Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - najnin

Pages: 1 ... 6 7 [8] 9
106
Telecom Forum / Future Wireless Vision – Convergence, WISDOM
« on: February 21, 2013, 08:07:08 PM »

Gugliemo Marconi said in 1932, “It is dangerous to put limits on wireless.”

 Today’s concern is, “It is dangerous to put limits on wireless data rates”.
400 Mb/s (1999) ?         1 Gb/s (2001) ?       1 Tb/s? (2005) ?

Family Tree of Wireless Communication System

Fig. 1

Now let’s see what is GIMCV ???

It means Global Information Multimedia Communication Village. It stands on convergence of all kinds of networks.

Convergence means coming together of voice, facsimile, data, video, and image applications, systems, and networks, both wireline and wireless and several others.


Convergence: Fundamental Drivers

Moore’s Law:
-Doubling of processing power every 18 months at same cost.
Metcalf’s Law:
-Value of a network increases geometrically as the network endpoints increase.
Reed’s Law:
-The utility of large networks, particularly social networks, can scale exponentially with the size of the network.
Market Law:
-As competition increases, industry players with appropriate scale will innovate and drive consumer costs down.
Gilder’s Law:
- predicts a six-fold increase of the available Bit Rate every 1.5 years. It will take approx six years to achieve the 1 Tbps (Megacommunications).

Fig 2

5G & WISDOM

It is assumed that the emerging 4G technologies (WiMAX and LTE) and the WISDOM concept will lead the wireless communication towards the realization of true 5G systems.

WISDOM means Wireless Innovative System for Dynamic Operating Megacommunications.


WISDOM Impact

• WISDOM is expected to advance: the state-of-the-art in the architecture of next generation of wireless networks and cognitive technologies
• WISDOM will constitute the building block of the Future Internet.
• WISDOM system will design and develop technologies, systems and network architectures offering up to 1Tb/s communications (1Terabit/s = 1012 bits/s), with a coverage extending from a city region, to a country, the continents and the world.

WISDOM: Applications for GIMCV Networks

 Fig 3

1Tb/s Wireless Aggregation
 
Fig 4
 

WISDOM Concept mapped with Thematic Areas
 
Fig 5

The objective of the WISDOM system is to create the enabling wireless infrastructure for the human-centric communications in 2020 and beyond. Specifically, WISDOM aims to design and develop novel technologies, systems and networks that integrate into a flexible and dynamically-operating architecture that offers:

•   up to 1Terabit/s wireless link rate in burst-mode and at short distances or as system aggregated traffic; and,
•   at least 250 Mbps to the end user at full mobility;
•   with a coverage extending from the personal space (the home, the car, or the neighborhood), to a city-wide region in a metro environment.

How to be Achieved?

To attain this level of performance, WISDOM will synergistically exploit:
•   higher spectrum efficiencies in smaller cell sizes with optimized dynamic spectrum management across different technologies, and the use of heterogeneous access networks in aggregate;
•   cognitive radio (CR) & cognitive networking (CN) concepts using both newly freed spectrum and higher carrier frequencies;
•   Improved wireless-wireline interfaces with lower overheads to the core & metro network of the future as well as the indoors wired infrastructure.

WISDOM brings a New Paradigm

Fig 6




107
৪। একসাথে তিন তালাক দেয়াঃ

Dawud :: Book 12 : Hadith 2194

Narrated Abdullah ibn Abbas:
Tawus said: AbusSahba’ said to Ibn Abbas: Do you know that a divorce by three pronouncements was made a single one during the time of the Prophet (peace_be_upon_him), and of AbuBakr and in the early days of the caliphate of Umar? He replied: Yes.

Muslim :: Book 9 : Hadith 3493

Abu al-Sahba’ said to Ibn ‘Abbas: Enlighten us with your information whether the three divorces (pronounced at one and the same time) were not treated as one during the lifetime of Allah’s Messenger (may peace be upon him) and Abu Bakr. He said: It was in fact so, but when during the caliphate of ‘Umar (Allah be pleased with him) people began to pronounce divorce frequently, he allowed them to do so (to treat pronouncements of three divorces in a single breath as one).
কাছাকাছি রকমের আরো কিছু হাদীস মুসলিম ও আবু দাউদ শরীফে আছে, যেখানে দেখা যাচ্ছে রাসূল(সাঃ), আবু বকর(রাঃ) এবং উমর(রাঃ)-র শাসনামলের প্রথম দিকে একসাথে তিন তালাক উচ্চারণ করলেও এক তালাক ধরা হতো। কিন্তু পরবর্তীতে ঊমর(রাঃ)-র সময়ে লোকজন যখন প্রায়শই তালাক দিতে চাইতো, তাড়াহুড়ো করতে চাইতো এবং প্রথম স্ত্রীকে পুরোপুরি ছেড়ে দেয়ার পক্ষেই তাদের প্রবণতা দেখতে পেয়ে একসাথে তিনবার উচ্চারিত তালাক থেকে একবারে তিন তালাক হয়ে যাওয়ার প্রচলন শুরু করা হয়। পরবর্তীতে সেটা এতোই জনপ্রিয়তা পায় যে বিভিন্ন ফিকহবিদের হাত ধরে, বিভিন্ন মাজহাবের মাঝ দিয়ে এটাই আজ আমাদের সমাজে বহুল প্রচলিত মত। রাসূল(সাঃ) এর সময়েও কিছু একসাথে তিন তালাকের ঘটনা ঘটেছে (উপরে বর্ণিত ফাতিমা বিনতে কায়েসের ঘটনাটিও সেরকম একটি ঘটনা), যেটা জানতে পেরে রাসূল(সাঃ) খুব রেগে গিয়েছিলেন এবং ভীষণভাবে অপছন্দ করেছিলেন, বলেছিলেন তোমরা আল্লাহ্‌র দেয়া বিধানকে খেলাচ্ছলে ব্যবহার করছো? তবে সে তালাকগুলো কার্যকর হয়েছিল। ৫ নং রেফারেন্স লিঙ্কে এরকম দু একটি হাদীসের কথা বলা আছে।
উমর(রাঃ)-র সময়ে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নারীদের মসজিদে গিয়ে নামাজ পড়াও নিষেধ করা হয়েছিল, সেটাও আরেকটি বহুল প্রচলিত মত হিসেবে সারা বিশ্বসহ এ বাংলাদেশেও পরিচিত এবং চর্চিত। আমাদের অনেক আলেমদেরই পছন্দ নারীদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে। যদি আজকাল অনেক দেশেই নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বাংলাদেশে খুব অল্পভাবে চালু আছে নারীদের মসজিদে গিয়ে নামাজ পড়ার ব্যাপারটি। তবে ধীরে ধীরে এ চর্চাটি বাড়ছে, কারণ আমরা রাসূল(সাঃ)-এর সুন্নাহ্‌কেই বেশি অনুসরণ করতে চাই।
তাই এক সাথে তিন তালাক উচ্চারণে নিরুৎসাহিত করা (যা তাক্‌ওয়ার অন্তর্ভুক্ত নয়), কঠোরভাবে নিষেধ করা এবং সেটাকে এক তালাক হিসেবে গণ্য করাটাকেই অনেক বেশি সুন্নাহ কাছাকাছি যাওয়া বলে মনে হয়। আমাদের বিজ্ঞ আলেমগণ নিশ্চয়ই দেখতে পান যে এক সাথে তিন তালাক হলে পরে একজন নারী কি পরিমাণ ভোগান্তির মধ্যে পড়েন। এবং এর থেকে হীন সুযোগ নিয়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে মাঝে মাঝেই চুক্তিভিত্তিক মারাত্মক বর্বর আর অশ্লীল  হিল্লা বিয়ে সংঘটিত হচ্ছে। এখানে আরেকটি কথা বলে রাখা ভাল ইসলামী আদালত ছাড়া যে কেউ যখন তখন কোন ফতোয়া কার্যকর করতে পারে না, তবুও ফতোয়ার নানা রকমের অপব্যবহার এবং বেআইনীভাবে অপপ্রয়োগ হয়ে আসছিল আমাদের দেশে। আশার কথা এই যে আমাদের বিজ্ঞ আদালত যত্রতত্র ফতোয়া দেয়া নিষিদ্ধ করেছেন।
নারীর তালাক প্রদানের ক্ষমতাঃ

ইসলামী শরীয়তে সাধারণত স্বামী স্ত্রীকে তালাক দেয়ার ক্ষমতা অর্পণ করতে পারেন। আমরা দেখি যে রাসূল(সাঃ) আল্লাহ্‌তাআলার  নির্দেশে তাঁর স্ত্রীদের তাঁকে তালাক দেয়ার অপশন দিয়েছিলেন এবং প্রথম অপশন দিয়েছিলেন আয়েশা(রাঃ)কে।

সূরা আহযাবঃ

২৮। হে নবী, আপনার পত্নীগণকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা কর, তবে আস, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় নেই।

২৯। পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ, তাঁর রসূল ও পরকাল কামনা কর, তবে তোমাদের সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।

Bukhari :: Book 7 :: Volume 63 :: Hadith 189

Narrated Musruq:
I asked ‘Aisha about the option: She said, “The Prophet gave us the option. Do you think that option was considered as a divorce?” I said, “It matters little to me if I give my wife the option once or a hundred times after she has chosen me.”

