Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Md. Abrar Amin

Pages: 1 [2] 3 4 5
16
EEE / CHEETAH - Fastest Legged Robot
« on: April 22, 2017, 03:49:47 PM »
The Cheetah robot is the fastest legged robot in the World, surpassing 29 mph, a new land speed record for legged robots. The previous record was 13.1 mph, set in 1989 at MIT.
The Cheetah robot has an articulated back that flexes back and forth on each step, increasing its stride and running speed, much like the animal does. The current version of the Cheetah robot runs on a high-speed treadmill in the laboratory where it is powered by an off-board hydraulic pump and uses a boom-like device to keep it running in the center of the treadmill. The next generation Cheetah robot, WildCat, is designed to operate untethered. WildCat recently entered initial testing and is scheduled for outdoor field testing later in 2013.
Cheetah robot development is funded by DARPA's Maximum Mobility and Manipulation program.

http://www.bostondynamics.com/robot_cheetah.html

17
EEE / PETMAN
« on: April 22, 2017, 03:49:16 PM »
PETMAN is an anthropomorphic robot designed for testing chemical protection clothing. Natural agile movement is essential for PETMAN to simulate how a soldier stresses protective clothing under realistic conditions.
Unlike previous suit testers that had a limited repertoire of motion and had to be supported mechanically, PETMAN balances itself and moves freely; walking, bending and doing a variety of suit-stressing calisthenics during exposure to chemical warfare agents. PETMAN also simulates human physiology within the protective suit by controlling temperature, humidity and sweating, all to provide realistic test conditions.
The PETMAN system was delivered to the user’s test facility where it is going through validation experiments. Boston Dynamics' partners for the program are MRIGlobal, Measurement Technologies Northwest, Smith Carter CUH2A (SCC), SRD, and HHI Corporation.
©2016 Boston Dynamics.

http://www.bostondynamics.com/robot_petman.html

18
EEE / Atlas - The Agile Anthropomorphic Robot
« on: April 22, 2017, 03:48:46 PM »
Atlas is a high mobility, humanoid robot designed to negotiate outdoor, rough terrain. Atlas can walk bipedally leaving the upper limbs free to lift, carry, and manipulate the environment. In extremely challenging terrain, Atlas is strong and coordinated enough to climb using hands and feet, to pick its way through congested spaces.
Articulated, sensate hands will enable Atlas to use tools designed for human use. Atlas includes 28 hydraulically-actuated degrees of freedom, two hands, arms, legs, feet and a torso.
An articulated sensor head includes stereo cameras and a laser range finder. Atlas is powered from an off-board, electric power supply via a flexible tether.
Several copies of the Atlas robot are being provided as Government Furnished Equipment for the DARPA Robotics Challenge program with delivery scheduled in the summer of 2013.
©2016 Boston Dynamics.

http://www.bostondynamics.com/robot_Atlas.html

19
EEE / LS3 - Legged Squad Support Systems
« on: April 22, 2017, 03:48:15 PM »
LS3 is a rough-terrain robot designed to go anywhere Marines and Soldiers go on foot, helping carry their load. Each LS3 carries up to 400 lbs of gear and enough fuel for a 20-mile mission lasting 24 hours. LS3 automatically follows its leader using computer vision, so it does not need a dedicated driver. It also travels to designated locations using terrain sensing and GPS. LS3 began a 2-year field testing phase in 2012. LS3 isfunded by DARPA and the US Marine Corps.
Boston Dynamics has assembled an extraordinary team to develop the LS3, including engineers and scientists from Boston Dynamics, Carnegie Mellon, the Jet Propulsion Laboratory, Bell Helicopter, AAI Corporation and Woodward HRT.

