Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
খাদ্য নিরাপত্তা: হরিধান ও কৃষির রূপান্তর

গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনীতিতে যে বিশাল পরিবর্তন হয়েছে, অগ্রগতি হয়েছে তা বহুল আলোচিত। সেই তুলনায় কৃষির যে পরিবর্তন, গ্রামীণ দৃশ্যপটের যে পরিবর্তন, তার আলোচনা হয়েছে কম। আরো কম মনোযোগ পাচ্ছে সামনের কয়েক দশকে এ পরিবর্তন কি সরলরৈখিকভাবে চলতে থাকবে, নাকি নতুন বাঁক নেবে সেই প্রসঙ্গটি। কৃষির পরিবর্তন অর্থ আসলে গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও অকৃষির গুরুত্বের পরিবর্তন, সেসব ক্ষেত্রে প্রযুক্তির পরিবর্তন। এখন থেকে পাঁচ দশক আগে এ দেশের কৃষি বলতে ধান-পাট চাষকেই বোঝাত। তার মধ্যে আধিপত্যে ছিল ধান। পাঁচ দশক আগে এ দেশে যেসব স্থানীয় প্রজাতির ধান চাষ হতো, সেগুলের নাম কিন্তু ধীরে ধীরে বিস্মৃতির অতলে চলে যাচ্ছে। তার পরিবর্তে নতুন উচ্চফলনশীল ধান এসেছে। সেগুলোর চাষের পদ্ধতি ভিন্ন। তাতে ফলন বেড়েছে এত বেশি, যেটা এক সময় ছিল অকল্পনীয়। ফলে এ দেশের জনসংখ্যা যখন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে, খাদ্যশস্যের অভাব নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। এ ধানের সুফল এবং সঙ্গে যেসব পরিবর্তন হয়েছে, সেই প্রসঙ্গ তাই গুরুত্বপূর্ণ।

ঝিনাইদহের কৃষক শ্রী হরিপদ কাপালীর হাতে হরি ধানের আবিষ্কার দুই দশক  আগে  যার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের সুযোগ  হয়নি কেবল দারিদ্রতার কারনে । এখানে উল্লেখ্য যে হরিপদ কাপালী ১৯২২ সালে ঝিনাইদহ  জেলার সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্ম গ্রহন করেন এবং  ২০১৮ সালের ৬ই জুলাই নিজ শ্বশুরালয় আহসান নগর গ্রামে মৃত্যু বরন করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী সুনিতী কাপালী ও এক দত্তক সন্তান রুপ কুমার কাপালীকে রেখে যান । জনাব হরিপদ কাপালীর শেষকৃত্য সম্পন হয়  চুয়াডাঙ্গা জেলার আলীয়ারপুর শ্বাশান ঘাটে যেখানে স্থানীয়  কৃষি অফিসের কমকর্র্তাসহ  আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন ।

