Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mamun187

Pages: [1] 2
1
Real Estate / top-10-most-expensive-homes
« on: October 20, 2014, 07:43:09 PM »
1. Antillia – Mumbai, India: The world's first $1billion home features 27 floors and takes it's name from the mythical island, Antillia. Built by India's richest man, Mukesh Ambani, it even has several floating gardens, not one but three helipads and six floors dedicated to parking. Price Tag £609m
2. Villa Leapolda - Cote D'Azure, France: This palace on the French Riviera has more bathrooms than it does bedrooms and is rumoured to have once belonged to Microsoft mogul, Bill Gates.The villa, which has 11 bedrooms and 14 bathrooms, was left to her by her banker husband, Edmond, after he was murdered by his male nurse in 1999. Price tag: £457m
3. One Hyde Park Penthouse – Knightsbridge, Central London: This two-floor apartment boasts features even James Bond would be envious of – bullet proof windows, an air purifer in the event of gas attacks, SAS-trained bodyguards and a panic room. For the less paranoid, it also has an underground passage to The Mandarin Oriental Hotel but if you're too lazy to get up off the sofa, there's the option of 24-hour room service. And Harrods is your local shop. Price tag: £137m
4. Four Fairfield Pond – The Hamptons, New York: This 63-acre mansion has a 91ft long dining room, two tennis courts, a bowling alley, 29 bedrooms and 39 bathrooms – meaning your guests are unlikely to ever be caught short. Price tag: £133m
5. Hearst Castle – Beverly Hills, Los Angeles: This Italian style villa was used for iconic scenes in The Godfather and John F Kennedy stayed here on his honeymoon with new wife Jackie. The former home of newspaper publisher William Randolph Hearst has 27 bedrooms, its own cinema, night club and an outdoor terrace large enough for 400 guests.
6. 17 Upper Phillimore Gardens – Kensington, South-west London: Formerly a girls' preparatory school, this five-storey detached Victorian house was bought by Ukrainian businesswoman and friend of Elton John, Elena Franchuk in 2008. It has ten bedrooms, an underground swimming pool, sauna, gym, cinema and panic room. Price tag: £980m
7. Seven The Pinnacle – Montana, US: This ski lodge may be up in the mountains but with every floor being heated, you won't feel the cold. It also has an indoor and outdoor pool, it's own private ski lift and spectacular views. Price tag: £944m
8. Maison de L'Amitie – Palm Beach, Florida: This beach-side mansion once belonged to Donald Trump and boasts a full sized ballroom, a garage to accommodate 80 cars and bullet proof windows. But, last year, Russian billionaire, Dmitry Rybolovlev, said he wanted to tear it down. Price tag: £913m
9. Hala Ranch – Aspen, Colorado: Set in 90 acres, this 15-bedroom estate has a hairdressers, beauty salon the beautiful valleys and mountains of Aspen. Price tag: £821m
10. Fleur de Lys – Beverly Hills, Los Angeles: This European style palace has a 50-seat cinema, ballroom, marble walls, a two-storey library and a 1,200m running track. Price tag: £760m

2
Real Estate / Knowledge
« on: October 18, 2014, 10:05:57 AM »
* মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন
রয়েছে
* একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ
হাতের সমান
* হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের
বামদিকে আসলে তা নয় ।
এটা মাঝখানেই তবে বামদিকে এক-
তৃতীয়াংশ প্রসারিত।
*মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০
টি.
* চোখের একটা পলক ফেলতে ০.৪
সেকেন্ড সময় লাগে।
* মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল
গজায়।
* সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭
মাইল।
* একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব
ক্ষমতা।
* স্বাভাবিক
ভাবে বেঁচে থাকলে মানুষ সাধারণত
২,৫০,০০,০০০ বার কাঁদে।
* মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত
বাড়ে।
* একজন মানুষের সারা জীবনের হাতের
আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য
গড় হিসেবে ২৮ মিটার।
* জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ
থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ
লালা নিঃসৃত করে।
* জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু
হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব
আতিক্রম করে।
* একজন মানুষ প্রতিদিন ৬
ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর
বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের
মধ্যে কাটায়।

