Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Shabrina Akter

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 12
61
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালোই চমক দেখিয়েছে পাকিস্তান। আট নম্বর দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও শেষ পর্যন্ত পাকিস্তানই মেতে উঠেছে শিরোপা জয়ের উল্লাসে। সেমিফাইনাল ও ফাইনালে তারা হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও গতবারের শিরোপাজয়ী ভারতকে। নকআউট পর্বের দুটি ম্যাচেই পাকিস্তান পেয়েছে দাপুটে জয়। এবার পুরো ক্রিকেটবিশ্বেরই মুখোমুখি হতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের কোচ মাইক আর্থার।

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে ক্রিকেটবিশ্বে প্রায় একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। দুই বছর আগে জিম্বাবুয়ে একবার গিয়েছিল পাকিস্তান সফরে। এ ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দলের পা পড়েনি পাকিস্তানে। হোম সিরিজগুলো তাদের খেলতে হয়েছে আরব আমিরাত, শ্রীলঙ্কা বা ইংল্যান্ডে গিয়ে। তবে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর এই একঘরে দশা ঘুচবে বলেই আশা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের।

আগামী সেপ্টেম্বরে শিরোপাজয়ী পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। সেটাও হতে পারে পাকিস্তানেরই মাটিতে। আর আইসিসির এই উদ্যোগ যেন সত্যিই বাস্তবায়িত হয়, তা মনেপ্রাণে চাইছেন পাকিস্তানের কোচ মাইক আর্থার। ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর তিনি বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে আমরা বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এটা দিয়েই ভবিষ্যতে আবার অন্য দেশগুলো পাকিস্তান সফর শুরু করবে। আমরা এ আশা করতেই পারি।’

একই রকম আশা পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদেরও। তিনি বলেছেন, ‘এই জয় পাকিস্তানের ক্রিকেটকে অনেক এগিয়ে দেবে। আশা করছি, এখন অন্য টেস্ট খেলুড়ে দলগুলোও আসবে পাকিস্তান সফরে।’

Source: http://www.ntvbd.com/sports/137703

62
Internet Technology / National ID Card Information Correction Process
« on: June 19, 2017, 11:05:36 AM »
Anyone can change or correction  National Identity Card or Voter ID card information like- change photo, change date of birth etc. Now Bangladesh Govt. and Election Commission have given the chance to update or modify NID by Online.  You can change following things via online:-

1. Information Change
2. Address Change
3. Move You Voter Area
4. Photo Change
5. Re-Print National ID Card/Voter ID Card
6. National ID Card Present Process Information
7. Changing National ID Card Photo or any other information

Following are the steps to change or correction your NID-.  Go to NID Website (www.services.nidw.gov.bd/registration) and follow the following instructions:

1. Fill up All Necessary Information To Complete Registration Process
2. Login with Your Card Information and SMS Verification Code (will be received by SMS)
3. Fill Up Information Change Form Carefully and Print it.
4. Signature with Your Print Application Form and Submit Online
5. Required Paper Scan Copy to Prove you Change Information. Submit Online

To Visit “রেজিষ্ট্রেশন ফরম পুরন করতে চাই” and fill-up all information at application form correctly.

1. Enter Your 13 Digit national ID card Number. (Please Add Your Birth Day year if not Included. Example: Red Color ID Card No. 1235424891045 Then Write it Like 19901235424891045, if Your Birth Year 1990)
2. Select Your Birth Date (Check at your National ID Card For Date)
3. Give Your Mobile Number Correctly (Please Write Correct No. it Will be Need For Verification SMS)
4. Enter E-mail ID (But Not Necessary )
5. To give Present Address Information
Enter Present Address Division, District and Upzilla/Thana According To National ID Card

6. To give Permanent Address Information
Enter Present Address Division, District and Upzilla/Thana According To National ID Card

7. To give Login Password:
Password Must be Between 8-13 Digit Include Capital Latter and Number. (Exp: BDresults24)

Now Fill-up Captca Code Correctly and Click Registration (“রেজিষ্টার”)

APPLY FOR NATIONAL ID CARD INFORMATION CORRECTION:

If the whole registration Process has done correctly, then a verification code will be send to your mobile phone and a option will find for enter verification code and submit for registration.

Apply Online

Note: If verification code will not received on your phone within 2-3 minutes then you should request again for another verification code.

When completed your all process of Registration then you can login NID panel at www.services.nidw.gov.bd/login

Now you can login to your account. Enter your national identity card number, date of birth along with password (which were given by you earlier) and select verification code receive option to login your account.

