Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - shaikat

Pages: [1]
1
বাংলানিউজকে ড্যাফোডিল ভিসি
পাঁচ বছরের মধ্যেই শীর্ষে উঠে আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়
সিজারাজ জাহান মিমি, নিউজরুম এডিটর


ঢাকা: দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আগামী ৫ বছরের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির’ ভিসি প্রফেসর ড. লুৎফর রহমান।

বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপে খ্যাতনামা এ শিক্ষাবিদ এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্প্রতি স্পেনের ‘ওয়েবোমেট্টিক্স র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ এর ওয়েবভিত্তিক কার্যক্রমের মূল্যায়ণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইউনিভার্সিটি দ্বিতীয় স্থান লাভ করার পর তার মুখোমুখি হয় বাংলানিউজ।

এ সময় স্প্যানিশ ন্যাশনাল রিস‍ার্চ কাউন্সিল (সিএসআইসি) পরিচালিত ওই ওয়েব র‌্যাংকিং-এর গ্রহণযোগ্যতা, গবেষণাকর্ম ছাড়াও দেশের শিক্ষা পরিস্থিতি, প্রযুক্তিশিক্ষার সম্ভাবনা ও ভবিষ্যৎ ইত্যাদি নিয়েও বেশ খোলামেলা কথা বলেন ড. লুৎফর রহমান। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক আলোচনাও উঠে আসে তার সুচিন্তিত বক্তব্যে। পাওয়া যায় গবেষণা ও অর্থবহ প্রকাশনায় উদ্যোগী হওয়ার পাশাপাশি আরও কিছু মূল্যবান পরামর্শ।   

তার মতে, কেবল প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যা কিছুটা পিছিয়ে। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত ভাল। আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাগুলোতেও অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই স্ব স্ব পোগ্রাম শেষ করতে পারছে বলে মন্তব্য করে তিনি বলেন, ``প্রতিটি সময়ের সঠিক ব্যবহার হচ্ছে এখানে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পর্যবেক্ষণ করে অনেক শির্ক্ষাথী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসছে। তাই ১৯৯২ সালে দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ার মাত্র দু’দশকের মাথায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৬২টিতে।

ব্যবস্থাপনার বিচারেও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখতে চান তিনি।

এমনকি তার বিশ্ববিদ্যালয়ের অর্জন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের পথে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে বলেও মনে করেন তথ্য-প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলের ভিসি।

যদিও আধুনিক শিক্ষা উপকরণ, আইসিটি বেজড বিভিন্ন উপকরণ থেকে শুরু করে শিক্ষা কার্যক্রমের প্রতিটি মাধ্যম ব্যয়বহুল হওয়া ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদাতাদের অধিক ফিন্যান্সিয়াল ডিমান্ডের কথা স্বীকার করেন তিনি।

বাংলানিউজ পাঠকদের জন্য তার সঙ্গে কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো:

বাংলানিউজ: সিএসআইসির র‌্যাংকিং আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা ইতিবাচক বলে মনে করছেন?

লুৎফর রহমান: এ ফলাফল নি:সন্দেহে আমাদের জন্য ইতিবাচক। কারণ, ক্রমান্বয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। বিগত বছরগুলোর ফলাফল লক্ষ্য করলে দেখা যায়, ২০১০ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে ডিআইইউ’র অবস্থান ছিল ৯৯। তার পরের বছর ৯২। আর এবার হলো ৭৪। এ তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে এ তালিকার ২৫ নম্বরে।

যদিও এ তালিকা প্রযুক্তিভিক্তিক ইনস্টিটিউট, কলেজ ও ইউনির্ভার্সিটি মিলিয়ে, তবুও এককথায় বলতে পারি, প্রতিষ্ঠার মাত্র বছর দশেকের মাথায় এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভাল অর্জন। আমরা প্রথমত অনেক নার্ভাস ছিলাম, কিন্তু চেষ্টা ছিল অব্যাহত।আগামীতেও এ চেষ্টার ধারাবাহিকতা বজায় থাকবে।

বাংলানিউজ: আমরা জানি, ২০০২ সালে তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয় ড্যাফোডিল। কোন সময়টা থেকে আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের ওয়েব র‌্যাংকিংএ ডিআইইউ’র সন্তোষজনক স্থান লাভ বা অগ্রগতি আসতে শুরু করে?

লুৎফর রহমান: ওয়েব র‌্যাংকিং’র বিষয়টি দেখলে গত ২০০৫ সালের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রত্যাশার মধ্যে ছিল।আর দেশের মধ্যে শুরু থেকেই ভাল সাড়া পেয়েছি। আমরা কখনোই হঠাৎ
করেই ভাল কিছু পাওয়ার আশা করি নি। তাছাড়া ড্যাফোডিলকে সম্পূর্ণরুপে একটি তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানরূপে দেখতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সবুর খান। আজ ঠিক সেটাই হয়েছে। এখানে এখন প্রযুক্তির সব মাধ্যমই আছে।পরিপূর্ণ তথ্যপ্রযুক্তিভিত্তিক অবকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রবল আগ্রহ, প্রচেষ্টা ও প্রতিটি মুহূর্তের অনুপ্রেরণা, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবারই ঐকান্তিক সহোযোগিতার জন্য আজ ড্যাফোডিল এ পর্যন্ত আসতে পেরেছে।

বাংলানিউজ: বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ, কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের ৬ টি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০ তে আছে, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য এ ফলাফল কতটা আশানুরূপ?

