে যায় তাই সবার শেষে বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই।

আজান মূলতঃ নির্ভেজাল তাওহিদের ঘোষণা। আজানের মধ্যে আল্লাহর পরিচয় নিহিত। আসলে আল্লাহ মানুষের প্রভু, আল্লাহ আমাদের আইনদাতা, বিধান দাতা। এটা মানুষকে মনে করিয়ে দেয়া হয় বারবার আজানের মাধ্যমে। আর এভাবেই সারা বিশ্বে যুগ যুগ ধরে উচ্চ আওয়াজে প্রচারিত ইসলামের নির্যাস ও বার্তা বিঘোষিত হয়ে আসছে আজানের মাধ্যমে।

প্রতিদিন মুয়াজ্জিনের মধুর কণ্ঠে প্রচারিত আজান শুনে ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ আল্লাহর দরারে হাজিরা দিতে মসজিদে দৌঁড়ায়। এ আবেগের কথা কবি অত্যন্ত সুন্দর ভাষায় ফুটিয়ে তুলেছেন এভাবে-

‘কে ঐ শোনালো মোরে আযানের ধ্বনি,
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর!
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর সে আযানের ধ্বনি!’

এখন কথা হলো আমরা কী এই কবির মতো করে আজান শুনি? বস্তুত আজানের মাধ্যমে আল্লাহর একত্ববাদের আওয়াজ মানুষের কর্ণকূহরে পৌঁছানোর মাধ্যমে মানুষকে আল্লাহর অনুগতশীলদের মিছিলে যোগ দেয়ার আহবান জানানো হয়। যে আহবানের পরতে পরতে রয়েছে শান্তি প্রতিষ্ঠা প্রত্যয় ও ঘোষণা।

39
সুস্থ ও স্বাভাবিক মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় ইবাদত হলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের ক্ষেত্রে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি, এটা অনেক বড় সওয়াবের কাজও বটে। কিন্তু অনেকেই অপরিহার্য এই আমল নামাজে ভুল করে থাকেন। জামাতে কিংবা একাকি নামাজ আদায়ের পূর্ণাঙ্গ নিয়ম অনেকেরই জানা নেই। ফলে দেখা যায় মসজিদে আসা সাধারণ মুসল্লিদের অনেকের নামাজে অনেক অসঙ্গতি। বিশেষ করে জামাতের নামাজ আদায়ের ক্ষেত্রে।

জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে নামাজের শুরুতে অংশগ্রহণ করতে না পারলে, রুকু, সেজদা বা তাশাহহুদ (প্রথম/শেষ বৈঠক)-এ এসে হাজির হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা যায় অনেক মুসল্লিকে। অথচ ছোট্ট কিছু নিয়ম জানলে বিব্রতকর এই পরিস্থিতি থেকে বাঁচা খুব সহজ। আজকে আমরা জানব পরে এসে জামাতে অংশগ্রহণকারীর বিধান সম্পর্কে।

নামাজের শুরুতে ইমামের সঙ্গে ছিল না, এক বা একাধিক রাকাত আদায়ের পর এসে যে নামাজে শরীক হয় এমন মুসল্লিকে ‘মাসবুক’ বলে।

জামাত শুরু হয়ে ইমাম কেরাত পড়া শুরু করেছেন এ সময় জামাতে অংশ নিতে ইচ্ছুক আগত মুসল্লি নিয়ত করে ‘আল্লাহু আকবর’ বলে জামাতে শরিক হবেন। ফজর, মাগরিব ও এশার নামাজের ক্ষেত্রে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। জোহর ও আসরের নামাজের ক্ষেত্রে কেবল ‘সানা’ (সুবহানাকাল্লাহুম্মা...) পড়বেন এবং ইমামের অনুসরণ করবেন।

ইমাম রুকুতে থাকাকালীন আগত মুসল্লি সোজা দাঁড়িয়ে নিয়ত করে আল্লাহু আকবর বলে নামাজে অংশ নিবেন এবং আরেকটি তাকবির (আল্লাহু আকবর) বলে দ্রুত রুকুতে চলে যাবেন। তবে রুকুতে যেতে দেরি হলে অর্থাৎ রুকুতে যেতে যেতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলে দেরিতে আসা মুসল্লি ইমামের সঙ্গে সিজদা করবেন ঠিক, তবে তাকে ওই রাকাতটি আবার আদায় করতে হবে। এ ক্ষেত্রে ইমাম রুকু শেষ করে সিজদায় গেলে, পরে এসে কেউ কেউ একাকি রুকু আদায় করে ইমামের সঙ্গে সিজদায় সম্পৃক্ত হয়ে মনে করেন রাকাত পেয়ে গেছেন। পরে ওই রাকাত আদায় করেন না। এতে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। কারণ ইমামের সঙ্গে রুকু না পেলে রাকাত পাওয়া হয় না।

