Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - BRE SALAM SONY

Pages: 1 ... 18 19 [20] 21 22 ... 55
286


ইন্টারনেট থেকে বিনামূল্যে কল এবং এসএমএস করার অনেক ওয়েব সাইট আছে। এমনই এক ওয়েব সাইট হচ্ছে www.dcalling.com। এখান থেকে বিনামূল্যে এসএমএস এবং কল করা যায়। এজন্য register for free থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। তাহলে আপনার মেইলে একটি একটিভিশন লিংক আসবে। এবার উক্ত লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন এবং লগইন করুন। ভাষাগত সমস্যা হলে উপরের ড্রপডাউন থেকে ইংরেজী ভাষা নির্বাচন করে নিন।
এবার মোবাইল নম্বর ভেরিফিকেশন করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন। এবার আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে Verification এ ক্লিক করুন। এবার CALLER ID অংশে আপনার মোবাইল নম্বর (দেশের কোড ছাড়া) লিখে ADD NEW CALLERID এ ক্লিক করুন। এরপরে VERIFY NOW বাটনে ক্লিক করে CALL ME NOW বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কল আসবে। এরপরে আপনি প্রদর্শিত ভেরিফিকেশন কোড টাইপ করে ভেরিফিকেশন সমম্পন্ন করুন।
এবার এসএমএস করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন এবং SMS option: এ Free SMS নির্বাচন করে এসএমএস করুন। এভাবে আপনি প্রতিদিন ৫ টি এসএমএস করতে পারবেন।
কল করার জন্য TELEPHONE মেনু থেকে WEB-CALLBACK এ ক্লিক করে ৮ মিনিট কল করুন বিশ্বের যেকোন প্রান্তে।
এভাবে আপনি একাধিক একাউন্ট খুলে কল করতে পারবেন।




287


ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করা যায় এটা আমরা জানি। এমনভাবে ইন্টারনেট বিনামূল্যে কল করা যায় বিশ্বের যেকোন মোবাইলে বা ফোনে। এজন্য www.tokiva.com সাইটে রেজিষ্ট্রেশন করুন তাহলে আপনার মেইলে একাউন্ট একটিভেশন মেইল আসবে। এখন ইমেইল খুলে একাউন্ট একটিভ করুন এবং টকিভা সাইটে লগইন করুন। এরপরে আপনার নাম এবং পরবর্তীতে দেশ ও মোবাইল নম্বর লিখুন। তাহলে From অংশে সয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল নম্বর চলে আসবে। এবার আপনি যে নম্বরে কল করতে চান To তে সেই নম্বর (দেশের কোড সহ) লিখে ডায়াল বাটনে ক্লিক করুন, তাহলে আপনার মোবাইল নম্বরে কল আসবে এবং যে নম্বরে কল করতে চান সেই নম্বরে কল যাবে। কলটির সংযোগ স্থাপন হলে উক্ত মোবাইলে ৩ মিনিট কথা বলতে পারবেন। এটি মূলত ট্রাইল কল যা একটি একাউন্ট (একটি নম্বর) থেকে একবারই করা যাবে।

Sorry, This service is now unavailable for Bangladesh…


288



ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছুদিন পরে এগুলো থেকে আর ঠিকমত এসএমএস করা যায় না। এসব সাইটগুলোর মধ্যে টক এসএমএস অন্যতম। এখান থেকে দিনে একটি ফ্রি এসএমএস করা যায়। বাংলাদেশের গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সমর্থন করে।
প্রথমে www.talksms.com গিয়ে মোবাইল নম্বর (দেশের কোড +৮৮ সহ) দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে, তাহলে মোবাইলে একটি এ্যকটিভিশন কোড আসবে যা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগইন করে Send SMS ট্যাবে গিয়ে ১৬০ অক্ষরের এসএমএস পাঠাতে পারেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে আপনার রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বর দেখাবে। আর এসএমএস এর নিচে ওয়েবসাইটের ঠিকানাও থাকবে।
এই সাইটে SMS Log এ প্রেরিত এসএমএস সংরক্ষিত থাকে তাছাড়া Contacts এ মোবাইল নম্বর সংরক্ষন করে রাখা যায়।


289



বিশ্বের বেশিরভাগ লিনাক্স সার্ভারেই ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় সিপ্যানেল নামক সফটওয়্যারটি। এটি অত্যন্ত শক্তিশালী একটা সফটওয়্যার। যাদের সার্ভার সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা সহজেই এটি চালাতে পারবে। কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য প্যাক্ট পাবলিকেশন বের করেছে Aric Pedersen এর লেখা cPanel User Guide and Tutorial নামক বইটি।

অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ছবিসহ সিপ্যানেলের প্রতিটি ফিচার বিশদ আলোচনা করা হয়েছে বইটিতে। প্রথমেই কিভাবে ভাল হোস্টিং কোম্পানী নির্বাচন করতে হবে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে যা নতুনদের জন্য বিশেষভাবে কাজে লাগবে।

বইটিতে এফটিপি, ফাইল, সাব-ডোমেইন, ইমেইল, এডঅন/পার্কিং ডোমেইন, সাইটের পরিসংখ্যান ব্যবস্থাপনা প্রভৃতি বিশদভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও ফ্যান্টাসটিকো দিয়ে কিভাবে স্বয়ংক্রীয়ভাবে স্ক্রিপ্ট ইনস্টল করতে হয়, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এছাড়াও একটি অধ্যায়ে ওয়েবসাইটের নিরাপত্তার উপর আলোচনা করা হয়েছে। সিস্টেম এডমিনরা কিভাবে থার্ড-পার্টি এডঅন ইনস্টল করবেন সে বিষয়ে একটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