Source:http://www.banglanewslive24.com/tips/2017/05/560

63
Internet Technology / Required documents for updating NID online
« on: June 19, 2017, 10:59:29 AM »
If you want to modify your NID information then following documents are required-

1. ID Card Correction Form (Applying for NID Wing, Election Commission, Dhaka).
2. ID Card Correction Form (Apply for Upazila/Thana Election Office).
3. Lost ID Card Duplicate Issue Form (Applying for NID Wing, Election Commission, Dhaka).
4. Lost ID Card Duplicate Issue Form (Applying for Upazila/Thana Election Office)
5. Voter Registration Form (Form – 2).  (This form is for sample purpose to give user conceptual idea. User need to be collect/fill up/submit the form, from corresponding Election Commission office
6. Application Form to delete name from voter list (Form – 12)
7. Application Form to change voter area / migration (Form-13

Source: http://www.banglanewslive24.com/tips/2017/05/560

64
If you are not a voter of Bangladesh but you are 18 years old  as on 1st January 2015, you must register for national ID card. You can make registration at your Thana, or sub district with the schedule time. To become a new voter you must need following documents-

SSC Certificate – (for Age proof certificate)
Date of Registration – (for Age proof certificate)
Passport / Driving License / TIN- (Age proof certificate)
Utility bill copy / house rent receipt / holding Tax Receipt – (usually lives in the area of any such evidence)
Citizenship certificate (if applicable)
Father, mother, husband / Wife ID copy cards (if applicable)

Source:  http://www.banglanewslive24.com/tips/2017/05/560

65
প্রথমতঃ

আল্লাহ তাআ’লা আমাদের বলে দিয়েছেন যে, এই রাত এক হাজার মাসের থেকেও উত্তম। অর্থাৎ এই এক রাতের ইবাদত এক হাজার মাসের থেকেও উত্তম। [আল্ মিসবাহ আল্ মুনীর/১৫২১] তাই এই রাতটি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করাই হবে আমাদের মূল উদ্দেশ্য।

দ্বিতীয়তঃ

জানা দরকার যে ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে, প্রত্যেক এমন আন্তরিক ও বাহ্যিক কথা ও কাজ যা, আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট থাকেন। [মাজমুউ ফাতাওয়া,১০/১৪৯]

উক্ত সংজ্ঞার আলোকে বলা যেতে পারে যে ইবাদত বিশেষ এক-দুটি কাজে সীমাবদ্ধ নয়। তাই আমরা একাধিক ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করতে পারি। নিম্নে কিছু উৎকৃষ্ট ইবাদত উল্লেখ করা হলঃ

১- ফরয নামায সমূহ ঠিক সময়ে জামাআ’তের সাথে আদায় করা। যেমন মাগরিব, ইশা এবং ফজরের নামায। তার সাথে সাথে সুন্নতে মুআক্কাদা, তাহিয়্যাতুল মসজিদ সহ অন্যান্য মাসনূন নামায আদায় করা।

২- কিয়ামে লাইলাতুল্ কদর করা। অর্থাৎ রাতে তারবীহর নামায আদায় করা। নবী (সাঃ) বলেনঃ “যে ব্যক্তি ঈমান ও নেকীর আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে (নামায পড়বে) তার বিগত গুনাহ ক্ষমা করা হবে”। [ফাতহুল বারী,৪/২৯৪] এই নামায জামাআতের সাথে আদায় করা উত্তম। অন্যান্য রাতের তুলনায় এই রাতে ইমাম দীর্ঘ কিরাআতের মাধ্যমে নামায সম্পাদন করতে পারেন। ইশার পর প্রথম রাতে কিছু নামায পড়ে বাকী নামায শেষ রাতে পড়াতে পারেন। একা একা নামায আদায়কারী হলে সে তার ইচ্ছানুযায়ী দীর্ঘক্ষণ ধরে নামায পড়তে পারে।

৩- বেশী বেশী দুআ করা। তন্মধ্যে সেই দুআটি বেশী বেশী পাঠ করা যা নবী (সাঃ) মা আয়েশা (রাযিঃ) কে শিখিয়েছিলেন। মা আয়েশা নবী (সাঃ) কে জিজ্ঞাসা করেনঃ হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর লাভ করি, তাহলে কি দুআ করবো? তিনি (সাঃ) বলেনঃ বলবে, (আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল্ আফওয়া ফা’ফু আন্নী”। [আহমদ,৬/১৮২] অর্থ, হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমা পছন্দ কর, তাই আমাকে ক্ষমা কর”।