শ্রী হরিপদ কাপালীর গবেষনা ধর্ম্মী কাজ শুরু হয়  মূলত ২০০২ সালে যেখানে ইরি ধানের খেতে কাজ করতে গিয়ে তিনি দেখেন তিন-চারটি ধানের গাছ, যা অন্যগুলোর থেকে মোটা ও আকারে বড়।এই চিন্তা থেকে ভালো ফলন হতে পারে এমন আশায় সেগুলো রেখে  দেন এই কৃষক গবেষক। পরবর্তী সময়ে এর বীজ থেকে চারা তৈরি করে ছোট্ট এক জায়গায় পরীক্ষামূলক চাষ করেন। সেখানেও ফলন ভালো হয়। এরপর থেকে এ ধানের চাষ বাড়াতে থাকেন হরিপদ কাপালী এবং পরে স্থানীয়ভাবে ও আশপাশের বিভিন্ন গ্রামে বিন্তর লাভ করে দেন এ ধান। এটি ধীরে ধীরে পরিচিতি লাভ করে হরি ধান হিসেবে। বর্ষা মৌসুমে চাষকৃত মোটা জাতের এ ধানের বিঘাপ্রতি ফলন হয় গড়ে ১৫-১৬ মণ হারে। কিন্তু উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম এবং ভাত খেতে অনেক সুস্বাদু হওয়ায় একসময় ধানটি স্থানীয় কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ধানটি নিয়ে গবেষণা শুরু করে। গবেষকরা বলছেন, হরি ধান মূলত ধানের জিনগত মিউটেশন সৃষ্ট জাত। ইনব্রিড জাত, হাইব্রিড নয়। হাইব্রিডের ক্ষেত্রে বীজ বারবার কিনতে হয়। পরের বছরের জন্য বীজ করে চারা করলে উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে যায়। কিন্তু ইনব্রিড ধানে প্রায় শতভাগ উৎপাদন ধরে রাখা সম্ভব । এই সফল আবিস্কারটি নিয়ে  প্রথমে  বেসরকারী টিভি চ্যানেল আই এর পরিচালক ও গনমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ প্রচারে নিয়ে আসে যা সকল কৃষিগবেষক মহলে ব্যাপক উৎসাহের বিষয়ে পরিণত হয় ।।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষকগনের একটি দল  শ্যী হরিপদ কাপালীর  গবেষনার ক্ষেত্র পরিদর্শন করেন এবং বিভিন্ন যুক্তি তর্কে অবতির্ণ  হয়  এই বলে যে এটি কোন নূতন আবিস্কার নয় যাকে বলা হয় ভ্যারইটেল ট্রায়েল  যা এর আগে অনেক দেশেই  হয়েছে । কিন্তু  মিডিয়া ব্যক্তি সাইক সিরাজের প্রচারনায় বিষয়টি সরকারের নজরে আসে এবং  সরকারের কৃষি বিভাগ  পরীক্ষামূলক হিসাবে জামালপুর জেলাকে বেছে নয় এবং হরিধান চাষে কৃষকদের পরামশর্ দেয়  । বিষয়টি যখন  ধীরেধীরে এগুতে থাকে  তখন প্রতিযোগিতার  প্রশ্নটি  সামনে চলে আসে এবং কৃষি বিভাগ ব্রি-১১, ব্রি-৫৬ জাতের চেয়ে হরি ধানের ফলন কম বলে যুক্তি দিচ্ছে। তারা দেখিয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে হেক্টরপ্রতি হরি ধানের উৎপাদন হার যেখানে ৪ দশমিক ২ টন, সেখানে ব্রি-৫৬র উৎপাদন হার তার চেয়েও বেশি যা হেক্টরপ্রতি ৪ দশমিক ৭৪ টন অথচ স্বাধীন গবেষণায় উল্টো তথ্য উঠে এসেছে। ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায়,  হরি ধান আমন মৌসুমের উচ্চফলনশীল জাত ব্রি-৫৬-এর চেয়েও বেশি ফলন দেয়। প্রতি হেক্টর জমিতে ব্রি-৫৬-এর গড় উৎপাদন যেখানে ৫ দশমিক ৫১ টন, সেখানে প্রতি হেক্টর জমিতে হরি ধান উৎপাদন হয় ৬ দশমিক শূন্য ৮ টন। কাজেই হরি ধান ফলন কম দেয় তাদের এমন দাবি কতটা যুক্তিসংগত, তা পর্যালোচনার দাবি রাখে।

এখন হরিধানের বীজ সম্প্রসারন ও  অনুমোদনের যে প্রশাসনিক  পদ্বতি তার  জালে আটকে গেছে এই হরি ধানের ভবিষ্যত । তথ্য  উপাত্ব বলছে   উচ্চফলনশীল জাতটির উদ্ভাবক হরিপদ কাপালী সরকারি জেলা পর্যায়ের কিছু পুরস্কার পেয়েছেন যেমন জেলা প্রশাসক পুরস্কার, কৃষি সম্প্রসারন পুরস্কার,গনস্বাস্থ্য পুরস্কার,রোটাারি কক্লাব পুরস্কার,চ্যানেল আই পুরস্কার ইথ্যাদি। কিন্তু ২০১৮ সালে হরিপদ কাপালীর মৃত্যুর পর হরি  ধানটি এখন পর্যন্ত স্বীকৃতি পায়নি। নিয়ম অনুযায়ী স্বীকৃতির জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কিছু নিয়ম  ও নানা শর্ত পূরণের ভেতর দিয়ে যেতে হয়। প্রথমে বীজ প্রত্যয়ন এজেন্সিতে আবেদন করতে হয়, এরপর পরীক্ষা করা হয়, টিকলে সেটা বীজ বোর্ডে আবেদন করলেই অনুমোদন মেলে। বীজ বোর্ডে এখন বীজ ব্যবসায়ীদের একটা আধিপত্যের খবর মিলছে, হরি ধান জাত হিসেবে স্বীকৃত না হওয়ার পেছনে তাদের একটা প্রভাব থাকতে পারে বলে অনেকের অভিমত। স্থানীয় কৃষকের ভাষ্যে গুণে-মানে হরিধান এগিয়ে থাকলেও বীজকেন্দ্রিক রাজনীতিতে এর স্বীকৃতি না পাওয়াটা দুঃখজনক।