ইমাম প্রথম বা শেষ রাকাতে থাকাকালীন এসে নামাজে অংশ নিলে, মুসল্লি সোজা দাঁড়ানো অবস্থায় ‘তাকবির’ বলে নামাজে সম্পৃক্ত হয়ে আরেক তাকবির বলে বৈঠকে যাবেন এবং তাশাহহুদ (আত্তাহিয়্যাতু...) পড়বেন। প্রথম বৈঠকের (৩-৪ রাকাতবিশিষ্ট নামাজে) ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে ইমাম দাঁড়িয়ে গেলে মুসল্লি তাশাহহুদ শেষ করে দাঁড়াবেন। শেষ বৈঠকে ইমাম দু’দিকে সালাম ফেরানোর পর দেরির মুসল্লি দাঁড়াবেন এবং অসম্পূর্ণ নামাজ সম্পূর্ণ করবেন। ছুটে যাওয়া নামাজ এক বা দু’রাকাত হলে একাকি আদায়ের সময় দু’রাকাতেই কেরাত অর্থাৎ সূরা ফাতেহার সঙ্গে অন্য একটি সূরা পড়তে হবে। দু’রাকাতের অধিক রাকাতের ক্ষেত্রে কেবল সূরা ফাতিহা পড়তে হবে।

40
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে সরকার ও বিরোধী জোটের মাঝে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের মূল কথা। কিন্তু গণতান্ত্রিত রীতিনীতিকে উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে দেশে আজ অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে।

মানুষকে ভয়ে ভয়ে ঘর থেকে বের হতে হচ্ছে। এ অবস্থা থেকে দেশের সাধারণ জনগণকে মুক্তি দিতে উভয় জোটকেই সমঝোতায় আসতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা সবার কাছেই প্রত্যাশিত। যেহেতু রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জনকল্যাণ ও জনস্বার্থ। তাই জনকল্যাণের কথা বিবেচনা করে হরতাল, জ্বালাও-পোড়াও, ধর্মঘট, অবরোধ, গাড়ী ভাঙচুর ইত্যাদি বন্ধের ব্যাপারে একমত হতে হবে। কেননা এতে কোনো জনকল্যাণ নেই। আছে কেবল সীমাহীন জনদুর্ভোগ ও মানুষের বদদোয়া। এ অবস্থা দীর্ঘায়িত হতে দেওয়া যায় না।

ইতিহাসে আছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরবদের মাঝে পরস্পরের ৬০, ৮০, ১২০ বছর পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। যে যুদ্ধের নৃশংসতায় মারা গেছে হাজার হাজার মানুষ। অবশেষে তা বন্ধ হয়েছে ইসলামের আগমনে। বর্তমানের অবস্থা ততোটা ভয়াবহ নয়, তবুও বলা যায়- আজও সামাজিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব একই পথে, একই নিয়মে। কারণ ইসলাম দেখিয়েছে- কীভাবে, কোন্ পদ্ধতিতে বহুমত ও দর্শনকে একত্রে নিয়ে পথ চলতে হয়।

আমাদের নবী হজরত রাসূলুল্লাহ (সা.)-এর সুমহান জীবনচরিত ছিল উদারতা, শান্তিপূর্ণ সমঝোতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জন্মভূমি মক্কাবাসীর অসহনীয় ঠাট্টা-বিদ্রুপ, অত্যাচার-নির্যাতন চরমে পৌঁছালেও তিনি কিছুতেই ধৈর্য্য হারাননি। হিজরত করে মদিনায় গিয়ে সেখানে তিনি সমঝোতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন মদিনার সনদের আলোকে। আবার হিজরতের পর হজরত রাসূলুল্লাহ (সা.) মক্কা ও তায়েফ বিজয়ের সময় যে অতুলনীয় ক্ষমার আদর্শ প্রদর্শন করেছেন, বিশ্বের ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত নেই। তার ক্ষমাসুন্দর উদারতা ও শান্তিপূর্ণ সমঝোতার সুমহান চরিত্র বিশ্ববাসীর পথপ্রদর্শক হিসেবে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আজ অবধি তার এই রাজনৈতিক দর্শনকে কেউ ভুল বলতে পারেননি। বরং ওই সব পদ্ধতি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। ইতিহাসের পাতায় তা ঠাঁইও করে নিয়েছে।

ইতিহাসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, উদ্ভুত যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সুরাহা করতে হবে। এ ব্যাপারে সরকারকে যেমন নমনীয় হতে হবে, তেমনি বিরোধী পক্ষকেও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সবদল ও মতের নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিতে হবে। সমঝোতার বিপরীতে কোনো প্রকার জিদ, একগুয়েপনা ও হঠকারিতার আশ্রয় নেওয়া যাবে না। হিংসা ও প্রতিশোধ নয়, ক্ষমার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এটা ইসলামের শিক্ষা। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা। সেই শিক্ষার আলোকে রাজনৈতিক বিরোধ মেটাতে সংলাপ, আলাপ-আলোচনা, পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। ইসলামের শিক্ষা অনুযায়ী যদি সব ক্ষেত্রে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ধৈর্য্যের সঙ্গে প্রতিবন্ধকতা অতিক্রম করা যায়, তাহলে সমাজজীবনে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। যে সমাজে শান্তিপূর্ণ সমঝোতার চর্চা যতো বেশি, সে সমাজে অপরাধ প্রবণতা ততো কম। সমঝোতার ক্ষেত্রে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে আপোষহীন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নাগরিক নিরাপত্ত ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ বাঁচলে সবাই বাঁচবে। কোনো অবস্থাতে কারো প্ররোচনা ও ইন্ধনে মারামারি-হানাহানি করে সমাজ ধ্বংস করা চলবে না।

41
Story, Article & Poetry / What to avoid on Valentine's Day
« on: February 06, 2015, 03:37:21 PM »
Good etiquette commands one's undivided attention to another person while on a date, says Sheena Agarwaal, director of Urbanista Image Consultancy. She has shared tips on how men and women should make the day a memorable one.

Rules for men

* Never wait till the last minute to ask the lady out. Popular or not, most women are most likely to be asked out by more than one man on this night. So make sure you get this one right. Having said that, don’t make yourself seem too over the top. Ideally, a week before the day is a good enough time frame.

* Make sure you choose a good florist. Ideally once you choose your florist, you should stay with them as this will ensure a relationship is built up and they will learn what suits you best.

* Special and meaningful doesn't have to mean expensive. If on a tight budget, cook at home. There is nothing like a home-cooked meal. It also lets you get creative with the menu and dish out some of the lady’s favourite flavours and dishes.

* Usher the lady out the car, hold the door for her and seat her at the table.

* If eating out, make sure you make your reservation well in time. Also, manage your expenses well before the big date. Nothing can ruin the night more than a credit card that just got declined.

* When getting the cheque, offer to pay unless the lady offers to ‘go Dutch’. Refusing once is a good practice but not at the cost of getting into a tug of war.

* Remember to always maintain eye contact, but not in a creepy way, while on the date. This day is about the couple expressing the love and affection they share.

* No one wants to be courted by someone with bad breath or dirty nails as your image and persona is vital for success. You don’t have to be dressed from top to toe in Savile Row, but cleanliness and style will pay dividends. When dressing yourself, remember there are sartorial rules for a reason. Break them at your peril!

Rules for women

* The most important thing to remember is that men are different from women. Give men some space so they can reflect on what a catch you are.

* Dress to respect all the effort put in by the man to make this day extra special for you.

* Remember to keep in mind what your dress says about your intentions —people can dress to reflect their mood subconsciously. For instance, a black low-cut neck means you’re interested; a black nun’s habit means anything but.

* Nothing sparkles more than your eye under the candlelight. Hence you should dazzle them all the way. Keep your make-up simple yet elegant for a sit-down dinner.

* Even though you have known your date for the longest time, please reserve your everyday gossip for another day. This day is about both of you.

* Leave your baggage behind and literally so. There is nothing worse than a woman scuffle through her bag to find that lip gloss. Invest into a classy clutch to carry the necessary.

42
Art / Bangladesh goes panoramic on Google Street View
« on: February 06, 2015, 03:32:48 PM »
Road Transport and Bridges Minister Obaidul Quader announced launch of the service at a hotel in Dhaka on Thursday.