3
Real Estate / Strangest Buildings in the World
« on: October 01, 2014, 10:15:47 PM »
1. Stone House, Portugal:The stone house in Portugal really resembles the famous home of the Flintstones. It is built between two rocks and its architecture has impressed some of the greatest names of the branch. Not speaking that becoming so famous, the house was attacked by some vandals and in sequence of the attacks it was equipped with bullet resistant windows and a steel door. The house is pretty comfortable inside, having a fireplace and everything necessary, so it is a wonderful example of modern architecture in Stone Age style! Unbelievable!
2.Dancing Building, Czech Republic:The Dancing House or “Fred and Ginger” is situated in Prague, Czech Republic. This is an amazing masterpiece of architecture, which has its own romantic charm. There is something so sweet in the way the buildings hug each other for a dance! It was designed by Vlado Milunic in cooperation with Frank Gehry, it is a stylish and amazing building, which became a symbol of the city!
3.Habitat 67, Montreal, Canada:Habitat 67 in Canada is a complex which resembles a very interesting arrangement of cubes that kids play with. It is pretty interesting how it was designed – it looks so original and the same time is a building completely stable and comfortable for living! The architect Moshe Safdie created it as a main attraction for Expo 67, when it was officially exposed!

4
► আমাজনে রয়েছে ১২০ ফুট উঁচু গাছ, ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ, ২.৫ মিলিয়ন প্রজাতির কীট-পতঙ্গ, ১,২৯৪ প্রজাতির পাখি, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রানি সহ হাজারো প্রজাতির অজানা জীব-অনুজীব।।
► পৃথিবীর সকল পাখির এক পঞ্চমাংশ পাখি এই বনের অধিবাসী।।
► এখানে পাওয়া যায় গোলাপি ডলফিন (একমাত্র ডলফিন প্রজাতি যা স্বাদু পানিতে বাস করে)।...।
► আমাজনে এতসব বড়র মধ্যেও একটি ব্যাতিক্রম হলো পিগমি মারমোসেট।। এরা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বানর।। এদের দৈর্ঘ্য গড়ে ৬ ইঞ্চির মতন এবং ওজন হয় ১২০-১৪০ গ্রামের মত।। এর আরো কিছু ডাকনাম আছে।। যেমনঃ পকেট মানকি, লিটল লায়ন।।
► পয়সন অ্যারো নামক এক প্রকার ক্ষুদ্র আকৃতির এক ব্যাঙ পাওয়া যায় এখানে।। কিন্তু এর বিষ এতটাই তীব্র যে এটি এক মুহূর্তে প্রায় ১০০ জন মানুষকে মেরে ফেলতে পারে।। মানুষদের এ যাবতকালের জানামতে এই ব্যাঙের বিষই সবচেয়ে তীব্র।।
► বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের গাছ আসে এই আমাজন অরন্য থেকে।।
► এই বনে যত গাছ বিজ্ঞানিরা ঔষধের জন্য পরীক্ষা করেছেন তার পরিমান মোট পরিমানের মাত্র ১%, বাকী ৯৯% গাছই এখনো পরীক্ষা করা সম্ভব হয়নি।। কে জানে, সেই বাকি ৯৯% গাছে হয়তো রয়ে গেছে বিভিন্ন নতুন কোনো রোগের চিকিৎসা।।
► সারা পৃথিবির লোকজন যেখানে মাত্র ২০০ জাতের ফল ভোগ করে সেখানে আমাজনের বাসিন্দারা ২০০০ ...জাতের বিভিন্ন ফল উপভোগ করেন।।
► পৃথিবীতে যত ধরনের গাছপালা আছে তার মধ্যে ১/৩ (এক তৃতীয়াংশ) পাওয়া যায় এই আমাজন বনে।।
► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।। কেনো বলা হয় জানেন?? কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।।
► আমাজনের বর্তমান আয়তন হলো ২.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার।। পূর্বে কত ছিল জানতে চান?? ৬ মিলিয়ন বর্গ কিলোমিটার।। বন ধ্বংস এবং বাসস্থানের জন্য বন কাটায় আজ এর আয়তন এতো কমেছে।।