এছাড়া বান্দা পছন্দ মত দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যাবতীয় দুআ করবে। সে গুলো প্রমাণিত আরবী ভাষায় দুআ হোক কিংবা নিজ ভাষায় হোক। এ ক্ষেত্রে ইবাদতকারী একটি সুন্দর সহীহ দুআ সংকলিত দুআর বইয়ের সাহায্য নিতে পারে। সালাফে সালেহীনদের অনেকে এই রাতে অন্যান্য ইবাদতের চেয়ে দুআ করাকে অগ্রাধিকার দিয়েছেন। কারণ এতে বান্দার মুক্ষাপেক্ষীতা, প্রয়োজনীয়তা ও বিনম্রতা প্রকাশ পায়, যা আল্লাহ পছন্দ করেন।

৪- যিকর আযকার ও তাসবীহ তাহলীল করা। অবশ্য এগুলো দুআরই অংশ বিশেষ। কিন্তু বিশেষ করে সেই শব্দ ও বাক্য সমূহকে যিকর বলে, যার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও গুণগান করা হয়। যেমন, “লা ইলাহা ইল্লাল্লাহ”, “আল্ হামদু ল্লিল্লাহ” “সুবহানাল্লাহ”, “আল্লাহুআকবার” “আস্তাগফিরুল্লাহ”, “লা হাওলা ওয়ালা কুউআতা ইল্লা বিল্লাহ”। ইত্যাদি।

৫- কুরআন তিলাওয়াত। কুরআন পাঠ একটি বাচনিক ইবাদত, যা দীর্ঘ সময় ধরে করা যেতে পারে। যার এক একটি অক্ষর পাঠে রয়েছে এক একটি নেকী। নবী (সাঃ) বলেনঃ “যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে, সে তার বিনিময়ে একটি নেকী পাবে… আমি একথা বলছি না যে, আলিফ,লাম ও মীম একটি অক্ষর; বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মীম একটি অক্ষর”। [তিরমিযী, তিনি বর্ণনাটিকে হাসান সহীহ বলেন]
এছাড়া কুরআন যদি কিয়ামত দিবসে আপনার সুপারিশকারী হয়, তাহলে কতই না সৌভাগ্যের বিষয়! নবী (সাঃ) বলেনঃ “তোমরা কুরআন পড়; কারণ সে কিয়ামত দিবসে পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে”। [মুসলিম]

৬- সাধ্যমত আল্লাহর রাস্তায় কিছু দান-সাদকা করা। নবী (সাঃ) বলেনঃ “সাদাকা পাপকে মুছে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়”। [সহীহুত তারগবি]

শবে কদরের একটি রাতে এই রকম ইবাদতের মাধ্যমে আপনি ৮৩ বছর ৪ মাসের সমান সওয়াব অর্জন করতে পারেন। ইবাদতের এই সুবর্ণ সুযোগ যেন হাত ছাড়া না হয়। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন!

উল্লেখ থাকে যে, ইবাদতের উদ্দেশ্যে বৈষয়িক কাজ-কর্মও ইবাদতে পরিণত হয়। যেমন রোযার উদ্দেশ্যে সাহরী খাওয়া, রাত জাগার জন্য প্রয়োজনীয় কাজ-কর্ম সেরে নেওয়া। তাই লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে বান্দা যেসব দুনিয়াবী কাজ করে সেগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত।

Source: http://banglafreetips.com

66
Our Parents / Father’s Day Around The World
« on: June 18, 2017, 09:52:49 AM »
Other countries also picked up on the idea of Father’s Day. While many followed suit by celebrating it on the third Sunday in June, some decided to honor dad on different dates. So, to make sure you know when to pay your respects to dear old dad wherever you may be, here’s a list of the dates Father’s Day is celebrated across the world.

1. March 14– Iran
2. March 19– Bolivia, Honduras, Italy, Lichtenstein, Portugal, Spain
3. May 8– South Korea
4. First Sunday in June– Lithuania
5. Second Sunday in June– Austria, Ecuador, Belgium
6. Third Sunday in June– Antigua, Bahamas, Bangladesh, Bulgaria, Canada, Chile, Columbia, Costa Rica, Cuba, Cyprus, Czech Republic,  France, Greece, Guyana, Hong Kong, India, Ireland, Jamaica, Japan, Malaysia, Malta, Mauritius, Mexico, Netherlands, Pakistan, Panama, Paraguay, Peru, Philippines, Puerto Rico, Saint Vincent, Singapore, Slovakia, South Africa, Sri Lanka, Switzerland, Trinidad, Turkey, United Kingdom, Venezuela, Zimbabwe
7. June 17– El Salvador, Guatemala
8. June 23– Nicaragua, Poland, Uganda
9.Second Sunday in July– Uruguay
10. Last Sunday in July– Dominican Republic
11. Second Sunday in August– Brazil
12. August 8– Taiwan, China
13. August 24– Argentina
14. First Sunday in September– Australia, New Zealand
15. New Moon of September– Nepal
16. First Sunday in October– Luxembourg
17. Second Sunday in November– Estonia, Finland, Norway, Sweden
18. December 5– Thailand