http://www.bostondynamics.com/robot_ls3.html

20
A new method developed by Disney Research for wirelessly transmitting power throughout a room enables users to charge electronic devices as seamlessly as they now connect to WiFi hotspots, eliminating the need for electrical cords or charging cradles.
The researchers demonstrated their method, called quasistatic cavity resonance (QSCR), inside a specially built 16-by-16-foot room at their lab. They safely generated near-field standing magnetic waves that filled the interior of the room, making it possible to power several cellphones, fans and lights simultaneously.
"This new innovative method will make it possible for electrical power to become as ubiquitous as WiFi," said Alanson Sample, associate lab director & principal research scientist at Disney Research. "This in turn could enable new applications for robots and other small mobile devices by eliminating the need to replace batteries and wires for charging."
A research report on QSCR by the Disney Research team of Matthew J. Chabalko, Mohsen Shahmohammadi and Alanson P. Sample was published on Feb. 15, 2017 in the online journal PLOS ONE.
"In this work, we've demonstrated room-scale wireless power, but there's no reason we couldn't scale this down to the size of a toy chest or up to the size of a warehouse," said Sample, who leads the lab's Wireless Systems Group.
According to Sample, wireless power transmission is a long-standing technological dream. Celebrated inventor Nikola Tesla famously demonstrated a wireless lighting system in the 1890s and proposed a system for transmitting power long distances to homes and factories, though it never came to fruition. Today, most wireless power transmission occurs over very short distances, typically involving charging stands or pads.
The QSCR method involves inducing electrical currents in the metalized walls, floor and ceiling of a room, which in turn generate uniform magnetic fields that permeate the room's interior. This enables power to be transmitted efficiently to receiving coils that operate at the same resonant frequency as the magnetic fields. The induced currents in the structure are channeled through discrete capacitors, which isolate potentially harmful electrical fields.
"Our simulations show we can transmit 1.9 kilowatts of power while meeting federal safety guidelines," Chabalko said. "This is equivalent to simultaneously charging 320 smart phones."
In the demonstration, the researchers constructed a 16-by-16-foot room with aluminum walls, ceiling and floor bolted to an aluminum frame. A copper pole was placed in the center of the room; a small gap was created in the pole, into which discrete capacitors were inserted.
"It is those capacitors that set the electromagnetic frequency of the structure and confine the electric fields," Chabalko explained. Devices operating at that low megahertz frequency can receive power almost anywhere in the room. At the same time, the magnetic waves at that frequency don't interact with everyday materials, so other objects in the room are unaffected.
Though the demonstration room was specially constructed, Sample said it likely will be possible to reduce the need for metalized walls, ceilings and floors in the future. It may be possible to retrofit existing structures, for instance, with modular panels or conductive paint. Larger spaces might be accommodated by using multiple copper poles.
Combining creativity and innovation, this research continues Disney's rich legacy of innovation and leveraging technology to enhance the tools and systems of tomorrow.


Read more at: https://phys.org/news/2017-02-wireless-power-transmission-safely-devices.html#jCp

21
EEE / Wireless electricity
« on: April 22, 2017, 03:46:05 PM »

22
ম্যালওয়্যারের মাধ্যমে প্রায় ১২০০ ফ্র্যাঞ্চাইজি’র লেনদেন কার্ডের তথ্য আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ক্রাউন প্লাজা ও হলিডে ইন হোটেল ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি)।

যুক্তরাষ্ট্র আর পুয়ের্তো রিকো-তে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে অতিথিদের অর্থ চুরি যেতে পারে বলে তাদের সতর্ক করা করা হয়েছে। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে আইএইচজি তাদের পরিচালনাধীন যুক্তরাষ্ট্রের এক ডজন হোটেল একই ধরনের আক্রমণে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল।

সর্বশেষ খবরের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এক মুখপাত্র বিবিসি’কে বলেন, “প্রত্যেককে তাদের লেনদেন কার্ডের হিসাবের বিবৃতিতে ভালোভাবে নজর রাখা উচিত।”

“যদি সেখানে অননুমোদিত কোনো লেনদেন দেখা যায়, তবে তাদের সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক-কে জানানো উচিত।”

“সাধারণত লেনদেন কার্ডের নীতিমালা অনুযায়ী কার্ডধারী এই ধরনের কোনো লেনদেনের জন্য দায়ী নয়।” ক্রাউন প্লাজা ও হলিডে ইন ছাড়াও প্রতিষ্ঠানটির মালিকানাধীন অন্যান্য হোটেল ব্র্যান্ডগুলোর মধ্যে হোটেল ইন্ডিগো আর ক্যান্ডলউড স্যুটস রয়েছে।

আইএইচজি জানিয়েছে, তাদের তদন্তে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর সময়ের মধ্যে হোটেলগুলোর সামনের ডেস্কে লেনদের জায়গায় এই ম্যালওয়ার চালু করার চিহ্ন পাওয়া গেছে। তবে, মার্চে এই ঝুঁকি নির্মূল করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