5
Real Estate / শিক্ষনীয়
« on: September 30, 2014, 03:07:15 PM »
ট্রিপল ফিল্টার টেস্ট !

প্রাচীন গ্রীসের একটি ঘটনা।একদিন একজন লোক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কাছে এসে বললো,' সক্রেটিস,তুমি কি জানো এই মাত্র আমি তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম....?'

সক্রেটিস বললো,'এক মিনিট দাঁড়াও, তুমি আমার বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো। আমি এর নাম দিয়েছি 'ট্রিপল ফিল্টার টেস্ট'। প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে..

'তুমি কি শিওর তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্ভেজাল সত্য?'

লোকটি উত্তর দিল, 'না, আমি জানি না এটা সত্য কিনা,আসলে আমি শুধু শুনেছি এটা।'

'ঠিক আছে', সক্রেটিস আবার বললো,' তাহলে তুমি শিওর না যে তুমি যা বলবে তা সত্য। এখন আমার দ্বিতীয় ফিল্টার। তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভাল কিছু বলবে?'

'উম,নাহ, খারাপ কিছু...'

সক্রেটিস বললো ,'তাহলে তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি শিওর নও যে তা সত্যি কিনা। ঠিক আছে,এখনো তৃতীয় প্রশ্ন বাকি,তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো।'

'তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা কি আমার জন্য উপকারী?'

'না,আসলে তোমার জন্য তা উপকারী নয়।'

এবার সক্রেটিস শেষ কথাটি বললো,' যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্যও নয়,ভাল কিছুও নয় এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে বলে কি লাভ।'[/size][/size][/size][/size]

6
দৈনন্দিন জীবনে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে ফ্যাশন সম্পর্কিত নানান সমস্যা নিয়ে আমরা প্রায়ই বেশ বিপদে পড়ি। কাপড়ে দাগ লেগে যাওয়া কিংবা কাপড় ধোয়ার পর রঙ উঠে যাওয়া সহ আরো নানান রকম সমস্যায় প্রায়ই মুশকিলে পড়ি আমরা। এসব নানান সমস্যা থেকে সমাধান পাওয়ার আছে কিছু সহজ উপায়। যেগুলো জানা থাকলে অনেক সমস্যা থেকেই চট করে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেয়া যাক দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় ৭টি টিপস সম্পর্কে।

১) জিন্স পুরোনো হয়ে হাটুর কাছে ছিড়ে গিয়েছে? ফেলে না দিয়ে পুরোনো জিন্স কেটে বানিয়ে ফেলুন হাফ প্যান্ট, ব্যাগ অথবা টেবিল মোছার কাপড়।

২) খাবার খেতে গিয়ে খাবারের তেল পড়েছে শখের কাপড়ে? দুশ্চিন্তার কিছুই নেই। তেল পড়া স্থানে ছিটিয়ে দিন বেবি পাউডার। এবার সাড়া রাত রেখে দিন এভাবেই। সকালে উঠে ধুয়ে ফেলুন। তেলের দাগ চলে যাবে কাপড় থেকে।

৩) কাপড়ের জুতো পরতে পরতে ময়লা হয়ে পুরোনো হয়ে গিয়েছে? ধুয়ে ফেলুন বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার ও টুথব্রাশ দিয়ে ঘষে। নতুনের মত ঝকঝকে হয়ে যাবে জুতো জোড়া।

৪) নতুন জুতো কিনেছেন কিন্তু পায়ে কিছুটা ছোট লাগছে? জুতোর ভেতরে পানি ভরা ব্যাগ রেখে সাড়া রাত ফ্রিজে রেখে দিন। পরদিন জুতো পরতে বেশ সুবিধা হবে।

