Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Reza.

Pages: 1 [2] 3 4 ... 25
16
একটি লেখা লেখার জন্য রাত জেগে বসে থাকা। মন কত সহজে ভেবে চলে। কিন্তু তা লেখায় ফুটিয়ে তোলা ততো সহজ নয়। মন যুবকের ক্ষিপ্রতায় দৌড়ে চলে। আর লেখা যেন শিশুর হাটিহাটি পাপা চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়।
তাও ভালো যে - মানুষের মন কাঁচের মত স্বচ্ছ নয়। যদি একজন মানুষ অন্য মানুষের মনের ভেতরটা সরাসরি দেখতে পেত? একজনের মনের ভালো খারাপ সব কিছু বাইরে থেকেই বুঝে ফেললে মানুষের বিপদই ছিল। পরক্ষনেই মনে হল তাহলেই হয়তো মানুষের জীবনটা আরও সহজ হত।
মিথ্যা কথা কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার দিন শেষ হয়ে যেত। ভন্ড মানুষদের ভিক্ষার ঝুলি নিয়ে বের হতে হত পথে পথে।
শিশুর মন বেশী কিছু ভাবে না। কোন স্মৃতিই তার মনে স্থান করে নেয়নি। আর বৃদ্ধের মন যেন তাকে নিজেকে শাস্তি দিয়ে চলে প্রতি মুহূর্তে। কত মানুষ, কত নাম, কত স্মৃতি, কত বেদনা, কত তারিখ তার মনে ভার হয়ে আছে।
মন শুধু ওয়ান ওয়ে রোড। এখানে স্মৃতি শুধু জমা হয়। স্মৃতি বের হওয়ার কোন পথ নাই। স্মৃতি জমে জমে ভর্তি হয়ে চলে। ঠিক যেভাবে পুরানো বাসায় ফার্নিচার আর জিনিসপত্র দিয়ে ভর্তি হয়। সব কিছুই আছে বাসায় কিন্তু ঠিক সময়ে খুজে পাওয়া দুঃসাধ্য একটি ব্যাপার। জিনিস গুলো নিয়ে সময় কাটানো কোন ব্যাপারই নয়। চাইলে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়।
কখনো কোন মূল্যবান স্মৃতি হারানো যায়। কোনটা বা ভেঙ্গে চুরমার হয়ে যায়।
বৃদ্ধ মন সব কিছু বুঝে। সব বেদনা সে অনুভব করতে পারে।তার এই সেন্সেটিভ মন নিয়ে সে সব সময় হৃদয়ে আঘাত পায়। বৃদ্ধের থাকে বিশাল স্মৃতি ভান্ডার।নিজের জন্য যেমন - অন্যের বেদনাও সে অনুভব করতে পারে। বৃদ্ধের কথার গুরুত্ব অনেক। কোনটা কখন কোথায় বলতে হবে - এতো বিবেচনা কেবলমাত্র বৃদ্ধদেরকেই করতে হয়।
বৃদ্ধদের মূল্য কেবলমাত্র থার্ড জেনারেশনের কাছে। সেকেন্ড জেনারেশনের কাছে সে কেবলমাত্র ঝামেলা বাড়ানোর মাধ্যম ছাড়া আর কিছু নয়।
বৃদ্ধ সবার কথা ভাবে। সবাইকে নিয়ে চলতে চায়। কিন্তু সেখানে কেউই বৃদ্ধের কথা ভাবে না। তাকে গা ঝাড়া দিয়ে দূরে পাঠাতে পারলেই যেন সবাই বেঁচে যায়।

17
(আমার কবিতা লেখার প্রয়াস।)

আমি লুকাতে চাই। রাতের অন্ধকার থেকে আর দিনের আলো থেকে।
আমি লুকিয়ে ফেলতে চাই আমার কর্ম আর আমার কষ্ট গুলো।
আমি লুকাতে চাই আমার ভাবনা আর কল্পনা গুলো।
আমি পালাতে চাই দূর কোন দেশে। মাটির নীচে লুকাতে চাই আমার সব কর্ম। মাইকের জোড়ালো আওয়াজে ঢেকে যাক আমার আর্ত চিৎকার।
সকালে ক্লান্ত আমি - বিকালেও। যেন পৃথিবীর সব কৌতুক আমাকে নিয়েই লেখা। পেপারের ছবিগুলো যেন আমার দিকেই আঙ্গুলী নির্দেশ করে চলে। পাশ থেকে আসা গানের সুরগুলো যেন ব্যঙ্গ করে চলেছে আমাকে।
আমি আমার পরিচয় লুকাতে চাই। আমার চুল, আমার পরিচ্ছদ পালটে ফেলতে চাই। আমি চাই আমার কণ্ঠস্বর পরিবর্তন করতে। লুকিয়ে ফেলতে চাই সেই সব কুড়িয়ে পাওয়া ভালোবাসা।
আমার হাতের ব্যাগ ফেলে দেই। আমার হাতঘড়ি ফেলে দেই ওই জলাধারে। চোখের কন্টাক্ট লেন্স খুলে ফেলে দেই - চুলায় গলে শেষ হয়ে যাক। জুতোটা ফেলে দেই পথে।
আমি ক্লান্ত পরিশ্রান্ত। আমি বাক বধির। অন্ধকারের নৃত্য আমার নিত্য কর্ম। কোথায় চলেছি আমি? ক্লান্ত পরিশ্রান্ত আমি ভুলে যাই আপনাকে।
স্ফুলিঙ্গ দিয়ে আগুনের শুরু। আর আগুন গ্রাস করে চলে সমগ্র কীর্তি।