লুৎফর রহমান: জনসংখ্যার দিক থেকে বিচার করলে এ ফলাফল সন্তোষজনক নয়। কারণ, দক্ষিণ এশিয়ার জনসংখ্যা প্রায় ১৫০ কোটি, যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। সে অনুপাতে কম করেও ১০টি বিশ্ববিদ্যালয় থাকা উচিত ছিল।এ অবস্থা থেকে উঠে আসতে বিশ্ববিদ্যালয়গুলোকে অধ্যবসায়ী হতে হবে। তবে একেবারে নিরাশ হওয়ার কিছু নেই। কারণ, এ মহাদেশের এমনও দেশ আছে যেখানকার কোন বিশ্ববিদ্যালয়ও শীর্ষ ১০০’র তালিকায় আসতে পারেনি।

বাংলানিউজ: প্রতি বছরই তো র‌্যাংকিং করা হয়, প্রতি বছর আপনার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এ ধরনের গবেষণামুলক কাজের সংখ্যা আনুমানিক কত হয়ে থাকে?

লুৎফর রহমান: মূলত রিসার্চ, পাবলিকেশন করে থাকেন শিক্ষক ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা।তাছাড়া শিক্ষকদের মধ্যেও ক্যাটাগরি অনুযায়ী, বিশেষ করে অ্যাসোসিয়েট প্রফেসররা এসব কাজ বেশি করে থাকেন।পাবলিকেশনস ও গবেষণা কর্মের সঠিক সংখ্যা এ মুহূর্তে বলা সম্ভব না হলেও আনুমানিক ২শ’ এর অধিক প্রকাশ হয়।

বাংলানিউজ: যেসব কাজের জন্য আপনার ইউভার্সিটি এ অবস্থানে উঠে এসেছে সেগুলোর মধ্যে আপনার বিবেচনায় বেশি গুরত্বপূর্ণ কি কি?

লুৎফর রহমান: বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. আকতার হোসেন উদ্ভাবিত ‘ব্রেইল সফটওয়্যার’ দেশে বিদেশে প্রচুর প্রশংসিত হয়েছে।সফটওয়্যারটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি- যার মাধ্যমে তারা প্রযুক্তিপণ্য সম্পর্কে জানতে ও শিখতে পারে। এছাড়া ইনফরমেশন সিকিউরিটি, ইন্টারনেট সিকিউরিটি ও ডিপার্টমেন্ট অব ইটিই’র বেশ কিছু প্রজেক্ট দেশীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।

বাংলানিউজ: এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের জন্য কতটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে?

লুৎফর রহমান: একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যে কোন সাফল্য, সৃষ্টিকর্ম অবশ্যই শিক্ষার্থীদের উপরের দিকে উঠতে প্রেরণা যোগায়। এক্ষেত্রে শিক্ষাদাতাদের দক্ষতা এবং দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। যেমন একজন শিক্ষক যদি ভালমানের বই প্রকাশ, বিশেষ ধরনের কিছু সৃষ্টি করেন সেটা নি:সন্দেহে শিক্ষার্থীদের গৌরবের বিষয় হয়ে ওঠে। কাজেই শিক্ষাদাতাদের এদিকটাতে সচেতন হতে ও কাজে মনোনিবেশ করতে হবে।   

বাংলানিউজ: যারা দেশের জন্য এমন সাফল্য বয়ে আনছেন, আরও এগিয়ে যেতে তাদের জন্য আপনার পরামর্শ কি?

লুৎফর রহমান: বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল অংশ হচ্ছে গবেষণা, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলব, তারা যেন বেশি বেশি গবেষণা করেন। আর এজন্য অধিকতর প্রয়োজনীয় বিষয়গুলোকে গবেষণাকর্মে রাখতে হবে। আধুনিকমানের কাজ করতে হবে। প্রগতিশীল হতে হবে।এতে নিজেদের যোগ্যতা তো বাড়বেই, সেইসঙ্গে দেশ ও নতুনরা তাদের মাধ্যমে অগ্রগামী হবে। এ র‌্যাংকিং’এ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টিও প্রযুক্তিভিত্তিক।কাজেই এ মাধ্যমের ক্রমবিকাশ করতে হবে এবং বেশি বেশি অ্যাপলিকেশন তৈরি করতে হবে।

বাংলানিউজ: মূলত এসব প্রকাশনা, কাজের কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়?

লুৎফর রহমান: বিশ্বমানদণ্ড ও জনপ্রিয়তার দিকটিকে গুরত্ব দেওয়া হয় এসব কাজের মূল্যায়নে। এক্ষেত্রে ভিজিটরের সংখ্যা মূখ্য নয়। তাই কিছু ওয়েব ইনডিকেটরের ভিত্তিতে এগুলোর মূল্যায়ন পক্রিয়া হয় যাতে মানসম্মত ও সম্প্রসারিত এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হয়।

বাংলানিউজ: প্রতিযোগিতাম‍ুলক কার্যক্রমে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে ব্যবধানের কথা শোনা যায় সে সম্পর্কে আপনার মূল্যায়ন কি?

