Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mamun63

Pages: [1]
1
যদি ন্যাশনাল আইডি কার্ড হারানো যায় তবে কি করবেন - জেনে নিন

প্রথমে থানায় একটা জিডি করবেন - আপনার নাম, বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং সম্ভব হলে ভোটার/আইডি নম্বর উল্লেখ করে। যদি বর্তমান ঠিকানা এবং কার্ড তৈরীর সময়কার ঠিকানা ভিন্ন হয় তবে অবশ্যই পূর্বের ঠিকানার কথা উল্লেখ করবেন।

জিডির কার্বন কপি নিয়ে চলে যাবেন আগারগাও নির্বাচন কমিশনের অফিসে - ৬৭ নম্বর বাড়ি। তালতলায় নেমে রিকশা ভাড়া ১৫ টাকা। সেখানে আপনার থানার জন্য নির্ধারিত রুম আছে, সহকারীকে আপনার সমস্যার কথা জানাবেন। যদি এমনটি হয় যে আপনি আপনার ভোটার আইডি জানেন না, তবে তারা একটা বই থেকে আপনার ছবি, তথ্য এবং ভোটার আইডি বের করতে দিবে, সেইটা ভীষন ভেজালের কাজ। কারণ এলাকায় যত মানুষ আছে তাগো সবার বদন দেখতে দেখতে নিজের বদন কিরকম সেইটা ভুইলা যাইতারেন :( যাকগে, নিজেরটা বের করে ভোটার নম্বরটি আপনার সংগ্রহে লিপিবদ্ধ করতে হবে। জিডির কপি এখানে লাগবে না।

এবার দশমিনিট হাটা দুরত্বে যেতে হবে ইসলামিক ফাউন্ডেশনের সাত তলায়। সেখানে আইডি কার্ড হারানো এবং সংশোধন কার্যাবলী নিয়া বিশাল যজ্ঞ চলতেসে। একটা ফরম পূরন করে জিডির কপি সহ জমা দিতে হবে, তারা একটা নেক্সট ডেট জানাবে, সেই ডেটে গিয়া কার্ড নিয়া আসতে হবে।

খুবই সিম্পল কারবার। প্র্যাকটিস করার জন্য নিজের কার্ডটা একবার হারায়া দেখতারেন :)

Pages: [1]