তাই বলা যায়, বইটি ওয়েবসার্ভার ব্যবস্থাপনায় নতুনদের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে।

বইটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখান থেকে



290
Open Source Forum / LEARN WORD PRESS
« on: August 31, 2010, 05:25:36 PM »
বর্তমান বিশ্বে ব্লগিং এর জোয়ার বইছে। আমাদের দেশেও এ হাওয়া ভালভাবেই লেগেছে। ইন্টারনেটে বেশ কিছু দিনের হাঁটাচলা এমন অনেকেরই ব্লগ আছে। আর বাকিদের প্রায় সবারই আছে ব্লগ করার ইচ্ছা। কিন্তু অনেকেই ভাবেন ব্লগ তৈরি করার হয়তো কঠিন কাজ। এর জন্য প্রোগ্রামিং জানতে হবে! কিন্তু আসলে বিষয়টি এতটা কঠিন নয়। ইন্টারনেটের প্রচুর ম্যাটারিয়াল আছে যেগুলো পড়ে সহজেই ব্লগ তৈরি করা যেতে পারে। আবার আছে ফ্রি ব্লগ হোস্টিং। যেমন: wordpress.com, blogspot.com ইত্যাদি। এসব সাইটতে তো ব্লগিং করা জলভাত।

ইন্টারনেটে পড়ার অনেক উপকরণ থাকলেও সবচেয়ে বড় কয়েকটি অসুবিধা হল:
১. অনেকের জন্যই স্ক্রীনে পড়াটা সুখকর নয়!
২. অনেক সময়ই প্রয়োজনের তুলনায় অনেক বেশি তথ্য থাকে যার মধ্যে আবার অনেক তথ্য অপ্রয়োজনীয়!
৩. বেশির ভাগ সময়ই এগুলো কোন ধারাবাহিকতা অনুসরণ করে না।

এই অসুবিধাগুলো চিন্তা করেই বই পড়া ভাল।

ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস বিশ্বে একটি পরিচিত নাম। আর হাসিন হায়দার নামটাও বিশ্বের অনেকের কাছে পরিচিত ও জনপ্রিয়। ওয়ার্ডপ্রেসে ব্লগিং নিয়ে হাসিন হায়দার লিখেছেন WordPress Complete নামক বইটি যার প্রকাশক হল Packt Publishing. এই বইটি অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় ওয়ার্ডপ্রেসে ব্লগিং এর বিস্তারিত আলোচনা করেছেন।

এই বইয়ের প্রথম দিকের ব্লগিং এর ইতিহাস ও বিভিন্ন ব্লগ সফট্য়্যার/সাইটের আলোচনা আমার কাছে চম?কার লেগেছে। এছাড়াও লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা,ওয়ার্ডপ্রেসকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা, পূর্ণ সিএমএস তৈরি, সিন্ডিকেশনসহ অন্যান্য এডভান্স বিষয়ও আলোচিত হয়েছে।

এই বইয়ের আরেকটা উল্লেখযোগ্য দিক হল, বইটিতে প্রচুর স্ক্রিণশট দেয়া আছে। ফলে কেউ পড়ে বুঝতে না পারলেও ছবি দেখে তা অনায়াসে করতে পারবে। তবে এর সরল বর্ণনাভঙ্গিতে কারও বুঝতে অসুবিধা হবে না।

বইটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে: http://www.packtpub.com/wordpress/book

291


প্রতিদিনই আমরা রুটিন মাফিক চলি। বিশেষ বিশেষ মুহুর্তগুলো আমাদের সতর্কতারসাথে মনে রাখতে হয়। বিশেষ কোন মুহুর্ত যদি সময় মত ভুলে যায় এবং সময়ান্তে মনে পরে তাহলে নিজের চুল ছিড়া ছাড়া কোন কিছু করার থাকে না। এমন যদি হতো কেউ আপনাকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ মুহুর্তের আগে জানিয়ে দিতো তাহলে কেমন হতো! গুগল ক্যালেন্ডার আপনার এসব ইভেন্টগুলোর নির্দিষ্ট সময় আগেই আপনার মোবাইলে এসএমএস করে, ইমেইলে করে বা পপআপ হিসাবে মনে করিয়ে দেবে, তাও আবার বিনা পয়সায়।
গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে যে গুগলে একাউন্ট থাকতে হবে এটা বলা বাহুল্য। যারা গুগল এ্যাপস ব্যবহার করেন তারাও গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পাবেন। গুগল ক্যালেন্ডারে প্রবেশের জন্য জিমেইলে (এ্যাপস ব্যবহারকারীরা তাদের মেইলে) লগইন করে উপরের calendar লিংকে ক্লিক করে অথবা সরাসরি www.google.com/calendar (এ্যাপস ব্যবহারকারীরা https://www.google.com/calendar/hosted/ এরপরে ডোমেইন নাম লিখে) সাইটে গিয়ে লগইন করতে হবে। আর মোবাইলের ক্ষেত্রে প্রবেশের জন্য www.google.com/calendar/m বা m.google.com/calendar মাধ্যমে করা যাবে।
ক্যালেন্ডার যোগ করা: সাধারণত একটি ডিফল্ট ক্যালেন্ডার থাকে কিন্তু চাইলে আরো ক্যালেন্ডার যোগ করা যাবে। এক একটি ক্যালেন্ডার প্রাইভেট বা পাবলিক হিসাবেও ব্যবহার করা যাবে। নতুন ক্যালেন্ডার যোগ করার জন্য Settings থেকে Calendars ট্যাবে গিয়ে Create new calendar এ ক্লিক করুন এবং ক্যালেন্ডারের নাম দিয়ে সেভ করুন।
মোবাইল সেটআপ করা: মোবাইলের এসএমএস সুবিধা সক্রিয় করার জন্য Settings এ ক্লিক করে Mobile Setup ট্যাবে ক্লিক করুন। Phone number: অংশে +৮৮সহ আপনার মোবাইল নম্বর দিন এবং Send Verification Code এ ক্লিক করুন তাহলে আপনার মোবাইলে গুগল থেকে ভেরিফিকেশন কোড সম্বলিত ম্যাসেজ আসবে। বর্তমানে বাংলাদেশের গ্রামীণফোন, একটেল এবং ওয়ারিদ গ্রাহকরা এই সুবিধা পাবেন। এবার Verification code: টেক্সট বক্সে মোবাইলে আসা কোডটি