এখানে আমি আরেকটু বলে রাখি, আমাদের দেশে বিবাহ রেজিষ্ট্রেশন আইনেও নারীরা স্বামী কর্তৃক তালাক প্রদানের ক্ষমতা পান যদি সে অপশনের কথা নিকাহনামায় উল্লেখ থাকে। যেসব নারীরা ভবিষ্যতে বিয়ে করবেন তারা অবশ্যই তাদের বিয়েতে নিকাহনামা সাইন করার আগে ১৮ নম্বর অপশনটি চেক করে নিবেন যে আপনাকে তালাক প্রদানের ক্ষমতা দেয়া হচ্ছে কিনা। আমাদের দেশে অনেক শিক্ষিত নারীরাও এ ব্যাপারে সচেতন নন। এ সুবিধা না পাওয়ার ফলে অনেক নারীই পরবর্তিতে ভোগান্তির স্বীকার হন বলে সরকারী কাজিদের বাই ডিফল্ট ঐ অপশন দিয়ে দিতে বলা হয়। তবুও নিজেদের চেক করে নেয়া ভাল।

জুডিশিয়াল ডিভোর্সঃ

আমাদের দেশের আইন অনুযায়ী নানা কারণে স্ত্রীরা আদালতে গিয়ে ডিভোর্স চাইতে পারেন। যেমন,

১। দীর্ধদিন ধরে স্বামীর অনুপস্থিতি (চার বছর),
২। দুই বছর পর্যন্ত টানা ভরণপোষণ না দেয়া,
৩। স্বামী বহুবিবাহ সংক্রান্ত চুক্তি ভঙ্গ করলে,
৪। স্বামীর যৌন অক্ষমতা,
৫। স্বামীর সাত বছরের জেল হলে,
৬। স্বামী কর্তৃক নির্যাতন ইত্যাদি।

এছাড়া স্বামীর কন্সেন্ট ব্যতীত জুডিশিয়াল খুলা তালাকের অপশনও আছে। তবে সেক্ষেত্রে স্বামী আর্থিক দায়িত্ব থেকে মুক্তি পাবেন।
 
কৃতজ্ঞতা স্বীকারঃ

১। G-45, G-46, Islamic Teaching Course, vol 3 (Social System of Islam)
Jamal A. Badawi, Ph.D.

http://www.witness-pioneer.org/vil/Books/JB/IslamicTeachingCourse-3.html
 
২। The Status Of Women In Islam
by Dr.Yusuf Al Qaradawy

http://www.witness-pioneer.org/vil/Books/Q_WI/divorce.htm
 

৩। সংক্ষেপে এক নজরে তালাকের ব্যাপারটা পুরোটা বুঝতে

http://www.islamonline.net/servlet/Satellite?pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaE&cid=1119503543322

 
৪। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মালিকী মুয়াত্তা, আবু দাউদ,

http://www.quranexplorer.com/Hadith/English/Index.html

৫। http://www.banglakitab.com/BukhariShareef/BukhariShareef-ImamBukhariRA-Vol-6-IntroAndPage-218-273.pdf

৬। মুসলিম পারিবারিক আইন

http://www.law.emory.edu/ifl/legal/bangladesh.htm
আপডেটঃ

মুসলিম, হিন্দু ও খ্রিস্টান নারীর তালাকের আইন ও অধিকার নিয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্যসহ একটা চমৎকার সাইট পেলাম।

108
আরো তিনটি সূরাতে তালাক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এবং এবং নারী-পুরুষের পারস্পরিক আচরণ সংক্রান্ত আয়াত এসেছে,

সূরা আত্‌-ত্বালাক্কঃ

১। হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।

২। অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।

৩।এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।

৪। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।

৫। এটা আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন।

৬। তোমরা তোমাদের সামর্থ  অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্যে সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। যদি তারা গর্ভবতী হয়, তবে সন্তানপ্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে, তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে।

৭। বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিযিকপ্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন, তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন।

মাওলানা ইউসূফ আলীর তাফসীরঃ
http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=125:65-surah-at-talaq-revealed-in-madina-ayah-number-12&catid=38:yusuf-ali-bangla-pdf&Itemid=257

১। প্রথম আয়াতটিতে তালাকের সময় ইদ্দতের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন হাদীসে বারবার বলা হয়েছে যে নারী হায়েজে থাকা অবস্থায় যেন তালাক দেয়া না হয়। কোন কোন সাহাবী ঐরূপ অবস্থায় যখন তাদের স্ত্রীদের তালাক দিয়েছেন রাসূল(সাঃ) খুব অপছন্দ করেছেন ব্যাপারটি এবং এ ব্যাপারে তাদের নিরুৎসাহিত করেছিলেন।

Bukhari :: Book 7 :: Volume 63 :: Hadith 178

Narrated ‘Abdullah bin ‘Umar:
that he had divorced his wife while she was menstruating during the lifetime of Allah’s Apostle . ‘Umar bin Al-Khattab asked Allah’s Apostle about that. Allah’s Apostle said, “Order him (your son) to take her back and keep her till she is clean and then to wait till she gets her next period and becomes clean again, whereupon, if he wishes to keep her, he can do so, and if he wishes to divorce her he can divorce her before having sexual intercourse with her; and that is the prescribed period which Allah has fixed for the women meant to be divorced.”

২। এরপর ইদ্দতকালীন সময়ে স্ত্রীর স্বামীর গৃহে অবস্থান ও খোরপোষ প্রাপ্তির কথা বলা হয়েছে। এটা সূরা বাকারাতেও বলা আছে যা আমি আগের পর্বে দিয়েছি। তবে স্ত্রী যদি ইদ্দতকালীন সময়ে স্বামীর গৃহে থাকতে না চায় তাহলে খোরপোষ থেকে বঞ্চিত হতে পারে। বিভিন্ন হাদীসে ফাতিমা বিনতে কায়েসের(আঃ) স্বামী কর্তৃক পূর্ণাঙ্গ তালাকপ্রাপ্তির ঘটনায় রাসূল(সাঃ) কর্তৃক ভরণপোষণ না দেয়ার সিদ্ধান্তের কথা বলা আছে।

Muslim :: Book 9 : Hadith 3524

Abu Ishaq reported: I was with al-Aswad b. Yazid sitting in the great mosque, and there was with us al-Sha’bi, and he narrated the narration of Fatima bint Qais (Allah be pleased with her) that Allah’s Messenger (may peace be upon him) did not make any provision for lodging and maintenance allowance for her. Al-Aswad caught hold of some pebbles in his fist and he threw them towards him saying: Woe be to thee, you narrate like it, whereas Umar said: We cannot abandon the Book of Allah and the Sunnah of our Apostle (may peace be upon him) for the words of a woman. We do not know whether she remembers that or she forgets. For her, there is a provision of lodging and maintenance allowance. Allah, the Exalted and Majestic, said:” Turn them not from their houses nor should they themselves go forth unless they commit an open indecency”

৩। তালাকের ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য সাক্ষী রাখার কথা বলা হচ্ছে।

৪। এ সূরাতে নারীর বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের ইদ্দতকালের কথা বলা আছে। যেমনঃ
    স্বাভাবিক স্ত্রীদের বেলায় তিনমাস, গর্ভবতীদের বেলায় সন্তানপ্রসব পর্যন্ত এবং দুগ্ধপোষ্য শিশু থাকলে সন্তানকে স্তন্যদান পর্যন্ত। তবে তালাকপ্রাপ্তা স্ত্রী যদি সন্তানকে দুধপান করাতে না চায়, সেক্ষেত্রে ধাত্রী কর্তৃক দুধপান করানো যেতে পারে।

৫। ভরণপোষণের বেলায়ও সেই আগের কথাগুলোই এখানে বলা আছে। এখানে আরেকটু যেটা বলা আছে যে স্বামীর সামর্থ অনুযায়ীই ভরণপোষণ দিতে হবে।

এখন আমরা সূরা নিসাতে দেখি আল্লাহ্‌তাআলা পুরুষদেরকে তাদের স্ত্রীর প্রতি কিরূপ আচরণ করতে বলেছেন।

সূরা নিসাঃ

১৯। হে ঈমাণদারগণ! বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহন করা তোমাদের জন্যে হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দংশ নিয়ে নাও; কিন্তু তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতা করে! নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন।

২০। যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা কর এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাক, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহর মাধ্যমে গ্রহণ করবে?

২১। তোমরা কিরূপে তা গ্রহণ করতে পার, অথচ তোমাদের একজন অন্য জনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে।

তাফসীরঃ সূরা নিসা, পৃষ্ঠা ৮-৯ঃ
http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=61:4-surah-an-nisaa-revealed-in-madina-ayah-number-176&catid=38:yusuf-ali-bangla-pdf&Itemid=257

উপরোক্ত আয়াতগুলো থেকে আমরা দেখতে পাই যে, জোর করে নারীদের আটকে রাখা বা সম্পত্তি মনে করা একেবারেই অনুচিত। আর স্ত্রীকে তালাক দেয়ার সময়ে তাকে আগে যেসব উপহার বা ধন-সম্পদ দেয়া হয়েছে, সেগুলো ফেরত না নেবার জন্যই বলা হয়েছে।
 

আবার কোন নারীকে স্পর্শ করার পূর্বেই তালাক দেয়া হলে তার কোন ইদ্দত পালনের প্রয়োজন নেই। এ সংক্রান্ত আয়াত,

সূরা আহযাবঃ

৪৯। মুমিনগণ! তোমরা যখন মুমিন নারীদেরকে বিবাহ কর, অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তখন তাদেরকে ইদ্দত পালনে বাধ্য করার অধিকার তোমাদের নাই। অতঃপর তোমরা তাদেরকে কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দেবে।

এখন আমি তালাক সংক্রান্ত আরো কিছু প্রাসঙ্গিক হাদীস এখানে দিচ্ছি,

১। একই দম্পতির চতুর্থ বিয়ের ব্যাপারে শর্তঃ

তৃতীয় তালাকের পর যখন একজন নারী দ্বিতীয় স্বামী কর্তৃক ডিভোর্সড হলেও দ্বিতীয় স্বামীর সাথে প্রাক্তন স্বামীর মতো একইরূপ সম্পর্ক না হয়ে থাকলে তিনি তার পূর্বতন স্বামীকে বিয়ে করতে পারবেন না।

Bukhari :: Book 7 :: Volume 63 :: Hadith 187

Narrated ‘Aisha:
A man divorced his wife thrice (by expressing his decision to divorce her thrice), then she married another man who also divorced her. The Prophet was asked if she could legally marry the first husband (or not). The Prophet replied, “No, she cannot marry the first husband unless the second husband consummates his marriage with her, just as the first husband had done.”