18
(আমার কবিতা লেখার প্রয়াস।)

আমি লুকাতে চাই। রাতের অন্ধকার থেকে আর দিনের আলো থেকে।
আমি লুকিয়ে ফেলতে চাই আমার কর্ম আর আমার কষ্ট গুলো।
আমি লুকাতে চাই আমার ভাবনা আর কল্পনা গুলো।
আমি পালাতে চাই দূর কোন দেশে। মাটির নীচে লুকাতে চাই আমার সব কর্ম। মাইকের জোড়ালো আওয়াজে ঢেকে যাক আমার আর্ত চিৎকার।
সকালে ক্লান্ত আমি - বিকালেও। যেন পৃথিবীর সব কৌতুক আমাকে নিয়েই লেখা। পেপারের ছবিগুলো যেন আমার দিকেই আঙ্গুলী নির্দেশ করে চলে। পাশ থেকে আসা গানের সুরগুলো যেন ব্যঙ্গ করে চলেছে আমাকে।
আমি আমার পরিচয় লুকাতে চাই। আমার চুল, আমার পরিচ্ছদ পালটে ফেলতে চাই। আমি চাই আমার কণ্ঠস্বর পরিবর্তন করতে। লুকিয়ে ফেলতে চাই সেই সব কুড়িয়ে পাওয়া ভালোবাসা।
আমার হাতের ব্যাগ ফেলে দেই। আমার হাতঘড়ি ফেলে দেই ওই জলাধারে। চোখের কন্টাক্ট লেন্স খুলে ফেলে দেই - চুলায় গলে শেষ হয়ে যাক। জুতোটা ফেলে দেই পথে।
আমি ক্লান্ত পরিশ্রান্ত। আমি বাক বধির। অন্ধকারের নৃত্য আমার নিত্য কর্ম। কোথায় চলেছি আমি? ক্লান্ত পরিশ্রান্ত আমি ভুলে যাই আপনাকে।
স্ফুলিঙ্গ দিয়ে আগুনের শুরু। আর আগুন গ্রাস করে চলে সমগ্র কীর্তি।

19
Permanent Campus of DIU / 'নাম' নিয়ে ভাবনা।
« on: January 04, 2020, 08:45:35 PM »
আমাদের স্টুডেন্ট লাইফে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসতো - "কানা ছেলের নাম পদ্মলোচন" এই কথাটি কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তরে আমরা লিখতাম - গ্রীনল্যান্ড। কেননা নামে গ্রীন বা সবুজ থাকলেও সেই দেশ পুরো বরফ আচ্ছাদিত থাকে সারা বছর।
নাম নিয়ে ভাবতেছিলাম। মানুষের নাম রাখা হয় জন্মের কিছু দিনের মধ্যেই। বাবা - মা অনেক আশা আকাংখা নিয়ে সন্তানের নাম রাখেন। অনেক সময় সুন্দর মানে থাকে নামের। কখনো বা কিছু নাম শুনলে মন জুড়িয়ে যায়। কিছু নামের উচ্চারন অনেক মধুর মনে হয়।
বড় হওয়ার পর সেই সন্তান কখনো নিজের নামের সার্থকতা দেখায়। কখনো বা তার নামই হয় সবার উপহাসের কারণ।
শুধু নাম শুনলেই অনেক সময়ই কোন একটি প্রতিচ্ছবি মানুষের মনে ফুটে উঠে। সামনাসামনি দেখার পর অনেক সময়ই সেইসব অনুমান মিলে না।
মানুষের বয়স যত বাড়ে; স্মৃতিতে তত একই নামের পরিচিত মানুষের সংখ্যাও বাড়ে। উদাহরণ স্বরূপ বলা যায় একটি বাচ্চা ছেলে একটি নামের বড়জোর এক কি দুই জনকে চেনে। তাই নাম শুনলে তার পক্ষে খুব দ্রুত বোঝা সম্ভব - কার কথা বলা হচ্ছে। কিন্তু একজন বয়োবৃদ্ধ মানুষ একই নামে কম করে হলেও ৫ - ৬ জনকে চেনে। তাই ওই একই নাম শুনলে, কার কথা বলা হচ্ছে তা বুঝতে তার বেশী সময় লাগে। নাম আমাদের অনেক কিছু প্রকাশ করে। দেশ, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা এই রকম অনেক কিছুই লুকায়িত থাকে নামের অন্তরালে।
কখনো কখনো মানুষ নিজের কর্ম দিয়ে নিজের নামকে বিখ্যাত করে তোলে। আবার কখনো কখনো কোন মানুষের কর্মের কারণে কোন কোন নাম কুখ্যাত হয়ে যায়।
নাম একটি অদ্ভুত জিনিস। কিছু নাম শুনলেই হয়তো অনেক স্মৃতি মনে ঝাপিয়ে পড়ে। আবার কিছু নাম শুনলে হয়তো বিতৃষ্ণা জাগে। কেননা আগে সেই নামের মানুষের সাথে হয়তো মন্দ কোন স্মৃতি জড়িয়ে আছে।