আরও বিষয় হলো স্বাভাবিকভাবে হরি ধানের  বাজারও সম্প্রসারণ ঘটেনি। এর পেছনে যথাযথ সংরক্ষণের ঘাটতি, প্রাতিষ্ঠানিক শৈথিল্য, অনীহা, মাঠ সম্প্রসারণে তদারকির অভাবসহ আরো ফ্যাক্টরের কথা উঠে এসেছে। একটা সময় ধান বীজের পুরো উৎস ছিল গ্রামের কৃষক। কৃষক নিজে বীজ সংরক্ষণ করতেন, সে বীজ বিক্রি করতেন অন্য কৃষকের কাছে। সময়ের ব্যবধানে বীজ নিয়ে গবেষণা, উন্নয়ন ও উৎপাদনে যুক্ত হয় করপোরেট প্রতিষ্ঠানগুলো। আবার কিছু প্রতিষ্ঠান আমদানি শুরু করে। নিজেদের আধিপত্য বজায় রাখতে তারা বরাবরই স্থানীয় জাতগুলোকে বাজার ব্যবস্থাপনায় আসতে নানাভাবে বাধা গ্রস্থ করে। হরি ধানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, দেশীয় প্রজাতির উদ্ভাবিত এ উচ্চফলনশীল জাত সুকৌশলে একটি মহল বাজার থেকে উঠিয়ে দিয়েছে। জাতটির আবাদ সম্প্রসারণ না করে উল্টো মানুষকে নিরুৎসাহিত করা হয়েছে। সব মিলিয়ে ধানটির চাষাবাদ কমেছে। হারিয়ে গেছে স্থানীয় পর্যায়ে হরি ধানের মত উদ্ভাবিত উচ্চফলনশীল অনেক ধানবীজ, বিলীনের পথে আরো কিছু জাত। এর মধ্যে হরি ধান অন্যতম। বিভিন্ন গবেষণায় এ ধানের উচ্চ উৎপাদনশীলতা ও কম সার লাগার তথ্য মিলেছে। দীর্ঘ সময় পেরোলেও এ ধানের আবাদ সম্প্রসারণ করা যায়নি। এমনকি এখন পর্যন্ত বীজের জাত হিসেবে এর সরকারি স্বীকৃতিও মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের খাদ্যনিরাপত্তায় এ জাতটির বড় ভূমিকা রাখার সুযোগ ছিল। কিন্তু দুঃখজনকভাবে এর সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারিনি। কৃষি ক্ষেত্রে নানা অগ্রগতি হলেও ফলন বাড়াতে গুণগত মানের বীজের ঘাটতি আমাদের দেশে একটা বড় সমস্যা। সেক্ষেত্রে হরি ধানের মতো মোটামুটি পরীক্ষিত একটা ভালো বীজের প্রায় অবলুপ্তির সংকট তৈরি হওয়াটা ভীষণ উদ্বেগজনক। জাতটি সংরক্ষণ ও বাজার সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নিতে হবে । কারন দেশের কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে হাইব্রিড বীজের পাশাপাশি স্থানীয় প্রজাতির উচ্চফলনশীল জাতগুলোও বড় ভূমিকা রেখেছে। নতুন নতুন জাত উন্মোচন হলেও হরি ধানের মতো সেগুলো বাজার কাঠামোয় অনেকটা সংকুচিত। নিজেদের ব্যবসার স্বার্থে বড় বীজ প্রতিষ্ঠানগুলো স্থানীয় উন্নত বীজগুলোর স্বীকৃতি প্রক্রিয়া থেকে শুরুকরে বাজার সম্প্রসারণ ব্যাহত করছে। এটা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় উচ্চফলনশীল ধানবীজগুলোর যথাযথ সংরক্ষণ, বাজার ও আবাদ সম্প্রসারণ করতে হবে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি মন্ত্রণালয়ের সক্রিয়তায় স্থানীয় বীজের প্রসার নির্বিঘ্ন হবে বলে প্রত্যাশা।

