Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - nmoon

Pages: 1 ... 7 8 [9] 10
121


রোবট অ্যাপ স্টোরের শিক্ষাভিত্তিক শাখা রোবটসল্যাব। ইতোমধ্যেই ক্লাসরুমে ব্যবহারের জন্য ‘রোবটসল্যাব বক্স’ নামের টুল বক্স তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আর বক্সটিতে রয়েছে কথা বলা টিয়ে পাখির মতো প্যারোট ড্রোন, একটি স্ফিরো রোবটিক বল, দু’চাকার মডিউলার রোবট মোবট এবং রোবটিক হাত আর্মবট।

রোবটসল্যাব বক্সের রোবটগুলো নিয়ন্ত্রণের জন্য বক্সটির সঙ্গেই থাকবে একটি ট্যাবলেট। ট্যাবলেটটি দিয়ে রোবটগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পড়ার বিষয়গুলো বাচ্চাদের শেখাতে রোবটগুলো যেন কাজে লাগানো যায়, সেজন্য আছে নানা ফিচার।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোবটসল্যাব সিইও ইলাদ ইনবার বলেন, ‘আমাদর উদ্দেশ্য হচ্ছে ৭ম থেকে ১২তম গ্রেডের শিশু-কিশোরদের মজা করতে করতেই জ্যামিতি, বীজগণিত আর পদার্থবিজ্ঞনের মতো কঠিন সব বিষয় শেখাতে সাহায্য করা।’

122


বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন ইন্টারনেট উদ্যোক্তা রোগ নিয়ে গবেষণা করা ১১ গবেষককে ব্রেকথ্রু পুরস্কারে মনোনীত করেছে। এদের প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ৩০ লাখ ডলার করে পাবেন।

অর্থের দিক দিয়ে এই পুরস্কারটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিজ্ঞান পুরস্কার।

চলতি বছর মনোনীতদের মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। বাকি দুইজনের একজন নেদারল্যান্ডের ও অপরজন জাপানের নাগরিক।

গবেষকদের বেশ কয়েকজন সেল জেনেটিক নিয়ে কাজ করছেন। তারা গবেষণা করছেন, এটি কীভাবে রোগের সঙ্গে সম্পৃক্ত তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

ফেইসবুকের প্রতিষ্ঠাতা, গুগল, অ্যাপল এবং অন্য আরও বেশ কয়েকটি ইন্টারনেট উদ্যোক্তা প্রতিষ্ঠান যৌথভাবে এই পুরস্কারের জন্য অর্থ বরাদ্দ করছে।

জুকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রেইন এবং রাশিয়ার উরি মিলনার এই পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন।

মিলনার এবং অ্যাপলের বর্তমান চেয়ারম্যান আর্থার লিভিনসন এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নির্বাচন করেন।
তরুণদের বিজ্ঞানের প্রতি আরো মনোনিবেশ করার প্রতি উৎসাহিত করতেই এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

২০১৪ সাল থেকে ৫জন বিজ্ঞানীকে এই ব্রেকথ্রু পুরস্কার দেওয়া হবে। তাতে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না। এবং আগেরবার বিজয়ীও পরবর্তী পর্যায়ে আবারও পুরস্কারের জন্য মনোনীত হতে পারবেন।

২০১৩ সালে ১১ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তারা হলেন, কর্নেইলা বার্গম্যান, ডেভিড বোটস্টেইন, লুইস কনটেলি, হান্স ক্লেভারস, নেপলিয়ন ফেরারা, টিটিয়া দ্য ল্যাঞ্জ, এরিক ল্যান্ডার, চার্লস সইয়ারস, বার্ট ভগেলস্টিন, রবার্ট ওয়েনবার্গ, শিনিয়া ইয়ামানাকা। এরা প্রত্যেকেই চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষনা করছেন।

123
‘ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট’ এর এ জরিপে দেখা গেছে, নতুন ক্যান্সার ধরা পড়েছে এমন রোগীদের প্রতি ৪ জনের একজনের ক্ষেত্রে পরিবার পরিজনদের সহায়তার অভাব রয়েছে এবং রোগ প্রতিরোধে সে একাকী লড়ছে।