লুৎফর রহমান: এ বিষয়টির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যা কিছুটা পিছিয়ে। লক্ষ্য করলে দেখবেন দেশে যেসব কনটেস্ট হয়ে থাকে সেগুলোতে কোনভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ছে না।বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত ভাল। তাই আমার আত্মবিশ্বাস থেকে বলছি- আগামী ৫ বছরের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে তালিকার শীর্ষে।

বাংলানিউজ: শিক্ষার্থীরা অনেক সময় সেমিস্টারের সময়কে অপর্যাপ্ত মনে করে, এ ব্যাপারে কি বলবেন।

লুৎফর রহমান: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৌভাগ্য তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই স্ব স্ব পোগ্রাম শেষ করতে পারছে। প্রতিটি সময়ের সঠিক ব্যবহার হচ্ছে এখানে। একমাত্র সরকারি ছুটি ও ধর্মীয় ছুটি ছাড়া কোনো সময় অপচয় হচ্ছে না। তাছাড়া প্রচুর সুবিধা পাচ্ছে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিত্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।এক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভাগ্যই বলব, নানা ধরনের সমস্যার কারণে মূল্যবান সময়ের অনেকটা নষ্ট হচ্ছে।যেজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পর্যবেক্ষণ করে অনেক শির্ক্ষাথী এখানে আসছে। ১৯৯২ সালে দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়, বর্তমানে এর সংখ্যা ৬২ টি।

বাংলানিউজ: গবেষণা কর্মের উন্নয়নের সঙ্গে আর্থিক দিকটার গুরুত্ব কতখানি আছে।এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা আছে কি?

লুৎফর রহমান: নিজ অর্থায়নে পরিচালিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর আধুনিক ও গুণগতমানের উদ্ভাবনার সঙ্গে আর্থিক সম্পর্কটা অবশ্যই যুক্ত। আধুনিক শিক্ষা উপকরণ, আইসিটি বেজড বিভিন্ন উপকরণ থেকে শুরু করে শিক্ষা কার্যক্রমের প্রতিটি মাধ্যম ব্যয়বহুল। তাছাড়া এখানকার শিক্ষাদাতাদের ফিন্যান্সিয়াল ডিমান্ড বেশি।

বাংলানিউজ: আপনার শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাকেন্দ্রের সংখ্যা কত?

লুৎফর রহমান: বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদ অনুযায়ী গবেষণাকেন্দ্রের সংখ্যা তিনটি।

বাংলানিউজ: আপনি যে র‌্যাংকিংয়ের কথা বলছেন, তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও শোনা যাচ্ছে। বলা হচ্ছে, এ ফলাফল আন্তর্জাতিক মানের নয়।এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে গবেষণা কাজে অদক্ষতা এবং অনীহা। এবিষয়ে কি বলবেন?

লূৎফর রহমান: এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্বল ব্যবস্থাপনা। নিয়ম নীতিকে অবহেলা করে স্বেচ্ছাচারিতা চলে সেখানে। যার ফলে মানসম্মত কাজ হচ্ছে না। সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবে আজ এমনটা হচ্ছে। সেখানে কোন ইলেকশন নেই। এই দিক থেকে তুলনা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে। বিশেষ করে উন্নত ব্যবস্থাপনা। তাছাড়া সবক্ষেত্রেই নীতিমালার বিষয়টি কঠিনভাবে অনুসরণ করা হয়। যার ফলে অভ্যন্তরীণ জটিলতা মুক্ত থাকে।

বাংলানিউজ: বর্তমান সময়ের জোরালো একটি উচ্চারণ ‘তরুণরাই গড়তে পারে ডিজিটাল বাংলাদেশ’ তো বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই অর্জন সরকারের সেই প্রত্যাশা পূরণে কতটা ভূমিকা রাখছে?

লুৎফর রহমান: বাংলাদেশের আইসিটি মন্ত্রী, বলতে গেলে তিনিও তরুণ।তথ্যপ্রযুক্তিতে নিত্য নতুন যেসব উদ্ভাবন আসছে সেগুলোর অধিকাংশই আসছে নতুন প্রজন্ম থেকে এবং এক্ষেত্রে জড়িত সবাই প্রায় তরুণ। অসম্ভব রকমের আগ্রহ দক্ষতা এদের মধ্যে সুস্পষ্ট। তাই বিশ্ববিদ্যালয়ের এই অর্জন নিশ্চয় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরণ করছে।


বাংলানিউজ: বিশ্ববিদ্যালয়ের অর্জিত মূল্যবান অর্জন বা অ্যাওয়ার্ড সম্পর্কে কিছু বলেন?

লুৎফর রহমান: বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষায় ও তথ্যপ্রযুক্তিতে অবদান, পরিবেশ উন্নয়ন, দারিদ্র বিমোচন বিষয়ক অনেক কাজের স্বীকৃতি পেয়েছে ড্যাফোডিল। অতি সম্প্রতি এশিয়ার সেরা বিজনেস স্কুল অ্যাওয়ার্ড অর্জন করেছে। অসাধারণ ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্য বাংলাদেশে এই প্রথম ড্যাফোডিলের শীর্ষস্থানীয় তিন শিক্ষককে ‘তৃতীয় সিএমও এশিয়া- ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

মুল নিউজ লিংক:
http://banglanews24.com/detailsnews.php?nssl=861ad02466a4fb50ecb4725d5c3ca6d4&nttl=15092012138922


2
Science and Information / Why You Study in ETE.
« on: May 10, 2012, 09:29:58 AM »
The syllabus and course curriculum of ETE department is totally design to think about job market and build a better future of the students of the department.