লিখে Finish setup বাটনে ক্লিক করে ভেরিফিকেশন সমাপ্ত করুন তাহলে সয়ংক্রিয়ভাবে Notifications ট্যাবে আসবে। এখানে By default, remind me via এর ড্রপডাউন থেকে SMS নির্বাচন করুন এবং ইভেন্টের কত সময় আগে এসএমএস পেতে চান তা লিখুন। চাইলে আরো রিমাইন্ডার (এসএমএস, মেইল, পপআপ) যোগ করতে পারেন। এরপরে Choose how you would like to be notified: এর SMS অংশে সবগুলো চেক বক্স চেক করে সেভ করুন। আপনি চাইলে পরবর্তিতে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।
বর্তমান বাংলাদেশের সময় নির্ধারণ করা: বর্তমানে ১ ঘন্টা ঘড়ির কাটা এগিয়ে নেবার ফলে আপনাকেও গুগল ক্যালেন্ডারে ১ ঘন্টা এগিয়ে নিতে হবে। এজন্য Settings এ ক্লিক করে General ট্যাব থেকে Your current time zone: অংশের Display all time zones চেক করুন। এবার উপরের ড্রপ ডাউন থেকে GMT+07.00 নির্বাচন করুন (ফলে Country: এর স্থলে অন্য দেশ দেখাবে)। চাইলে অনান্য সেটিংও পরিবর্তন করতে পারবেন। অবশেষে সেভ করুন। মোবাইল ভেরিফিকেশন করার আগে টাইম জোন পরিবর্তন করলে মোবাইল ভেরিফিকেশন করা যাবে না।
ইভেন্ট যোগ করা: কোন ইভেন্ট যোগ করতে হলে গুগল ক্যালেন্ডারে গিয়ে Create Event এ ক্লিক করুন। এবার ইভেন্টর নাম, সময়, তারিখ নির্ধারণ করে সেভ করুন। Where এ কোন স্থানের নাম দিলে তা গুগল মাপে প্রদর্শিত হবে। চাইলে নিচের Options থেকে এই ইভেন্টের জন্য আলাদা রিমাইন্ডার এবং প্রাইভেসি নির্বাচন করতে পারবেন। আর কাউকে শেয়ার দিতে চাইলে ডানের Guests থেকে তাকে আমন্ত্রণ জানাতেও পারবেন। এছাড়াও Quick Add এ ক্লিক করে ইভেন্টের নাম স্পেস সময় এবং স্পেস দিয়ে তারিখ লিখে (যেমন, Dinner with Mehdi 7pm 2009-07-06) প্লাস (+) বাটনে ক্লিক করুন মেবাইল ব্রাউজারের ক্ষেত্রে এভাবে ইভেন্ট যোগ করতে হবে। আপনি যদি জন্মদিন, বিয়ে বার্ষিকী বা অন্য কোন বার্ষিকী যোগ করতে চান তাহলে Repeats এ Yearly নির্বাচন করুন। তাহলে প্রতিবছর নতুন করে এই ইভেন্ট তৈরী করতে হবে না সয়ংক্রিয়ভাবে প্রতিবছরই ইভেন্টি চালু থাকবে। এভাবে দরকারমতে Days, Weekly, Monthly নির্বাচন করতে পারবেন।
ইভেন্ট পরিবর্তন বা মুছে ফেলা: কোন ইভেন্ট মুছতে বা সম্পাদনা করতে হলে মূল ক্যালেন্ডার থেকে Day, Week, Month, 7Days বা Agenda এ ইভেন্টের উপরে ক্লিক করে সম্পাদনার জন্য edit event details» বা মুছে ফেলার জন্য Delete এ ক্লিক করলেই হবে। আর দুইবার ক্লিক করলে সম্পাদনার জন্য খুলবে এখান থেকেও সম্পাদনা বা মুছে ফলা যাবে।
ক্যালেন্ডার শেয়ার দেওয়া: ক্যালেন্ডার অন্যকে শেয়ার দিতে চাইলে Settings এ ক্লিক করে Calendars ট্যাবে থেকে Notifications এ ক্লিক করুন। এবার Share this calendar ট্যাব থেকে Make this calendar public চেক করে সবার জন্য উম্মুক্ত করে দিতে পারেন। আর নির্দিষ্ট কাউকে শেয়ার দিতে চাইলে Share with specific people এ ইমেইল ঠিকানা লিখে এ্যাড করুন (তাহলে উক্ত ব্যাক্তির মেইলে লিংকসহ মেইল যাবে)। আর পাবলিক (সবার জন্য উম্মুক্ত) ক্যালেন্ডার কোন ওয়েব পেজে দেখাতে চাইলে Calendar Details ট্যাবে ক্লিক করে Embed This Calendar অংশের কোড ওয়েব সাইটে রাখলেই হবে। চাইলে কোড সম্পাদনা করে ক্যালেন্ডারের সাইট ছোট-বড় করতে পারবেন। এছাড়াও Calendar Address বা Private Address এর লিংকও ব্যবহার করতে পারবেন। আর ক্যালেন্ডার এক্সপোর্ট করতে চাইলে Calendars ট্যাবে থেকে Export calendars এ ক্লিক করে কম্পিউটারে সেভ করতে পারেন।
অন্যের ক্যালেন্ডার ব্যবহার করা: আপনার ক্যালেন্ডারে আপনি অন্যের শেয়ার করা ক্যালেন্ডার বা পাবলিক ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন। এজন্য Settings থেকে Calendars ট্যাবে গিয়ে Browse public calendars এ ক্লিক করুন। এবার Friends’ Calendars ট্যাবে গিয়ে যার ক্যালেন্ডার ব্যবহার করতে চান সেই ইমেইল ঠিকানা লিখে এ্যাড করুন। অথবা আপনার মেইলে আসা ক্যালেন্ডার শেয়ারিং মেইলে ক্লিক করেও এ্যাড করতে পারেন। আর পাবলিক ক্যালেন্ডার যোগ করতে চাইলে Add by URL টাবে গিয়ে ক্যালেন্ডারের ইউআরএল লিখে এ্যাড করতে পারবেন। অন্যের এক্সপোর্ট করা ক্যলেন্ডার যোগ করতে চাইলে Import calendar ট্যাবে ক্লিক করে ইমপোর্ট করলেই হবে। এছাড়াও Browse Calendars ট্যাব থেকে কিছু দেশের ছুটির তালিকাসহ বেশ কিছু বিশেষ ক্যালেন্ডার যোগ করতে পারেন।
পাবলিক ক্যালেন্ডার যুক্ত করা: ক্যালেন্ডারের ওয়েবসাইটে গিয়ে ক্যালন্ডারের নিচের +Google Calendar বাটনে ক্লিক করে ক্যালেন্ডারটি জিমেইলের ক্যালেন্ডারে যুক্ত করে নোটিফিকেশন সেট করুন। বিনামূল্যে এসএমএস বা মেইল বা পপআপ সেট করার করুন।
নোটিফিকেশন সেট করা: এজণ্য Settings এ ক্লিক করে Calendars ট্যাবে ক্লিক করুন। এখন যে ক্যালেন্ডারের নোটিফিকেশন সেট করতে চান সেই ক্যালেন্ডারের ডানে Notifications লিংকে ক্লিক করে By default, remind me via এর ড্রপডাউন থেকে SMS নির্বাচন করুন এবং ইভেন্টের কত সময় আগে এসএমএস পেতে চান তা লিখুন। এভাবে আরো রিমাইন্ডার (এসএমএস, মেইল, পপআপ) যোগ করতে পারেন। এরপরে চাইলে Choose how you would like to be notified: এর SMS অংশে সবগুলো বা দরকারমত চেক বক্স চেক করে সেভ করুন।
Notifications