20
Textile Engineering / 'নাম' নিয়ে ভাবনা।
« on: January 04, 2020, 08:44:51 PM »
আমাদের স্টুডেন্ট লাইফে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসতো - "কানা ছেলের নাম পদ্মলোচন" এই কথাটি কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তরে আমরা লিখতাম - গ্রীনল্যান্ড। কেননা নামে গ্রীন বা সবুজ থাকলেও সেই দেশ পুরো বরফ আচ্ছাদিত থাকে সারা বছর।
নাম নিয়ে ভাবতেছিলাম। মানুষের নাম রাখা হয় জন্মের কিছু দিনের মধ্যেই। বাবা - মা অনেক আশা আকাংখা নিয়ে সন্তানের নাম রাখেন। অনেক সময় সুন্দর মানে থাকে নামের। কখনো বা কিছু নাম শুনলে মন জুড়িয়ে যায়। কিছু নামের উচ্চারন অনেক মধুর মনে হয়।
বড় হওয়ার পর সেই সন্তান কখনো নিজের নামের সার্থকতা দেখায়। কখনো বা তার নামই হয় সবার উপহাসের কারণ।
শুধু নাম শুনলেই অনেক সময়ই কোন একটি প্রতিচ্ছবি মানুষের মনে ফুটে উঠে। সামনাসামনি দেখার পর অনেক সময়ই সেইসব অনুমান মিলে না।
মানুষের বয়স যত বাড়ে; স্মৃতিতে তত একই নামের পরিচিত মানুষের সংখ্যাও বাড়ে। উদাহরণ স্বরূপ বলা যায় একটি বাচ্চা ছেলে একটি নামের বড়জোর এক কি দুই জনকে চেনে। তাই নাম শুনলে তার পক্ষে খুব দ্রুত বোঝা সম্ভব - কার কথা বলা হচ্ছে। কিন্তু একজন বয়োবৃদ্ধ মানুষ একই নামে কম করে হলেও ৫ - ৬ জনকে চেনে। তাই ওই একই নাম শুনলে, কার কথা বলা হচ্ছে তা বুঝতে তার বেশী সময় লাগে। নাম আমাদের অনেক কিছু প্রকাশ করে। দেশ, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা এই রকম অনেক কিছুই লুকায়িত থাকে নামের অন্তরালে।
কখনো কখনো মানুষ নিজের কর্ম দিয়ে নিজের নামকে বিখ্যাত করে তোলে। আবার কখনো কখনো কোন মানুষের কর্মের কারণে কোন কোন নাম কুখ্যাত হয়ে যায়।
নাম একটি অদ্ভুত জিনিস। কিছু নাম শুনলেই হয়তো অনেক স্মৃতি মনে ঝাপিয়ে পড়ে। আবার কিছু নাম শুনলে হয়তো বিতৃষ্ণা জাগে। কেননা আগে সেই নামের মানুষের সাথে হয়তো মন্দ কোন স্মৃতি জড়িয়ে আছে।

21
Permanent Campus of DIU / Magnificent soil.
« on: December 26, 2019, 09:27:42 PM »
মাটি হল হল কঠিন বস্তু। মাটিতে আছে জৈব উপাদান, অজৈব উপাদান। এছাড়াও এতে আছে কিছু পরিমান পানি ও বাতাস। মাটিতে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সহ আরো অনেক উপাদান। প্রানীর খাদ্য চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে এই মাটি। মাটি ছাড়া প্রানীর খাদ্য - বিভিন্ন উদ্ভিদ - প্রায় অসম্ভব একটি ব্যাপার।
কি আশ্চর্যজনক জিনিস এই মাটি। অদ্ভুত এর সহ্য ক্ষমতা। সব কিছুর শেষ ঠিকানা হল মাটি। মানুষের সব অত্যাচার যেন এই মাটির উপর।
বেলে মাটি পানি ধরে রাখতে পারে না। আবার এটেল মাটি অনেক পানি ধরে রাখে। মানুষের মধ্যে যেমন কিছু মনভোলা মানুষ থাকে - যা শুনতেছে সব এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায় - বেলে মাটি সেইরকম। আবার কিছু মানুষের ব্রেন থাকে এটেল মাটির মত - কিছুই ভুলে যায় না। আবার মাটির মানুষ আমরা তাকেই বলি - যে সব অপমান সহ্য করে নীরব থাকে।
বৃষ্টি হলে পানি মাটিতে পড়ে। আর মাটি সব কিছুকে লুকিয়ে ফেলে নিজের ভিতরে। প্রাণীর মৃত্যু হলে আস্তে আস্তে সে মাটিতে মিশে যায়। মাটি সব কিছুকে কোলে ধরে রাখে। ঘরবাড়ি গাছপালা রাস্তা ঘাট সব কিছুই মাটির উপর দাড়িয়ে থাকে। গাছপালা মাটি থেকে পুস্টি নেয়। আবার যখন কিছু ধ্বসে পড়ে - সে তখন মাটির সাথে মিশে যায়।
মাটি হল লুকিয়ে ফেলার অবলম্বন। আগে মানুষ ধন- সম্পদ মাটির নীচে লুকিয়ে রাখতো। মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যেত। চোর মাটিতে সিঁদ কেটে চুরি করতো। কালে কালে কত দুষ্কর্ম যে মানুষ মাটির মাঝে লুকিয়ে ফেলেছে - কে তা বলবে?
নদী এককূল ভেঙ্গে আর এক কূল গড়ে। ভেঙ্গে যায় স্বপ্ন আবার গড়ে উঠে নতুন স্বপ্ন। কৃষকের সব স্বপ্ন থাকে এই মাটিকে ঘিরে। কুমোর মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায়। মাটি দিয়ে ঘরও তৈরি করতো আমাদের দেশের মানুষ। ছিল জলাভূমি - মাটি ভরাট করে হয়ে গেল মাঠ - এখন সেখানে বহুতল ভবন। ব্যস্ত এই শহরের অনেক খানিই এইভাবেই গড়ে তোলা।
বর্তমানকালে মাটি কেবলমাত্র দখল করার জিনিস। কত মানুষ হতাহত হয়েছে। কত মানুষ নিঃস্ব হয়েছে - কে তা বলবে?
মাটি হল সব দূষণ লুকিয়ে ফেলার জায়গা।
মাটি সব অপমান সহ্য করে নিশ্চুপ থেকে যায়।
কিন্তু মাটিই হল আমাদের শেষ ঠিকানা।