হোটেল গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়, হোটেলগুলোর কম্পিউটার সার্ভারগুলোতে ব্যবহারের সময় লেনদেন কার্ডগুলোর ম্যাগনেটিক স্ট্রিপগুলো থেকে এই আক্রমণের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া হয়। এই তথ্যের মধ্যে কার্ড নাম্বার, মেয়াদোত্তীর্ণের তারিখ ও ভেরিফিকেশন কোড রয়েছে। 

অতিথিদের অন্যান্য তথ্য হাতিয়ে নেওয়া হয়নি বলেই বিশ্বাস আইএইচজি-এর।

সাম্প্রতিক বছরগুলোতে হায়াত, ম্যান্ডারিন ওরিয়েন্টাল আর ট্রাম্প হোটেলসসহ বিভিন্ন হোটেল চেইনের লেনদেন ব্যবস্থা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

23
জাপানি ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবার চিপ ব্যবসা কিনতে একসঙ্গে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে দেশটির রাষ্ট্রায়ত্ত তহবিল প্রতিষ্ঠান আইএনসিজে ও ব্যক্তি মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান কেকেআর অ্যান্ড কর্পোরেশন এলপি।

ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের পরই দ্বিতীয় বৃহত্তম ন্যান্ড চিপ নির্মাতা প্রতিষ্ঠান বিবেচনা করা হয় তোশিবাকে। ইতোমধ্যেই এই ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে অ্যাপল, ফক্সকনের মতো প্রতিষ্ঠান।

আগের সপ্তাহেই ব্যবসা কিনতে নিজেদের আগ্রহের কথা জানায় আইএনসিজে। নিলামের প্রথম রাউন্ডে অংশ না নিলেও দ্বিতীয় রাউন্ডে যোগ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। এবার কেকেআর-এর সঙ্গে মিলে নিলামে ডাক দেবে এই প্রতিষ্ঠান, দেশটির স্থানীয় ব্যবসায়িক দৈনিক নিক্কেই-য়ের বরাতে জানিয়েছে রয়টার্স।

নিলামে অংশ নেওয়ার ব্যাপারে জানতে কেকেআর এবং আইএনসিজে-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই মন্তব্য করা হয়নি।

এর আগে এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, তোশিবায় লঘু অংশের জন্য বিনিয়োগ করবে আইএনসিজে। এতে নিলামের অন্য প্রার্থীর কাছে প্রতিষ্ঠান বিক্রির ঝুঁকি কমাতে পারবে সরকার। অন্য প্রার্থীর কাছে প্রতিষ্ঠান বিক্রিকে জাতীয় নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০১৫ সালে হিসাব জালিয়াতির ঘটনার পর নড়বড়ে অবস্থায় রয়েছে তোশিবা’র ব্যবসা। এই ঘটনায় কয়েকশ’ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

ওই ঘটনার পর বারবার ব্যবসায় ফেরার ইঙ্গিত দিলেও সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারেনি তোশিবা। আগের বকেয়া পরিশোধ করতে ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্ল্যান্টে বিনিয়োগ করতে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়ের কিছু অংশ বিক্রি করার ঘোষণা দেয়।

শুধু চিপ ব্যবসা নয় টেলিভিশন ব্যবসাও বিক্রি করতে পারে তোশিবা। সম্প্রতি টেলিভিশন ব্যবসা কিনতে আগ্রহের কথা জানিয়েছে তুরষ্কভিত্তিক ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভেসটেল।

ইতোমধ্যে চিপ ব্যবসায় নিলামের প্রার্থীর তালিকা ছাঁটাই করেছে তোশিবা। এতে চার প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয়েছে। সম্প্রতি চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা তাইওয়ানিজ প্রতিষ্ঠান ফক্সকন-এর সঙ্গে মিলে নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

24
বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কলড্রপ নিয়ে এবার টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিগভে ব্রেকের কাছে অসন্তোষ জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠক শেষে মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেলিনর প্রেসিডেন্টকে আমি বলেছি, তোমাদের বিরুদ্ধে আমার অভিযোগ প্রত্যেকবার একটা; এত কলড্রপ হয় কেন?