৫) নতুন কিনে আনা কাপড় থেকে অনেক রঙ উঠছে? এই সমস্যা সমাধানের জন্য হালকা গরম পানিতে লবণ দিয়ে কাপড়টাকে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। রঙ ওঠা বন্ধ হয়ে যাবে কাপড়ের।

৬) কাপড়ে ঘামের দাগ আঁটকে গেলে সেটা দূর করার আছে একটি সহজ উপায়। ঘামের দাগের অংশটিতে লেবুর রস স্প্রে করুন। এরপর সেটাকে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। ঘামের দাগ উঠে যাবে সহজেই।

৭) কাপড় থেকে লিপস্টিক বা ফাউন্ডেশনের দাগ উঠাতে চাইলে শেভিং ক্রিম লাগিয়ে রাখুন কিছুক্ষন। এরপর যায়গাটি সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে পুরোপুরি।

7
‘২০০৪ সাল থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম ডিম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী ‘দ্য ইন্টারনেট জার্নাল অফ টক্সোকোলজি’তে কৃত্রিম ডিম সম্পর্কে বিশ্লেষণধর্মী তথ্য প্রকাশ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম ডিমে কোনো খাদ্যগুন ও প্রোটিন নেই। বরং তা মানবদেহের জন্য ক্ষতিকর।
কিভাবে তৈরি হয় কৃত্রিম ডিম ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রস্তুতপ্রনালীতে দেখা যায়, কুসুম ও সাদা অংশের সমন্বয়ে কৃত্রিম ডিম তৈরি করতে প্লাস্টিকের ছাঁচ ব্যবহৃত হয়। তবে তার আগে কুসম তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে। সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড ও কালারিং ডাই দিয়ে লাল বা গাঢ় হলুদ রংয়ের কুসুম তৈরি করা হয়। তার ওপর অতি পাতলা স্বচ্ছ রাসায়নিকের আবরণ তৈরি করা হয়। যাতে কুসুম ও সাদা অংশ এক না হয়ে যায়। সাদা অংশ তৈরিতে ব্যবহার হয় ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রিজিন জিলাটিন ও এলাম।

প্লাস্টিকের ছাঁচ ডিমের সাদা অংশ তৈরি করে তার মাঝখানে ডিমের কুসুম তৈরি করা হয়। শেষ ধাপে ডিমের উপরের শক্ত খোলস তৈরিতে করা হয়। এর জন্য ব্যবহার করা হয় ওয়াক্স এর মিশনখানে ব্যবহার করা হয় প্যারাফিন, বেনজয়িক এসিড, বেকিং পাউডার, ক্যালসিয়াম কার্বাইড। সাদা অংশকে ওয়াক্সের দ্রবণে কিছুক্ষণ নাড়ানো চাড়ানো হয়।

বাইরে থেকে স্বল্প তাপ প্রয়োগ করা হয়। এতেই তৈরি হয়ে যায় হুবহু ডিমের মতো দেখতে একটি বস্তু।

আসল ডিম থেকে নকল ডিম আলাদা করার উপায়ঃ

- কৃত্রিম অনেক বেশি ভঙ্গুর। অল্প চাপে ভেঙ্গে যায়।

- এ ডিম সিদ্ধ করলে এর কুসুম বর্ণহীন হয়ে যায়। ভাঙ্গার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে।

-কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় এবং এর খোলস মসৃণ।

ইন্টারনেট-এর বিভিন্ন সাইট থেকে আরো জানা যায়, চীনে তৈরী হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জিলেটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন এ ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সারসহ জটিল রোগের কারণ।

8
Real Estate / Beijing International Airport-Terminal 3
« on: March 22, 2014, 04:26:40 PM »
With a total area of 968,000 square meters (about 239 acres), the terminal building has three function divisions: T3-C, T3-D, and T3-E. T3-C is for check-in and domestic & international baggage claim. Opened in time for the 2008 Olympics, the vast Terminal 3 (two miles long and one of the largest buildings in the world) is supposed to represent a dragon. Architects Foster + Partners color-coded the ceiling—a dizzyingly complex mesh that allows sunlight to filter in—with red zones and yellow zones. Not only does the traditionally Chinese color scheme heighten the building's drama, it also helps passengers navigate the building.