22
Textile Engineering / Magnificent soil.
« on: December 26, 2019, 09:27:08 PM »
মাটি হল হল কঠিন বস্তু। মাটিতে আছে জৈব উপাদান, অজৈব উপাদান। এছাড়াও এতে আছে কিছু পরিমান পানি ও বাতাস। মাটিতে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সহ আরো অনেক উপাদান। প্রানীর খাদ্য চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে এই মাটি। মাটি ছাড়া প্রানীর খাদ্য - বিভিন্ন উদ্ভিদ - প্রায় অসম্ভব একটি ব্যাপার।
কি আশ্চর্যজনক জিনিস এই মাটি। অদ্ভুত এর সহ্য ক্ষমতা। সব কিছুর শেষ ঠিকানা হল মাটি। মানুষের সব অত্যাচার যেন এই মাটির উপর।
বেলে মাটি পানি ধরে রাখতে পারে না। আবার এটেল মাটি অনেক পানি ধরে রাখে। মানুষের মধ্যে যেমন কিছু মনভোলা মানুষ থাকে - যা শুনতেছে সব এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায় - বেলে মাটি সেইরকম। আবার কিছু মানুষের ব্রেন থাকে এটেল মাটির মত - কিছুই ভুলে যায় না। আবার মাটির মানুষ আমরা তাকেই বলি - যে সব অপমান সহ্য করে নীরব থাকে।
বৃষ্টি হলে পানি মাটিতে পড়ে। আর মাটি সব কিছুকে লুকিয়ে ফেলে নিজের ভিতরে। প্রাণীর মৃত্যু হলে আস্তে আস্তে সে মাটিতে মিশে যায়। মাটি সব কিছুকে কোলে ধরে রাখে। ঘরবাড়ি গাছপালা রাস্তা ঘাট সব কিছুই মাটির উপর দাড়িয়ে থাকে। গাছপালা মাটি থেকে পুস্টি নেয়। আবার যখন কিছু ধ্বসে পড়ে - সে তখন মাটির সাথে মিশে যায়।
মাটি হল লুকিয়ে ফেলার অবলম্বন। আগে মানুষ ধন- সম্পদ মাটির নীচে লুকিয়ে রাখতো। মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যেত। চোর মাটিতে সিঁদ কেটে চুরি করতো। কালে কালে কত দুষ্কর্ম যে মানুষ মাটির মাঝে লুকিয়ে ফেলেছে - কে তা বলবে?
নদী এককূল ভেঙ্গে আর এক কূল গড়ে। ভেঙ্গে যায় স্বপ্ন আবার গড়ে উঠে নতুন স্বপ্ন। কৃষকের সব স্বপ্ন থাকে এই মাটিকে ঘিরে। কুমোর মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায়। মাটি দিয়ে ঘরও তৈরি করতো আমাদের দেশের মানুষ। ছিল জলাভূমি - মাটি ভরাট করে হয়ে গেল মাঠ - এখন সেখানে বহুতল ভবন। ব্যস্ত এই শহরের অনেক খানিই এইভাবেই গড়ে তোলা।
বর্তমানকালে মাটি কেবলমাত্র দখল করার জিনিস। কত মানুষ হতাহত হয়েছে। কত মানুষ নিঃস্ব হয়েছে - কে তা বলবে?
মাটি হল সব দূষণ লুকিয়ে ফেলার জায়গা।
মাটি সব অপমান সহ্য করে নিশ্চুপ থেকে যায়।
কিন্তু মাটিই হল আমাদের শেষ ঠিকানা।