Dawud :: Book 12 : Hadith 2302

Narrated Aisha, Ummul Mu’minin:
The Apostle of Allah (peace_be_upon_him) was asked about a man who divorced his wife three times, and she married another who entered upon her, but divorced her before having intercourse with her, whether she was lawful for the former husband. She said: The Prophet (peace_be_upon_him) replied: She is not lawful for the first (husband) until she tastes the honey of the other husband and he tastes her honey.

২। মনে মনে তালাকের চিন্তা করলো কিন্তু কোন একশন না নিলে তালাক কার্যকর হয় নাঃ

Bukhari :: Book 7 :: Volume 63 :: Hadith 194

Narrated Abu Huraira:
The Prophet said, “Allah has forgiven my followers the evil thoughts that occur to their minds, as long as such thoughts are not put into action or uttered.” And Qatada said, “If someone divorces his wife just in his mind, such an unuttered divorce has no effect.

৩। খুলা তালাক সংক্রান্ত হাদীসঃ

Bukhari :: Book 7 :: Volume 63 :: Hadith 197

Narrated Ibn ‘Abbas:
The wife of Thabit bin Qais came to the Prophet and said, “O Allah’s Apostle! I do not blame Thabit for defects in his character or his religion, but I, being a Muslim, dislike to behave in un-Islamic manner (if I remain with him).” On that Allah’s Apostle said (to her), “Will you give back the garden which your husband has given you (as Mahr)?” She said, “Yes.” Then the Prophet said to Thabit, “O Thabit! Accept your garden, and divorce her once.”

 

চলবে…

109
Islam / Talak & Hille Merriage
« on: January 21, 2013, 12:52:08 AM »
আমাদের দেশে তিন তালাক এবং হিল্লা বিয়ে নিয়ে বিভিন্ন ভুল ধারণা প্রচলিত আছে। বিভিন্ন সময়ে গ্রামে-গঞ্জে একসাথে তিন তালাক, দুই তিন দিনের হিল্লা বিয়ে বা ডিভোর্সী নারীকে আবার বিয়ে করতে না দেয়া সংক্রান্ত নানা ঘটনার কথা আমরা পত্রিকার মারফত জানতে পাই। আমরা অনেকেই সেগুলোকে ইসলামের প্রকৃত আইন বলে মনে করি। তাই আমি এ পোস্টে চেষ্টা করেছি কোরআনে সত্যিকার  অর্থে এই তিন তালাক বা হিল্লা বিয়ে নিয়ে কি বলা আছে সেটা তুলে ধরার।

সূরা বাকারাঃ

২২৫। তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন, তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্য্যশীল।

২২৬। যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করবেনা বলে কসম খেয়ে বসে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে অতঃপর যদি পারস্পরিক মিল-মিশ করে নেয়, তবে আল্লাহ ক্ষমাকারী দয়ালু।

২২৭। আর যদি বর্জন করার সংকল্প করে নেয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও জ্ঞানী।

২২৮। আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীরদের ওপর পুরুষদের প্রাধান্য রয়েছে। আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ।

২২৯। তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।

২৩০। তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।

২৩১। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না। আর যারা এমন করবে, নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে। আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর, যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ কর, যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাযিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, আল্লাহ সর্ববিষয়েই জ্ঞানময়।

২৩২। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।

২৩৩। আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অধিকারী অর্থাৎ, পিতার উপর হলো সে সমস্ত নারীর খোর-পোষের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী। কাউকে তার সামর্থাতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না। আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই। তারপর যদি পিতা-মাতা ইচ্ছা করে, তাহলে দু’বছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোন পাপ নেই, আর যদি তোমরা কোন ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোন পাপ নেই। আর আল্লাহকে ভয় কর এবং জেনে রেখো যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভাল করেই দেখেন।

 

মাওলানা ইউসূফ আলীর তাফসীর, সূরা বাকারা, পৃষ্ঠা ৮৩-৮৬

http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=59:2-surah-al-baqara-revealed-in-madina-ayah-number-286&catid=38:yusuf-ali-bangla-pdf&Itemid=257

 

উপরোক্ত আয়াতগুলো থেকে যে তথ্যগুলো জানা যায় বা আলেমরা বুঝে নিয়েছেন, সেগুলো হলো,

১। রাগের মাথায় বা ঝোঁকের বশে কোন কিছু করলে সেটা বিবেচ্য হবে না, এটা তালাকের বেলায়ও প্রযোজ্য। এ সংক্রান্ত রাসূল(সাঃ) এর একটি হাদীসও আছে।

২। নারী-পুরুষ দুজনেরই সমান অধিকার আছে তালাক দেয়ার ব্যাপারে, তবে পুরুষের অগ্রাধিকার আছে। এটা এসেছে মূলত পুরুষের আর্থিক দায়িত্ব থেকে। যেহেতু স্বামী তালাক দিলে ইদ্দত কাল পর্যন্ত স্ত্রীর ভরণপোষণ দেয়া, মোহরানা দেয়া, সন্তানের খরচ বহন করা যেহেতু পুরুষের দায়িত্ব, অথচ এদিকে তালাকের মাধ্যমে সে তার স্ত্রী হারাচ্ছে এজন্য।

৩। আবার স্ত্রী নিজেও কিছু বিনিময় দিয়ে তালাক নিতে পারবে, যেটাকে “খুলা তালাক” বলা হয়। এটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্ত্রী কর্তৃক দেয়া তালাক।

আরেক রকমের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তালাক আছে, যেটাকে বলে “মুবাররা””। সেখানে স্বামী-স্ত্রী দুজনের পারস্পরিক সম্মতিতে তালাক হয় এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যার যার আর্থিক ও অন্যান্য শর্ত মুক্ত করা হয়।

৪। স্বামী কর্তৃক যখন স্ত্রীকে তালাক দেয়া হয় (সচেতন অবস্থায় মৌখিকভাবে বা লিখিতভাবে) তখন সেই স্ত্রীকে তিনমাসের ইদ্দতকাল পালন করতে হয়, তার প্রেগনেন্সী টেস্টের জন্য। এসময়ে তাকে স্বামীর বাড়িতেই থাকবার জন্য বলা হয়েছে, এবং স্বামীকে নির্দেশও দেয়া হয়েছে স্ত্রীর সাথে ভাল ব্যবহার করার জন্য। এসময়ে স্ত্রীর ভরণপোষণের দায়িত্বও স্বামীর। এই ইদ্দত পালন করার সময়ে যদি তারা নিজেদের মধ্যে সমঝোতা করে সংসারে ফিরে আসে তাহলে আর বিবাহবিচ্ছেদ হয় না। এমনকি এসময়ের মাঝে স্বামী বা স্ত্রী কেউ যদি মারাও যায় তারা তার সঙ্গীর সম্পত্তির উত্তরাধিকারী হবে।

কিন্তু ইদ্দতকাল পার হয়ে যাওয়ার পরেও যদি সমঝোতা না হয় তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় – এটা হলো প্রথম তালাক।

এরপর স্বামী বা স্ত্রী অন্য কাউকে বা আগের সঙ্গীকে আবার বিয়ে করতে পারে, এক্ষেত্রে নতুন করে দেনমোহর ধার্য করা হয় এবং এই তালাকপ্রাপ্তা নারীদের তাদের পূর্ব স্বামীর কাছে ফিরতে যাতে কোনরূপ বাধা দেয়া না হয় সেটা স্পষ্টভাবে কোরআনে আল্লাহ্‌তাআলা বলে দিয়েছেন।

৫। পুনরায় বিয়ের পর আবার পরে কোন এক সময়ে যদি বনিবনা না হয় তাহলে আগের নিয়ম মতো দ্বিতীয়বার তালাক হতে পারবে। এরপর স্বামী-স্ত্রী যদি আবারো মনে করে যে তারা একসাথে সংসার করবে তাহলে দ্বিতীয়বারও তারা পুনরায় নতুন করে বিয়ে করতে পারবে — এটা হলো দ্বিতীয় তালাক এবং তদপরবর্তী বিয়ে।

৬। এরপর যদি আবারো তাদের মাঝে মনোমালিন্য দেখা দেয়, তাহলে তৃতীয়বারের মতো তালাক দেয়া যাবে। এবং এর ইদ্দতকালের মধ্যে যদি আর কোন সমঝোতা না হয়, তাহলে স্থায়ীভাবে স্বামী-স্ত্রী দুজন আলাদা হয়ে যাবে। এরপর তাদের নিজেদের মধ্যে আর বিয়ে হতে পারবে না — এটা হলো তৃতীয় তালাক।

৭। এরপর ওই স্ত্রী আলাদা কোন পুরুষকে বিয়ে করতে পারবে যদি চায়। প্রথম স্বামী যদি আবারো সেই স্ত্রীকে ফিরে পেতে চায়, এখন তাকে অপেক্ষা করতে হবে তার প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় স্বামীর স্বাভাবিক মৃত্যু বা স্বতঃস্ফুর্ত ডিভোর্সের উপরে। এরপর যদি আবারো ওই প্রাক্তন স্ত্রী আর প্রাক্তন স্বামী পরস্পরকে বিয়ে করে এটা হবে চতুর্থবারের মতো বিয়ে এবং এটাই হলো “হিল্লা বিয়ে” , আরবীতে শব্দটি হলো “হালালাহ্‌”।

৮। ডিভোর্সের সময় যদি কোন দুগ্ধপোষ্য সন্তান থাকে তাহলে ইদ্দতকাল দুধপান শেষ হবার সময় পর্যন্ত হবে এবং ওই পর্যন্ত স্ত্রীর ভরনপোষণের দায়িত্ব স্বামীর উপরে থাকবে।

৯। এখানে যাবতীয় খুলা তালাক, ১ম , ২য়, ৩য়, ৪র্থ বিয়ে-তালাক – কোনটাতেই কোন প্রকার চাপ প্রয়োগ বা তৃতীয় কোন পক্ষের কোন বাড়াবাড়ি করা চলবে না। তবে তালাক বা বিয়ের সময় দুজন করে সাক্ষী লাগে।

 

চলবে…

110
ভাল হলো জেনে। সাধারণতঃ পুদিনা পাতা খাওয়া হয় না। এখন থেকে খাবার অভ্যেস করতে হবে দেখছি!