9
Real Estate / Forest Spiral - Hundertwasser Building
« on: March 22, 2014, 02:27:37 PM »
The Hundertwasser “Waldspirale” (“Forest Spiral“) is one of the amazing houses in the world. his is a residential building complex located in Darmstadt, Germany  between 1998 and 2000. The building has a unique façade which doesn’t follow a regular grid pattern and the windows appear as if they are dancing out of line and appear out of order.  It was designed by Viennese artist Friedensreich Hundertwasser and finally planned and implemented by architect Heinz M. Springmann. It contains 105 apartments, an inner courtyard, a small artificial lake and also a playground for children. The building has 12 floors.

10
Real Estate / Threatening
« on: February 22, 2014, 01:04:27 PM »
কোনো ক্যান ড্রিংক থেকে পানীয় গ্রহনের আগে খুব ভালো মত ক্যানটিকে ধুয়ে নিন এবং সম্ভব হলে গ্লাস্সে ঢেলে তারপর পানীয় গ্রহণ করুন। ক্যান থেকে সরাসরি পানীয় গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন পিকনিক এ যাওয়া এক পরিবারের দুইজন। মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় একজনের। ময়না তদন্তে মৃত্যুর কারণ হিধেবে সনাক্ত করা হয় Leptospirosis কে যার সংক্রমণ হয় Leptospira নামক ভাইরাস থেকে।এই ক্ষেত্রে Leptospira এর উত্স ছিল ইদুরের মুত্র যা শুকিয়ে লেগে থাকে সফট ড্রিংকএর ক্যানগুলোর উপর। আমাদের দেশে বিভিন্ন পানীয়ের ক্যানগুলো ওয়ার হাউস এ থাকে যেগুলো বিক্রির আগে পরিষ্কার করা হয় না। অতএব , যেকোনো ক্যান থেকে পান করবার আগে ক্যানটি ভালমত পরিষ্কার করে নিন।
Source: Face Book

11
Real Estate / The Basket Building, United States
« on: February 20, 2014, 07:41:50 PM »
This 7 story Longaberger Basket Building is located in Longaberger Town, Newark, Ohio, United states. It is the corporate headquarters of the Longaberger Basket Company, specialized on baskets and has a shape of… exactly a basket. The Longaberger Basket Building is a truely impressive example of Mimetic Architecture, and relatively recent at that. It was the brainchild of the Longaberger Empire Founder Dave Longaberger.
The basket is a replica 160 times larger of Longaberger’s Medium Market Basket. It’s 192 ft. long by 126 ft. wide at the bottom, spreading to 208 ft. long by 142 ft. wide at the roofline. It is a magnificent sight especially at night.The building is situated between Marne and Dayton Road in Newark on State Route 16, It was completed in December 1997 and was awarded the 1997 Build Ohio Award.

12
Real Estate / Top 6 Real Estate Marketing Ideas
« on: February 20, 2014, 07:23:20 PM »
Top 6 Real Estate Marketing Ideas:

1.Designate a Marketing Day
2.Identify and Focus on Your Target Market
3.Plan for Success
4.Stop Cold Calling
5.Remember that it’s not about being Famous
6.Use the Internet

13
Real Estate / Lake Hillier
« on: July 26, 2013, 07:40:20 PM »
Lake Hillier is a pink-colored lake on Middle Island, the largest of the islands and islets that make up the Recherche Archipelago, Western Australia. From above the lake appears a solid bubble gum pink. It is such a significant distinguishing feature of the archipelago that air passengers often crane their necks to take a glimpse of it.
The lake is about 600 meters long, and is surrounded by a rim of sand and a dense woodland of paperbark and eucalyptus trees. A narrow strip of sand dunes covered by vegetation separates it to the north from the Southern Ocean.The pink color is due to red halophilic bacteria in the salt crusts. That the color is not a trick of light can be proved by taking water from the lake in a container – the pink color can be found to be permanent.