23
Permanent Campus of DIU / Walk to keep the doctor away.
« on: November 19, 2019, 01:15:15 AM »
প্রথম যখন উত্তরাতে আসি - আমি নিজেই তখন থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। ফাঁকা ফাঁকা ঘরবাড়ি। বেশীর ভাগের গেটেই তখন টু-লেট ঝুলতো। ডেভেলপেরদের আগ্রাসী হাত তখনও এলাকাতে পড়েনি। ক্লাস শেষে বাড়ি ফিরে বিকালে ঘুরে বেড়াতাম রাস্তা দিয়ে। খুব ভালো লাগতো। উত্তরার রাস্তা গুলো তখন খালিই থাকতো। আর অনেক মনোরম ছিল।
কিছু দিন পর চাকুরীতে ঢুকার পর তেমন আর পথে পথে ঘুড়া হয়নি। ফ্যাক্টরীর মাইক্রো তে উঠতাম মেইন রোড থেকে। মেইন রোডে যেতাম রিক্সায় করে। আবার ফেরার সময় মেইন রোড থেকে আবার রিক্সায় বাসায় আসতাম।
গত ২ - ৩ বছর আগে ভেবে দেখলাম কিছুটা বয়স হয়েছে। তাই হাটাহাটি করা দরকার। শুরু করালাম ছুটির দিনে হাঁটাহাঁটি। প্রথমে কিছুদিন পার্কে হেটেহেটে চক্কর দিতাম। কিন্তু খুব একঘেয়ে মনে হতে লাগলো এই গোল ভাবে একই পথে হাটতে। আবার শুরু করলাম রাস্তায় হাঁটাহাঁটি। আমাদের বাসা থেকে হাউস বিল্ডিং যে এত কাছে তা না হাটলে বুঝতাম না। আগে শুধু হাউস বিল্ডিং কেন - কাছের আজমপুর মেইন রোডে যেতে হলেও হেটে যেতাম না।
যে কোন জায়গা খুব ভাল ভাবে চিনতে হলে হেঁটে হেঁটে ঘুরার কোন বিকল্প নাই। এলাকার দোকান - বাজার বা কোথায় কি পাওয়া যায় - এই গুলো সম্পর্কে ভালো ধারনা করা যায় হেঁটে বেড়ালে।
এর বাইরেও আমাদের দেশের দেশের মানুষের মন মানুশিকতা জানতে হলে হাঁটার থেকে আর ভাল কিছু হতে পারে না। বেশ কিছুদিন হাঁটার পরে রাস্তার মানুষ ও তাদের মনমানুশিকতা সম্পর্কে কিছুটা ধারনা হয়েছে।
আমার পর্যবেক্ষণ বলে - রাস্তায় যারা হেঁটে চলে অর্থাৎ পথে পথে যাদের কাজ তারা অত ভয় পায় না। বেশী ভয় পায় যারা গাড়ীতে করে চলে। কারো বিপদে এগিয়ে আসে এই পথচারী মানুষেরাই। তখন গাড়ী চালকেরা পাশ দিয়ে এড়িয়ে চলে যায়।
আমাদের এই শহর সম্পর্কে ধারনা পালটে দেবে - যদি কেউ পথে হেঁটে পর্যবেক্ষণ করে।

24
Textile Engineering / Walk to keep the doctor away.
« on: November 19, 2019, 01:13:34 AM »
প্রথম যখন উত্তরাতে আসি - আমি নিজেই তখন থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। ফাঁকা ফাঁকা ঘরবাড়ি। বেশীর ভাগের গেটেই তখন টু-লেট ঝুলতো। ডেভেলপেরদের আগ্রাসী হাত তখনও এলাকাতে পড়েনি। ক্লাস শেষে বাড়ি ফিরে বিকালে ঘুরে বেড়াতাম রাস্তা দিয়ে। খুব ভালো লাগতো। উত্তরার রাস্তা গুলো তখন খালিই থাকতো। আর অনেক মনোরম ছিল।
কিছু দিন পর চাকুরীতে ঢুকার পর তেমন আর পথে পথে ঘুড়া হয়নি। ফ্যাক্টরীর মাইক্রো তে উঠতাম মেইন রোড থেকে। মেইন রোডে যেতাম রিক্সায় করে। আবার ফেরার সময় মেইন রোড থেকে আবার রিক্সায় বাসায় আসতাম।
গত ২ - ৩ বছর আগে ভেবে দেখলাম কিছুটা বয়স হয়েছে। তাই হাটাহাটি করা দরকার। শুরু করালাম ছুটির দিনে হাঁটাহাঁটি। প্রথমে কিছুদিন পার্কে হেটেহেটে চক্কর দিতাম। কিন্তু খুব একঘেয়ে মনে হতে লাগলো এই গোল ভাবে একই পথে হাটতে। আবার শুরু করলাম রাস্তায় হাঁটাহাঁটি। আমাদের বাসা থেকে হাউস বিল্ডিং যে এত কাছে তা না হাটলে বুঝতাম না। আগে শুধু হাউস বিল্ডিং কেন - কাছের আজমপুর মেইন রোডে যেতে হলেও হেটে যেতাম না।
যে কোন জায়গা খুব ভাল ভাবে চিনতে হলে হেঁটে হেঁটে ঘুরার কোন বিকল্প নাই। এলাকার দোকান - বাজার বা কোথায় কি পাওয়া যায় - এই গুলো সম্পর্কে ভালো ধারনা করা যায় হেঁটে বেড়ালে।
এর বাইরেও আমাদের দেশের দেশের মানুষের মন মানুশিকতা জানতে হলে হাঁটার থেকে আর ভাল কিছু হতে পারে না। বেশ কিছুদিন হাঁটার পরে রাস্তার মানুষ ও তাদের মনমানুশিকতা সম্পর্কে কিছুটা ধারনা হয়েছে।
আমার পর্যবেক্ষণ বলে - রাস্তায় যারা হেঁটে চলে অর্থাৎ পথে পথে যাদের কাজ তারা অত ভয় পায় না। বেশী ভয় পায় যারা গাড়ীতে করে চলে। কারো বিপদে এগিয়ে আসে এই পথচারী মানুষেরাই। তখন গাড়ী চালকেরা পাশ দিয়ে এড়িয়ে চলে যায়।
আমাদের এই শহর সম্পর্কে ধারনা পালটে দেবে - যদি কেউ পথে হেঁটে পর্যবেক্ষণ করে।