Bangladesh is the 66th country to feature on Google Street View.

Now users of smartphones with internet connection can find their destinations on the devices using the service.

Google Street View provides 360-degree or panoramic street and site views.

Officials of Google Inc., USAID and Bangladesh government’s Access to Information (a2i) project were present at the launch.

Quader said internet users from any corner of the world could now see multi-dimensional images of selected areas of Bangladesh through Google Street View only two years after Google had started work on its project in the country.

“It (Bangladesh on Google Street View) is a silent revolution in the information technology sector under the leadership of the prime minister (Sheikh Hasina). She is its architect and her adviser Sajeeb (Ahmed) Wazed Joy is its vanguard,” he said.

The minister hoped the service would benefit Bangladesh’s tourism, trade, commerce and other sectors.

Google Bangladesh officials said they on Thursday launched street view trackers and wireless backpacks which would add multi-dimensional images even of the walkways to Google Street View.

Access to Information Project Director Kabir bin Anwar said launch of the Google service was a reflection of the government’s pledge to build a ‘Digital Bangladesh’.

Google Public Policy Director for Asia and the Pacific Ann Lavin said the ‘new Street View’ would project Bangladesh from a ‘different perspective’.

Images of busy Dhaka streets to beautiful and attractive places can be found on Google Street View, he said, adding foreign tourists would be drawn to Bangladesh because of the service.

Google Street View was first launched in the United States in 2007

43
ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর‌্যোগ সম্পর্কে আগাম সংকেত দেয়ার মতো এখনো পরিপূর্ণ বৈজ্ঞানিক উপায় খুঁজে পাওয়া যায়নি। তবে এ নিয়ে বিজ্ঞানীরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সম্প্রতি ইউরোপের বিজ্ঞানীরা হাতির আচরণ ব্যাখ্যা করে ভূমিকম্পের আগাম সংকেত পাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। 

ঝড়ের আগমুহূর্তে পিঁপড়াসহ বনের বিভিন্ন পশুপাখিদের গতিবিধি ও ভাবভঙ্গি কেমন হয় সেসব বিষয়ে অনুসন্ধান ও বিশ্লেষণের অংশ হিসেবে হাতির আচরণ গবেষণা করতে গিয়ে আশাবাদী হন তারা।

প্রাথমিক অনুমান হিসেবে বিজ্ঞানীরা প্রবল স্মৃতিশক্তি থাকায় হাতির উপর এ গবেষণা চালিয়েছেন।

নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করে বলছেন, আকর্ষণ করার মতো হাতির এতটাই বিপুল শ্রবণ ও স্মৃতিশক্তি ক্ষমতা রয়েছে যে, তা কাজে লাগিয়ে আবহাওয়াবিদরা আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে নতুন ধরনের সংকেত পেতে পারেন। 

গবেষণায় তারা দেখতে পান যে, দীর্ঘ উচ্চতার এই প্রাণীরা ২৪১ কিলোমিটার দূর থেকেই ঝড় এবং ভারি বর্ষণের আভাস বুঝতে পারে।

বিজ্ঞানীরা জানান, হাতির কানের আকার ও এর ভিতরের কোষগত গঠনের সাথে শ্রবণের উৎস এবং এরসঙ্গে যেকোনো কম্পনের উৎস বোঝার গুরুতর সম্পর্ক রয়েছে। এদের কানের আকার ও শ্রবণেন্দ্রিয়ের কোষগত গঠন এতটাই শক্তিশালী যে, এরা খুবই সূক্ষ্মতর ও দুর্বলতম বায়ুতরঙ্গও শনাক্ত করতে সক্ষম।   
 
গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পান যে, বাতাসে আদ্রতার সামান্যতম প্রকাশ শুরু হওয়ার পর এর ফলে শত শত মাইল দূরে মেঘের অতিদুর্বলতম গর্জন ও বজ্রধ্বনি শুনতে পায় হাতিরা।  এমনকি কোনো শিকারি সিংহ বেশ দূর থেকেও ওদের ফলো করলে এরা বুঝতে পারে।

একইসঙ্গে আবহাওয়ার পরিবর্তন বিষয়ে হাতির এধরনের পূর্বাভাস পাওয়ার সক্ষমতা কাজে লাগিয়ে চারণভূমিতে শিকারী ও আক্রমণকারীদের থেকে তাদের রক্ষা করা সম্ভব।