First year of electronics and engineering course dedicated to teach students about basic engineering techniques such as engineering mathematics, physics, chemistry and other  engineering courses to name few.
From second year of studies student start to learn about core Electronics and Telecommunication engineering subjects like digital electronics and Measurement and Instrumentation, fundamentals of communication engineering, electronic circuits, signals and systems, power electronics, applied electromagnetic theory, integrated circuits, Numerical Analysis, control systems and computer architecture are just few to mention.

Electronics and Telecommunication engineering course give enormous job opportunities in electronics and software companies. All electronic devices need software interface to run and come with one other or other device controlling programs architected and developed by electronics and communication engineering. It also gives great opportunities for research and development, as everyday consumer need new devices to support them in daily life.

3


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের উদ্যোগে ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তথ্য ও যোগাযোগ নিরাপত্তা বিষয়ক ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শিরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  প্রতিষ্ঠাতা উপাচার্য  ও এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম ।

ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর. ড. এম. লুৎফর রহমান এর সভাপতিত্বে সমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের  স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের প্রফেসর ড. আবদুস সোবহান। সেমিনারে আরো বক্তব্য রাখেন,  বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. এস মাহাবুব –উল হক মজুমদার,  আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. গোলাম মওলা চৌধূরী ও  আয়োজক কমিটির  সম্পাদক প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ।

পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির  প্রায় ৫০০ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা  এ সম্মেলনে অংশগ্রহন করেন।  

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শিরিন  বলেন, আই সি টি প্লাটফর্ম এখন শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কে সীমাবদ্ধ নয়, বর্তমানে এটি  ইন্ট্র্রানেট এবং ইন্টারনেটে সম্প্রসারিত  হয়েছে। ফলে একদিকে যেমন ব্যবসার যোগাযোগ নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্র সহজতর হয়েছে তেমনি কিছু ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। এসব ঝুঁকি নিরসনে এবং তথ্যপ্রযুক্তির নিরাপত্তা  নিশ্চিতে  বিশ্বের বিভিন্ন দেশে সরকারি পর্যায়ে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য  অনুসৃত কিছু  আইন ও নীতিমালার ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ তিনি বিশ্বব্যাপী সমাদৃত নীতির কথা উল্লেখ করেন।

এছাড়া তথ্য নিরাপত্তায় বর্তমানে ব্যবহৃত কয়েকটি বিষয়ে আলোকপাত করতে গিয়ে শিল্পক্ষেত্রের সুরক্ষা সম্পর্কে  মাষ্টার ও ভিসা কার্ডের জন্য তৈরী  এটিএম কার্ড যা ই এম বি সিকিউরিটি হিসেবে পরিচিত, ই- কর্মাস ট্রাঞ্জেকশান যা থ্রিডিসি কোড দ্বারা সুরক্ষিত, আর এস এ, অথেনটিকেশন সার্ভার এবং সুইফট যা বিশ্বব্যাপী  এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর কাজে ব্যবহার হয় এসব বিষয়ের সঠিক প্রয়োগের কথা বলেন।

তিনি আরও বলেন আইসিটি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। তাই প্রয়োজন প্রচুর গবেষণা, আজকের এই সম্মেলন তারই একটি উদাহরণ। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দক্ষ করা এবং দেশের স্বনামধন্য আইটি কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। ফলে দেশ সেবায় শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখবে।

4
সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



‘সামার অব কোড’ হল গুগলের অর্থায়নে পরিচালিত একটি পোগ্রাম। ২০০৫ সাল থেকে শুরু হওয়া এই পোগ্রামের আওতায় ‘ওপেন সোর্স প্রজেক্টে’ বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ের যোগ্য আগ্রহী শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাচ্ছে। তিন মাস সময়সীমার এই প্রশিক্ষনমূলক কার্যক্রমে কর্মরতদের খন্ডকালিন বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

এবারের অর্থাৎ ২০১২ সালের সামার অব কোড পোগ্রামের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে গুগল। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং মেনটরসদের থেকে আসা প্রচুর পরিমানে প্রস্তাবিত প্রজেক্ট জমা পড়েছে। যার মধ্যে থেকে গুগল ১৮০টি প্রজেক্ট নির্বাচিত করেছে। তাই নিবন্ধনের পালা এখন। আগ্রহীরা তাদের পছন্দনুযায়ী প্রজেক্টের জন্য আবেদন করতে পারবে। গুগলের পরামর্শমূলক তথ্য হিসেবে দেওয়া আছে-আবেদনকারীকে অবশ্যই সেই কাজে সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে।

বিশ্বজুড়ে পরিচালিত এই পোগ্রামের নির্বাচিত শিক্ষার্থীদের ‘প্রতি দুইজন’ মেনটরসদের অধীনে কাজ করবে। মেনটরস/পরামর্শকগণ মুলত তাদের সফটওয়্যার দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে পাশাপাশি ভবিষ্যতে ভালো কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে জোড়ালো সহায়তা করবে।