জিমেইলে গুগল ক্যালান্ডার প্রর্দশন করা: জিমেইলে লগইন করে সেটিংস থেকে Labs ট্যাবে ক্লিক করুন। এবার Google Calendar gadget এর Enable নির্বাচন করে সেভ করুন তাহলে বাম পাশের বাম পাশের প্যানেলে গুগল ক্যালেন্ডার দেখা যাবে।
গুগল ডেক্সটপে ক্যালেন্ডার: যারা গুগল ডেক্সটপ (http://desktop.google.com) ব্যবহার করেন তারা http://desktop.google.com/plugins থেকে গুগল ক্যালেন্ডারের গ্যাজেট ডাউনলোড করে ইনস্টল করুন। তাহলে গুগল ডেক্সটপে ক্যালেন্ডার প্রদর্শন করবে। এখানে লগইন করে ক্যালেন্ডার দেখা এবং ইভেন্ট তৈরী করা যাবে।
আইগুগলে গুগল ক্যালেন্ডার: আইগুগলে (www.google.com/ig) গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে লগইন করে Add stuff » এ ক্লিক করুন। এবার গুগল ক্যালেন্ডারটি এ্যাড করুন এবং আইগুগলে এসে ইচ্ছামত যায়গায় সেট করুন।
এডঅন্স: মজিলা থান্ডারবার্ডে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে চাইলে https://addons.mozilla.org/en-US/thunderbird/addon/4631 থেকে এডঅন্সটি ইনস্টল করলেই হবে।
অপলাইনে ব্যবহার করা: জিমেইলের মত গুগল ক্যালেন্ডারও অফলাইনে ব্যবহার করতে পারবেন। এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার
গুগল ক্যালেন্ডারের উপরের ডানে Offline এ ক্লিক করে বাটনে ক্লিক করুন তাহলে Enable offline access ডায়ালগ বক্স আসবে এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন) এবং কোথায় কোথায় শটকাট নিবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি আপডেট ব্রাউজার না হলে সমর্থন করবে না।
গুগল ক্যালেন্ডারে ব্যবহার করে দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং গতিময় করে তোলা যাবে।



292
Online Money Earning / with out adcence earn money internet
« on: August 31, 2010, 05:14:05 PM »
আমরা সবাই  গুগলি এডসেন্স নিয়ে এতটাই চিন্তিত হয়ে পরেছি যে, কোন কারন বসত গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে এমন অবস্থা মনে হয় যেন আকাশ মাথায় ভেঙ্গে পড়েছে। অবশ্য এটাই স্বাভাবিক কারন ক্যাশ ডলার ইনকাম বন্ধ!!!