25
Textile Engineering / Gypsy Dhaka dwellers.
« on: October 16, 2019, 01:25:55 AM »
মনে মনে ছোটবেলায় ফিরতে খুব ভাল লাগে। আমার ছোটবেলা কেটেছে মোহাম্মাদপুরে। ২২ বছরে মোট চারটি ভাড়া বাসায়। ক্লাস ৮ - ৯ এ থাকতে ছুটি শেষে আবার কলেজে যাওয়ার আগে ঘুরে আসতাম কিছু দূরের নূরজাহান রোডের সেই ছোটবেলার বাড়ির বাইরে দিয়ে। তখন স্যার সৈয়দ রোডের বাসা ছেড়ে আমরা ইকবাল রোডে থাকি। এর পর কেটেছে শ্যামলীর আদাবরে। কি আশ্চর্য লাগে ভাবতে আগের আর তিনটি বাসার কোন বাসাই এখন আর নেই। সব গুলো ভেঙ্গে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। একমাত্র নূরজাহান রোডের বাসাটার কথা জানি না।
আমাদের ঢাকাবাসিরা কি দুর্ভাগা। আমার বিশ্বাস আমার ফেসবুক বন্ধুদের অতি অল্পই আছেন যারা একেবারে ছোটবেলা থেকে এখন পর্যন্ত একই বাসায় আছেন। আমরা ঢাকাবাসীরা একধরনের যাযাবর। শুনেছি জিপসিরা কোথাও বেশীদিন থাকে না। তবে তারা তাদের ঘরটিকে ঘোড়ার গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে। আমরা ঢাকাবাসীরা কোথাও স্থায়ী বা স্থির হতে পারি না। নদী ভাঙ্গা মানুষেরা যেমন উচ্ছেদ হয় ঠিক তেমন আমরা উচ্ছেদ হই কখনো নতুন বিল্ডিং তৈরির জন্য। কখনো বা নতুন ভাড়া বাসায় উঠি। আমরা ঢাকাবাসীরা যাযাবরদের থেকেও দুর্ভাগা। নদীর এককুল ভেঙ্গে আরেক কুল গড়ে উঠে। কিন্তু ঢাকাবাসীদের স্মৃতি গুলো হারিয়ে যায় চিরতরে।

(আমার ফেসবুক পোষ্ট থেকে নেয়া।)

26
Permanent Campus of DIU / Gypsy Dhaka dwellers.
« on: October 16, 2019, 01:24:36 AM »
মনে মনে ছোটবেলায় ফিরতে খুব ভাল লাগে। আমার ছোটবেলা কেটেছে মোহাম্মাদপুরে। ২২ বছরে মোট চারটি ভাড়া বাসায়। ক্লাস ৮ - ৯ এ থাকতে ছুটি শেষে আবার কলেজে যাওয়ার আগে ঘুরে আসতাম কিছু দূরের নূরজাহান রোডের সেই ছোটবেলার বাড়ির বাইরে দিয়ে। তখন স্যার সৈয়দ রোডের বাসা ছেড়ে আমরা ইকবাল রোডে থাকি। এর পর কেটেছে শ্যামলীর আদাবরে। কি আশ্চর্য লাগে ভাবতে আগের আর তিনটি বাসার কোন বাসাই এখন আর নেই। সব গুলো ভেঙ্গে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। একমাত্র নূরজাহান রোডের বাসাটার কথা জানি না।
আমাদের ঢাকাবাসিরা কি দুর্ভাগা। আমার বিশ্বাস আমার ফেসবুক বন্ধুদের অতি অল্পই আছেন যারা একেবারে ছোটবেলা থেকে এখন পর্যন্ত একই বাসায় আছেন। আমরা ঢাকাবাসীরা একধরনের যাযাবর। শুনেছি জিপসিরা কোথাও বেশীদিন থাকে না। তবে তারা তাদের ঘরটিকে ঘোড়ার গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে। আমরা ঢাকাবাসীরা কোথাও স্থায়ী বা স্থির হতে পারি না। নদী ভাঙ্গা মানুষেরা যেমন উচ্ছেদ হয় ঠিক তেমন আমরা উচ্ছেদ হই কখনো নতুন বিল্ডিং তৈরির জন্য। কখনো বা নতুন ভাড়া বাসায় উঠি। আমরা ঢাকাবাসীরা যাযাবরদের থেকেও দুর্ভাগা। নদীর এককুল ভেঙ্গে আরেক কুল গড়ে উঠে। কিন্তু ঢাকাবাসীদের স্মৃতি গুলো হারিয়ে যায় চিরতরে।