Source: http://www.artofmanliness.com/2008/06/11/a-brief-history-of-fathers-day/

67
Our Parents / A Brief History of Father’s Day
« on: June 18, 2017, 09:46:06 AM »
There are two stories of when the first Father’s Day was celebrated. According to some accounts, the first Father’s Day was celebrated in Washington state on June 19, 1910. A woman by the name of Sonora Smart Dodd came up with the idea of honoring and celebrating her father while listening to a Mother’s Day sermon at church in 1909. She felt as though mothers were getting all the acclaim while fathers were equally deserving of a day of praise (She would probably be displeased that Mother’s Day still gets the lion’s share of attention).

Sonora’s dad was quite a man. William Smart, a veteran of the Civil War, was left a widower when his wife died while giving birth to their sixth child. He went on to raise the six children by himself on their small farm in Washington. To show her appreciation for all the hard work and love William gave to her and her siblings, Sonora thought there should be a day to pay homage to him and other dads like him. She initially suggested June 5th, the anniversary of her father’s death to be the designated day to celebrate Father’s Day, but due to some bad planning, the celebration in Spokane, Washington was deferred to the third Sunday in June.

The other story of the first Father’s Day in America happened all the way on the other side of the country in Fairmont, West Virginia on July 5, 1908. Grace Golden Clayton suggested to the minister of the local Methodist church that they hold services to celebrate fathers after a deadly mine explosion killed 361 men.

While Father’s Day was celebrated locally in several communities across the country, unofficial support to make the celebration a national holiday began almost immediately. William Jennings Bryant was one of its staunchest proponents. In 1924, President Calvin “Silent Cal” Coolidge recommended that Father’s Day become a national holiday. But no official action was taken.

In 1966, Lyndon B. Johnson, through an executive order, designated the third Sunday in June as the official day to celebrate Father’s Day. However, it wasn’t until 1972, during the Nixon administration, that Father’s Day was officially recognized as a national holiday.

Source:  http://www.artofmanliness.com/2008/06/11/a-brief-history-of-fathers-day/

68
Self Discipline / 10 Powerful Ways to Master Self-Discipline
« on: June 17, 2017, 11:48:11 AM »
1. Know your weaknesses.
We all have weaknesses. Whether they’re snacks like potato chips or chocolate chip cookies, or technology like Facebook or the latest addictive game app, they have similar effects on us.

Acknowledge your shortcomings, whatever they may be. Too often people either try to pretend their vulnerabilities don’t exist or cover up any pitfalls in their lives. Own up to your flaws. You can’t overcome them until you do.


2. Remove temptations.
Like the saying goes, “out of sight, out of mind.” It may seem silly, but this phrase offers powerful advice. By simply removing your biggest temptations from your environment, you will greatly improve your self-discipline.

If you want to eat healthier, toss the junk food in the trash. If you want to improve your productivity at work, turn off social media notifications and silence your cell phone. The fewer distractions you have, the more focused you will be on accomplishing your goals. Set yourself up for success by ditching bad influences.

3. Set clear goals and have an execution plan.
If you hope to achieve self-discipline, you must have a clear vision of what you hope to accomplish. You must also have an understanding of what success means to you. After all, if you don’t know where you are going, it’s easy to lose your way or get sidetracked.

A clear plan outlines each step you must take in order to reach your goals. Figure out who you are and what you are about. Create a mantra to keep yourself focused. Successful people use this technique to stay on track and establish a clear finish line.

4. Build your self-discipline.
We aren’t born with self-discipline--it’s a learned behavior. And just like any other skill you want to master, it requires daily practice and repetition. Just like going to the gym, willpower and self-discipline take a lot of work. The effort and focus that self-discipline requires can be draining.

As time passes, it can become more and more difficult to keep your willpower in check. The bigger the temptation or decision, the more challenging it can feel to tackle other tasks that also require self-control. So work on building your self-discipline through daily diligence.