আমরা সবাই  গুগলি এডসেন্স নিয়ে এতটাই চিন্তিত হয়ে পরেছি যে, কোন কারন বসত গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে এমন অবস্থা মনে হয় যেন আকাশ  ভেঙ্গে পড়েছে। অবশ্য এটাই স্বাভাবিক কারন ক্যাশ ডলার ইনকাম বন্ধ!!! সাধারনতঃ গুগলি এডসেন্স ডিসেবল করে দিলে দ্বিতীয়বার সচল হয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। তাই গুগলি এডসেন্স এর বিকল্প হিসাবে খুব সুনামের সহিত অনেক গুলো প্রতিষ্টান কাজ করছে তার মধ্য খেকে যে গুলো সুনামের সহিত পাবলিশার এর টাকা পে করছে এবং ভালো সুবিধা দিচ্ছে তাদের পর্যায়ক্রমে বর্ননা দিব যা সবার উপকারে আসতে পারে। এখানে উল্লেখযোগ্য গুগলি এডসেন্স এর ১৮৪টি বিকল্প (একাংশ) :

বিকল্প (একাংশ) :

AdBrite
   

Clicksor
   
Bidvertiser

 
   

Chitika

AdToll
   

Exit Junction
   

Yahoo Publisher Network
   

Target Point

Fast click
   

ClickThruTraffic
   

Absolute Agency
   

AcceleratorMedia

ad pepper media
   

adagency1 *
   

Adconian

AdDynamix
   

ADEngage
   

Adgenta QAds
   

adgridwork

Adicate
   

Adify
   

AdJungle
   

Adknowledge *

AdlandPro
   

Adlink Media
   

AdMentum
   

AdMob

AdOrigin
   

Adperk
   

Ads-Click
   

ADSDAQ Ad Exchange

adsmarket
   

AdSmart
   

adtechnica
   

Adtegrity.com

Advertising.com
   

Advertlets
   

AdVolcano *

AffiliateFuel
   

AffiliateFuture *
   

Agendize
   

AmaSensAds

Amazon
   

Ampira Media
   

Anastasia International
   

Auction Ads *

AVN Ads *
   

Axill
   

AzoogleAds
   

Bannerconnect

BannerSpace
   

BardzoMedia
   

BClick

Bla.st
   

Black Label Ads *
   

BlinkAccess
   

BlogAds

BlogKits
   

BlueFN *
   

BlueLithium
   

BurstMedia *

BusinessLinked
   

buyat
   

Casale Media
   

CBprosense

Claxon *
   

Click2Sell
   

ClickBank

Clickbooth
   

Clickhype
   

YesAdvertising
   

clickXchange

clixGalore
   

CNet Shopper
   

Commission Junction
   

Commission Monster

Copernic Media
   

CoverClicks *
   

CPX Interactive
   

CrispAds *

CyberBounty
   

DarkBlue
   

Dragon Media Online
   

easyAd

AdBrite
   

Clicksor
   

Bidvertiser
   

Chitika

AdToll
   

Exit Junction
   

Yahoo Publisher Network
   

Target Point

Fast click
   

ClickThruTraffic
   

Absolute Agency
   

AcceleratorMedia

ad pepper media
   

adagency1 *
   

Adconian

AdDynamix
   

ADEngage
   

Adgenta QAds
   

adgridwork

বর্তমানে গুগলের adsense এর সর্বোত্তম বিকল্প।  তাদের payouts ও খুব আকর্ষণীয় । তারা Adsenseএর চেয়ে শর্তাবলী এবং অবস্থা আরও বেশি relax করেছে  এবং আরও অধিক  বেশি ব্লগাররা সহ ক্ষুদ্রতর প্রকাশকদের সাদরে গ্রহণ করছে।

আভ্যন্তরীন প্রক্রিয়া: যদি আপনি আপনার নিজের ad হার নিযুক্ত করতে একটি প্রকাশক(পাবলিশার) AdBritere হন, এবং অনুমোদন করুন অথবা প্রতি ad বাতিল করুন তাহলে আপনার স্থানের জন্য  ad ক্রয় করে অথবা AdBrite স্বয়ংক্রিয় ad  সর্বদা গ্রহণ করেছে। AdBrite এর marketplaceএর মধ্য দিয়ে sell করে এবং আপনার পরিদর্শকে ads তাৎক্ষনিকভাবে বিক্রি করে আপনাকে এখানে সক্রিয় করে সংযোগ করে এবং বিক্রয় দল গঠন করে দেয়।এড রাজস্ব আপনার পছন্দানুযায়ী ৭৫/২৫ typically বিভক্ত করে। এইচটিএমএলের একটি ক্ষুদ্র snippetএর মধ্য দিয়ে আপনার স্থানে রেখে, তারা বিক্রয় serving, scheduling, billing, গ্রাহক পরিচালনা করে। AdBrite এর বিক্রয়ের অর্ধেকের সম্বন্ধে marketplace থেকে তৈরি করা হয় এবং বিক্রয় দল গঠন করে, অন্যান্য অর্ধেকার সময় আপনার ওয়েবসাইটে ব্যবহারকারী আপনার Ad এখানে থেকে তৈরি করা হচ্ছে এবং ক্লিক করা হচ্ছে।একজন advertiser হিসেবে আপনার নিজের ad হার নিযুক্ত করতে AdBrite ব্যবহার করতে পারেন এবং একটি একক সংগঠিত প্রচারকার্য ক্রয় করার সঙ্গে ৮০, ০০০ স্থান বা আরও বেশি  পরিদর্শকের ওপর তাৎক্ষনিকভাবে পৌঁছায়।