14
Real Estate / 3 most impressive water bridges around the world
« on: June 26, 2013, 10:06:39 AM »
1. Magdeburg Water Bridge:The Magdeburg Water Bridge in Germany deserve special mention. Opened in October 2003 and part of the Magdeburg crossing of waterways, it connects the Elbe-Havel Canal to the Mittellandkanal, crossing over the Elbe River. At 918 meters, it’s the longest navigable aqueduct in the world.with construction taking six years and costing €501 million.The aqueduct's tough structure incorporates 24,000 tonnes of steel and 68,000 cubic meters of concrete.The Elbe–Havel Canal and Mittelland Canal canals had previously met near Magdeburg but on opposite sides of the Elbe, which was at a significantly lower elevation than the two canals. Ships moving between the two had to make a 12-kilometre detour, descending from the Mittelland Canal through the Rothensee boat lift into the Elbe, then sailing downstream on the river, before ascending to the Elbe-Havel Canal through Niegripp lock. Low water levels in the Elbe often prevented fully laden canal barges from making this crossing, requiring time-consuming off-loading of cargo.

2.Pontcysyllte Aqueduct: The Pontcysyllte Aqueduct, in Wrexham County Borough in Britain, was built between 1795 and 1805 to carry the Ellesmere Canal over the valley of the River Dee to link the coal mines of Denbighshire to the national canal system during the Industrial Revolution. It was one of the world's greatest engineering achievements of the time. For more than 200 years, it is the longest and highest aqueduct in Britain, and currently a World Heritage Site.The aqueduct is 307 meter long, 3.4 meter wide and 1.60 meter deep, and forms a part of an 18 km long aqueduct system. It consists of a cast iron trough supported 38 meter above the river on iron arched ribs carried on nineteen hollow masonry piers. The use of both cast and wrought iron in the aqueduct enabled the construction of arches that were light and strong, producing an overall effect that is both monumental and elegant.The economic influence of the canal for the region was considerable during the first half of the 19th century, enabling the rapid development of coal extraction, metal working, limestone quarries, and the production of lime. The slate quarries of the Welsh mountains and agriculture also benefited from the canal. Today, the canal no longer moves coal and limestone cargoes, but is a popular spot for tourists. Since 1954 the canal has been managed and maintained in a navigable condition by British Waterways.

3.Barton Swing Aqueduct:The Barton Swing Aqueduct is a moveable water bridge in Barton upon Irwell in Greater Manchester, England, that carries the Bridgewater Canal across the Manchester Ship Canal. The swinging action allows large vessels using the Manchester Ship Canal to pass underneath and smaller narrow boats to cross over the top. When large vessels need to pass along the Ship Canal, the 1,450-tonne and 100 meter long iron trough is rotated 90 degrees. A gate at each end of the trough retains around 800 tonnes of water; further gates on each bank retain water in their adjacent stretches of canal. A similar swing bridge, but for road traffic, lies adjacent to, and upstream of, the Barton Swing Aqueduct.The aqueduct, which is the first and only swing aqueduct in the world is considered a major feat of Victorian civil engineering. Designed by Sir Edward Leader Williams and built by Andrew Handyside of Derby, the swing bridge opened in 1894 and remains in regular use.Previously, the aqueduct crossing over River Irwell was a rigid stone structure that prevented new ships of larger dimension to pass underneath the bridge. A swinging bridge became a necessity.

15
১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।

২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়।

৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।

৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।

৫) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মৌসুমে ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।

৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুণ, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে।

৭) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমাণ অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই
পানি ক্ষুধাও নিবারণ করে।

৮) এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশী থাকার কারণে এতে কোন জীবানু জন্মায় না।

Pages: [1] 2