বিজ্ঞানিরা বলেন, এর জন্য হাতির স্মৃতিশক্তিকে একটি পদ্ধতিগত বিদ্যায় রূপান্তরিত করা জরুরি।

তবে তারা বলছেন, বৃষ্টি, আবহাওয়া কিংবা শিকারি সম্পর্কিত আগাম সংকেত বোঝার ক্ষেত্রে তাদের মধ্যে সিদ্ধান্তটা আসে বড় এবং বয়ষ্ক হাতির কাছ থেকে। বয়ষ্ক হাতিরাই সাধারণত এই সিদ্ধান্ত দেয়। মা হাতিদের এ শক্তি সবচেয়ে বেশি ও শক্তিশালী।

বৃষ্টি সম্পর্কে হাতির আচরণ ব্যাখ্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ এন্ড এম ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক অলিভার ফ্রয়েনফেল্ড বলেন, ‘এরা (হাতি) দেখতে পেল কিছু এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তা দেখতেই এরা চলতে শুরু করল। এমনকি তারা খুব দ্রুত চলা শুরু করল।’ 

এ গবেষণায় সাত বছর ধরে বিজ্ঞানীরা হাতির আচরণ বোঝার চেষ্টা করছেন। নয়টি হাতির কয়েকটি গ্রুপের উপর এ গবেষণা চালানো হয়।

বিজ্ঞানীরা দেখতে পেলেন, আফ্রিকার নামিবিয়ায় বৃষ্টির মৌসুমে গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে হাতিরা বৃষ্টির সময় তাদের চলার পথ একেবারে বদলে ফেলে। 

ফ্রয়েনফেল্ড বলেন, ‘একবার শুকনো ও গরমের মৌসুমে। যেন এরা খুব চাচ্ছিল যে, বৃষ্টি হোক। পরে দীর্ঘ গরমের পর হঠাৎ হাতিগুলো কি জানি বুঝতে পেরে নড়চড়ে উঠল। এরপর এরা এদিক-ওদিক ছুটাছুটি করতে লাগল। এবং অদ্ভুতভাবেই কয়েকঘণ্টা পর দেখা গেল বৃষ্টি পড়তে শুরু করেছে।’

বিজ্ঞানীরা মনে করছেন, হাতির এ ধরনের আচরণ আরো বোঝার ও বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

তারা খুব আশাবাদী যে, বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে হাতির পূর্বাভাস পাওয়ার ক্ষমতা ও এর কার‌্যকারণ ব্যাখ্যা করে ভূমিকম্প সম্পর্কে কোনো সুখবর তারা পেতে পারেন।
source: banglanews24.com

44
Food Habit / পেটের মেদ না কমার কারণ
« on: January 31, 2015, 03:28:32 PM »

ব্যায়াম করছেন, খাচ্ছেন রয়েসয়ে তারপরও কমছে না চর্বি? কারণ থাকতে পারে অনেক।
স্থাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের এক প্রতিবেদনে জানানো হয়, পেটের মেদ যা প্রকৃতি অর্থে অন্ত্রে জমে থাকা চর্বি বোঝায়। এর থেকে হৃদরোগ, টাইপ টু ডায়াবেটিস, ইন্সুলিন বৃদ্ধি ছাড়াও কোনও কোনও সময় ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়।

যদি খাদ্যাভ্যাস পরিবর্তন আর ব্যায়াম করেনও স্ফিত পেট না কমে তবে হয়ত নিচের কারণগুলো আপনার ক্ষেত্রে খাটতেও পারে।

আপনি বৃদ্ধ হচ্ছেন

বয়স বাড়ার সঙ্গে ওজন কম বা বেশি হওয়ার সম্পর্ক আছে। এই সময়ে নারী এবং পুরুষের হজম শক্তি কমে। অথবা যে পরিমাণ ক্যালরি সাধারণত খরচ হওয়ার দরকার তা হয় না। তাছাড়া নারীদের ক্ষেত্রে অন্যতম সমস্যা তৈরি হয় মেনোপজের সময়।

যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের এনডোক্রিনলোজি বিভাগের অধ্যাপক মাইকেল জেনসেন বলেন, “যদি মেনোজপজের পর কোনো মহিলার ওজন বৃদ্ধি পায়, তবে এর অন্যতম কারণ হচ্ছে পেটের মেদ।”