AdBrite এর সময় ঐতিহ্যবাহী ad নেটওয়ার্ক যেমন গুগল AdSenseএর চেয়ে আরও বেশি রাজস্ব এবং ভাল adsএর সঙ্গে প্রকাশক জোগান দিতে পারে, তারা আপনার অতিথি/পরিদর্শকে ads সরাসরিভাবে বিক্রি করার মধ্যে অতিরিক্ত ad রাজস্ব তৈরি করতে আপনার জন্য একটি রাস্তা  করে দেয়। Ad Brite আপনাকে আপনার নিজের ন্যুনতম bid মূল্য ও দেওয়ায় নির্বাচন করে এবং একটি বিকল্প ad সার্ভিস দেয়।

যদি আপনি বন্ধ AdBrite run-of-network ads বদৌলেতে আপনার ওয়েবসাইট অপশনে AdBrite ব্যবহার করেন  এবং AdBrite ads কেবল প্রদর্শন করবে যে আপনার স্থানে competitors ads প্রতিরোধ করতে আপনার এড অনুমোদন করা হচ্ছে দেখা হচ্ছে। যদি আপনার কোনও ads চলন্ত নেই, তবু আপনার Ad অথবা আপনার বিকল্প ad সরবরাহকারী এখানে প্রদর্শন করবেন।

AdBrite  Blogs and Bloggers এর সাইট সাদরে গ্রহণ করছে ।

আমার অভিজ্ঞতা  বলতে পারি  আপনি AdBriteএর সঙ্গে signup করুন এবং seeing প্রাসঙ্গিক ads প্রদর্শন করতে আপনার ওয়েবসাইটে তাদের কোড রাখুন এবং যথাযথ ভাবে আয় করুন।

AdBrite এখানে সাইনআপ করুন এড পাবলিশার এর জন্য।

উপরোক্ত গুগলি এডসেন্স এর বিকল্প প্রতিষ্টান গুলোর একাংশ দেয়া হয়েছে বাকী অংশ এক এক করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ধারাবাহিক বর্ননা অব্যাহত থাকবে। চলবে..............................

293

QYAO হচ্ছে একটি social network site. তবে অন্যসব social network site থেকে তা একটু আলাদা। এখানে আপনি লিখতে পারবেন, মেম্বারদের ম্যাসেজ পাঠাতে পারবেন, আপনার নিজের প্রোফাইল লিংকটাও অন্যের কাছে পাঠাতে পারবেন। আর, আপনি যদি চান আপনি আপনার প্রোফাইলে ব্যানার এড বসাতে পারেন। এফিলিয়েটেড মার্কেটিং এর ক্ষেত্র হিশেবেও আপনি আপনার প্রোফাইল ব্যবহার করতে পারেন। আরও একটি সুবিধা হচ্ছে আপনি ব্যানার এডগুলো চাইলে অন্যের প্রোফাইলে কমেন্ট হিশেবে যুক্ত করতে পারেন। মূল কথা হচ্ছে qyao আপনাকে কোনো টাকা দেয় না, QYAO থেকে যা আয় করবেন তা মূলত বিভিন্ন sponsor-রা দিয়ে থাকে। প্রথমে আপনাকে qyao business বুঝতে হবে। তবে আমি মনে করি, আপনি যদি মেম্বার হয়ে থাকেন তাহলে forum-এ কথা বলে সহজে business-টা বুঝে যেতে পারেন। তবু আমি সামান্য কিছু বিষয় আলোচনা করছি যা নতুন qyao ইউজারদের খুব কাজে আসবে।

১। আপনি যদি qyao মেম্বার না-হয়ে থাকেন তাহলে sign up করুন
http://qyao.com/le_redirect.php?REF=86247। সাইন-আপ করার সময় member account type হিশেবে regular সিলেক্ট করুন। আর যদি কেউ elite হিশেবে সাইন-আপ করতে চান তাও পারবেন, তবে তার জন্য আপনাকে $১০ পে করতে হবে প্রতি মাসে। আমি মনে করি প্রথমে আপনি কোন টাকার লেনদেন-এ না-গিয়ে regular হিশেবে সাইন আপ করুন। সাইন-আপ বোনাস হিশেবে আপনি $১৫ ডলার পাবেন। এই $১৫ ডলারকে কাজে লাগিয়ে মূলত আপনি qyao business আরম্ভ করবেন।


২। সাইন-আপ শেষে আপনি আপনার ই-মেইল চেক করে যে url লিংক পাবেন তাতে ক্লিক করে সাইন-ইন করুন। সাইন-ইন শেষে আপনার প্রোফাইন পেজ open হবে। এবার আপনি nevigation bar –এ statistic ক্লিক করুন। এবং যে পেজ ওপেন হবে তাতে ব্লু(blue) কালারের start-এ ক্লিক করুন। এখন নিশ্চয় দেখতে পারছেন ব্লু কালারের start , red কালারের stop-এ পরিণত হয়েছে। ব্যস আপনার প্রোফাইলের advertisement শুরু হয়ে গেছে। আপনার সাইন-আপ বোনাস $১৫ এখন আপনার প্রোফাইল advertisement -এ ব্যয় হবে। আর কিছু এখন আপনাকে করা লাগছে না। ২৪ ঘণ্টা পর আপনি দেখবেন আপনার $১৫ ব্যয় হয়ে সামান্য আয় হয়েছে। সুতরাং ওই পেজে আর কোন কাজ নেই আপনার।