111
বাচ্চাদের খাবারের সময় যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে,

১। মনোযোগ সরিয়ে নেয়া – ছোট বাচ্চাদের কাছে ‘মনোযোগ’ সব থেকে বড় পুরস্কার হয়! যার অর্থ হচ্ছে আপনারা কেবল বাচ্চার ইতিবাচক ব্যবহারেরই প্রশংসা করবেন, যেমন – যখন বাচ্চা খাবার সময় বিরক্ত করবে না আর ভালোভাবে খাবার খাবে, তখন তার প্রশংসা করা উচিৎ। বাচ্চার সংখ্যা একাধিক হলে ভালোভাবে খাবার খাওয়ার ওপরেই সম্পূর্ণ মনোযোগ দিন। অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না, কেবল উপেক্ষা করে যান!

২। খাবার খাওয়ার সময়কে আনন্দে ভরিয়ে তোলার চেষ্টা করুন। রঙিন আর আকর্ষণীয় কাপ প্লেট আর পাত্র ব্যবহার করুন এবং ছোট বাচ্চাদের খেতে দেয়ার সময় তাদের প্রিয় খেলনা কাছে রাখুন।

৩। বাচ্চাদের তাড়াহুড়ো করে খাবার খাওয়ার জন্য বলবেন না! বাচ্চারা প্রায়ই খাবার খাওয়ার সময় খেলা করতে থাকে। তারা যদি খাবারের গ্রাসকে ২ মিনিটের বেশি মুখের মধ্যে পুরে রাখে, তাহলে আপনি তাদের এমনটা না করার জন্য বলতে পারেন।

৪। বাচ্চাদের কখনো জোর করে খাবার খাওয়াবেন না! তারা খাবার খেতে না চাইলে মাঝে মাঝে তাদের গল্প শুনিয়ে বা খেলনা দিয়ে খাবার খাওয়াতে পারেন। তবে এমনটা বেশি করলে সেটা বাচ্চাদের অভ্যাসে পরিবর্তিত হয়ে পড়তেও পারে! তাদের আধা ঘণ্টা পরে আবার একবার খাওয়ানোর চেষ্টা করুন। বাচ্চারা কথা না শুনলে তাদের দুধ, জুস বা স্যুপ দিন … পরের রাউন্ডে খাবার দিন।

৫। বাচ্চা বাইরে থেকে খেলে, ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পরেই তাদের খাবার দিবেন না… কিছুক্ষণ বিশ্রাম করার পরে খাবার খেতে দিন!

৬। পিপাসার্ত বাচ্চা কখনো খাবার খেতে চাইবে না। প্রথমে তাকে পানি খেতে দিন আর তারপর আধ ঘণ্টা পরে কিছু খেতে দিন… এতে ক্ষিধে আর পাচন শক্তি বাড়বে! খাবার খাওয়ার আগে বা খাওয়ার সময় বাচ্চাকে বেশি জল পান করতে দেবেন না… এতে ক্ষিধে আর পাচন শক্তি কমে আসে!

৭। প্লেটে ততটাই খাবার নিন… যতটা বাচ্চা একবারে খেতে পারবে! এর ফলে বাচ্চারঅ পূর্ণতার অনুভব হবে! সে আরও খাবার চাইলে প্রথমে খাবার শেষ করার জন্য তার প্রশংসা করুন আর তারপর খাবার দিন! প্রয়োজনের বেশি খাবার প্লেটে ভরা আর তারপর বাচ্চাকে পুরো খাবার খাওয়ার জন্য বাধ্য করা মোটেই ভালো ব্যাপার নয়।

৮। খাবারের সময় মিশ্রিত আইটেম দিন, যাতে বাচ্চার বেছে খাবার খাওয়ার অভ্যাস না হয়ে পড়ে! তাকে প্রতিদিন বিভিন্ন প্রকারের তরকারী, বিভিন্ন রূপে রান্না করে খাওয়ান।

৯। খাবার খাওয়ার আগে বিস্কুট, টফি, চকোলেট, দুধ বা মেওয়া ইত্যাদি দেবেন না। এগুল খাবার শেষ করার পরে পুরস্কার হিসেবে দিন!

১০। খাবার খাওয়ার সময় টিভি দেখার পুরস্কার দেবেন না। টিভি দেখলে খাবারের থেকে মনোযোগ সরে যাবে আর পেটে গ্যাসের সৃষ্টি হবে!

১১। খাবার শেষ হবার পরেই কোন পুরস্কার দিন…কেবলমাত্র প্রতিশ্রুতি দেবেন না!

১২। এমন অভ্যাস তৈরি করুন যাতে পুরো পরিবার দিনের মধ্যে অন্ততঃ পক্ষে একবার এক সাথে বসে খাবার খায়! বাচ্চার প্লেটে সব খাবার রেখে, তাকে নিজে সেটা খেতে বলুন। এর দ্বারা আহার-বিহারের সুস্থ অভ্যাসের বিকশিত হবে!

১৩। শিশুদের শাসন করতে গিয়ে কখনো অপমান করবেন না, মনে রাখবেন শিশুদের আত্মমর্যাদাবোধ প্রবল। অপমান শিশুদের মনে ক্ষতিকর প্রভাব ফেলে এবং শিশুটি ধীরে ধীরে বিদ্রোহী হয়ে পড়ে।

 

পরামর্শক্রমেঃ ডাঃ সুনীল বৈদ।

112
19-21 January, 2012, A conference on Tertiary Education, Realities and Challanges is running at Daffodil International University. Some outcomes from this conference what I have learned,

1. Our Education system should be converted from "Teacher Centric Learning System" to "Learner Centric Learning System".

2. We should focus on outcomes of the Education, neither on the no. of passed students nor the grading of them. "Quality Education".

3. In the era of Globalization, we should focus on Distance Learning or E-learning. We should enhance our teaching quality by using modern technology, by making our knowledge delivering system more lucrative and innovative. But we should remember that technology can not be a replacement of a "quality teacher". Quality is obviously the teacher's inner elligibility, technology only helps the teachers by making his job's easier.

4. Teacher should concern about 'content' and also 'process'. Teacher makes a class room more attractive for last bencher students also.

5. There are different kinds of intellectuality - Emotional intellectuality, Moral intellectuality, Spiritual intellectulity etc. A teacher enhances the potentiality of a student more. By gathering knowledge a student's capability iss increased, which triggers his potentiality.

6. In such kinds of knowledge sharing gathering likes national, international conferences, seminars, if there are some representatives from different govt. intellectual branches, they can take notes about what's our national recent demand in education, how we can meet them by changing our education in what way from the different research talks of scholars from home and abroads.... it will helps our national policy makers to design a good, highly potential Education Policy.

113
Online Education / The students of SSC & HSC level
« on: January 19, 2013, 05:41:11 PM »
প্রতিবছরই এসএসসি এবং এইচএসসির রেজাল্ট প্রকাশের পর দেখা যায় সারাদেশে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী এ প্লাস পাচ্ছে, পাশের হার দিনের পর দিন বেড়েই চলেছে। অথচ পাশাপাশি প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসব এ প্লাসদের একটা বিশাল অংশ পাশই করছে না। ২০১২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশ ছাত্র ছাত্রী পাশ করেনি।

এর পিছনে কারণ খুঁজে অভিপ্রায়ে কিছু কলেজ শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছিল কিভাবে এতো এতো ছাত্র এ + পায়? তাদের বক্তব্য ছিল জেলা বা থানা পর্যায়ে স্কুল কলেজগুলোতে চাপ দেয়া হয় ১০০ ভাগ পাশের জন্য, বলা হয় খাতায় কিছু লেখা থাকলেই পাশ করিয়ে দিতে। তাই মোটামুটি কিছু ভাল লেখা থাকলেই তার পক্ষে এ+ পাওয়া সহজ হয়ে যায় যেহেতু খুবই নিম্নমানের সবাই পাশ করে যাচ্ছে। পাশের হার কমে গেলে অনেক বেসরকারী স্কুল কলেজের এমপিও বাতিল হয়ে যাবার ভয় থাকে। শিক্ষকেরা নিজেদের বেতন ভাতা না পাবার ভয়েও অনেক নিম্নমানের ছাত্রদের পাশ করিয়ে দিচ্ছেন। এভাবে পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত না হয়েও একজন ছাত্রের পক্ষে এ+ পাওয়া সহজ হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তার মনে সর্বোচ্চ বিদ্যাপিঠগুলোতে পড়ার একটা বাসনা তৈরী হয়। কিন্তু সেসব বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত ভাল মানের প্রশ্ন করায় ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক ছাত্র ফেল করছে। পাশ করে অপেক্ষমান তালিকাতেও সে থাকতে পারছে না।