লেখক
ড:মিহির কুমার রায়
অর্থনীতিবিদ, গবেষক ও
সাবেক ডিন, সিটি ইউনির্ভাসিটি, ঢাকা  ও
সাবেক জ্যাষ্ট সহ-সভাপতি, বাংলাদেশ কৃষি অর্থনীতিবীদ সমিতি,ঢাকা





12
পাট চাষে আগ্রহ হাড়াচ্ছে কৃষক


পাট বাংলাদেশের সোনালি আঁশ। বর্তমানে দেশে পাট চাষির সংখ্যা প্রায় ৪০ লাখ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় চার কোটি মানুষের জীবন-জীবিকার সংস্থান হচ্ছে পাট চাষে। পাট শিল্পে ও পাটপণ্য রপ্তানির কাজে জড়িত আছেন প্রায় ১ লাখ ৫০ হাজার শ্রমিক। জিডিপিতে পাটের অবদান প্রায় শূন্য দশমিক ২০ শতাংশ। কৃষি জিডিপিতে পাটের শরিকানা প্রায় ১ শতাংশ। মোট রপ্তানি আয়ের প্রায় ২ শতাংশ উপার্জন হয় পাট ও পাটপণ্য রপ্তানি থেকে। তৈরি পোশাক শিল্পের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। পাট থেকে আহরিত মোট বৈদেশিক মুদ্রার প্রায় এক-চতুর্থাংশ আসে কাঁচা পাট রপ্তানি থেকে। এক সময় পাট ও পাটজাত পণ্যই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি খাত। পাট থেকে আহরিত মোট বৈদেশিক মুদ্রার প্রায় এক-চতুর্থাংশ আসে কাঁচা পাট রপ্তানি থেকে। এক সময় পাট ও পাটজাত পণ্যই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি খাত। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে মোট বৈদেশিক আয়ে পাটের অংশ ছিল প্রায় ৯০ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে ১ দশমিক ৮৮ শতাংশে। ১৯৫৮ সালে এ দেশে সাদা পাটের আওতাধীন জমির পরিমাণ ছিল শতকরা ৭৫ দশমিক ৪৮ ভাগ এবং তোষা ২৪ দশমিক ৫২ ভাগ। ২০২৩-২৪ অর্থবছরে তোষা পাট শতকরা প্রায় ৮৯ ভাগ, সাদা পাট প্রায় ৪ ভাগ এবং মেস্তা ও কেনাফ প্রায় ৭ ভাগ জমিতে চাষ করা হয়। তোষা পাটের হেক্টরপ্রতি উৎপাদন ১৩ দশমিক ৬৪ বেল, সাদা পাটের উৎপাদন ৯ দশমিক ৭৩ বেল এবং মেস্তা ও কেনাফের গড় উৎপাদন ১০ দশমিক শূন্য ৬ বেল। সারাদেশে হেক্টরপ্রতি পাটের গড় উৎপাদন ১৩ দশমিক ২৪ বেল। নব্বইয়ের দশকে এ দেশে পাটের চাষ হতো প্রায় ১২ লাখ হেক্টর জমিতে। ক্রমেই তা নেমে আসে সাড়ে চার থেকে পাঁচ লাখ হেক্টরে।

মাঠ গবেষণায় দেখা যায় একসময় রংপুর অঞ্চলের অর্থনীতির মূল প্রাণ ছিল পাট। কিন্তু এখন সেই ঐতিহ্য হারাচ্ছে। গত ২০ বছরে পাট চাষ কমেছে প্রায় ৭০%, ফলে হাজার হাজার কৃষক বেকার হয়েছেন। এর প্রধান কারণ বন্যা, ভালো বীজের অভাব এবং বাজারের অনিশ্চয়তা। তবে এবার নতুন পাট বাজারে ওঠায় এবং ভালো দাম পাওয়ায় কৃষক খুশি। রংপুর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর (খরিফ-১ মৌসুমে) রংপুর বিভাগের আট জেলার (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী) মোট ৫৪ হাজার ৬৬৯ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রত্যাশা ৭ লাখ ৯ হাজার ৭৯৯ বেল পাট উৎপাদন হবে। উল্লেখ্য, গত তিন বছরে এই অঞ্চলে প্রতি বছর গড়ে দুইশ থেকে চারশ হেক্টর জমিতে পাট চাষ কমেছে। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলায় মোট ৫১ হাজার ৬২৭ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। এ উৎপাদনে প্রায় ৭০ হাজার কৃষক যুক্ত ছিলেন। ২০২২ সালে, ৫৬ হাজার ৪১২ হেক্টর জমিতে পাটের চাষ হয়। ওই প্রায় ৭৫ হাজার কৃষক এতে জড়িত ছিলেন। গত ১০ বছরে এই অঞ্চলে পাট চাষের পরিমাণ প্রায় ৪০% কমেছে। আর গত ২০ বছরের হিসাবে এই হ্রাসের পরিমাণ ৭০%।