৩।Nevigation bar –এ account সিলেক্ট করুন। সেখানে আপনি আপনার ছবি (১০০ কেবি নিচে) যুক্ত করে সেইভ করুন। About me তে আপনি আপনার সম্পর্কে কিছু লিখুন। My other website এ আপনার অন্যান্য website গুলো যুক্ত করতে পারেন। আরও একটি সুবিধা হচ্ছে আপনি চাইলে about me- তে ব্যানার এড (আপনার ওয়েবসাইট থাকলে তার জন্য ফ্রি ব্যানার এড করে নিন) যুক্ত করতে পারেন। About me এর edit এ ক্লিক করে যে পেইজ ওপেন হবে তাতে ব্যানার এডের HTML code বসিয়ে দিয়ে সেইভ করুন। এরপর থেকে আপনার পেইজ-এ আপনার এডগুলো ইমেজসহ শো করবে। এতে করে আপনার ওয়েব সাইটের যে ভিজিটর বাড়বে তাতে কোন সন্দেহ নেই। আর যাদের নিজের কোনো ওয়েবসাইট নেই তারা এফিলিয়েটেড এড বসাতে পারেন।


৪।যত পারেন বন্ধু বাড়ান, তাদের মেসেজ পাঠান, wink করেন। wink মানে আপনার প্রোফাইল লিংকটা অন্যের কাছে পাঠানো। তাতে আপনার প্রোফাইলের user বাড়বে, আর যত বেশি user তত বেশি টাকা। মানে ইউজার বেশি হলে page impression বেশি হবে, আর page impression-এর জন্য বিভিন্ন sponsor আপনাকে বিল পে করে থাকে।
৫।Statistic ক্লিক করে ওই পেজের নিচের দিকে আপনার নিজের সার্চ ইঞ্জিণের url কালেক্ট করুন। এবং তা বিভিন্ন ফ্রি সাবমিশন সাইটগুলোতে সাবমিট করুন। আর আপনার ইঞ্জিণ কেউ ব্যবহার করলে তার থেকে আপনি কিছু টাকা আয় করতে পারবেন। এখানে কিছু ফ্রি সাবমিশন সাইটের ঠিকানা দেওয়া হলো, যা আপনাদের জন্য খুব কাজে আসবে।


Submit to Search Engines

http://www.submitexpress.com
http://www.uswebsites.com/submit


Click This Link
http://www.evrsoft.com/fastsubmit

Click This Link
Click This Link
Click This Link

Submit to Directories:

http://www.skaffe.com
http://www.web-beacon.com
http://www.joeant.com
http://www.gimpsy.com
http://www.wowdirectory.com
http://www.allthebizz.com
http://www.allthewebsites.org
http://www.businessplexus.com
http://www.direct-o-ry.com
http://www.dmoz.org
http://www.elib.org
http://www.goguides.org
http://www.hedir.com
http://www.jayde.com
http://www.joeant.com
http://www.landoflinks.com
http://www.netzoning.com
http://www.seekon.com
http://www.sevenseek.com
http://www.sezza.com
http://www.skaffe.com
http://www.spheri.com
http://www.smallerbizz.com
http://www.stormer.net
http://www.tygo.com/dir
http://www.webworldindex.com
http://www.worldsiteindex.com
http://www.yeandi.com
http://www.zeal.com
http://www.directorysubmit.org/submit.html


Click This Link
http://www.webuildpages.com/directory
http://dir.yahoo.com
http://www.bluefind.com
http://www.01webdirectory.com
http://sbd.bcentral.com
http://www.sunsteam.com
http://www.goguides.org
http://www.biz-directory.org
http://www.allestra.com
http://www.directoryhere.com
http://www.botw.org
http://www.indexunlimited.com
http://www.123world.com
http://www.arielis.com
http://www.incrawler.com
http://www.uncoverthenet.com
http://www.webatlas.org
http://www.cannylink.com
http://www.rlrouse.com
http://www.thisisouryear.com
http://www.allwebdirectory.com
http://www.1st-spot.net
http://www.linkopedia.com
http://www.thisisouryear.com
http://www.aroundtheweb.com
http://www.searchturtle.com
http://www.informationoutpost.com
http://www.ajdee.com


ও হে সাবমিটের সময় কোনো টাকা পয়সার লেনদেন করবেন না।

৬। ফোরামে যত পারেন লিখেন, ব্লগ করুন। না-বুঝলে তা আলোচনা করুন ফোরামে। বাংলাদেশ থেকে যিনি অনেক দিন থেকে qyao ব্যবসায় আচ্ছেন তিনি ইশতিয়াক। তার সাথে যোগাযোগ রাখতে পারেন। কিংবা আমার সাথেও।


৭।আপনি যদি regular member হন তাহলে AA (advertising account) থেকে টাকা প্রতি মাসে একবার মুল একাউন্ট(Main Account)-এ পাঠাতে পারবেন। আর তা $৫০ হলে পেপল(Paypal) বা চেকের(cheque) মাধ্যমে তুলতে পারবেন। কিংবা আপনার এডভারটাইজিং-এ ব্যয় করতে পারেন। আর, elite member হলে প্রতিদিন AA থেকে টাকা MA তে তুলতে পারবেন। elite member হলে আপনি প্রতিদিন ৩০০ cpm ফ্রি পাবেন। যারা গুগল এডসেন্স ইউজ করেন তারা নিশ্চয় cpm বুঝেন। elite member হলে আয়টা একটু বেশি, regular হলে আয়টা একটু কম। তবে যদি ঝুকি নিতে না-চান, তা-হলে আপাতত টাকা পয়সার লেনদেন-এ না-গিয়ে ফোরামে লিখুন, ভাব বিনিময় করুন, আর পুরো বিয়ষটি বুঝে ওঠে তারপর লেনদেন করুন।