সামার অব কোডের (http://www.google-melange.com) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকছে ৬ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, মানসম্মত আবেদন করতে গুগলের ওয়েবসাইটে দেওয়া গুরুত্বপূর্ণ টিপস অনুসরণের সুযোগ রয়েছে আগ্রহীদের। শুধু তাই নয় আগ্রহীরা যাতে এ বিষয়ে বিশদ জানতে পারে, তাই গুগল ‘হ্যাং আউটের স্টুডেন্ট পেজে’ এপ্রিলের দুই তারিখ ৩:৩০ পিএম পিডিটি সময়ে ওপেন সোর্স পোগ্রামের ম্যানেজার ক্রিস ডিবোনো’র সাথে সরাসরি প্রশ্নত্তোর পর্বের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচিতদের তালিকা আগামী ২৩ এপ্রিল সামার অব কোড ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছে গুগল।

তাই বাংলাদেশের যেসব প্রতিভাবান শিক্ষার্থী গুগলের মত বিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করার জন্য মুখিয়ে আছেন, তাদের জন্য নি:সন্দেহে বড় একটি সুযোগ। তাই নির্বাচকদের বিবেচনায় আসতে পারলে হয়ত এখান থেকে শুরু হতে পারে গুগলের সাথে আপনার পথ চলা।

5
Convocation / 3rd convocation of DIU
« on: February 27, 2012, 04:06:12 PM »
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন
সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য জিল্লুর রহমান, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভারতের পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, ড্যাফোডিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এম লুৎফর রহমান, বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীসহ অন্যান্যরা।

এবারের সমাবর্তনে বিভিন্ন বিভাগের প্রায় ২৬০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হয় এবং জিপিএ ৪ পয়েন্টপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হয়।

রাষ্ট্রপতির ঘোষণা অনুসারে স্ব স্ব অনুষদ প্রধানরা ডিগ্রি প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রপতি উভয়ের মধ্যে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ভারেতর পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী শ্রী ব্রাত্য বসু সমাবর্তনে বক্তব্য রাখেন। এসময় তিনি সকল সদ্য ডিগ্রীধারী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শীর্ষ স্থান অর্জনের জন্য শুভেচ্ছা জানান।

পাশাপাশি অভিবাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান যা তাদের এই অবস্থানে পৌঁছাতে সক্ষম করেছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, তাদের এই ত্যাগ কখনও বৃথা যাবেনা। এছাড়া তিনি উভয় দেশের মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বক্তব্যে সবুর খান বলেন, যাত্রার দশ বছরে আমাদের অনেক সফলতা এসেছে ৫ হাজার উপযুক্ত গ্র্যাজুয়েট বেরিয়েছে। গুণগত ও যথাযত শিক্ষা নিশ্চিত করায় আন্তর্জাতিক অঙ্গনে ড্যাফোডিল একটি স্থান করতেও সক্ষম হয়েছে। এছাড়া প্রযুক্তির অগ্রসর অনুযায়ী সাবির্ক সুবিধা নিশ্চিত করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সঙ্গে একাগ্রতার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শিক্ষামন্ত্রী বক্তব্যে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি ২০১১ সালে চালু হওয়া ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচিকে সাধুবাদ জানান। এছাড়া ২০১০ সালে প্রণীত শিক্ষানীতি অনুযায়ী পরিচালিত প্রতিষ্ঠানটির আগামী দিনের আরও সাফল্য প্রত্যাশা করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি তার ভাষণে আপোষহীন শিক্ষার কথা তুলে ধরেন।

দিতীয় পর্যায়ে ডিগ্রি প্রাপ্তরা ফটোশসশনে অংশ নেন এরপর প্রতিজন শিক্ষার্থীদের মাঝে পেন ড্রাইভ বিতরণ করা হয়। সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষ হয়।

সমাবর্তন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইবনে রহমান।

সূত্র: http://banglanews24.com/detailsnews.php?nssl=91e94d269dd0ac7c3dfbb6abf8d05780&nttl=2012022701332791750

6
Science Discussion Forum / How classrooms are becoming 'smart'
« on: February 20, 2012, 11:16:42 AM »
Instead of a teacher's monologue explaining the food-chain of animals, these days classrooms are abuzz with video clips streaming on YouTube. Students are more comfortable in giving power-point presentations and audio-visual techniques while teachers make most of the 3D images to explain the toughest of lessons. Welcome to the world of digital classrooms in schools which are slowly, but steadily replacing the traditional classrooms having chalks and blackboard.

About a decade ago, one dreamt and talked of 'open-air classrooms' for better learning. The closed room teaching with teachers scribbling on black boards was much criticised. However, that was then. The rooms might be the same but the environment within the rooms has changed completely. The conventional black-board has made way for digital equipment, making the learning process not just more colourful but also more interesting.

Pearl Singh, a Class XII (commerce) student of Maharani Gayatri Devi School, observed that the Continuous and Comprehensive Evaluation (CCE) system is good for students who are consistent in studies. "This system has partly put an end to mugging of lessons and jotting notes. It has more scope for students to sharpen their creativity and showcase skills in different spectrums. I found it far interesting and easy to understand the subjects than the earlier form of textbook learning,'' says Pearl.

To make education more interactive and learning a fun experience, many schools are opting for Information and Communication Technology-enabled smart classes where digital black boards, audio-visual rooms and interactive sessions have replaced traditional blackboards and textbooks. The tech-savvy students not only enjoy their studies through these methodologies but keenly participate in the learning process. Audio-visual rooms, e-boards and knowledge centres are adding a new dimension to the teaching style.

"Smart classes have changed the process of learning. These days it is happening more through screens -- be it television, laptop or films. Students are very quick in learning new technologies and if they are used to impart education, it enhances the understanding of the concepts. Also, students do not want to hear teacher all the time. There has to be a bit extra to keep them hook. Technology helps in that," said Seema Bhatnagar, principal, Delhi Public School.