যুক্তরাজ্যে কারো কোনো সাহায্য ছাড়া নিজেদের দেখভাল করে প্রায় ৭০ হাজার মানুষ। ক্যান্সার রোগীদের এ সংখ্যা তার সমপর্যায়ে বলে জানানো হয়েছে গবেষণায়।

এতে আরো দেখা গেছে, অর্ধেকেরও বেশি ডাক্তার কারো কোনো সহায়তা ছাড়া রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে চায় না।

যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ৩ লাখ ২৫ হাজার মানুষের ক্যান্সার ধরা পড়ে।

এর মধ্যে প্রায় ১৮০০ রোগীর ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, পরিবার-পরিজন অনেক দূরে বসবাস করায় রোগীরা তাদের সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে।

আবার অনেকের ক্ষেত্রে অনেক রকম দায়বদ্ধতার কারণে বা কারো কারো ক্ষেত্রে তেমন কেউ না থাকার কারণেও রোগীরা একাকী হয়ে পড়ছে।

জরিপে অংশ নেয়াদের প্রায় ১২ শতাংশই প্রশ্নের উত্তরে বলেছে, ৬ মাসেরও বেশি সময় ধরে পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে তাদের কোনো য্গোযোগ নেই।

এই নিঃসঙ্গতা রোগীদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং রোগী কম দিন বাঁচতে পারে বলেই অভিমত বেশির ভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞের।

124
গত বছর স্কটিশ গবেষকদের একটি গবেষণার পর এ গবেষণাটি পরিচালনা করেছে বেলজিয়ামের হাসেল্ট বিশ্ববিদ্যালয়।

৬ লাখ শিশু জন্মের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তিন তিন বার ৩৭ সপ্তাহের আগে শিশু জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে।প্রতিবারই এ নিম্নহার দেখা গেছে জনসমাগম এলাকায় ধূমপানে নিষেধাজ্ঞা চালু হওয়ার পর।

কিন্তু নিষেধাজ্ঞা চালুর আগে এ ধরনের প্রবণতা দেখা যায়নি।ব্রিটিশ মেডিকেল জার্নালে গবেষণার এ ফল প্রকাশিত হয়েছে।

অবশ্য ধূপমান নিষিদ্ধ হওয়াই অপরিণত শিশুজন্মহার কমে যাওয়ার একমাত্র কারণ কিনা গবেষকরা তা নিশ্চিত হতে পারেননি।

তবে ধূমপানের কারণে অনাগত শিশুর ওজন কমে এবং অপরিণত শিশু জন্ম নেয়ার ঝুঁকি বেড়ে যায় তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বিভিন্ন গবেষণায়।

সর্বসাম্প্রতিক নতুন গবেষণাটিতে বেলজিয়ামে প্রতিবার ধূমপানের ওপর নিষেধাজ্ঞা চালু হওয়ার পর গবেষকরা অপরিণত শিশুর জন্মহার খতিয়ে দেখেছেন।

দেশটিতে জনসমাগম এলাকা এবং বেশিরভাগ কর্মস্থলকেই ধূমপানমুক্ত করার বিধি চালু হয় ২০০৬ সালে।২০০৭ সালে একই নিয়ম চালু হয় রেস্তোরাগুলোতেও এবং ২০১০ সালে খাবার সার্ভ করা বারগুলোতে এ নিয়ম চালু হয়।

তিনবারই দেশটিতে অপরিণত শিশুজন্মহার কমতে দেখা গেছে।২০০৭ এবং ২০১০ সালে ধূমপানে নিষেধাজ্ঞার পর প্রতিবারই অপরিণত শিশু জন্মহার প্রায় ৩ শতাংশ কমতে দেখা গেছে।এতে সামগ্রিকভাবে অপরিণত শিশুর জন্ম কমেছে প্রতি ১ হাজার জনে ৬টি।