Related: 7 Ways to Gain Self Discipline and Strive Towards Greatness

5. Create new habits by keeping it simple.
Acquiring self-discipline and working to instill a new habit can feel daunting at first, especially if you focus on the entire task at hand. To avoid feeling intimidated, keep it simple. Break your goal into small, doable steps. Instead of trying to change everything at once, focus on doing one thing consistently and master self-discipline with that goal in mind.

If you’re trying to get in shape, start by working out 10 or 15 minutes a day. If you’re trying to achieve better sleep habits, start by going to bed 15 minutes earlier each night. If you want to eat healthier, start by prepping a bag lunch the night before to take with you in the morning. Take baby steps. Eventually, when you’re ready, you can add more goals to your list.

6. Eat often and healthy.
The feeling of being hangry--that angry, annoyed, irritated sensation you get when you’re hungry—is real and can have a substantial impact on willpower. Research has proven that low blood sugar often weakens a person’s resolve, making you grumpy and pessimistic.

When you’re hungry, your ability to concentrate suffers and your brain doesn’t function as well. Your self-control is likely weakened in all areas, including diet, exercise, work and relationships. So fuel up with healthy snacks and regular meals to keep yourself in check.

7. Change your perception about willpower.
According to a study by Stanford University, the amount of willpower a person has is predetermined by their beliefs. If you believe you have a limited amount of willpower, you probably won’t surpass those limits. If you don’t place a limit on your self-control, you are less likely to exhaust yourself before meeting your goals.

In short, it may be that our internal conceptions about willpower and self-control determine how much of them we have. If you can remove these subconscious obstacles and truly believe you can do it, then you will give yourself an extra boost of motivation toward making those goals a reality.

8. Give yourself a backup plan.
Psychologists use a technique to boost willpower called “implementation intention.” That’s when you give yourself a plan to deal with a potentially difficult situation you know you will likely face. For instance, imagine that you’re working on eating healthier, but you’re on your way to a party where food will be served.

Before you go, tell yourself that instead of diving into a plate of cheese and crackers, you will sip a glass of water and focus on mingling. Going in with a plan will help give you the mindset and the self-control necessary for the situation. You will also save energy by not having to make a sudden decision based on your emotional state.

9. Reward yourself.
Give yourself something to be excited about by planning a reward when you accomplish your goals. Just like when you were a little kid and got a treat for good behavior, having something to look forward to gives you the motivation to succeed.

Anticipation is powerful. It gives you something to obsess over and focus on, so you’re not only thinking of what you are trying to change. And when you achieve your goal, find a new goal and a new reward to keep yourself moving forward.

10. Forgive yourself and move forward.
Even with all of our best intentions and well-laid plans, we sometimes fall short. It happens. You will have ups and downs, great successes and dismal failures. The key is to keep moving forward.

If you stumble, acknowledge what caused it and move on. Don’t let yourself get wrapped up in guilt, anger or frustration, because these emotions will only drag you further down and impede future progress. Learn from your missteps and forgive yourself. Then get your head back in the game and refocus on your goals.

Source: https://www.entrepreneur.com/article/287005

69
Solar / One Day On Mercury Equals 58 Earth-Day
« on: June 17, 2017, 10:18:28 AM »
A day—on any planet—is considered to be a full rotation. We’re used to this rotation taking around twenty-four hours—and so it seems bizarre to think of spending a day on Mercury, whose rotation lasts for nearly sixty Earth days. We’d be waiting a long, long time for morning to come. (Funnily enough, we can experience a rather similar phenomenon by traveling to Antarctica, where the sun stays below the horizon for the whole winter.) Due to Mercury’s orbit around the sun, a year on that planet is the equivalent of around eighty-eight Earth days—which means that on Mercury, there are less than two days in a year. But that’s not all: due to the planet’s strange orbit, the sun actually seems to travel backwards and forwards in the sky.

Source:  http://listverse.com/2013/04/27/10-fascinating-facts-about-our-solar-system/

70
LEADERSHIP STAGE ONE
CREATIVITY
All successful entrepreneurs have something in common: creativity. Sure, maybe other people have had a similar idea to yours, but how you make it work, convince others of its potential and get people to fall in love with its possibilities is an extremely creative process. Many entrepreneurs find that early on in their idea’s lifecycle, creativity is the biggest trait they need to be a successful leader. You have to be creative in your use of limited resources, have the ability to catch a potential investor’s eye -especially if you’re looking further than their circle of friends and family for funding- and see things that other people can’t, including having faith in your own vision when others may not.

LEADERSHIP STAGE TWO
DIRECTION
As your business starts to enter its first stage of growth, you need to be able to articulate your direction in measurable goals. As one venture capitalist told me, “There is no formula for investment at the seed stage because there are no numbers and tractions for us to look at- but the team is everything. If you can measure what the entrepreneur is speaking about and express it in numbers, then they are up to something.”