Use of technology is not restricted just to classrooms. Teachers are using social networking sites and emails to engage with their students and parents. The assignments are now accepted through emails. Groups are made on Facebook to keep the students updated about classes and school activities. Similarly, students are using it to upload interesting videos and articles about topics of their interest on the group page and share it with everyone.

"We allow our students to submit their assignments through emails. It saves paper and students also find it easy. We also encourage them do more research and find various dimensions of the particular topics on internet. In the periods at smart classes, the attention of the students is very high. Digital learning gives the exact reproduction of the concept," said Bela Joshi, principal, Subodh Public School.

Viewing the change, the libraries in schools are also getting IT enabled. With every textbook, a CD version is also available for students. Smart cards have made inroads which keep track of books issued online. "Administration of books is done through software. This help us in making list of popular books and keep a tab on the reading trends among children. The ebooks are all available online," said Jayshree Periwal, director-principal of Step By Step group of schools.

7
সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রযুক্তিনির্ভর একটি শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইতিমধ্যে দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও ব্যাপক খ্যাতি অর্জন করেছে। জন্মলগ্ন থেকেই অবিরত প্রযুক্তিভিত্তিক কার্যক্রমের সংশ্লিষ্টতা আজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের একটিতে পরিণত করতে সক্ষম করেছে।

৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ড্যাফোডিলের দশম বর্ষপূর্তি উদযাপনে প্রতিষ্ঠাতা সবুর খানের বক্তব্য শিক্ষার্থীদের আবারো উজ্জীবিত করে। তিনি বলেন অচিরেই শিক্ষার্থীদের জন্য আসছে উচ্চ ক্ষমতাসমপন্ন কমপিউটার। যার মেমোরি ৫০০ জিবি। আরো আশার কথা জানান, এটি উইন্ডোজ, লিনাক্স এর মতো ড্যাফোডিলের শিক্ষার্থীদের তৈরি নিজস্ব অপারেটিং সিস্টেম সমর্থন করবে।এছাড়া আউটসোর্সিং সুবিধার সুযোগ থাকছে ড্যাফোডিল আউটসোর্সিং’র মাধ্যমে।

উল্লেখ্য, ড্যাফোডিল অপারেটিং সিস্টেম এবং ড্যাফোডিল আউটসোর্সিং উদ্ভাবন দুটি বেশ কিছু প্রতিযোগিতায় শীর্ষস্থানের গৌরব অর্জন করায় এবং নির্বাচিত কয়েকটি বিভাগের সেরা শিক্ষার্থীদেরকে এদিন পুরস্কার হিসেবে অর্থ সম্মানী দেওয়া হয়।

সম্প্রতি নতুন সেমিস্টারে ভর্তিকৃতদের মধ্যে বিনামুল্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রম শুরু করে ড্যাফোডিল।

এছাড়াও অনুষ্ঠান উদযাপনে ১৯ টি বিভাগের শির্ক্ষাথীরা তাদের উদ্ভাবন উপস্থাপন করেন। যার মধ্যে যৌথভাবে সেরা তিনের খেতাব জয়ী বিভাগগুলো-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ইংলিশ, এরপর ফার্মেসি এবং ফুড অ্যান্ড নিউট্রিশন সবশেষ স্থান অধিকারী রিয়্যাল এস্টেট এবং ইইই।

এদিকে সকাল থেকেই ধানমন্ডী ক্যাম্পাসে জড়ো হতে থাকে ড্যাফোডিল পরিবার। প্রায় ২০০ টি বাস ৮ টার পরররই আশুলিয়ার নিজস্ব ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়।প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছাসে বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসপ্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।সকলেরই মাঝে সাজসাজ রব অন্যদিকে প্রথম প্রহর থেকেই মঞ্চে ড্যাফোডিল কালচারাল ক্লাবের চমৎকার সব আয়োজন সবাইকে মাতিয়ে রাখে।ছাত্র শিক্ষকের বিভিন্ন পরিবেশনায় ফুটে উঠে তাদের অতুলনীয় সম্পর্ক যা সত্যিই অনুভূতিকে দোলা দেওয়ার মতো।

এরপর প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড.একে আজাদ চৌধুরী পায়রা ও বেলুন উড়িয়ে দশম বর্ষপূর্তির উদ্বোধন করেন্।উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির এবং ড্যাফোডিল উপাচার্য ড.এম. লুৎফর রহমান, এমিরিটাস ড.আমিনুল ইসলাম।

দিতীয় প্রহরের পরপরই শুরু হয় দেশবরেণ্য ব্যান্ড দল এলআরবির সঙ্গীত আয়োজন আরো ছিলেন ক্লোজআপ তারকা লিজা।
উল্লেখ্য, আগামী ২০১৫ সালের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ড্যাফোডিল প্রতিষ্ঠাতা।


http://www.banglanews24.com/detailsnews.php?nssl=1a562e60bd3834bac82e62e09cc0ae22&nttl=2012020501283786523

8
CWNA(certified wireless network administrator) / About CWNA.
« on: September 29, 2010, 08:55:48 AM »
Certified Wireless Network Administrator (CWNA)

The CWNA® (Certified Wireless Network Administrator) certification is a foundation level wireless LAN certification for the CWNP (Certified Wireless Network Professional) Program. Under CWNP there are other certification courses such as Wireless# , CWNA , CWSP, CWAP, CWNE and CWNT.