125
এর জন্য ক্যান্সার সম্পর্কে জনমনে ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানো প্রয়োজন এবং সরকারকে এক্ষেত্রে আরো এগিয়ে আসতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশদের এক তৃতীয়াংশ এখনো ক্যান্সার আক্রান্ত হওয়াকে দুর্ভাগ্য বলে মনে করে- এমনটিই দেখা গেছে এক জরিপে।আর এর পরিপ্রেক্ষিতেই ক্যান্সারে মৃত্যু ঠেকানো নিয়ে এ তথ্য জানাল ডব্লিউসিআরএফ।

যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১৫৭,০০০ জন ক্যান্সারে মারা যায়। মৃত্যুহার কমে আসছে এমনটি ধারণা করা হলেও বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় ক্যান্সারে মৃত্যুহার ২০২৫ সাল নাগাদ বেড়ে ১৮২০০০ তে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

ডব্লিউসিআরএফ দুই হাজার প্রাপ্ত বয়স্কের উপর গবেষণা চালিয়ে দেখেছে, এদের ২৮ শতাংশই মনে করে ক্যান্সার প্রতিরোধে তেমন কিছু করার নেই।

ডব্লিউসিআরএফ’র কর্মকর্তা ড. কেট অ্যালেন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে বোঝা যাচ্ছে যে, জনগণের বড় একটা অংশই এটা উপলব্ধি করতে পারেনি যে ক্যান্সারের ঝুঁকি কমাতে তাদের অনেক কিছু করার আছে।

অ্যালেন বলেন, “স্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে শুরু করে পরিমিত ওজন ধরে রাখা এবং সবসময় কর্মঠ থাকার মধ্য দিয়ে প্রায় এক তৃতীয়াংশ সাধারণ ক্যান্সার প্রতিরোধ করা যায়।”

তিনি আরো বলেন, “ক্যান্সার প্রতিরোধে প্রত্যেকেরই ভূমিকা পালন করার আছে। তবে সরকার এবং স্বাস্থ্যসেবা কর্মীদের দায়িত্ব এক্ষেত্রে বেশি; বিশেষ করে জনসচেতনতা বাড়াতে এবং জনগণের জীবনযাত্রা ও অভ্যাস পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

126
তিন বছর আগে হৃদরোগে নাতাশা হ্যারিস নামে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

তিনি প্রতিদিন ১০ লিটার পরিমাণ কোকাকোলা পান করতেন।

ওই পরিমাণ কোকাকোলায় মানুষের শরীরে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ পরিমাণ ক্যাফেইন এবং গ্রহণযোগ্য মাত্রার ১১ গুণ বেশি চিনি থাকে।

পরীক্ষক ডেভিড ক্রিরার পরীক্ষা করে দেখেছেন, ১০ লিটার কোকে ১ কেজিরও বেশি চিনি এবং ৯শ’ ৭০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে।

তিনি জানিয়েছেন, অতিরিক্ত কোকাকোলা পানে নাতাশার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়েছিল।

হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়লে কখনো খুব দ্রুত আবার কখনো খুব ধীরে লয়ে স্পন্দন হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাতাশা কোকাকোলায় আসক্ত হয়ে পড়েছিলেন এবং কোকাকোলা পান না করলে তার খিচুনিসহ বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া হত। অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তেন বলেও জানান তারা।

তবে কোকাকোলা কর্তৃপক্ষ দাবি করেছে, মিস হ্যারিসের মৃত্যুতে তাদের পণ্যের কোনো দায় আছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু পরীক্ষক ক্রিরার মনে করেন, কোমল পানীয় কোম্পানিগুলোর উচিত তাদের চিনি ও ক্যাফেইন যুক্ত পানীয় অতিরিক্ত পান করার বিষয়ে ক্রেতাদের পরিষ্কারভাবে সতর্ক করা ।

127
‘বিফ’ পাস্তায় ঘোড়ার ডিএনএ সনাক্ত হওয়ার পর মাংসযুক্ত পণ্য সরবরাহ স্থগিত করেছে নেসলে। সুইজারল্যান্ড ভিত্তিক এই কোম্পানিটি এক জার্মান সরবরাহকারীর কাছ থেকে মাংস কিনে থাকে।

বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির খাদ্যপণ্যে গরুর মাংসের স্থলে ঘোড়ার মাংস পাওয়া যাওয়ার ধারাবাহিক ঘটনায় এবার নেসলের নামও যুক্ত হল।

কোম্পানিটির এক মুখপাত্র দাবি করেছেন, তাদের পণ্যে ঘোড়ার মাংসের পরিমাণ খুব কম। তবে তা এক শতাংশের বেশি বলে স্বীকার করেছেন তিনি।

তাদের খাদ্যপণ্যে ঘোড়ার মাংস নেই বলে গেল সপ্তাহে দাবি করেছিল নেসলে, আর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পণ্যে ঘোড়ার মাংস আবিষ্কৃত হওয়ার মাংসযুক্ত পণ্য সরবরাহ বন্ধ করতে বাধ্য হলো কোম্পানিটি।

এক জার্মান সরবরাহকারীর মাংসে কিছু সমস্যা সনাক্ত হয়েছে বলে বিবিসির প্রতিনিধির কাছে স্বীকার করেছেন নেসলের এক মুখপাত্র।

আয়ারল্যান্ডে প্রথম ধরা পড়ার পর থেকে ইউরোপজুড়ে একের পর এক গরুর মাংসের স্থলে ঘোড়ার মাংসযুক্ত খাদ্যপণ্য আবিষ্কৃত হতে থাকে। এতে ইউরোপে মাংস ব্যবসায় মারাত্মক সঙ্কট তৈরি হয়।

এক জরিপে দেখা গেছে, কেলেঙ্কারী ফাঁস হওয়ার পর থেকে যুক্তরাজ্যের প্রায় ৬৫ শতাংশ মানুষ মাংস কেনা কমিয়ে দিয়েছে।

128


নকিয়া লুমিয়া ৯২০ ও নকিয়া লুমিয়া ৮২০ নামের হ্যান্ডসেট আগামী ১৪ ফেব্রয়ারি থেকে বাজারে পাওয়া যাবে।

মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে নকিয়া দুটি মডেলের আনুষ্ঠানিক বাজারজাতের ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নকিয়া এমাজিং কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ বলেন, নতুন এ হ্যান্ডসেট দুটি নকিয়া ইউন্ডোজ ফোন ৮ সিরিজের প্রথম হ্যান্ডসেট। এ হ্যান্ডসেটে সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ নিখুঁত ছবি তোলার সুবিধা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে এক মাস  বাংলাদেশে লুমিয়া হ্যান্ডসেট দুটি কেনায় গ্রামীণফোন গ্রাহকরা বিশেষ অগ্রাধিকার সুবিধা পাবেন। প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকবে বিশেষ বান্ডেল অফার। নির্বাচিত গ্রামীণফোন সেন্টার এবং নকিয়া স্টোর থেকে এই দুটি মডেলের যে কোন একটি কিনলেই এই বিশেষ অফার পাওয়া যাবে।

129


গুগল ম্যাপসের জনপ্রিয় সেবা স্ট্রিট ভিও (অনলাইন মানচিত্র প্রযুক্তি) ‘গুগল গাড়ির’ মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রাম জুড়ে ছবি সংগ্রহ শুরু করেছে।

বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এই কর্মসূচিতে গুগল ম্যাপসের সঙ্গে কাজ করছে।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অত্যাধুনিক প্রযুক্তির ‘গুগল গাড়ির’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই গুগুল গাড়ি গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামের নানা এলাকা থেকে ছবি সংগ্রহ করবে।

গুগল ম্যাপস মনে করে, বাংলাদেশে স্ট্রিট ভিউ চালু হওয়ার ফলে দেশের অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে এবং মানুষের কাছে অনলাইন সেবা আরও সুবিধাজনক হবে এবং বাংলাদেশ একটি আকর্ষণীয় ও উদীয়মান পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে পরিচিতি পাবে।

অনুষ্ঠানে গুগল এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর অব পাবলিক পলিসি অ্যান লেভিন বলেন, ঢাকা ও চট্টগ্রামে স্ট্রিট ভিউ ড্রাইভিং চালু করায় স্ট্রিট ভিউয়ের ছবি বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেবে।