Although financial goals are of course extremely important, direction is not limited just to money matters. It also includes having a clear idea about your target market, articulating your vision in a sentence which is measurable, inspiring and achievable and communicating effectively with key stakeholders. Focus on being fluid in your direction too- it may need be redefined as circumstances change, more investors come on board, resources change, or indeed, you change!

LEADERSHIP STAGE THREE
DELEGATION
As your business grows, you may find yourself getting increasingly inefficient as you handle more responsibilities. The key to combating this is delegation, delegation, delegation! Hiring the right team who you trust to believe in and respect your vision is of upmost importance at this stage. Knowing your weaknesses and hiring people for their competencies, concentrating on building up a diverse workforce made up of different genders, background and skills, developing mutually agreed goal posts and investing in good governance to track finance and business relationships have all been proven to contribute to successful growth. What’s more, you shouldn’t be afraid to take tough decisions as the organization evolves. Be clear about your own accountability and role within the business too.

LEADERSHIP STAGE FOUR
COORDINATION
As your organization grows further, silos might develop within your business which could lead to inefficiencies, miscommunication and loss of trust. If this happens, you should focus on effectively and skilfully coordinating between various personalities, expertise and management levels. Concentrate on creating a strong corporate culture where the business’ vision and values for the future are deeply embedded. A recent survey by McKinsey & Company suggests that those leaders who create a sense of ownership amongst their frontline staff fare better during periods of change. Work closely with other stakeholders to develop a structure to help to manage decision-making too– try to avoid the paralysis that sets in through too many meetings that have no outcome except frustration!

LEADERSHIP STAGE FIVE
COLLABORATION
Research by ESI International proposes that 65.5% of teams feel that if they worked more collaboratively, they would be more successful. As your startup matures, attempt to collaborate more both with your internal team and external agencies, working to build strategic alliances and seek external advice on business strategy and staff recruitment from suppliers, customers, legal teams and other business sounding-boards. Focus your energies on effectively networking too, building strong relationships which might help you to discover opportunities, source resources and get that all important foot-in-the-door with potential customers, clients and future opportunities.

Source: https://www.entrepreneur.com/article/247062

71
Thanks for sharing informative post........

72
Educative post..........

73
Exactly......

74
Common Forum / Landslide triggered by rain kills 133 in hilly areas
« on: June 14, 2017, 09:59:22 AM »
At least 133 people, including four army men and a number of women and children, were killed in landslide in the hilly districts of Bangladesh, after yesterday’s daylong rain caused by a depression in the Bay.

In Rangamati, 100 people, including four army men, were killed in separate incidents of landslide in different upazilas, Iftekhar Uddin Arafat, assistant deputy commissioner, told our local correspondent.

Of them, 45 were killed in Manikchari, Bedbedi and Reserve Bazar areas of Sadar upazila.

According to ISPR, four army men including two officers were killed and 10 others injured in a landslide in Manikchari.

Five of the injured are stated to be in critical conditions. Besides, another army man remained missing. The army men fell victim when they were trying to clear up the mud on Manikchari-Chittagong road following a landslide.

Meanwhile, 23 people were killed in Kawkhali while 18 in Kaptai, three in Bilaichhari and two in Jurachhari upazilas.

Dozens of people were also injured in the district. Many of them were admitted to local hospitals.

The identities of all the deceased could not be ascertained. Ruma Akhter, 25, her child Nuri Akhter, 3, Hazera Begum, 33, Sonali Chakma, her son Amiyo Chakma, 33, Mintu Tripura, Liton Mallik, his wife Chumki Mallik, and son Aiyush were among those deceased in Rangamati Sadar upazila.

In Chittagong, at least 22 deaths were reported from three separate places in Rangunia upazila, our local correspondent reports quoting Md Tawhidul Islam, executive magistrate of the district’s administration.

Of the victims, eight people of two families were killed in Rajanagar union while 14 were killed in Islampur union, said Shamsul Alam Talukdar and Iqbal Hossain Chowdhury Milton, chairmen of UPs respectively.

Four more died in Chandnaish upazila, said Mafiz Uddin, assistant superintendent (Anwara circle) of police in the district, told The Daily Star.

Keucha Kheya Khiyang, 10, Memau Khiyang, 13, Mekhang Khiyang, 50, and Mahiya, 3, of Dhopachhari area in the upazila, are among the deceased.

The upazila's road communication has been cut off by flooding, the UNO said.

