Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - itpc

Pages: [1]
1
IT Forum / ওয়েবপেজ প্রিন্ট সহজে
« on: December 19, 2015, 01:39:20 PM »
ওয়েবসাইট থেকে কোনো লেখা বা ছবি প্রিন্ট করতে গেলে এর সঙ্গে প্রায়ই বিভিন্ন অপ্রয়োজনীয় লেখা, ছবি, বিজ্ঞাপন, লোগো কিংবা মেনু অপশন চলে আসে। এতে একদিকে যেমন প্রিন্টারের কালি খরচ বেড়ে যায়, তেমনি প্রিন্ট করা পৃষ্ঠাটিও কেমন অগোছালো দেখায়। গুগল সম্প্রতি তাদের তৈরি ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ক্রোমের জন্য ‘সিম্পলিফাই পেজ’ নামে নতুন একটি সুবিধাজনক প্রিন্ট অপশন তৈরির কাজে হাত দিয়েছে, যা এখন শুধু এর পরীক্ষামূলক বা বেটা সংস্করণেই পাওয়া যাবে। এ ছাড়া ফায়ারফক্সে রিডার ভিউ নামে একটি অপশন আগে থেকেই চালু আছে, যা মাইক্রোসফটের নতুন আসা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে থাকা এজ ব্রাউজারে রিডিং ভিউ নামে চালু হয়েছে। ব্যবহারকারীদের জন্য সহজে নির্দিষ্ট ওয়েবপেজ পড়ার সুবিধাটি কাজে লাগিয়ে যেভাবে এই তিন ব্রাউজারে প্রিন্টারের কালি বাঁচিয়ে বিভিন্ন ওয়েবপেজ প্রিন্ট করবেন।
গুগল ক্রোম: যেহেতু সহজে ওয়েবপেজ পড়ার সুবিধাটি গুগলে এখনো পুরোপুরি চালু হয়নি, তাই এর বদলে ব্রাউজারের ছোট একটি অ্যাপলিকেশন বা এক্সটেনশন ব্যবহার করে সুবিধাটি পাওয়া যাবে। এভারনোট ক্লিয়ারলি নামে এক্সটেনশনটি দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েব বিষয়বস্তু সুবিধাজনকভাবে পড়ার পাশাপাশি সুন্দরভাবে প্রিন্টও করা যাবে। এটি পাওয়া যাবে https://goo.gl/Sx6wKF ঠিকানায়। এ জন্য এভারনোটে একটি অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন পড়বে। এটি না চাইলে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ নামে আরেকটি এক্সটেনশন ব্যবহার করেও সেটি করা যাবে, পাওয়া যাবে https://goo.gl/Bg3Df4 ঠিকানায়। ব্রাউজারের ওপরে ডানদিকে প্রিন্টারের একটি আইকন আসবে, সেখানে ক্লিক করে প্রিন্ট করার পাশাপাশি পেজটিকে পিডিএফ আকারেও সংরক্ষণ করা যাবে।
ফায়ারফক্স এবং এজ: এই দুটি ব্রাউজারে আগে থেকেই সুবিধাটি চালু আছে। শুধু নির্দিষ্ট ওয়েবপেজটিতে গিয়ে ওয়েবসাইটের ঠিকানা লেখার ডান পাশে বইয়ের চিহ্ন দেওয়া রিডার/রিডিং ভিউ আইকনটিতে ক্লিক করতে হবে। এভাবে সুবিধাজনকভাবে পড়ার সুবিধাটি পুরোপুরি চালু হয়ে নির্দিষ্ট ওয়েবপেজটি চলে এলে কিবোর্ডের Ctrl এবং P বোতাম দুটি একযোগে চেপে বা রিডিং ভিউ মোডের পেজটিতে ডান ক্লিক করে প্রিন্ট করা যাবে। এভাবে ওয়েবপেজের কোনো বিষয়বস্তু প্রিন্ট করে সংরক্ষণ করার প্রয়োজন পড়লে প্রিন্টারের কালি খরচ কমানো যাবে অনেকখানি।