Among these courses, Department of Electronics and Telecommunication Engineering of Daffodil International University is offering “The CWNA® (Certified Wireless Network Administrator) certification courses” for the students of DIU as well as of other universities to produce skilled professionals in this field so that they can compete in the job market.

CWNA certification will get the students started in their wireless career by ensuring that they have enough skills to successfully administer enterprise-class wireless LANs.

Benefits of CWNA Certification
•   Opens the door to wireless networking opportunities in the enterprise.
•   Offers a career differentiator, with enhanced credibility and marketability.
•   Makes a technical leader with the ability to successfully implement wireless solutions for the organization or the client.
•   Keeps skills ahead of the curve in the rapidly changing field of networking.

In the theory classes the students are taught Radio Frequency (RF) fundamentals, RF behavior and properties, Spread Spectrum Technologies, Antennas and Accessories, Wireless Network Management, Organizations and Standards, 802.11 Network Architecture, Joining a wireless LAN, Hardware Installation, Configuration, and Management, Access points, Wireless LAN switches, VoWiFi systems, Wireless Routers, Troubleshooting Wireless LANs, Physical and MAC Layers, Wireless LAN Security, Site Surveying etc.

The necessary laboratory equipment like wireless access points, wireless PCI cards, Flash cards, GPS, GPRS modems etc. have been procured to provide the students sufficient practical knowledge about wireless networking and its trouble shooting. In the laboratory, students do experiments on Infrastructure Mode Connectivity, Infrastructure Mode Throughput Analysis, Ad Hoc Connectivity and Throughput Analysis, Cell Sizing and Automatic Rate Selection (ARS) in an Infrastructure Environment, Co-Channel and Adjacent Channel Interference, Rudimentary Security Features etc.

CWNA candidates are required to pass 1 examination. Students may appear this examination online and Daffodil International University has its own facility and takes very nominal costs from the students to appear in the online examination.

Note: Department of Electronics and Telecommunication Engineering run this course and we already completed 5th Batch successfully.

9
Google has awarded Khan Academy $2 million to expand it's works! This is the news of the decade! Because of all the developmental projects going on around the world burning up money without any result, Khan Academy WILL change education forever! This is the promise of technology in education that so many have been touting without any solid delivery. With now close to 2000 videos on YouTube covering a significant portion of secondary education and more, Sal Khan HAS delivered what billions and billions of dollars haven't, free and excellent education for all! With this prize money, he plans to translate these videos to many other languages. And its a great news for us that he is a Bangladeshi man. We feel proud for khan Academy.

10
Use of PC / How to Choose the Right Monitor.
« on: September 18, 2010, 11:59:25 PM »
Buying the right monitor is very simple if you know exactly what you want and what your primary use will be. Walking into a shop and asking the guy at the counter what's good spells disaster, especially when shopping for computer components. More often than not you'll end up with some mediocre product that the shop guy has been trying to get rid off from his inventory. Many people don't pay much attention to the type of monitor they buy, the only thing they concentrate on is the size, which in a way is a good place to start, but you can't just leave it there. You need to dig a bit deeper.

Instead of just explaining what the specifications mean, we will create different categories depending on different usage patterns and highlight the things you should keep an eye out for and things you should ignore. In fact, there are a couple of specifications that can be overlooked for any category like Dynamic Contrast ratio. This is one specification that manufactures love to increase exponentially with every new model they release, but in reality it doesn't mean anything.

As a matter of fact, DC would more often than not ruin the image rather than improve it. Imagine you're watching a movie and there's a night scene playing, with DC the entire screen will darken so much that you can barely see anything. Also, the transition from dark to bright is mostly never smooth or natural which looks odd and would give you a headache. The second one is response time. There was a time when monitors used to have high response time and checking this was crucial, especially for gaming and movies. Nowadays, almost any monitor you buy whether 4K or 40K will have a response time of under 8ms, which is ideally considered the sweet spot for ghost-free videos.

General Usage

For an average user who buys a PC for internet surfing, a little office work and basic multimedia like watching a movie, etc., any monitor that fits your budget and space in your home would do. A 19" widescreen monitor would be nice for games and movies. If you do a lot of video chatting then it would be a good idea to get a monitor with a built in webcam, as it's neater than having cables running all over the place. Unfortunately, there aren't any monitors with this feature under 23" screen size. One really good monitor is the Dell SP2309W that has a 2.0MP camera as well as a USB hub making it easier to connect devices like pen drives.

If you find yourself short on space then look for monitors with in-built speakers. They will not have the same quality compared to even the cheapest dedicated speakers, but for very casual music listening, watching YouTube videos and GTalk alerts, it will suffice.   

Gaming Freak

When it comes to gaming, the larger the monitor the better the experience. First person shooters, arcade racing games and strategy (RTS) games offer better immersion when played on a large screen. When buying a monitor for gaming, first check your system to see what kind of resolution it can handle. If you have a decent gaming rig or you know you will be upgrading in the future then go for a Full HD panel. If not, you should be ideally looking at a 20-incher as it strikes a good balance between size and resolution. It's big enough to enjoy a good FPS and has a resolution (usually 1600x900) higher than a 19-incher, so the pixels are more closely packed giving you a sharper and better image. Dell has a good 20-incher called the S2009W for around Rs.6,500.
Many people want to buy consoles but don't have a good LCD TV, since they may have a decent CRT at home. In that case look for a HDMI port in the monitor as you can plug in your consoles to it. These monitors also usually have an audio-out jack, so you can connect it to speakers. Good 22-inchers include the BenQ G2220HD and Samsung B2230 that are worth looking at.