Meanwhile, five people died in separate incidents in Rangunia and Chandnaish upazilas of Chittagong. Of them, two drowned, one died by lightning, one in wall collapse and another died after being electrocuted, Executive Magistrate Tawhidul said.

In Bandarban, seven people were killed in Lemujuri and Kalaghata areas, said Tarikul Islam, station master of Bandarban Fire Service and Civil Defence. Two were still missing.

The deceased were: three siblings Setu Barua, 10, Hridoy Barua, 7, and Lata Barua, 2, and Moka Khiyang, 55, his two grandchildren Mamra Ukhiyang, 13, and Keosa Khiyang, 9, and Reba Tripura, 22.

Until last reported, two others – Kamarunnesa Begum, 45, and her daughter Sukhiya Begum, 12 – were still missing. Firefighters were carrying out rescue operation amid rain.

Yesterday’s depression in the Bay of Bengal influenced the weather all over the country and brought about incessant rainfall all day long. It inundated different areas in Dhaka and Chittagong cities.

Source: http://www.thedailystar.net/country/16-killed-bandarban-rangamati-landslides-1419571

75
ঠিক এই মুহূর্তে যে শিশুটির জন্ম হলো, তারও মাথাপিছু ঋণ প্রায় ৪০ হাজার টাকা। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন যে বাজেট দিলেন, তাতে মাথাপিছু ঋণ বেড়ে হবে ৪৬ হাজার ১৭৭ টাকা।
অর্থমন্ত্রী বড় বাজেট দিলেও বেশি আয় করতে পারছেন না। এতে বাড়ছে বাজেট ঘাটতি। আর তা মেটাতে তাঁর ভরসা এখন ঋণ। এই ঋণ প্রতিবছরই বাড়ছে। আবার সহজ শর্তের বৈদেশিক ঋণপ্রাপ্তিও কমে গেছে। ফলে অর্থমন্ত্রী বেশি নিচ্ছেন ব্যয়বহুল অভ্যন্তরীণ ঋণ। এতে বাজেট শৃঙ্খলাও নষ্ট হচ্ছে।
কেননা, এ কারণে বিশাল টাকা খরচ হয়ে যাচ্ছে সুদ পরিশোধে। ২০১৭-১৮ অর্থবছরে শুধু সুদ পরিশোধে যত টাকা বরাদ্দ রাখা হয়েছে, তা দিয়ে পদ্মা সেতুর মতো একটি সেতু নির্মাণ করার পরও আরও টাকা বেঁচে যাবে। আর সুদ পরিশোধে আর এত বেশি অর্থ বরাদ্দ রাখতে না হলে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি রাখতে পারত।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ ঋণ অনেক ব্যয়বহুল। সেই ঋণের একটা মোটা অংশ যদি হয় সঞ্চয়পত্র, তাহলে তা আরও ব্যয়বহুল। সরকার ব্যয়বহুল ঋণ বেশি নিচ্ছে, এর অর্থই হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষার মতো অগ্রাধিকার খাতগুলোয় সরকার প্রয়োজন অনুযায়ী বরাদ্দ রাখতে পারছে না।’
অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে পুরো দেশের মানুষের ওপর ৬ লাখ ৫৯ হাজার ৩৯০ কোটি টাকা ঋণ রয়েছে। আগামী অর্থবছরে নতুন করে এক লাখ কোটি টাকারও বেশি ঋণ নেবে সরকার, যার দুই-তৃতীয়াংশই আসবে অভ্যন্তরীণ উৎস থেকে। সুদসহ আগের বছরগুলোর মূল টাকাও সরকার প্রতিবছর পরিশোধ করে আসছে। পরিশোধ না হওয়া টাকা জমতে জমতেই ঋণের বোঝা এত বড় হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ বেশি টাকা রাখা হচ্ছে ঠিক আছে, এই টাকা কিন্তু দেশেই থাকছে। বৈদেশিক ঋণ বেশি নিলে বৈদেশিক মুদ্রায় ঋণ পরিশোধ করতে হতো। তার চেয়ে এটাই ভালো। তা ছাড়া আপাতদৃষ্টে বৈদেশিক ঋণের সুদের হার কম মনে হলেও আসলে কম না। তাদের অনেক শর্ত থাকে এবং পরামর্শক ফি বাবদ অনেক টাকা খরচ করতে হয়।