৮।সবাই মিলে এক সাথে কাজ করুন, ইন্টারনেটে ভাল টাকা আয়ের এর চেয়ে বড় কোনো মাধ্যম নেই। অনেকে মিলে কাজ করলেই ভাল টাকা আয় করা যায়।


একনজরে QYAO:
সাইন-আপ বোনাস $১৫।
একটিভ রেফারেল বোনাস $১।
আয় করা যায়—ফোরামে লিখে, ব্লগিং করে, কাস্টম সার্চ ইঞ্জিণ দিয়ে, প্রোফাইল এডভারটাইজ়িনে।
QYAO এর স্পন্সরগুলো হলো--Ying Yang Club, 6 Net Ave, Xhq6, Morg Alaska, Chicago Informer, Yippeekayo।
পে-আউটঃ $৫০ পেপল কিংবা চেকে।

294




আমরা sms এর গুরুত্ব নিশচই বুঝি, ইমেইল কবে না কবে পড়বে তবে জানবে খবর। প্রবাসী যাদের আপনার প্রায়ই প্রয়োজন হয় তাদের গুগল থেকে ম্যাসেজ দিতে পারেন, তবে সমস্যা হল প্রতি জনের জন্য আলাদা ইমেইল একাউনট লাগবে এবং ম্যাসেজ পাবে ১০-৩০ মিনিট পরে, এবং বড় ঝামেলা হল তার মোবাইল কোমপানিটি গুগলে সাথে চুকতি বদ্ধ কিনা। বাংলাদেশে একটেল ছাড়া আর কেউ এই সুবিধা দেয় না। তবে বিদেশের বেশীর ভাগই এই সুবিধা দেয়। একটু কুটকৌশলে গুগলের ক্যালেন্ডার সার্ভসকে এই sms এর বাহক তৈরী করে নিয়েছি আমি।

পদ্ধতি:

১. যাকে পাঠাতে চান তার মোবাইল নং টা গুগলের ক্যালেন্ডার সার্ভিস সাপোর্ট করে কিনা গুগলের ক্যালেনডার সেটিংস/হেলপ থেকে জেনে নিন।

২. তার নামে একটি gmail account খুলুন এর সাথে সাথে আপনি গুগলের ক্যালেনডার সার্ভিস পাবেন ফ্রি.

৩. ক্যালেনডার সেটিংস থেকে মোবাইলকে আইডেনটিফাই ও সার্ভিস একটিভ করার জন্য একটি কোড আপনার কাংখিত জনের কাছে যাবে, তাকে ইমেইলে বা অন্য কোন উপায়ে গুগল থেকে পাওয়া কোড নম্বরটি আপনাকে পাঠাতে বলুন এবং কোডটি পাওয়ার পর মোবাইল ভেরিফিকেশন সেকশনে নির্দিষট ঘরটিতে নম্বরটি বসিয়ে সেভ করুন।

৪. ক্যালেনডারের রিমাইনডার দেয়ার সেটিংস গুলো ঠিক করুন এখানে ৫ মিনিট আগে রিমাইনড দেয়ার ও সুযোগ আছে জরুরী হলে তাই সেট করুন, দিন তারিখ সময় ঠিক করে, ম্যাসেজ অংশে আপনার বকতব্য উল্লেখ করে সেভ করুন ব্যাস হয়ে গেল।

৫. পরবর্তিতে যখনই তাকে ম্যাসেজ দেয়া প্রয়োজন হবে তার জন্য খোলা আপনার সেই জিমেইল একাউন্টে লগইন করে তার ক্যালেনডার সার্ভিস এ চলে যান এবং ম্যাসেজ পাঠাতে থাকুন। 

একটু ঝামেলা থাকলে ও ফ্রি এসএমএস এর চার্জ/ ফ্রি টাইম/ ক্রেডিট ইত্যাদির ঝামেলা নাই। যেহেতু রিমাইনডার সার্ভিস নিয়মিত কাউকে ম্যাসেজ দিতে চাইলে এর বিকল্প নেই, এক ম্যাসেজ সে যতবার খুশি পাঠাবে। ভাল থাকুন।

 


295
Common Forum / Re: Some Excellent picture
« on: August 30, 2010, 07:44:21 PM »
very enjoyed this picture
where u collection this picture
effective idea

296
Ramadan and Fasting / Re: Ramadan reminder
« on: August 30, 2010, 07:36:07 PM »
very effective and enjoyed thinking

297
Allah: My belief / Re: Bukhari
« on: August 30, 2010, 07:30:35 PM »
really sir nice to know bukhari hadis on every day .
if we know one hadis on day its very good job.

thanks

298
Liberation of Bangladesh / Re: Liberation War of Bangladesh
« on: August 30, 2010, 07:29:00 PM »
dear mr debashish 
really this is very informative and handy post.
grate

our liberation

299
i love of them and fell  proud them.

thanks this grate post.
again thanks

300
dear friend grate posting
we have need to know our freedom fighter history.
thanks your handy post....................
carry on

Pages: 1 ... 18 19 [20] 21 22 ... 55