মেনোপজের পর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উৎপাদন কমে যেতে থাকে। তাছাড়া টেসটোসটেরনের মাত্রাও ধীরে ধীরে কমতে থাকে। হরমোনের এই পরিবর্তণের কারণে নারীদের পেটে মেদ জমতে থাকে।

তাই এই সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার হয়।

ভুল ব্যায়াম

প্রতিদিন দৌড়ানো বা লাফানো হৃদপিণ্ডের জন্য ভালো। তবে হৃদপিণ্ডের জন্য ভালো ব্যায়াম, কোমরের ক্ষেত্রে কাজ করে না।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের এনডোক্রিনলোজি বিভাগের অধ্যাপক সঙ্গীতা কাশ্যাপ বলেন, “ওজন কমানো এবং কার্ডিওভাস্কুলার ব্যায়ামের মধ্যে সমন্বয় থাকতে হবে।”

তিনি আরও জানান, শক্তি খরচ করে ব্যায়াম করলে পেশি গঠন ভালো হয়।

ক্লিভল্যান্ড ক্লিনিকের পুষ্টিবিদ কেইট প্যাটন জানান, চর্বির চাইতে ক্যালরি বেশি পুড়িয়ে পেশি গঠিত হয়। এই কারণে পেশি গঠনের ব্যায়াম বেশি করলে স্বাভাবিকভাবেই বেশি ক্যালরি খরচ হয়।

হালকা হলে সপ্তাহে ২৫০ মিনিট আর কঠিন হলে সপ্তাহে ১২৫ মিনিট ব্যায়াম করার পরামর্শ দেন প্যাটন।

প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া

“সাদা আটা, চিপস, বিস্কুটের পাশাপাশি প্রক্রিয়াজাত চিনি, মিষ্টি পানীয় ও মিষ্টান্ন শরীরে প্রদাহ বাড়ায়” বলেন প্যাটন।

তিনি আরও বলেন, “আর প্রদাহের সঙ্গে পেটের মেদের সম্পর্ক রয়েছে। যত বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া হবে ততই পেটের চর্বি কমার ক্ষমতা হ্রাস পাবে।”

প্রাকৃতিক খাবার যেমন: ফল, সবজি এবং শষ্যজাতীয় খাবারে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যা শরীরে প্রদাহ কমিয়ে পেটের মেদ জমতে দেয়না।

ভুল ‘ফ্যাট’ গ্রহণ

শরীরে সব চর্বির প্রভাব একরকম নয়। প্যাটন জানান, গবেষণায় দেখা গেছে ‘স্যাচারেইটেড ফ্যাট’ (মাংস এবং দুগ্ধজাতীয় খাবারে থাকে) অন্ত্রের চর্বি তৈরিতে ভূমিকা রাখে।

অন্যদিকে ‘মোনোআনস্যাচারেইটেড ফ্যাট’ (অলিভ অয়েল এবং আভোকাডো’তে পাওয়া যায়) এবং নির্দিষ্ট ঘরানার ‘পলিআনস্যাচারেইটেড ফ্যাট’ (বিশেষ করে ওমেগা থ্রিএস পাওয়া যায় আখরোট, সানফ্লাওয়ারের দানা এবং চর্বিযুক্ত মাছে)— এগুলো শরীরের প্রদাহের বিপরীতে প্রভাব ফেলে।

আর সঠিক প্রোটিন গ্রহণ করলে শরীরও ভালো হয়।

তবে প্যাটন সাবধান করে দিয়ে জানান, যে কোনো প্রকার চর্বি শরীরে বেশি গেলে সেখান থেকে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। তাই স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বিও অতিরিক্ত খাবেন না।

ঠিকমতো ব্যায়াম না করা

মেডিসিন অ্যান্ড সায়েন্স জার্নালে প্রকাশিত স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ উপর করা এক গবেষণার ফলাফল থেকে জানা যায়, যারা হালকা ব্যায়াম করেন তাদের চাইতে কঠিন ব্যায়াম করা মানুষদের পেটের মেদ বেশি কমে।

ক্যালিফোর্নিয়ার ব্যায়াম প্রশিক্ষক নাটালি জিল বলেন, “পূর্ণোদমে ব্যায়াম করতে হবে। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যালরি পোড়ানো। আর কঠিন ব্যায়াম করেই তা সম্ভব।”