এদিকে ঢাকাসহ শহরাঞ্চলগুলো বিগত বছরগুলোতে আরেকটি বিষয় বেশ প্রকট আকার ধারণ করছে। অনেক নামী দামী স্কুলগুলোতেও আজকাল ক্লাসে শিক্ষকরা পড়ান না, হোম ওয়ার্ক দেখতে দেখতেই সময় পার করে দেন। এরপর ছাত্রছাত্রীদের বাধ্য করানো হয় শিক্ষকের বাড়িতে বা কোচিং সেন্টারে গিয়ে প্রাইভেট পড়তে। যারা প্রাইভেট পড়ে না, তাদের পক্ষে এই তীব্র প্রতিযোগিতার যুগে টিকে থাকা বা ভাল রেজাল্ট করা কঠিন হয়ে পড়ে, কারণ সে কেবলমাত্র নিয়মিত ক্লাস করে কিছুই শিখতে পারে না।

টারশিয়ারী শিক্ষার বাস্তবতা এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে আয়োজিত এক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন বেতন ভাতা কম হবার কারণে প্রাইমারী এবং সেকেন্ডারী স্কুল লেভেলে মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষকতা পেশায় যেতে চায় না। যার ফলে শিক্ষার মানও ভাল হয় না। এই কমমানের শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে ছাত্ররা পাশ করে বেরিয়ে আসে, তাদেরই কিছু সংখ্যক শিক্ষকতায় নিয়োজিত হয়... এভাবে দিনে দিনে শিক্ষার মান আরো কমতে থাকে।
এই কনফারেন্সে বিভিন্ন বক্তৃতায় যে মূল কথাটি উঠে আসে সেটা হলো শিক্ষাকে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে, দূরত্বের কারণে, ভৌগলিক সীমারেখার কারণে যেন কেউ শিক্ষা অর্জনে পিছিয়ে না পড়ে। এজন্যে ইদানীংকালে ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং নামের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও ক্লাসে নানারকম শিক্ষাপ্রযুক্তি উপকরণ যেমন অফিস ডকুমেন্ট, মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট, বিভিন্ন রকম অনলাইন সোশাল মিডিয়া যেমন ফেইসবুক, টুইটার ইতয়াদি ব্যবহার করে শ্রেণীকক্ষে পাঠদানকে আরো আকর্ষণীয় করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে।কোন পুরোনো স্থায়ী তত্ত্বও বিভিন্ন এনিমেশন দিয়ে উপস্থাপন করে সেটাকে আরো অর্থপূর্ণ এবং আকর্ষণীয় করে তোলা যায় ছাত্রদের কাছে। এর জন্য শিক্ষকদেরও প্রয়োজনীয় প্রস্ততি নেবার দরকার আছে।

শিক্ষাদান পদ্ধতিকে মোটাদাগে দুইভাগে ভাগ করা যায়ঃ শিক্ষক নির্ভর শিক্ষা, শিক্ষার্থী নির্ভর শিক্ষা। শিক্ষক নির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষকের উপরই মূল দায়িত্ব থাকে ছাত্রদের সবকিছু শেখানোর। এ ব্যবস্থায় শিক্ষক ক্লাসে লেকচার দেন, আর ছাত্ররা নোট টুকে নিতে থাকে। এরপর বাড়িতে গিয়ে আর পুনরায় মনোযোগ দিয়ে সেটা নাও পড়তে পারে বা একেবারে পরীক্ষার আগে পড়তে পারে। তাই পুরোনো এই শিক্ষাদান পদ্ধতি বদলে ফেলে যদি ছাত্রদেরকে ক্লাসে আরো বিভিন্নভাবে মনোযোগি করে তোলা যায়, সেটা আরো ভাল ফল দিতে পারে। আজকের ক্লাসে কি পড়ানো হবে সেটা যদি ছাত্রদের আগেই বাড়ি থেকে পড়ে আসতে বলা হয় এবং সে যাই-ই পড়ে বুঝলো সেটার একটা সারাংশ ক্লাসে লিখে নিয়ে আসতে বলা হয়, এরপর ক্লাসে ২-৩জনের গ্রুপ করে আলোচনা করতে দেয়া হয়, নানারকম টিউটোরিয়াল ক্লাস নেয়া হয় সে টপিকের উপর তাহলে ছাত্ররা ক্লাসে আরো বেশি মনোযোগি হবে আশা করা যায়।

ক্লাস নেবার সময়ে আরো দুটো বিষয়ের দিকে নজর দেয়া আবশ্যক, লেকচার কি কন্টেন্টনির্ভর হবে নাকি পদ্ধতিনির্ভর হবে নাকি উভয়েই হবে। একজন ভাল শিক্ষক দুটোর দিকেই নজর দিবেন। কিছু মুখস্থ করা চেয়ে সেগুলো ধারণাগুলো কিভাবে স্বচ্ছভাবে দেয়া যায় এবং কিভাবে টেক্সটবুকের পড়া বাস্তবে কাজে লাগানো যায়, ছোট ছোট প্রজেক্ট করানোর মধ্য দিয়ে যেখানে শিক্ষকেরা কেবল দিকনির্দেশনা দিবেন, ছাত্ররা বাকীটা নিজেরা করতে অভ্যস্ত হবে, এভাবেই শিক্ষাকে ছাত্রদের মাঝে আরো বেশি করে আকর্ষণীয় করে তোলা যেতে পারে।

কায়কোবাদ স্যার অবশ্য মতামত দিয়েছেন ছাত্রদের শেখানোর দরকার নেই, তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে তারাই উত্তরণের পথ খুঁজে নিবে। এ প্রসংগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াড, গণিত এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার উদাহরণ টেনেছেন যেখানে বাংলাদেশী কিছু ছেলেমেয়ে চমতকার সফলতা দেখাচ্ছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হলো সেসব প্রতিযোগিতায় ছেলেমেয়েরা অংশগ্রহণ করে শখ করে, নিজের প্রচন্ড আগ্রহ থেকে। কিন্তু স্কুল কলেজে পড়া হলো নিয়মতান্ত্রিক গতানুগতিক পড়াশোনা। তাই এখানে কেবল ছাত্রদের উপর সব শেখার দায়িত্ব ছেড়ে দেয়া যায় না। ছাত্রদের কেবল চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিলে তারাই একসময়ে প্রশ্ন করবে শিক্ষকেরা তবে আছেন কেন? অভিভাবকেরাই প্রশ্ন করবেন তবে মাসে মাসে এতো বেতন দিয়ে একজন ছাত্র নিয়মিত ক্লাসে যাবে কেন? ছাত্রদের মাথা খাটিয়ে নিজবুদ্ধিতে কিছু করতে দেয়া অবশ্যই পাঠদানের বা শিক্ষা কার্যক্রমের একটা অংশ। কিন্তু এর জন্য ছোটবেলা থেকে বই পড়া বা জ্ঞানের বিভিন্ন উতস থেকে কিভাবে জ্ঞান আহরণ করতে হয় সেটা একটি শিশুকে শেখানোর প্রয়োজন আছে। একজন কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীরা এ ব্যাপারে দরকারী পরিপক্কতা অর্জন করে কিন্তু স্কুল থেকেই। প্রাইমারী স্কুলের একজন বাচ্চার পক্ষে একা একাই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। তাকে ন্যুনতম শিক্ষাটুকু আগে পর্যাপ্তভাবে দিতে হবে, হাতে কলমে শেখাতে হবে চ্যালেঞ্জ কি, তা মোকাবিলা করার উপয়াগুলো কি কি?

কিছুদিন আগে প্রায় ২৬ হাজার প্রাইমারী বিদ্যালয় সরকারী করা হলো। সরকারী করা হলে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে চিন্তা অনেকটাই দূর হয়ে যায়। প্রায় কিছুদিন পরপরই বেসরকারী স্কুলের শিক্ষকেরা আন্দোলন করেন এমপিওভুক্ত হবার জন্য, এর জনইয় তারা দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে আন্দোলন করেন, পুলিশের মারও খান। কিন্তু এসময়টায় তাদের স্কুলগুলোর পাঠদান অবস্থার কি করুণ চিত্র হয় সেটা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত এর প্রভাব ছাত্রছাত্রীদের উপর গিয়ে পড়ে। স্কুল কলেজগুলোতে পর্যাপ্ত ক্লাস না হবার ফলে তারা কিছুই শিখতে পারে না, কিন্তু পরীক্ষার খাতায় ভাল ভাল নাম্বার দিয়ে, গ্রেড দিয়ে তাদের পাশ করিয়ে দেয়া হয়, ১০০ ভাগ পাশ করে…… এভাবে দিনে দিনে একটা ভিতরে ফাঁপা ভবিষ্যত প্রজন্ম তৈরী হচ্ছে, যার কুফল জাতি অচিরেই পাবে। যতই এ+ মেধাবীমুখ বের হোক না কেন, শেষ পর্যন্ত এদের মাঝে খুব কমজনই ভাল কিছু করতে পারবে। ঘুরে ফিরে কিছু সীমিত সংখ্যক প্রকৃত মেধাবীদের উপরই দেশকে নির্ভর করতে হবে, তাই এতো এতো এ+ বা এতো বেশি পাশের হার না বাড়িয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। শিক্ষকদের যেন রাস্তায় রাস্তায় বেতন ভাতার জন্য আন্দোলন করতে না হয়, ক্লাসে বেশি সময় দিতে পারেন, তাদের মাঝে শ্রেণীকক্ষে পাঠদানে যেন কোন রকম অবহেলার মানসিকতা তৈরী না হয়, ছাত্র ছাত্রিদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করার জন্য তাদের যেন কোন হেনস্থা না হতে হয় সেদিকে নজর দিতে হবে। স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের কিভাবে আরো আকর্ষণীয়ভাবে পাঠদান করা যেতে পারে সে ব্যাপারে শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ছাত্র ছাত্রীরা বাড়িতে গিয়ে নিজে কিছু সময় দিচ্ছে কিন পড়াশোনার জন্য, কেবলি যেন প্রাইভেট টিউটরের উপর নির্ভর না করতে হয় এ ব্যাপারে শিক্ষকদের যেমন সচেতনতা দরকার, অভিভাবকদেরও সচেতনতা দরকার। তারাই তাদের ছেলেমেয়েদের তখন প্রাইভেট পড়তে নিরুতসাহিত করবেন। একজন ছাত্র তার মেধা কাজে লাগিয়ে নিজে পড়ে কতটা বুঝতে পারছে, সেটা পরীক্ষা করার পর্যাপ্ত ব্যবস্থা বাড়িতে এবং স্কুল কলেজগুলোতেও থাকা দরকার। এভাবেই হয়তো আমাদের প্রিয় সন্তানদের, ছোট ভাই বোনদের আরো বেশি আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে পারবো।

তথ্যসূত্রঃ

http://www.prothom-alo.com/detail/date/2012-12-29/news/316969
http://www.prothom-alo.com/detail/date/2013-01-03/news/318235

114
Be a Leader / Re: Some tips for improving your skills
« on: December 20, 2012, 08:14:24 PM »
Tip 7 # Choose Spartan over Luxurious

We love comfort. We love state-of-the-art practice facilities, oak-paneled corner offices, spotless locker rooms, and fluffy towels. Which is a shame, because luxury is a motivational narcotic: It signals our unconscious minds to give less effort. It whispers, Relax, you've made it.