(আমার ফেসবুক পোষ্ট থেকে নেয়া।)

27
Textile Engineering / Empty Sky.
« on: October 06, 2019, 07:03:57 PM »
ঘুমাতে প্রতিদিনই দেরী হয়। পরদিন ছুটি থাকলে তো কথাই নাই। যত রাত বাড়ে - আমি তত জাগ্রত হই। ইংরেজিতে ইন্সমনিয়া বলে একটি কথা আছে। আমি হয়তো ইনসমনিয়াতে আক্রান্ত - কে বলবে? আজকে রাতে বারান্দায় দাড়িয়ে চারিদিকে দেখতেছিলাম। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে হল - আমাদের এই জায়গায় আগে কারা থাকতো? আমরা এই জায়গায় আসার আগে মানে উত্তরা হওয়ার আগে। এখানেও আমাদের ১৯ টি বছর কেটেছে। আজকে যেমন মেঘলা আকাশে চাঁদ তারা খুঁজে দেখতেছিলাম - তেমন কি আগেও আর কেউ রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতো?
এখানে হয়তো ছিল বড়বড় গাছপালা। কিংবা একটি পুকুর। হয়তো এখানে কারো ঘর বাড়ি ছিল। যার উঠানে রাতের ঘুটঘুটে অন্ধকার থাকতো। দিনের বেলা সেই উঠানে ছোটছোট ছেলে মেয়েরা খেলা করতো। পাশের রান্না ঘরে রান্না হত সারাদিন। কে বলবে কি ছিল এইখানে? কারা থাকতো? তারা যখন চলে গেল - কেমন লেগেছিল তাদের। তাদের মাঝে কি কান্নার রোল পড়ে গিয়েছিল? ফিরে ফিরে আসত কি তারা তাদের ফেলে যাওয়া আবাসস্থল দেখতে?
আমাদের পরেই বা কারা আসবে এখানে? তারা কি জানবে রাত জেগে আমি সেই কথাই ভাবতেছিলাম।
আমরা বলি চরম বাস্তবতা। যেটাকে কেউ অগ্রাহ্য করতে পারে না। তেমন কিছু কি আসলেই বাস্তবে আছে? বাস্তবতা হল আমরা এই জায়গায় এখন থাকি। আগেও কেউ ছিল। আগে যারা ছিল তাদের কথা আমরা জানি না। আমাদের কথাও পরের জনেরা জানবে না। এইটাই সম্ভব।
যা আমরা আমাদের একেবারে নিজের বলি - সময়ে তা কত পর হয়ে যায়। কিছুই স্থায়ী নয়। কোন কোনটা হয়তো একটু বেশী সময় আমাদের হয়ে থাকে।
আমরা ভুলে যাই অনেককে। একসময় আমাদেরও ভুলে যাবে সবাই। এইভাবেই কেটেছে শত সহস্র বছর। কোটি কোটি জীবনের গল্প কেউ জানিনা। আমরা কেবল আমাদের নিজেদের কাছেই গুরুত্বপূর্ণ। কালের স্রোতে আর মানুষের ভীরে আমরা সবাই এক সময় হারিয়ে যাব। ভাবতেই সব কিছু কেমন শূন্য মনে হয়। এক একটি দীর্ঘশ্বাস নিরবে বয়ে যাবে।
বসে বসে অনুভব করতে চেষ্টা করতেছি সেই সব দীর্ঘশ্বাসের শব্দ।

28
Permanent Campus of DIU / Empty Sky.
« on: October 06, 2019, 07:02:17 PM »
ঘুমাতে প্রতিদিনই দেরী হয়। পরদিন ছুটি থাকলে তো কথাই নাই। যত রাত বাড়ে - আমি তত জাগ্রত হই। ইংরেজিতে ইন্সমনিয়া বলে একটি কথা আছে। আমি হয়তো ইনসমনিয়াতে আক্রান্ত - কে বলবে? আজকে রাতে বারান্দায় দাড়িয়ে চারিদিকে দেখতেছিলাম। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে হল - আমাদের এই জায়গায় আগে কারা থাকতো? আমরা এই জায়গায় আসার আগে মানে উত্তরা হওয়ার আগে। এখানেও আমাদের ১৯ টি বছর কেটেছে। আজকে যেমন মেঘলা আকাশে চাঁদ তারা খুঁজে দেখতেছিলাম - তেমন কি আগেও আর কেউ রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতো?
এখানে হয়তো ছিল বড়বড় গাছপালা। কিংবা একটি পুকুর। হয়তো এখানে কারো ঘর বাড়ি ছিল। যার উঠানে রাতের ঘুটঘুটে অন্ধকার থাকতো। দিনের বেলা সেই উঠানে ছোটছোট ছেলে মেয়েরা খেলা করতো। পাশের রান্না ঘরে রান্না হত সারাদিন। কে বলবে কি ছিল এইখানে? কারা থাকতো? তারা যখন চলে গেল - কেমন লেগেছিল তাদের। তাদের মাঝে কি কান্নার রোল পড়ে গিয়েছিল? ফিরে ফিরে আসত কি তারা তাদের ফেলে যাওয়া আবাসস্থল দেখতে?
আমাদের পরেই বা কারা আসবে এখানে? তারা কি জানবে রাত জেগে আমি সেই কথাই ভাবতেছিলাম।
আমরা বলি চরম বাস্তবতা। যেটাকে কেউ অগ্রাহ্য করতে পারে না। তেমন কিছু কি আসলেই বাস্তবে আছে? বাস্তবতা হল আমরা এই জায়গায় এখন থাকি। আগেও কেউ ছিল। আগে যারা ছিল তাদের কথা আমরা জানি না। আমাদের কথাও পরের জনেরা জানবে না। এইটাই সম্ভব।
যা আমরা আমাদের একেবারে নিজের বলি - সময়ে তা কত পর হয়ে যায়। কিছুই স্থায়ী নয়। কোন কোনটা হয়তো একটু বেশী সময় আমাদের হয়ে থাকে।
আমরা ভুলে যাই অনেককে। একসময় আমাদেরও ভুলে যাবে সবাই। এইভাবেই কেটেছে শত সহস্র বছর। কোটি কোটি জীবনের গল্প কেউ জানিনা। আমরা কেবল আমাদের নিজেদের কাছেই গুরুত্বপূর্ণ। কালের স্রোতে আর মানুষের ভীরে আমরা সবাই এক সময় হারিয়ে যাব। ভাবতেই সব কিছু কেমন শূন্য মনে হয়। এক একটি দীর্ঘশ্বাস নিরবে বয়ে যাবে।
বসে বসে অনুভব করতে চেষ্টা করতেছি সেই সব দীর্ঘশ্বাসের শব্দ।