আগামী অর্থবছর শেষে দেশি-বিদেশি মিলিয়ে রাষ্ট্রের মোট ঋণ দাঁড়াবে ৭ লাখ ৬১ হাজার ৯৩০ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৪ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে দেশের ভেতর থেকে নেওয়া ঋণের পরিমাণ ৪ লাখ ৭১ হাজার ৫০০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ২ লাখ ৯০ হাজার ৪৩০ কোটি টাকা।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, সরকার ঠিকমতো ঋণ ব্যবস্থাপনা করতে পারছে না বলেই এর দায় নিতে হচ্ছে জনগণকে। তিনি বলেন, একসময় দেশি-বিদেশি ঋণের হার ছিল অর্ধেক অর্ধেক। বিদেশ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে যেহেতু স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নটি থাকে, সরকার তাই সে পথে যায় না। সরকার সহজ পথ হিসেবে বেছে নেয় বেশি সুদের অভ্যন্তরীণ উৎসকে। সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার জন্য আহসান এইচ মনসুর আলাদা একটি বিভাগ গঠনের পরামর্শ দেন।
বাজেট পেশের দুই দিন আগে গত ৩০ মে দেশের জনসংখ্যার একটি হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার। সে হিসাবে আগামী অর্থবছর শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে ১৬ কোটি ৫০ লাখ এবং মাথাপিছু ঋণ দাঁড়াবে ৪৬ হাজার ১৭৭ টাকা। বর্তমানে মাথাপিছু ঋণ ৩৯ হাজার ৯৬৩ টাকা।
১ জুন বাজেট পেশের দিন প্রকাশিত মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাজেটের আকার বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ সম্পদ বাড়ছে না। ফলে বাজেট ঘাটতি বেড়ে চলেছে এবং সরকার বাধ্য হয়ে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিচ্ছে।
সুদ পরিশোধে এত টাকা!
আগামী অর্থবছরের জন্য দেওয়া ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটের মধ্যে অনুন্নয়ন বাজেট ২ লাখ ৪৫ হাজার ১৪ কোটি টাকার। এর মধ্যে সুদ পরিশোধে রাখা হয়েছে ৪১ হাজার ৪৫৭ কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদই ৩৯ হাজার ৫১১ কোটি টাকা। মোট বাজেটের প্রায় ১৭ শতাংশ অর্থই ব্যয় হচ্ছে ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধের পুরো বরাদ্দ কোন কোন খাতে ব্যয় করা হবে, বাজেটে তার চিত্রও তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যয় হবে সঞ্চয়পত্রের সুদে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হবে মেয়াদি ঋণের সুদে।
আহসান এইচ মনসুর এ নিয়ে বলেন, ‘প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দের অঙ্কটির দিকে তাকালেই বোঝা যায় অভ্যন্তরীণ ঋণের ওপর সরকারের নির্ভরতা কত বেশি। দুঃখজনক যে সস্তা সুদের বৈদেশিক ঋণ নিতে পারছি না একশ্রেণির সরকারি কর্মচারীর অযোগ্যতার কারণে।’
সঞ্চয়পত্রেই সুদের অর্ধেক
বাজেট সংক্ষিপ্তসারের অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী অর্থবছরে সঞ্চয়পত্রের সুদ দিতে বরাদ্দ রাখা আছে ১৯ হাজার ৭০০ কোটি টাকা। চলতি অর্থবছরে ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা রাখা হলেও সংশোধিত বাজেটে কমিয়ে করা হয় ১৫ হাজার ৫৯৯ কোটি টাকা। আর আগামী অর্থবছরে ১৪ হাজার ৫৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা আছে মেয়াদি ঋণের সুদ বাবদ।
যদিও ১০ মাসেই (জুলাই-এপ্রিল) ৪৩ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। সংশোধিত বাজেটে বিক্রির লক্ষ্যমাত্রা ৪৫ হাজার কোটি টাকা করা হয়। অথচ চলতি অর্থবছরে ১৯ হাজার ৬১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩০ হাজার ১৫০ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ব্যাংকের সুদের নিম্নহার নিয়ে কথা বললেও সঞ্চয়পত্র নিয়ে কিছু বলেননি। তবে বাজেট পেশের আগে-পরে এবং সর্বশেষ গত মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছেন, সঞ্চয়পত্রের এত সুদ (গড়ে ১১ শতাংশ) তিনি রাখবেন না, ব্যাংকের সুদের (৭ শতাংশ) চেয়ে ২ শতাংশ বাড়িয়ে নতুন হার করবেন।
আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের সুদের হারটি কমাতে পারবেন বলে মনে হয় না। কারণ, সরকারি বড় পদের কর্মচারী, রাজনীতিবিদ ও ধনাঢ্য ব্যক্তিরা এর সুবিধাভোগী।

Source:  http://www.prothom-alo.com/bangladesh/article

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 12