এর ফলে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক দুটোকেই আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন অ্যান লেভিন।

আগামীতে বাংলাদেশে নতুন নতুন সেবা শুরু করার আশা প্রকাশ করে অ্যান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যে গুগল তার স্ট্রিট ভিউয়ের মত অনলাইন মানচিত্র প্রযুক্তি নিয়ে এসেছে। পরবর্তী সময়ে গুগল ম্যাপে বাংলাদেশের ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ছবি শেয়ার করা হবে।

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশের জনকল্যাণে নানা ধরনের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করবে।

পর্যটন ও বেসমরিক বিমান চলাচল সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, গুগল ম্যাপসের স্ট্রিট ভিউ বাংলাদেশর পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব এন আই খান বলেন, যেকোন অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান, আগামীতে যে কোন ধরনের উদ্যেগে গুগলকে সহযোগিতা করে যাবে সরকার।

যে দেশগুলোতে স্ট্রিট ভিউ সুবিধা রয়েছে সেখানকার ব্যবহারকারীরা গুগল ম্যাপস থেকে যে কোন এলাকার দৃশ্য বড় করে দেখতে পারেন।

130
ছায়াপথের প্রতি ছয়টি নক্ষত্রের অন্তত একটি নক্ষত্রকে ঘিরে পৃথিবী আকৃতির গ্রহ আবর্তন করছে। এ হিসাব অনুযায়ী, ছায়াপথে পৃথিবীর আকারের গ্রহের সংখ্যা মোট ১৭শ’ কোটি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র কেপলার টেলিস্কোপ (দূরবীক্ষণ যন্ত্র) ব্যবহার করে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

পর্যবেক্ষণে দেখা যায়, ১৭ শতাংশ নক্ষত্রকে ঘিরে পৃথিবীর দেড় গুণ আকৃতির অন্তত একটি গ্রহ আবর্তন করছে।

এগুলোর বার্ষিক গতি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের মতো ৮৫ দিন বা তার বেশি। এ হিসেবে আমাদের ছায়াপথে আছে পৃথিবীর আকারের অন্তত ১ হাজার সাতশ’ কোটি গ্রহ।

কেপলার গবেষক দল এও জানিয়েছে যে, আরো ৪৬১টি এ ধরনের নতুন গ্রহের খোঁজ পেয়েছেন তারা। এ নিয়ে এ পর্যন্ত কেপলারের খুঁজে পাওয়া গ্রহের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৪০টি।

৪৬১টি গ্রহের মধ্যে অন্তত ১০ গ্রহে ‘বাসযোগ্য অঞ্চল’ পাওয়া গেছে যেখানে পানি পাওয়া যেতে পারে। ক্যালিফোর্নিয়ায় ‘আমেরিকান অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন’ এর ২২১তম বৈঠকে নতুন এ তথ্য জানানো হয়।

২০০৯ সালে সক্রিয় হওয়ার পর থেকে কেপলারের দৃষ্টিসীমার মধ্যে আকাশের একটি নির্দিষ্ট অংশে দেড় লক্ষাধিক নক্ষত্রের ওপর পর্যবেক্ষণ চলছে। এ অংশ মহাকাশের চারশ’ ভাগের এক ভাগ মাত্র।

কোনো নক্ষত্র থেকে প্রতি মিনিটে আসা আলোর মধ্যে দিয়ে কোনো গ্রহ অতিক্রম করলে তা হিসাব করা হয় এর মাধ্যমে। একে ওই গ্রহটির ‘ট্রানজিট’ বলা হয়।

তবে কেপলারের দৃষ্টিসীমার বাইরেও এ ধরনের আরো অনেক গ্রহ রয়ে গেছে বলে জানিয়েছেন ‘হাভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের’ গবেষক ফ্রাঁসোয়া ফ্রেসিন।

তিনি বলেন, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা শুধু সেই গ্রহগুলোই দেখতে পাচ্ছি যা আমাদের যন্ত্রের দৃষ্টিসীমা ও সনাক্ত ক্ষমতার মধ্যে রয়েছে। তবে এর বাইরেও এ ধরনের আরো অনেক গ্রহ রয়েছে।