পাট চাষ কৃষি শ্রমিকদের জন্য কাজের সুযোগ তৈরি করে। কৃষকরা পাট কাটার পর আমন ধানের চারা রোপণ করেন। এরপর প্রায় এক থেকে দেড় মাস তাদের হাতে কোনো কাজ থাকে না। এই সময়ে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ করে কৃষি শ্রমিকরা কর্মসংস্থান পান।তবে পাট চাষ কমে যাওয়ায় কাজের সুযোগও কমে গেছে। কৃষি শ্রমিকের বাজারও ছোট হয়ে আসছে। তবে আশার কথা, এই বছর নতুন পাট বাজারে উঠতে শুরু করেছে। প্রতি মণ পাট মানভেদে ৩,০০০ থেকে ৩,২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কৃষকরা কিছুটা লাভবান হচ্ছেন। এছাড়াও, প্রতি মণ পাটকাঠি ৭০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। পাটকাঠি এখন আর শুধু জ্বালানি নয়, এটি শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পাটকাঠি দিয়ে হার্ডবোর্ড তৈরি হয়। এছাড়াও, বিশেষ প্রক্রিয়ায় পুড়িয়ে কয়লা তৈরি করা হয়, যা গুঁড়ো করে কার্বন ও ডিজিটাল প্রিন্টারের কালি বানানো হয়। পাট চাষ এখন কৃষকদের জন্য একটি লাভজনক ফসল।

লালমনিরহাটের কৃষক মো. আশরাফ দুই একর জমিতে ৪৫ মণ পাট উৎপাদন করে ১ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছেন। ৭০ মণ পাটকাঠি বিক্রি করে আরও ৪৯ হাজার টাকা আয়ের আশা করছেন তিনি। চাষের সব খরচ বাদ দিয়ে তার ৫০ হাজার টাকা লাভ হবে। কৃষক আব্দুস সাত্তার (৫০) জানান, একসময় উত্তরাঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস ছিল পাট। গ্রামীণ অর্থনীতিতে এই ফসলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু আধুনিকতার প্রভাব, চাষের খরচ বৃদ্ধি এবং ন্যায্য মূল্য না পাওয়ায় পাট চাষ এখন বিলুপ্তির পথে। তবে এই সংকট মোকাবিলায় সরকার পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করায় বাজারে কিছুটা গতি ফিরেছে। ভবিষ্যতে পাট চাষ বাড়াতে হলে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

রংপুর পাট গবেষণা ও উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বন্যা, বীজের অভাব, পর্যাপ্ত পানির সংকট এবং বাজারের অনিশ্চয়তার কারণেই রংপুর বিভাগে পাট চাষের জমি ও উৎপাদন ধারাবাহিকভাবে কমে আসছে। তবে আশার কথা হলো, চলতি খরিফ মৌসুমে উঁচু জমিতে পাট চাষের পর্যাপ্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনাবৃষ্টির কারণে পাট জাগ দেওয়া (পচানো) নিয়ে একসময় কৃষকের মনে ভয় ছিল। কিন্তু আষাঢ় মাসের শেষের দিকে বৃষ্টি হওয়ায় খাল-বিলে পানি জমে যায় এবং শেষ পর্যন্ত পাট পচন নিয়ে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, কৃষিবিদ ড. মো. আবু সাইখুল আরিফিন জানান, পাট এখন কৃষকদের জন্য একটি লাভজনক ফসল। কৃষক এই অঞ্চলে দুটি প্রধান ফসলের মাঝে পাট চাষ করতে পারেন। কারণ পাট কাটার পর আমন ধানের চারা রোপণ করা যায় । তিনি জানান, এই অঞ্চলের কৃষকরা এখনও সনাতন পদ্ধতিতে পাট আঁটি করে জাগ দেন। এতে পাটের মান ও রং খারাপ হয়ে যায়, শ্রমিক বেশি লাগে এবং উৎপাদন খরচও বাড়ে। তিনি কৃষকদের সনাতন পদ্ধতির বদলে ‘ফিতা রেটিং’ পদ্ধতিতে পাট জাগ দিতে উৎসাহিত করেন। এই পদ্ধতিতে কম পানি লাগে, প্রযুক্তি ব্যবহার করে সহজে আঁশ ছাড়ানো যায় ও উৎপাদন খরচও কমে।

