Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Foysal.Ahmed

Pages: [1]
1
Story, Article & Poetry / আর কত ???
« on: April 26, 2013, 12:42:44 AM »
আর কত ?
-----------------------------------ফয়সালনা  :'(
আর কত লাশ পরলে বুঝবি তরা
আরো লাশ পাবি ঐ স্তুপ সরা
আর কত ভবন ধ্বসলে হুশ হবে তদের
ফিরিয়ে দিতে পারবি কি জীবন অদের
আর কত আত'নাদে বাতাস হবে ভারি
শত শত সন্তানের লাশ নিয়ে মা করবে আহাজারি
মেহেদি মুছেনি যে ভাইয়ের হাত থেকে
শরীর শিউরে উঠে অর লাশ দেখে
গভে'র সন্তান নিয়ে মাজননী পরে আছে চাপা
বত'মান ভবিষ্যত কি দিয়ে হবে মাপা
দেখ দেখ ভাঙ্গা দালানের নিচে পরে আছে মেয়েটি
কাছে গিয়ে দেখি পরে আছে নিথর দেহটি
আর কত দিব বল বণ'না ,
এ দেশে লাশের মিছিল শেষ হবে না
শুধু বলবো ঐ পিশাচদের - এবার তরা মানুষ হ
এত লাশ আর লাশ আর কত আর কত :'(

2
অন্ধ ভিক্ষুক ও ব্যারিস্টার
....................................ফয়সালনা  8)
-----------------------
একদা এক ভিক্ষুক ভিক্ষা করতো হায়
প্লেকাডে’ লিখেছিল আমি গরীব, ভিক্ষা দেন আমায়।
সারাবেলা ভিক্ষার থালি নিয়ে, বসে রইতো ভিক্ষার আশায়
শত লোকের আসা যাওয়ার ভিরে, যেতেন এক ব্যারিস্টার বাবুমশাই
উপর নিচে ফিটফাট, চলে যেতেন সামনে দিয়ে ঠিকঠাক
অন্ধ ভিক্ষুক বসে রইতো ভিক্ষার আশায়……
কিন্তু একবারো না ফিরিয়া চাইতেন ব্যারিস্টার বাবুমশাই,
ভিক্ষুকের প্রশ্ন জাগলো মনে…
তাই হঠাৎ একদিন সাহস করে, ডাকলেন অ-হে বাবুমশাই
শত লোকের আশা যাওয়ার এই রাস্তায়, কত লোকেই না দান করে যায়
আপনার মন কি একবারো কিছু দিতে না চায় ?
প্রশ্ন শুনে মুচকি হেসে ব্যারিস্টার কলম বের করলেন একখানা
তা দিয়ে ভিক্ষুকের হাতে থাকা প্লেকাডে’র পিছনে লিখলেন কিছু একটা,
যা ছিল ভিক্ষুকের অজানা……
পরদিন ব্যারিস্টার বাবুর যাওয়ার পথে ভিক্ষুক ডাকলো পুনরায়
বললো ও বাবু কি এমন মন্ত্র লিখলেন, আমার দিন যে বদলায় !
শুনে মুচকি হেসে উওর দিলেন ব্যারিস্টার—
লিখে ছিলুম আমি এই সুন্দর সকাল, দেখো তোমরা দুই’নয়নে ভাই
“হায়” আমি তা দেখিতে না পাই ।

3
First, I would like to thank Almighty Allah.we are lucky batch of law department of DIU.Because we got ms. Farhana Helal Mehtab mam as the head of the law department. An honest hard-working and meritorious teacher who was able to Show the new English .  Her teaching was totally different.mam always said in our class"Dear student to get more marks in my course is so easy and lost marks in my course is also very easy."Her class means wonderful exciting class. We are enjoying our third semester very much because; Farhana mam is giving marke every class by checking our work. And also she made us read The Daily Star. She always encourage for creative writing.She teaches us with full enjoyment.So mam is the best teacher in my eyes. I will never forget ms. Farhana Helal Mehtab mam.

Pages: [1]