তাছাড়া, দূরবীক্ষণের সীমার মধ্যে খুঁজে পাওয়া সবগুলো জ্যোতিষ্ক গ্রহ নয় বলেও জানান তিনি। এগুলোর মধ্যে বেশকিছু বাইনারি নক্ষত্রও থাকতে পারে যা অন্য নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে।

ফ্রেসিন বলেন, কেপলারের মধ্যে দিয়ে আমরা যতোগুলো জ্যোতিষ্ক খুঁজে পেয়েছি তার মধ্যে ৯ দশমিক ৫ শতাংশ নতুন গ্রহ, বাকিগুলো আগে থেকেই পরিচিত।

131
Departments / Intel will launch Internet based TV
« on: February 20, 2013, 05:12:49 PM »

প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল, সার্চ জায়ান্ট গুগল ও অনলাইনে পণ্য বিক্রেতা অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় নামার কথা প্রকাশ করেছে ইনটেল। ইনটেলের ভাইস প্রেসিডেন্ট এরিক হুগারস প্রযুক্তি বিষয়ক ব্লগ অলথিংস ডিজিটালকে বলেন, কেব্ল অপারেটরদের মতো আমরা ভোক্তাদের সবচেয়ে ছোট বান্ডেলের কনটেন্ট দেয়ার পরিকল্পনা করেছি।

 

রয়টার্সকে হুগারস বলেন, মানুষের চাহিদার পরিবর্তন ঘটছে। আমরা মানুষের চাহিদা বুঝি। যে ধরনের অনুষ্ঠান দর্শক পছন্দ করে আমরা সেসব অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবো।

 

এ বছরই ইন্টারনেটভিত্তিক টিভি চ্যানেলের যাত্রা শুরু করতে আশাবাদী ইনটেল। এজন্য সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে বলেও হুগারস উল্লেখ করেন।

 

ইতোমধ্যেই নিজস্ব ভার্চুয়াল টেলিভিশন সার্ভিস চালু করতে নির্দিষ্ট নেটওয়ার্কে কেব্ল ও স্যাটেলাইটের লাইসেন্সও নিয়েছে প্রতিষ্ঠানটি।

132
Departments / Laser cooling system helpful for Environment
« on: February 20, 2013, 05:12:08 PM »

লেজার কুলিং সিস্টেম নিয়ে গবেষণায় নেতৃত্ব দেন এনটিইউ-এর স্কুল অফ ফিজিকাল অ্যান্ড ম্যাথমেটিকাল সায়েন্সের সহ-অধ্যাপক ঝিওং কাইহা। লেজার রশ্মি ব্যবহার করে ক্যাডমিয়াম সালফাইডের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে সক্ষম হন বিজ্ঞানীরা।

বর্তমানে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজার (এমআরআই) থেকে শুরু করে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্যাটেলাইট ক্যামেরায় ব্যবহৃত কুলিং সিস্টেম-এর সবগুলোই প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি খরচ করে। পাশাপাশি এই যন্ত্রগুলোর অনেকগুলো থেকেই প্রচুর গ্রিনহাউজ গ্যাস নির্গত হয়। গতানুগতিক কুলিং সিস্টেমের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে লেজার কুলিং সিস্টেমটি।

গ্রিনহাউজ গ্যাস ব্যবহার করবে না, এমন এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর তৈরিও সম্ভব একই প্রযুক্তি দিয়েই।

এমনকি কম্পিউটারের ব্যবহার এবং এর গতি যতোই বাড়ছে, ততোই প্রয়োজন বাড়ছে এর কার্যক্ষমতা অক্ষত রাখতে শক্তিশালী কুলিং সিস্টেম ব্যবহারের। সিঙ্গাপুরের বিজ্ঞানীদের তৈরি লেজার কুলিং প্রযুক্তি ব্যবহার করে আকারে আরো ছোট কম্পিউটার চিপ তৈরি করা যেতে পারে যা নিজেই নিয়ন্ত্রণ করবে তাপমাত্রা।