29
Permanent Campus of DIU / Thank you Teacher.
« on: October 05, 2019, 10:35:42 PM »
শিক্ষকদের জবাবদিহিতা হল সৃষ্টিকর্তার কাছে। দ্বিতীয়ত স্টুডেন্টদের বাবা - মায়ের কাছে।
শিক্ষকের দায়িত্ব শুধু সাব্জেক্টের কোর্স ম্যাটেরিয়াল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ছাত্র - ছাত্রীরা যেন অন্যান্য মানবিক গুণাবলী অর্জন করতে পারে সেই দায়িত্বও শিক্ষকদের উপর বর্তায়।
মনে আছে একেবারে ছোটবেলায় যখন প্লে নার্সারিতে পড়ি - তখনকার টিচারদের কথা। অনেক টিচারের কথা এখনও ফলো করি। কখনো ক্লাসে কখনো বা পরীক্ষার হলে। ব্যক্তিজীবনেও তাদের আদেশ উপদেশ অনুসরণ করি হয়তো মনের অজান্তেই। কতকাল আগের কথা সেই প্লে নার্সারি ক্লাসের। এতেই বোঝা যায় মানুষের জীবনে শিক্ষকের গুরুত্ব কতটুকু।
শিক্ষকতায় বেশ কিছু বছর পার করলাম। ভালো লাগে যখন পথে আগের কোন স্টুডেন্ট এসে পরিচয় দেয় সালাম দেয়।
আজকে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫৩ আর ১৬৩ (ইভিনিং) ব্যাচের স্টুডেন্টরা তাদের থিসিস প্রেজেন্ট করল। তাদের আনুষ্ঠানিক শিক্ষা জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হল। এই ব্যাচের স্টুডেন্টদেরকে আমি প্রথম সেমিস্টার থেকেই দেখে আসতেছি। ভালো লাগলো তাদের ভাইভার পারফরমেন্স দেখে।

30
Textile Engineering / Thank you Teacher.
« on: October 05, 2019, 10:35:16 PM »
শিক্ষকদের জবাবদিহিতা হল সৃষ্টিকর্তার কাছে। দ্বিতীয়ত স্টুডেন্টদের বাবা - মায়ের কাছে।
শিক্ষকের দায়িত্ব শুধু সাব্জেক্টের কোর্স ম্যাটেরিয়াল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ছাত্র - ছাত্রীরা যেন অন্যান্য মানবিক গুণাবলী অর্জন করতে পারে সেই দায়িত্বও শিক্ষকদের উপর বর্তায়।
মনে আছে একেবারে ছোটবেলায় যখন প্লে নার্সারিতে পড়ি - তখনকার টিচারদের কথা। অনেক টিচারের কথা এখনও ফলো করি। কখনো ক্লাসে কখনো বা পরীক্ষার হলে। ব্যক্তিজীবনেও তাদের আদেশ উপদেশ অনুসরণ করি হয়তো মনের অজান্তেই। কতকাল আগের কথা সেই প্লে নার্সারি ক্লাসের। এতেই বোঝা যায় মানুষের জীবনে শিক্ষকের গুরুত্ব কতটুকু।
শিক্ষকতায় বেশ কিছু বছর পার করলাম। ভালো লাগে যখন পথে আগের কোন স্টুডেন্ট এসে পরিচয় দেয় সালাম দেয়।
আজকে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫৩ আর ১৬৩ (ইভিনিং) ব্যাচের স্টুডেন্টরা তাদের থিসিস প্রেজেন্ট করল। তাদের আনুষ্ঠানিক শিক্ষা জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হল। এই ব্যাচের স্টুডেন্টদেরকে আমি প্রথম সেমিস্টার থেকেই দেখে আসতেছি। ভালো লাগলো তাদের ভাইভার পারফরমেন্স দেখে।

Pages: 1 [2] 3 4 ... 25