“তিনি আমার অভিযোগ স্বীকার করে বলেছেন, আমরা তাদের যে স্পেকট্রাম (তরঙ্গ) দিয়েছি সেটা সাফিসিয়েন্ট (যথেষ্ট) নয়। তিনি বললেন, আমাদের স্পেকটাম ডিভাইডেড টু পার্ট। একটি হচ্ছে-ডেটা এবং অপরটি টেলিফোন (ভয়েস)। ডেটাতে অনেক আনইউজড ক্যাপাসিটি আছে। কিন্তু টেলিফোনে নেই। সে কারণেই এই কলড্রপ সমস্যা।”

১৯৯৭ সালে কার্যক্রম শুরু করা গ্রামীণফোনের ৫৫.৮ শতাংশের মালিকানা রয়েছে নরওয়ের কোম্পানি টেলিনরের হাতে।

কলড্রপ সমস্যা নিরসনে আরও তরঙ্গ বরাদ্দ টেলিনর প্রেসিডেন্ট চেয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।

সিগবে ব্রেকে সিগবে ব্রেকে
তিনি বলেন, “নামে থ্রি জি হয়েছে বলা হলেও আসলে আমরা কিন্তু টু জিতেই আছি। এখন আমাদের ফোর জিতে যেতে হবে। টেলিনর প্রেসিডেন্টও সেই গুরুত্বই দিয়েছেন।

ফোর জির নিলামের বিষয়ে দেশে ফিরেই বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন বলে জানান মুহিত।

কবে নাগাদ নিলাম ডাকা হবে-এ প্রশ্নে তিনি বলেন, ‍“দেশে ফিরেই আমার আবার মে মাসের প্রথম সপ্তাহে এডিবির বার্ষিক সভায় যোগ দিতে জাপান যেতে হবে। তার পর বাজেট…। বাজেটের পর অকশন ডাকা হবে।”

পাঁচ কোটির বেশি গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের কলড্রপের বিষয়টি এর আগেও আলোচনায় এসেছে। প্রতিটি ভয়েস কল ড্রপের জন্য এক মিনিট ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছিল তারা।

গত বছরের ১ অক্টোবর থেকে ওই ‘অফার’ চালুর কথা ফলাও করে প্রচার করলেও ‘গ্রাহকদের না জানিয়েই’ কয়েক দিনের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।


25
EEE / How to Repair Dodgy or Broken Headphones: Part-17
« on: April 22, 2017, 12:19:32 PM »

Clamp the wires onto the pins. Use a small clip or vise to keep them firmly in place. None of the three wires should touch the other two.
Solder the wires to the plug. Use sandpaper to roughen the edges to make it easier to solder to metal. Apply solder to a pin. Heat the pin to melt the solder. Repeat for the other two wires.

26
EEE / How to Repair Dodgy or Broken Headphones: Part-16
« on: April 22, 2017, 12:19:02 PM »

Connect the wires to the probes. Separate each of the three wires in your cable. Twist any frayed ends together so each wire has a thin tip. Tie these firmly to the jack plug as follows:[8]
Bare copper wire connects to the sleeve probe, the longest piece of metal. If there is no bare wire, connect the wire with striped insulation.
The remaining two (insulated) wires connect to the other two pins (the tip and ring probes). There's no universal color code for these. If you connect them the wrong way round, the left and right audio will be switched. The headphones will otherwise work fine.

27
EEE / How to Repair Dodgy or Broken Headphones: Part-15
« on: April 22, 2017, 12:18:43 PM »
Fit the plug parts over the cable. Unscrew the new plug. Slip the cover and spring over the end of the cable. Slip on a piece of shrink tubing as well.
The plug base should have two pins sticking out of the end. If it only has one, then you have got a mono, not stereo, plug.

28
EEE / How to Repair Dodgy or Broken Headphones: Part-14
« on: April 22, 2017, 12:18:21 PM »
Strip the wire with wire strippers. There will normally be one "loose" wire (unshielded) and two insulated, or shielded, wires. The bare one will be the earth or ground wire, the others are left signal and right signal.
Side-by-side cables have an additional bare wire, but are otherwise the same as single cables.

29
EEE / How to Repair Dodgy or Broken Headphones: Part-13
« on: April 22, 2017, 12:18:01 PM »
Remove the old plug. Some plugs can be unscrewed from the cable. If your plug is molded on to the plastic, you'll need to cut it off instead, about 1 inch (2.5 cm) from the plug.
If your plug unscrews, look at the wires. If they all seem connected and unbroken, cut the cable off anyway. The problem is probably in the cable right next to the plug.

30
EEE / How to Repair Dodgy or Broken Headphones: Part-12
« on: April 22, 2017, 12:17:40 PM »
Purchase a new jack plug. You can find these for cheap online or at an electronics store. Select a metal plug with stereo connection and a spring. Make sure it's the same size as your old plug, typically 3.5mm.

Pages: 1 [2] 3 4 5