এখন নীতিনির্ধারণী ও গবেষণা পর্যায়ে অনেক কিছু করার রয়েছে। পাট গবেষণার ক্ষেত্রে এ নাগাদ সাদা পাটের ১২টি উচ্চ ফলনশীল জাত পাওয়া গেছে। তোষা পাটের আটটি, কেনাফের চারটি ও মেস্তার তিনটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে। এগুলোর সম্প্রসারণ চলছে মাঠ পর্যায়ে। বর্তমানে পাটের গড় ফলন পৃথিবীর পাট উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশেই বেশি। এর পেছনে কৃষি বিজ্ঞানীদের এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অবদান অনস্বীকার্য। সম্প্রতি পাটের বংশ গতি বিন্যাস (জেনোম সিকুয়েন্স) উদ্ভাবন হয়েছে। তাতে রোগ ও পোকা প্রতিরোধক আরো উচ্চফলনশীল জাত উদ্ভাবনের সম্ভাবনা উন্মোচিত হয়েছে। হচ্ছে। এখন আমাদের এমন পাটের জাত উদ্ভাবন করতে হবে যা খরা, লবণাক্ততা ও শীতসহিষ্ণু। সারা বছর উৎপাদন উপযোগী পাটজাত উদ্ভাবন এখন সময়ের দাবি। এরই মধ্যে বছরে দুবার অর্থাৎ ফেব্রুয়ারি ও মে মাসে পাট বোনার সুযোগ সৃষ্টি হয়েছে। তাতে পাটের উৎপাদন বৃদ্ধি পাবে। তবে গবেষণার মাঠে নতুন উদ্ভাবিত পাট জাতের ফলন যত বেশি, কৃষকের মাঠে তত বেশি নয়। গবেষণা ও কৃষকের মাঠে প্রাপ্ত উৎপাদনে প্রায় ৪০ শতাংশ ফারাক বিদ্যমান। এটি কমাতে হবে। এর জন্য গবেষণা ও সম্প্রসারণের মধ্যে জোরাল সমন্বয় প্রয়োজন। পাট গবেষণা ও সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন ৷ তার সঙ্গে বাজার স্থিতিশীল রাখতে সচেষ্ট হতে হবে। পাট সংশ্লিষ্ট শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে।

ড. মিহির কুমার রায়
লেখক: কৃষি অর্থনীতিবিদ ও গবেষক

Source: https://www.dainikbangla.com.bd/opinion/57493
13
কর্মশক্তি কৌশল ও বাংলাদেশের উচ্চশিক্ষা


চলমান প্রযুক্তিগত বিপ্লব আমাদের অর্থনীতি, শিল্প, প্রশাসন ও কর্মজীবনে দ্রুত পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানি একদিকে নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে অনেক প্রচলিত কাজের প্রয়োজনীয়তাও কমিয়ে দিচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক অস্থিরতা শ্রমবাজারকে আরো জটিল করে তুলছে। তাই ভবিষ্যতে দরকার এমন দক্ষতা, যা শুধু প্রযুক্তি জানার মধ্যেই সীমাবদ্ধ নয়—কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ধারণা, পাশাপাশি সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার মতো মানবিক গুণও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই রাখতে হলে এ পরিবর্তনগুলো আগেভাগে বুঝে কর্মশক্তি পরিকল্পনা নিতে হবে। নিয়োগকর্তা ও কর্মী দুই পক্ষকেই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে। সবচেয়ে জরুরি উচ্চ শিক্ষার সংস্কার, যাতে স্নাতকরা শুধু চাকরির যোগ্যতা নয়, বরং ভবিষ্যতের অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষতা ও মানসিকতা অর্জন করতে পারে। এখনই পদক্ষেপ না নিলে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সামাজিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়বে।