কঠিন ব্যায়াম করতে কষ্ট হলেও এভাবে ভাবুন— কম সময়ে বেশি ক্যালরি পোড়ানো যাচ্ছে।

ভুল ব্যায়াম করা

ঠিকমতো ব্যায়াম না করলে যেমন কাজ হয় না তেমনি ভুল ব্যায়ামও কোনো উপকারে আসে না।

জিল বলেন, “শুধু পেটের ব্যায়াম করলেই হবে না, সঙ্গে পিঠ, নিতম্বসহ শরীরের সব অঙ্গের ব্যায়াম করতে হবে। যত বেশি মাংশপেশির ব্যবহার হবে ততবেশি ক্যালরি পুড়বে।”

মানসিক চাপ

পারিবারিক জীবন, অফিসের কাজ, বিল জমা দেওয়ার জন্য টাকা জোগাড়— ইত্যাদি কারণে মানসিক চাপে থাকে মানুষ। আর এ থেকে শরীরের বাড়তি ওজন কমানো কঠিন হয়ে যায়। বিশেষ করে শরীরের মধ্যবর্তী অঞ্চলের মেদ।

মানসিক চাপে থাকলে উচ্চমাত্রার চর্বিযুক্ত খাবার খাওয়ার আকর্ষণ বাড়ে। তবে শুধু এই কারণেই নয়, স্ট্রেস হরমোন করটিজোল শরীরে লেগে থাকা চর্বি প্রসারিত করতে সাহায্য করে। আর শরীরের অন্যান্য অংশের তুলনায় অন্ত্রে বেশি চর্বি থাকে।

কম ঘুম

পর্যাপ্ত ঘুম না হলেও ওজন বাড়তে পারে।

১৬ বছর ধরে প্রায় ৭০ হাজার নারীর উপর করা এক গবেষণায় দেখা গেছে, রাতে যারা সাত ঘণ্টা ঘুমায় তাদের চাইতে যারা পাঁচ ঘণ্টা বা এর চেয়ে কম ঘুমাচ্ছেন, এদের মধ্যে শতকরা ৩০ভাগেরই ওজন বেড়েছে।

ন্যাশনাল ইনিস্টিটিউট অফ হেল্থ’য়ের পরামর্শ হচ্ছে, প্রাপ্তবয়স্ক মানুষের রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমানো উচিত।

আপেলাকৃতি

যদি নিতম্ব এবং উরুর চাইতে পেটের মাপ গোলাকার হয় তবে আপনার আকার আপেলের মতো।

ডা. কাশ্যাপ বলেন, “এই বংশগত প্রবণতার কারণে হয়ত পেটের মেদ কমানো কষ্ঠকর। তবে অসম্ভব কিছু নয়।”

আপনি হয়ত অসুস্থ

যদি টেসটোসটেরনের মাত্রা বেশি থাকে তবে পলিসিস্টিক ওভারি সিন্ড্রম (পিসিওএস) হতে পারে। এর কারণে পেটের মেদ কমানো কষ্ঠকর হয়।

ডা. কাশ্যাপ বলেন, “দেহের আকার আপেলের মতো হওয়ার পাশাপাশি যদি অতিরিক্ত ওজন থাকে তবে ডাক্তার দেখানো উচিত।”

সেই সঙ্গে হয়ত আপনি প্রিডায়াবেটিক বা ডায়াবেটিক রুগিও হতে পারেন।

তবে আপনার কি পেটের মেদ কমানোর ইচ্ছা আছে?

ডা. কাশ্যাপ বলেন, “স্বল্প ক্যালরি যুক্ত খাবারের সঙ্গে প্রচুর আঁশযুক্ত খাবার, স্বল্প কার্বোহাইড্রেইট ও চিনি সঙ্গে কার্ডিওভাস্কুলার এবং ওজন কমানোর ব্যায়ামের সমন্বয়ের মাধ্যমে পেটের মেদ কমানো সম্ভব।”

45
Football / Real Madrid agree to sign Brazil midfielder Lucas Silva
« on: January 24, 2015, 04:23:58 PM »
Spanish media reported the fee would be around 15 million euros ($17.4 million).

Silva, 21, is considered to be one of Brazil's most promising young players and has represented his country at junior level.

"We have been in touch with Real Madrid since last year and we're now discussing a fee," Cruzeiro's director of football Valdir Barbosa told ESPN radio. "I think a deal should be complete by the start of next week."

Silva was released from training on Thursday to have a medical with the European champions, said reports.

His arrival could prompt the departure of Asier Illarramendi who is believed to be a target for Real's struggling La Liga rivals Athletic Bilbao.

Pages: 1 2 [3] 4 5 ... 17