The talent hotbeds are not luxurious. In fact, they are so much the opposite that they are sometimes called chicken-wire Harvards. Top music camps- especially ones that can afford better-consist mainly of rundown cabins. The North Baltimore Aquatic Club, which produced Michael Phelps and four other Olympic medalists, could pass for an underfunded YMCA. The world's highest-performing schools- those in Finland and South Korea, which perennially score at the top of the Program for International Student Assessment rankings- feature austere classrooms that look as if they haven't changed since the 1950s.

The point of this tip is not moral; it's neural. Simple, humble spaces help focus attention on the deep-practice task at hand: reaching and repeating and struggling. When given the choice between luxurious and spartan, choose spartan. Your unconscious mind will thank you.

115
Be a Leader / Re: Some tips for improving your skills
« on: December 20, 2012, 08:04:45 PM »
Thanks a lot Shakia to read these tips. Hopefully these tips help us to change our inner skills.

116
Telecom Forum / Making Radios Smarter--- Cognitive Radio
« on: November 05, 2012, 04:06:11 PM »
The term cognitive radio, coined by Dr. Joseph Mitola, refers to "a radio frequency transmitter/receiver that is designed to intelligently detect whether a particular segment of the radio spectrum is currently in use, and to jump into (and out of, if necessary) the temporarily-unused spectrum very rapidly, without interfering with the transmission of other authorized users."

Cognitive radio promises to make future wireless communication devices “smarter.” A device with cognitive radio capability could survey the electromagnetic spectrum, find the channels in use and those that are free, share this knowledge with nearby devices, and then select the best channel to use based on data throughput, signal strength, government regulations, and other factors.

Cordeiro, a senior researcher and project leader with Philips Research in Briarcliff Manor, N.Y, is seeking commercial applications for cognitive radio and establishing Philips’s relationships with academia and industry. He’s also a participant in the IEEE 802.22 Working Group developing standards for wireless broadband services operating at frequencies originally allocated for TV broadcast. The new services had to be designed to not interfere with the TV channels, and that’s why cognitive radios are necessary. They’ll monitor the spectrum and use only idle channels.

To demonstrate such a control scheme, Cordeiro’s team put together a prototype consisting of one computer streaming video to another. The researchers then activated equipment that simulates a TV station’s transmitter, generating a signal at the same frequency as computer–computer video. Ordinarily, the interference would disturb the streaming video.

“But because the computers are equipped with cognitive radios,” Cordeiro says, “they rapidly detect the presence of the TV signal and seamlessly jump to another channel, without interrupting the video transmission.”

With a range of 30 kilometers, the IEEE 802.22 technology may one day bring Internet and voice service to rural areas, disaster-stricken zones, and regions where wired infrastructure is scarce. One place Cordeiro hopes the technology will make an impact is Brazil, where less than 10 percent of households have broadband Internet access.

History

The idea of cognitive radio was first presented officially in an article by Joseph Mitola III and Gerald Q. Maguire, Jr. It was a novel approach in wireless communications that Mitola later described as:
The point in which wireless personal digital assistants (PDAs) and the related networks are sufficiently computationally intelligent about radio resources and related computer-to-computer communications to detect user communications needs as a function of use context, and to provide radio resources and wireless services most appropriate to those needs.

It was thought of as an ideal goal towards which a software-defined radio platform should evolve: a fully reconfigurable wireless black-box that automatically changes its communication variables in response to network and user demands.

Regulatory bodies in various countries (including the Federal Communications Commission in the United States) found that most of the Radio frequency spectrum was inefficiently utilized. For example, cellular network bands are overloaded in most parts of the world, but amateur radio and paging frequencies are not. Independent studies performed in some countries confirmed that observation and concluded that spectrum utilization depends strongly on time and place. Moreover, fixed spectrum allocation prevents rarely used frequencies (those assigned to specific services) from being used by unlicensed users, even when their transmissions would not interfere at all with the assigned service. This was the reason for allowing unlicensed users to utilize licensed bands whenever it would not cause any interference (by avoiding them whenever legitimate user presence is sensed). This paradigm for wireless communication is known as Cognitive Radio.

Terminology

Depending on the set of parameters taken into account in deciding on transmission and reception changes, and for historical reasons, we can distinguish certain types of cognitive radio. The main two are:
•   Full Cognitive Radio ("Mitola radio"): in which every possible parameter observable by a wireless node or network is taken into account.
•   Spectrum Sensing Cognitive Radio: in which only the radio frequency spectrum is considered.
Also, depending on the parts of the spectrum available for cognitive radio, we can distinguish:
•   Licensed Band Cognitive Radio: in which cognitive radio is capable of using bands assigned to licensed users, apart from unlicensed bands, such as UNII band or ISM band. One such system is described in the IEEE 802.15 Task group 2  specification.
•   Unlicensed Band Cognitive Radio: which can only utilize unlicensed parts of radio frequency spectrum. An example of Unlicensed Band Cognitive Radio is IEEE 802.19.

Technology

Although cognitive radio was initially thought of as a software-defined radio extension (Full Cognitive Radio), most of the research work is currently focusing on Spectrum Sensing Cognitive Radio, particularly in the TV bands. The essential problem of Spectrum Sensing Cognitive Radio is in designing high quality spectrum sensing devices and algorithms for exchanging spectrum sensing data between nodes. It has been shown  that a simple energy detector cannot guarantee the accurate detection of signal presence, calling for more sophisticated spectrum sensing techniques and requiring information about spectrum sensing to be exchanged between nodes regularly. Increasing the number of cooperating sensing nodes decreases the probability of false detection.

Filling free radio frequency bands adaptively (OFDM) seems to be the ideal approach. In fact, Timo A. Weiss and Friedrich K. Jondral of the University of Karlsruhe proposed a Spectrum Pooling system in which free bands sensed by nodes were immediately filled by OFDM subbands.

Applications of Spectrum Sensing Cognitive Radio include emergency networks and WLAN higher throughput and transmission distance extensions.

The main functions of Cognitive Radios are:

o     Spectrum Sensing: detecting the unused spectrum and sharing it without harmful interference with other users, it is an important requirement of the Cognitive radio network to sense spectrum holes, detecting primary users is the most efficient way to detect spectrum holes. Spectrum sensing techniques can be classified into three categories:

o   Transmitter detection: cognitive radios must have the capability to determine if a signal from a primary transmitter is locally present in a certain spectrum, there are several approaches proposed:
   - matched filter detection
   - energy detection
   - cyclostationary feature detection

o   Cooperative detection: refers to spectrum sensing methods where information from multiple Cognitive radio users are incorporated for primary user detection.

o   Interference based detection.

o      Spectrum Management: Capturing the best available spectrum to meet user communication requirements. Cognitive radios should decide on the best spectrum band to meet the Quality of service requirements over all available spectrum bands, therefore spectrum management functions are required for Cognitive radios, these management functions can be classified as:

        - spectrum analysis
        - spectrum decision

o     Spectrum Mobility: is defined as the process when a cognitive radio user exchanges its frequency of operation. Cognitive radio networks target to use the spectrum in a dynamic manner by allowing the radio terminals to operate in the best available frequency band, maintaining seamless communication requirements during the transition to better spectrum

o   Spectrum Sharing: providing the fair spectrum scheduling method, one of the major challenges in open spectrum usage is the spectrum sharing. It can be regarded to be similar to generic media access control MAC problems in existing systems
Three obstacles to cognitive radio

Cognitive radio (CR) is the next step in the evolution of software-defined radio (SDR). It takes SDR's ability to adapt to changing communications protocols and frequency bands and adds a new dimension: the ability to perceive the world around it and learn from experience.

FCC Commissioner Jonathan Adelstein says, "Cognitive radio technologies offer the potential for even more innovation that can spur our nation's productivity and our citizens' safety."

To the military this means radios that can adapt to the needs of any branch of the service, in any country, across time. To emergency and public-service providers this means spectrum sharing, while maintaining their priority. For the consumer it means a cell phone that can "tell" them, in real time, what the traffic conditions are ahead, where the nearest gas station is, and even how the surrounding terrain was formed.

It is a powerful vision of the future, which brings with it attendant challenges. The advent of CR engenders a quantum leap for policy makers and users alike. The concept of radio that can "learn" is a fundamental change in the perception of radio and the rules that govern it. In addition, the technology to create this new usage means a substantial overhaul of the way we do telephony today.

To realize the full potential of cognitive radio, there are hurdles to overcome. These include: the FCC development of policies that address and enforce the process and rules governing how frequencies and waveforms are selected and approved for use by cognitive equipment; software flexibility that can interface with policy updates; and functional interaction in the real world.