Movie Buff
If you watch a lot of movies then it should be obvious that a full HD monitor is the way to go. Companies like Dell offer glossy screens on some of their monitors, which actually make the image pop a little and also in some ways makes the picture more vibrant. Beware of reflections though, if you have a window or a light source behind you then it can be very annoying.

Another good feature would be better viewing angles. If you often have friends over or even family members watching, the person sitting on the extreme left or right would normally see distorted colors if the monitor has a small viewing angle. Sadly the cheaper ones all come with TN panel, so the viewing angles will never be as good as IPS panels. Dell's recently launched U2311H, a full HD IPS panel monitor that sells for a very attractive price of Rs. 13,500. 

Professional Usage
This may include graphic designers, video editors, etc., who require a lot of screen real estate but at the same time a good quality panel that's able to reproduce accurate color. For this, you need nothing less than an IPS panel. The only way to know this is to check the manufacturers' website, as it's not always mentioned on the box. Here's the thing, if the site description does not mention anything about the panel then take it for granted that it's a TN, which is a cheaper panel and does not offer accurate colors for this segment. The cheapest IPS panel can be found in the Dell U2311H.
If you are into designing then you'll need a lot of flexibility with the monitor. The high end IPS panels come with height adjustment and portrait mode so you can adjust the monitor exactly the way you want to. 

Power Conscious

For those who are afraid to buy a large monitor because of the amount of power it consumes should be looking at LED backlit monitors. These sell for a slight premium but consume half the power of similarly sized CCFL backlit monitor and the brightness and contrast is a lot better. BenQ and Viewsonic were some of the early adopters of this and offered good performance, but the design and overall aesthetics weren't great.

Samsung has recently launched the PX2370 LED monitor and we can't wait to test it. It offers superior aesthetics and its performance ought to be good since it is, well, a Samsung after all.

We cannot stress it enough that make sure you do your homework before you go out shopping. This way you'll be completely satisfied with your purchase as you know you've made the right choice.

11
Departments / Registration Time-Schedule, Fall 2010 semester.
« on: September 18, 2010, 08:46:22 AM »
Registration Time-Schedule
Department of Electronics and Telecommunication Engineering


NOTICE for the Registration of Fall 2010 Semester
It is hereby notified that registration of the students of Electronics and Telecommunication Engineering for the Fall 2010 Semester will be held from September 18 to September 20, 2010 from 10:00 am to 01:30 pm and 2:30 pm to 4:00 pm according to the following schedule. The Faculty Members will help the students in the Registration Process. Without course registration, students will not be allowed to enter into the class and their name and ID will not be recorded in the attendance register.

Day         Date                                       Time                                                                  Level         Term              Room
SAT   18.09.2010   10:00 am to 01:30 pmand 2:30 pm to 4:00 pm                                Level 1          All               202
SUN   19.09.2010   10:00 am to 01:30 pmand 2:30 pm to 4:00 pm                                Level 2          All               202
MON   20.09.2010   10:00 am to 01:30 pmand 2:30 pm to 4:00 pm                                Level 3 & 4      All                202

Notes:
1.   All the students are asked to collect the Clearance Form from the Account Office by paying 1st installment money (Semester Fee + Tuition Fee for one course + Laboratory Fee + Extra Curricular Activities Fee).
2.   Registration will not be allowed beyond schedule.
3.   Students are also asked to clear all the previous dues before the date of the registration.
4.   Students are asked to register and complete their backlog courses and it is mandatory.
5.   Final year students or those who have completed at least 120 credits may take 4 credits of thesis/project/internship work. This work will require at least two semesters.
6.   Class will be start from September 25, 2010.

No Add/Drop will be Allowed

12
Bangladeshi economy is highly dependent on agriculture. And in this agriculture based country most of time the most hunted information is regarding agriculture. Now a day when information technology is becoming the most powerful tool of communication and our website are being launched in agricultural information service.

On this flow we built a one of the largest agriculture based website name www.agrobangla.com, with the slogan “Information Storage of Agriculture” this site is also offering free information service about poultry and dairy farming also.

Agrobangla.com is an agriculture info based website which contains e-content of agriculture and covers most of the sector in agriculture. This web site is completely designed in Bangla language; so that agriculture related people can easily collect their work related information from it.

you can also visit this site for any type of queries about agriculture, www.agrobangla.com

So, if you know any site which also developed by our DIU students please share with us.

13
Faculty of Science and Information Technology going to organize Science Festival  this year 2010 and officially exact time schedule of the festival will be announced later. I will inform the latest news regarding festival time to time via this forum. So, we want to keep touch with us and enjoy the coming gorgeous festival.

14
Departments / How to you get a one day permission from ETE Department
« on: August 31, 2010, 10:14:14 AM »
This is the important matter for existing and new students of ETE department. Most of the students don't know what is the procedure of how get one day permission for Mid-Term and Final examination. The procedure is:

write a application to the department Head seeking one day permission
Submit the application to the department office

And then you will get one day permission for the examination.

Here is a important note that you only get single day permission from your department office but if you need more permission then you need to write a application to the Registrar through department Head.

If you have more quires regarding this matter, you can contact your department office any time.

Pages: [1]