2
ম্যাসেঞ্জার অ্যাপলিকেশন হাইকের নতুন ফিচার। নেট কানেকশন ছাড়াই এবার থেকে যত খুশি যাকে খুশি টেক্সট করুন, পাঠান ছবি, স্মাইলি। হাইক বাবাজি এবার টোটাল ফ্রি। নেট কানেকশন প্রয়োজন নেই মানে, খরচ হবে না টাকাও। কেবল আপনাকে যেটা করতে হবে সেটা হল, আপনার স্মার্ট ফোনটায় স্মার্ট উপায়ে হাইক ডাউনলোড। ফোনে রাখুন হাইক আর উপভোগ করুন 'ম্যাসেজের স্বাধীনতা'।
'কোম্পানি' এখানেই শেষ করছে না। টেক্সট, স্মাইলি (ইমুজি) তো ফ্রি-ই সঙ্গে পেয়ে যাচ্ছেন সুপার স্পিড। হ্যাঁ। বিমানের থেকেও বেশি গতিতে আপনার হাইক ম্যাসেজ আপনার প্রিয়জনের কাছে পৌঁছে যাবে। ৭০ এম বি পর্যন্ত ডাটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সময় নেবে কেবল ১০ সেকেন্ড। প্রযুক্তি বিপ্লব একে বলছে, ওয়াই-ফাই ছাড়াই ওয়াই-ফাইয়ের মজা।

3
বাড়িতে চোর ঢুকলেই বেজে উঠবে আপনার মোবাইল ফোন। ফলে চোরকে পাকরাও করা যাবে অনায়াসেই। এমনই একটি ডিভাইস উদ্ভাবন করেছেন রাজশাহীর কাপাশিয়ার বাসিন্দা আকুল হোসেন মিঠু। এর আগে তিনি বাঁশ দিয়ে ৭৮৫ বর্গফুট ঘড়ি তৈরি করে এলাকায় হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। এবার সে আবিষ্কার করলো অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম ডিভাইসটি। এই ডিভাইসটি বাসা-বাড়ির নিরাপত্তা দেবে। ঘরে অপরিচিত কেউ অনুপ্রবেশ করলেই মোবাইল ফোনের মাধ্যমে তা জানা যাবে।

মিঠু জানান, মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং এর মাধ্যমে ডিভাইসটি তৈরি করা হয়েছে। বাড়িতে যে কোনো জায়গায় ডিভাইসটি রাখা যায়। বাড়ির যে এরিয়ার নিরাপত্তা প্রয়োজন সেই জায়গার সেন্সরটি ইনস্টল করে নিতে হবে। এতে যে এলাকা নির্ধারিত করা আছে তার মধ্যে আগন্তুক ব্যক্তি প্রবেশ করলেই সঙ্গে থাকা মোবাইলে রিং বেজে উঠছে। যদি কোনো কারণে একটি নম্বর বন্ধ থাকে সে জন্য ওই ডিভাইস এক সঙ্গে পরিবারের ১০টি নম্বরে ফোন কল দিতে পারবে।

কেউ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ডিভাইসটি চালু করে যেতে পারেন। আবার  ডিভাইসটি বন্ধ করার সময় প্রতিটিতে নির্দিষ্ট নম্বর থাকবে। ওই নম্বরে ফোন দিলে তা ৩০ সেকেন্ড বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে ডিভাইসটির সুইচ অফ করতে হবে।   

সংরক্ষিত এলাকাগুলোতে ডিভাইসটি ইনস্টল করে নিলে আইআর বার্গলার অ্যার্লাম সিস্টেম হিসেবেও কাজ করবে। বিদ্যুৎ ছাড়াও এ ডিভাইস ২৪ ঘণ্টা কাজ করবে। কেউ এ ডিভাইসের সেন্সর কেটে ফেললোও তা কাজ করবে। ডিভাইসটি মধ্যে উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

4
ICT / এক যন্ত্রে অনেক কাজ
« on: November 29, 2015, 02:04:10 PM »
টুইনমসের ‘কম্বো গ্যাজেট’ বাজারে এসেছে। একই সঙ্গে এ যন্ত্রটি কার্ড রিডার এবং ইউএসবি হাব হিসেবে কাজ করে। এতে এসডি, এসডিএইচসি, এমএমসি, এমএমসি প্লাস, এমএস, এমএস প্রো, এমএস প্রো ডুয়ো, সিএফ, এম ২, মাইক্রো এসডি, মাইক্রো এসডিএইচসি কার্ড সমর্থন করে। কম্প্যাক্ট ডিজাইনের এই গেজেটে রয়েছে বিল্ট ইন ইউএসবি কেব্ল, ওভার কারেন্ট প্রোটেকশন এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা যন্ত্রটির দাম ৩৫০ টাকা।

Pages: [1]