Development of policies


The first actionable challenge to development of CR lies with the Federal Communications Commission and related international governing bodies in developing policies governing cognitive radio. The two primary considerations are the language and protocols for initial interfacing with software and compliance/validation for existing instruments as policies change across time.

May 2003, marked the FCC's first public recognition of CR as a way to dramatically improve the efficiency of spectrum use. One of its first steps was a notice of proposed rule making and request for comment on "how rules and enforcement policies should address possible regulatory concerns posed by authorizing spectrum access based on a radio frequency (RF) device's ability to reliably gather and process real-time information about its environment or on the ability of device and/or users to cooperatively negotiate for spectrum access."

In response, a number of groups formed to provide feedback to the FCC. The National Science Foundation is studying and holding a number of interactive meetings with interested participants.
The newly formed Software Defined Radio Forum (SDRF) is taking a leadership role in exploring the questions that will help the FCC define policy. The SDRF is actively organizing people to begin to ask the right questions, defining interfaces and holding technical conferences.

Legacy spectrum holders are weighing in with their concerns about losing their spectrum. Internationally, the European and Asian communities are moving forward to develop their own policies, hoping there will be efforts to harmonize these policies among Europe, Asia and the Americas.

Software development


This need for national and international standards and policies is not theoretical, but urgently practical. Without it there can be no software development, and software is the very heart of CR.

Fundamentally, CR will have computational models of itself, its user, the uses it is put to, the networks available and its environment. Formulating standards in which waveform software has well-defined interfaces will not only make it feasible, but will in fact spur cooperation among developers of software.
As development moves forward, the greatest difficulty will be creating for an unknown future. As cognitive radios are placed in service, they will comply with prevailing operating rules of engagement. But on both the national and international fronts, policy will necessarily be fluid, adapting to changing needs, users, borders and technological advancements and challenges. It will be no small task to develop software agile enough to anticipate, accommodate and adapt to these unknown changes.

Current software development includes cellular waveform software, specifying what kind of waveform is needed to communicate in a particular application. But it must now expand into the kind of software that multimode radios can use to implement more than one waveform type. In addition, networking software needs to be developed that allows CR to participate in more than one network.

Other software development in the United States, principally through the Department of Defense and in academia, is in the early experimental stages.

Meanwhile, in Europe the E2R research program took a brisk approach and is studying end-to-end reconfigurability. This could effectively position them to control the intellectual property of CR. If the United States wants leadership in software development it may be necessary to set a more aggressive pace in software development.

Real-world functionality


The third and final hurdle for cognitive radio is real-life functionality. Cognitive radio will be required to interface with ever-expanding networks.

When the dream of cognitive radio melds into our highly mobile lives, it will be necessary to exhibit maximum flexibility and cognition to access shared spectrum on an opportunistic basis. For example, a construction foreman who stops at Starbucks on his way to the job site will need to see the color of the roofing that is being delivered to the site, and then find real-time alternatives to freeway congestion. When he gets to the site he'll need to e-mail the latest blueprint revisions to his home office, through the least expensive network. If he accidentally loses his phone, he needs it to call him and tell him where he lost it. And do this while sending and receiving phone calls and e-mails.

Currently there are few, if any, standardized protocols that lay the groundwork for this functionality.
As the appetite and need for services grows, networks are proliferating. In the defense community alone there are perhaps hundreds of different waveforms and networks made of those waveforms. Government networks are growing, including metro-area networks. In the commercial community there are Wi-Fi, WiMax, and Bluetooth networks. Add to these satellite networks based on Iridium that are capable of voice and data transmission.

The question now becomes: with so many points of entry and networks, each with their own services, how will CR be able to interface with the proliferation? The challenge then is to write software that is smart enough to choose the optimal network that fits the radio operator's requirements today and tomorrow.

Additionally, networks must be able to announce their availability. This network intelligence and access is integral to the CR's cognitive power.

We have difficult and complex questions facing us in the next decade. In addition to the pressing need to develop standards and policies, we face the daunting challenge of developing software that can imbue CR with the ability to reason, establish situational awareness and adapt to changing conditions in both policies and functionality.

By focusing time, energy and resources into both policies and software, we can realize the full potential of cognitive radio and its ability to maximize use of the spectrum while delivering ever-expanding services both here and around the world.







117
কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ইন্টারনেট কোম্পানি গুগল ইনকরপোরেট।

বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা বিশ্বের অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানের কাজ দেখভাল করবেন কাজী মনিরুল কবির, যিনি এর আগে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ছিলেন।
এছাড়া গ্রামীণ ফোনের সাত সদস্যের ম্যানেজমেন্ট কমিটি ও জিপিআইটি পর্ষদেও দায়িত্ব পালন করেন মনিরুল।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে গুগলের নতুন পদে যোগ দেন।
বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপ থেকে এমবিএ মনিরুল বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলালিংক ও রহিম আফরোজসহ বেশি কয়েকটি কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
অবশ্য গুগল এখনই বাংলাদেশে পুরোদমে কাজ শুরু করছে না। আপাতত তারা বাংলাদেশের বাজারের সব দিক বুঝে নিতে চায়। বর্তমানে বিশ্বের ৪৯টি দেশে নিজস্ব সেবা ও পণ্য বিক্রি করছে গুগল।
জনসংযোগ পেশায় দক্ষতার জন্য সুনাম অর্জন করা মুনিরুল বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খানিকটা দূরত্ব রাখাই যাদের রেওয়াজ।
“হ্যাঁ, আমি গ্রামীণ ফোন ছেড়ে গুগলের কান্ট্রি কনসালটেন্ট হিসাবে কাজ শুরু করছি। আমি দারুণ এক্সাইটেড”, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মুনিরুল।
বিভিন্ন বড় বড় কোম্পানির সেলস, কর্পোরেট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে কাজ করে আসা মুনিরুল তার নতুন মিশনে নতুন চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় আছেন। গুগল তাদের কর্পোরেট পণ্য বিক্রির ক্ষেত্রে অনেকটাই ই-কমার্স ব্যবস্থাপনার ওপর নির্ভর করে থাকে।
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ও মেইল আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম জিমেইলের মতো সেবা বিনা পয়সায় দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট সল্যুশনস বিক্রি করে গুগল। গুগলের আয়ের একটি অংশ আসে বিভিন্ন কোম্পানির কাছে সার্চ টেকনোলজি বিক্রির মাধ্যমে।
গুগল বাংলাদেশে যাত্রা শুরু করায় এ দেশে মোবাইল ও ইন্টারনেট অ্যাপসের বাজারও চাঙ্গা হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, আর তিন বছরের মধ্যে বিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারীদের ছাড়িয়ে যাবে। বাংলাদেশ এরইমধ্যে সেই অবস্থায় পৌঁছে গেছে।
আর এ কারণেই সাম্প্রতিক দিনগুলোতে আনড্রয়েড অপারেটিং সিস্টেমসহ মোবাইল ফোন সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের ব্যবসায় অনেক বেশি মনোযোগী হয়েছে গুগল।



Source: http://bit.ly/TtKEin

118
Be a Leader / Re: Some tips for improving your skills
« on: October 22, 2012, 02:18:15 PM »
Tip 5: Be willing to be stupid

Feeling stupid is no fun. This is way to build new connections in brain, which means reaching, failing, and yes looking stupid. Being willing to be stupid -- in other words, being willing to risk the emotional pain of making mistakes -- is absolutely essential, because reaching, failing, and reaching again is the way your brain grows and forms new connections. When it comes to developing talent, remember, mistakes are not really mistakes, they are the guideposts you use to get better.

One way some places encourage "productive mistakes" is to establish rules that encourage people to make reaches that might otherwise feel strange and risky -- in effect, nudging them into the sweet spot at the edge of their ability. For example, students at the Meadowmount School of Music often practice according to an informal rule: If a passerby can recognize a song , it's being played too fast. The point of this super- exaggerated slowness (which produces songs that resemble those of humpback whales) is to reveal small mistakes that might have gone undetected, thus create more high-quality reaches.

Businesses do it too. Google offers "20-percent time": Engineers are given 20 percent of their work time to spend on private, non approved projects they are passionate about. and thus ones for which they are more likely to take risks. Numerous organizations have employees sign a "contract" affirming that they will take risks and make mistakes. Living Social, the Washington, D.C., e-commerce company, has a rule of thumb for employees: Once a week, you should make a decision at work that scares you.

Whatever the strategy, the goal is always the same: to encourage reaching, and to interpret mistakes so that they're not verdicts, but the information you use to navigate to the correct move.

119
আমার বাসায় গ্যাস বিল সাশ্রয় করার জন্য এই ভরা শীতে ঘুমোতে যাবার সময় বা আগে দুই ঘন্টার মতো রুম হিটার অন রেখে রুম গরম হবার পর স্ট্যান্ডবাই করে দিয়ে ঘুমাতে যাই। কখনো কখনো অনেক রাতে বাসায় ফিরলে হিটার অন করে দিয়েই শুয়ে পড়ি। গরমটা ভাল করে লাগবার জন্য বেডে না ঘুমিয়ে নিচে ফ্লোর মেটের উপরই ঘুমাই। অনেকক্ষণ পর যখন পিঠে গরম লাগে বেশি তখন উঠে হিটার স্ট্যান্ডবাই করে দেই। কিন্তু কখনো কখনো ঘুম থেকে উঠে দেখি হিটার আবার অন! ঘটনা কি? নাহ, এটা কোন ভুত-পেত্নীর আছর না। :)

ঐ হিটারের সাথে সেন্সর নামক এক পাহারাদার লাগানো আছে যে সবসময়ে রুমের তাপমাত্রা মাপতে থাকে। যখনই সহনশীল মাত্রার নিচে নেমে যায় তাপমাত্রা তখনই সে হিটার অন করে দিয়ে গৃহকর্তাকে অতিশীতের হাত থেকে রক্ষা করে। তা না হলে দেখা যেত ঘুমের ভিতরেই মাইনাস ডিগ্রী তাপমাত্রায় হি হি করে কাঁপছি!