133


বরাবরের মতোই অপারেটিং সিস্টেমের আপডেট নিয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি গুগল। অপারেটিং সিস্টেমটির পুরনো ভার্সনের সঙ্গে নতুনটির পার্থক্য কি হতে পারে, সে ব্যাপারে নিরবতা পালন করছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেম আপডেটের ব্যাপারে অনলাইনে জানান একাধিক নেক্সাস ডিভাইস ব্যবহারকারী। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির নতুন আপডেট নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও আপডেটটি নেক্সাস ডিভাইসের ব্লুটুথের এটুডিপি স্ট্রিমিংয়ের সমস্যাগুলো সমাধান করবে বলেই মনে করছেন টেক বোদ্ধারা।

134

রেক্সের চেহারা মানুষের মতো এবং এর বিভিন্ন কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ, যেমন অগ্ন্যাশয়, প্লীহা, বৃক্ক ও শ্বাসনালী রয়েছে। এমনকি এর একটি কার্যকরী কৃত্রিম রক্তসঞ্চালন প্রণালীও আছে। এটি লম্বায় সাড়ে ছয় ফিট এবং এর দাম প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।

একদল রোবট গবেষক ‘হাউ টু বিল্ড এ বায়োনিক ম্যান’ শীর্ষক টেলিভিশন প্রামাণ্যচিত্র তৈরি করার সময় রেক্সকে তৈরি করেন। তারা বলেন, তাদের উদ্দেশ্য ছিল, বিজ্ঞানের সীমারেখা যাচাই করে দেখা। তারা দেখাতে চেয়েছেন, কিভাবে এখন আধুনিক বিজ্ঞানের সাহায্যে মানুষের আসল অঙ্গপ্রতঙ্গকে মানুষেরই তৈরি কৃত্রিম অঙ্গপ্রতঙ্গ দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব।

গবেষকদের একজন, জুরিখ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী বারটোল্ট মেয়ার বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পছন্দ ন্যানোপার্টিকল দিয়ে তৈরি এর কৃত্রিম রক্ত, যা আসল রক্তের মতোই অক্সিজেনকে সংকুচিত করতে সক্ষম। কিন্তু এটি তো আসল রক্ত নয়, এগুলো হচ্ছে ন্যানোপার্টিকল।’

এছাড়া মেয়ার কৃত্রিম কিডনি প্রতিস্থাপন নিয়েও বেশ আশাবাদী। ভবিষ্যতে হয়তো আর আসল কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে না।

রেক্সকে এই মুহূর্তে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে ‘হাউ মাচ অফ ইউ ক্যান বি রিবিল্ট?’ শীর্ষক প্রদর্শনীতে রাখা হয়েছে। এই প্রদর্শনী মার্চের ১১ তারিখ পর্যন্ত চলবে।

135
Departments / Invisible smartphone is coming
« on: February 20, 2013, 05:09:52 PM »
রীক্ষামূলকভাবে তৈরি এই ফোন দেখতে প্রায় অদৃশ্য এবং এর ইলেক্ট্রনিক্স যন্ত্রগুলো খুবই পাতলা। কাঁচের দু’টি পরতের মাঝে খুবই চিকন তার বসিয়ে এর সার্কিট তৈরি করা হয়েছে। তবে ফোনটির ব্যাটারিসহ কয়েকটি যন্ত্রাংশ এখনো অদৃশ্য করা সম্ভব হয়নি।

পলিট্রন ডিসপ্লে প্রযুক্তিতে উদ্ভাবনী পণ্য দিয়ে চমকে দিয়েছে অনেক আগে থেকেই। তারা জানিয়েছে, এই প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কেননা ফোনের আরও অনেক অংশ আছে, যেগুলো স্বচ্ছ করা এখনো সম্ভব হচ্ছে না। যেমন সিম কার্ড, ব্যাটারি প্রভৃতি। ‘মোবাইল গিকস’ ওয়েবসাইটে এই ফোন প্রস্তুতের যে ভিডিও আছে, সেখানে এই ফোনের অপারেটিং সিস্টেম বিষয়ে কোনো তথ্য নেই।

Pages: 1 ... 7 8 [9] 10