তাহলে আমরা এবার জানতে চাই এ সেন্সর মানে কি? খায় নাকি মাথায় দেয়? সেন্সর নেটওয়ার্কই বা কি জিনিস?

বাংলাদেশের লোডশেডিং-এর জামাই আদরের মাঝে থেকে এ সরকারের আমলে আপনারা সবাই কম-বেশি সৌর বিদ্যুত নামটার সাথে পরিচিত। :) এই সৌরবিদ্যুতের যে মূল ইউনিট সেটা হলো ‘সোলার সেল’। এটাও একটা সেন্সর যন্ত্র। এর কাজ হলো দিনের বেলায় সূর্যের তাপ সেন্স করতে থাকে, তারপর সে অনুযায়ী বিদ্যুত উৎপাদন করে। একটা সোলার প্যানেলে হাজার হাজার সোলার সেল থাকে। সাথে থাকে ট্র্যাকার, যেটা দিয়ে সকাল-দুপুর-বিকেল সূর্যের গতিপথের পিছপিছ ঘুরে।তবে সোলার প্যানেল থেকে ডিসি বিদ্যুত উৎপন্ন হয় যেটা ব্যাটারী চার্জ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়। সেটা দিয়ে ফ্যান চালাতে হলে ইনভার্টার দিয়ে এসি বিদ্যুতে পরিবর্তন করে নিতে হয়।

তবে পোস্টের মূল উদ্দেশ্যের বাইরে গিয়ে বলি আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ বিদ্যুত দরকার সেটা সোলার প্যানেল দিয়ে পূরণ করা সম্ভব না, কারণ এটা দিয়ে খুব অল্প ভোল্টেজের বিদ্যুত উৎপন্ন হয়, কিন্তু সোলার প্যানেলগুলোর দাম অত্যধিক।গ্রামে- গন্জে বিশেষ করে দ্বীপ অন্চলে যেখানে বিদ্যুতের তার পৌঁছানো কষ্টকর সেখানে নাই মামা চেয়ে কানা মামা ভাল হিসেবে সৌর বিদ্যুত কাজে লাগে।

তাহলে আমরা কি দেখলাম? একটা সেন্সর (Sensor) এক শক্তিকে আরেকটা শক্তিতে রূপান্তর করে।এটার আরেকটা নাম হলো ট্রান্সডিউসর (Transducer). যেমন ধরুন, তাপ শক্তি থেকে বিদ্যুত শক্তি, আলোক শক্তি থেকে বিদ্যুত শক্তি, শব্দ শক্তি থেকে আলোক শক্তি, চুম্বক শক্তি থেকে শব্দ শক্তি ইত্যাদি ইত্যাদি।

তাহলে আমরা নানারকমের সেন্সরের প্রকারভেদটা একটু দেখে নেই,

১। ম্যাকানিক্যাল সেন্সর (পিজোইলেকট্রিক ইফেক্ট কাজে লাগায়, নদীর জোয়ার ভাটা নির্ণয়ে, বন্যা পরিস্থিতিতে পানির উচ্চতা মাপতে পারে)
২। ম্যাগনেটিক, ইলেক্ট্রোম্যাগনেটিক সেন্সর (হল ইফেক্ট কাজে লাগায়)
৩। থার্মাল সেন্সর (এটা আমার রুমে কাজ করে)
৪। অপটিক্যাল ট্র্যান্সডিউসার (ফটোভোল্টায়িক ইফেক্ট কাজে লাগায়, এটা হলো গিয়ে সোলার সেল)
৫। ক্যামিক্যাল এবং বায়োলজিক্যাল সেন্সর (বিভিন্ন ফুড মনিটরিং-এর কাজে, ব্লাড প্রেশার মাপতে, হার্টের অবস্থা ইত্যাদি চেক করতে ব্যবহৃত হয়)

ব্র্যাকেটের ভিতরে কিছু তাত্ত্বিক ইফেক্টের কথা বলা আছে, মানে এই সেন্সরগুলো কিভাবে কোন পদ্ধতিতে সেন্সিং-এর কাজ করে সেই নামগুলো। এগুলো সাধারণের না জানলেও চলবে, কেবল এই লাইনের টেিক লোকেরা নিজ দায়িত্বে পড়ে বুঝে নিলেই হবে বা অনেকে জানেও। :)

এবার আমরা একটু বুঝে নেই সেন্সর নেটওয়ার্ক কি জিনিস? মনে করুন কোন এক স্থানের পরিবেশের ব্যাপারে আপনার উপাত্ত দরকার। তাহলে কি করতে হবে অনেকগুলো সেন্সর ডিভাইস (Sensor/ Actuator) সেখানে ছড়িয়ে দিতে হবে, তাদের কাজ হবে আশপাশের পরিবেশ থেকে কাঙ্খিত তথ্য সংগ্রহ করা, যেমন ধরেন তাপমাত্রা, এরপর সেটাকে মেশিন বুঝবে সেরকম ভাষায় পরিবর্তন করা মানে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করা। এদের সবার মাঝে বিভিন্ন টপোলজিতে কানেকশান থাকবে। কানেকশান হতে পারে রিং টপোলজিতে (Ring Topology) বা মেশ টপোলজিতে (Mesh Topology) বা আর কোনভাবে। আবার কানেকশান হতে পারে তারসহ (Wired) বা তারছাড়া (Wireless). বেশিরভাগ ক্ষেত্রে তারহীন সেন্সর নেটওয়ার্ক ব্যবহার করা হয়, ঝামেলা কম, কস্ট কম তাই। সেন্সর নেটওয়ার্ক সাধারণত এডহক নেটওয়ার্কের (Adhoc Network) ন্যায় কাজ করে।

Fig. 1: Attachment 1

এরপর একটা মাস্টার থাকে (Gateway Sensor node) বা ধরেন গিয়ে মোবাইল ফোনের যে বেইস স্টেশন (Base Station) আছে সেরকম কিছু, তার কাজ হলো বিভিন্ন সেন্সর নোড থেকে উপাত্তগুলো সংগ্রহ করা, কোন নোড নষ্ট হয়ে গেল কিনা, তার আয়ু শেষ হয়ে এলো কিনা এসব দেখা। যদি লিন্কের মাঝখানের কোন নোড নষ্ট হয় তাহলে বিকল্প কানেকশান তৈরী করা, নোডগুলোতে পাওয়ার সাপ্লাই দেয়া ইত্যাদি ইত্যাদি। এরপর সে উপাত্তগুলো জোগাড় করে উপরের মহলে পাঠায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবার জন্য।

সেন্সরের আরেক রকম দুই ভাগ হলো: স্মার্ট সেন্সর এবং ভার্চুয়াল সেন্সর।

স্মার্ট সেন্সরের কাজ শুধু কেবল তথ্য সংগ্রহ করা না, সেখানে সিগনাল প্রসেসিং-এরও কাজ হয়, কিছু মেমোরী থাকে, তাৎক্ষণিকভাবে কিছু জরুরী সিদ্ধান্ত নেবার মতো ক্ষমতা থাাকে, জরুরী পরিস্থিতির তৈরী হলে ( নদীতে হঠাৎ বন্যা বা বনে দাবানল ছড়িয়ে পড়লে) এলার্মিং ফাংশানও তৈরী করতে পারে। ভার্চুয়াল সেন্সর, স্মার্ট সেন্সরেরই একটা পার্ট।

Fig. 2: Attachment 2

তাহলে এই হলো অতি সংক্ষেপে সেন্সর নেটওয়ার্কের টেকি গ্যাজানি।

এবার এই নেটওয়ার্কের মজার কিছু এপ্লিকেশন দেখি,

১। ব্যস্ত শহরে রাস্তার জ্যাম কমানো(SFPark Program) :

http://www.technologyreview.com/news/426696/sensor-networks-could-end-parking-rage/

আমেরিকার সানফ্রানসিস্কো শহরে হাজার হাজার ম্যাগনেটিক সেন্সর লাগানো হয়েছে যাতে করে ড্রাইভাররা খুব সহজে শহরে পৌঁছেই কোন পার্কিং করার জায়গা খালি আছে সেটা খুঁজে বের করতে পারে। এর জন্য ড্রাইভারদেরকে একটি ওয়েবসাইট বা স্মার্ট ফোন ব্যবহার করতে হবে।

২। বডি সেন্সর নেটওয়ার্ক অথবা বডি এরিয়া নেটওয়ার্ক (BSN / BAN):

শরীরে তাপমাত্রা, ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ একজন রোগীর অনেক কিছুই ডাক্তার দূরে বসে মনিটর করতে পারবেন।

Fig. 3: Attachment 3

৩। বনের দাবানল সেন্স করা:

http://www.futuregov.asia/articles/2012/jan/18/china-pilots-wildfire-detection-sensor-network/

শীতকালীন শুষ্ক সময়ে অনেক সময়েই বিভিন্ন বনে গাছে গাছে সংঘর্ষ হয়ে দাবানল ছড়িয়ে যেতে পারে। চীনে পাঁচ মিনিটের ভিতরে সেই দাবানল সেন্স করার একটা পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে।

Fig. 4: Attachment 4

120
Be a Leader / Re: Some tips for improving your skills
« on: October 17, 2012, 06:31:21 PM »
Tip 4: Buy a notebook

A high percentage of top performers keeps some form of daily performance journal. Tennis champion Serena Williams and former World Series MVP Curt Schilling use notebooks; the rapper Eminem and the choreographer Twyla Tharp use shoeboxes, which they fill with ideas written on scrap paper. What matters is not the precise form. What matters is that you write stuff down and reflect on it. Results from today. Ideas for tomorrow. Goals for next week. A notebook works like a map: It creates clarity.

Pages: 1 ... 6 7 [8] 9