গত তিন দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত তৈরি পোশাক, রেমিট্যান্স ও কৃষির ওপর নির্ভরশীল ছিল। ২০২৪-২৫ অর্থবছরে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারে, যার মধ্যে ৮০ শতাংশেরও বেশি এসেছে পোশাক খাত থেকে। একটি মাত্র খাতের ওপর এত বেশি নির্ভরশীলতা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন বিশ্ব এরই মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। তাই বাংলাদেশের জন্য এখন জরুরি নতুন খাত চিহ্নিত করা, যেখানে প্রযুক্তি, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা সম্ভব। ওষুধ শিল্প, তথ্য-প্রযুক্তি, কৃষি-প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং সবুজ উৎপাদন এসব খাত রফতানিকে বৈচিত্র্যময় করতে ও অর্থনীতিকে আরো স্থিতিশীল ভিত্তি দিতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং উদ্যোক্তা কার্যক্রমের নতুন পথ অনুসন্ধানও টেকসই সমাধান হতে পারে। সঠিকভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের জন্য তৈরি পোশাকনির্ভর প্রবৃদ্ধির সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

অন্যদিকে অনেক প্রচলিত কাজ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তাই সৃজনশীলভাবে চিন্তা করা, দ্রুত অভিযোজিত হওয়া এবং নতুন দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভবিষ্যতের কর্মজগৎ গড়ে উঠছে হাইব্রিড ওয়ার্ক, রিমোট জব, গিগ ইকোনমি ও উদ্যোক্তা বৃত্তির ওপর ভিত্তি করে। কর্মীদের তাই আরো নমনীয়, অভিযোজ্য ও স্বনির্ভর হতে হবে। পাশাপাশি চাকরি পরিবর্তন ও নতুন শিল্পে প্রবেশ করা সাধারণ ব্যাপার হয়ে উঠবে। এর মানে প্রতিটি ব্যক্তিকে সারাজীবন শেখা ও পুরনো ধারণা ভুলে নতুন দক্ষতা আয়ত্ত করার মানসিকতা গড়ে তুলতে হবে।

বিশেষভাবে গুরুত্ব পাওয়া ক্ষেত্র হলো সাইবার নিরাপত্তা। যত বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল লেনদেন ও রিমোট ওয়ার্কের মাধ্যমে অনলাইনে চলে যাচ্ছে, তত বেশি র‍্যানসমওয়্যার, ফিশিং, ডাটা চুরি এবং সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। প্রতিটি সংযুক্ত সিস্টেম নতুন দুর্বলতা তৈরি করছে। তাই সাইবার নিরাপত্তা ও নেটওয়ার্ক রক্ষা বাংলাদেশের শ্রমবাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতার একটি হিসেবে গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতের কর্মজগতে টিকে থাকতে পার্থক্য গড়ে দেবে—দৃঢ়তা, নমনীয়তা ও অভিযোজন ক্ষমতা, সম্পদ ব্যবস্থাপনা ও পরিচালনার দক্ষতা, গুণগত মাননিয়ন্ত্রণ, প্রোগ্রামিং ও প্রযুক্তিগত জ্ঞান। বাংলাদেশ যদিও এসব বিষয়ে পিছিয়ে আছে। এটা বড় সমস্যা নয়। বরং অগ্রণী দেশগুলোর অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে বাংলাদেশ সরাসরি আধুনিক, সাশ্রয়ী ও সম্প্রসারণযোগ্য স্মার্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেমে প্রবেশ করতে পারে। সঠিক নীতি ও মানবসম্পদ বিনিয়োগ থাকলে বাংলাদেশ তৈরি পোশাকের বাইরে রফতানি বৈচিত্র্য আনতে এবং বৈশ্বিক শিল্প ব্যবস্থায় নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবে।

বাংলাদেশকে পুরনো ও ব্যয়বহুল স্বয়ংক্রিয়তা নয়, বরং আধুনিক ও নমনীয় স্মার্ট সমাধানের পথে এগোতে হবে। একই সঙ্গে গড়ে তুলতে হবে এমন কর্মশক্তি, যারা সাংগঠনিক ও মানসিক দক্ষতা (বিশ্লেষণধর্মী চিন্তা, সৃজনশীলতা, সমস্যা সমাধান, বহুভাষিকতা, পাঠ্য ও গাণিতিক জ্ঞান), প্রযুক্তিগত দক্ষতা (প্রযুক্তি সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটা, সাইবার নিরাপত্তা, প্রোগ্রামিং, ব্যবহারকারীর অভিজ্ঞতা নকশা) এবং মানবিক দক্ষতা (দৃঢ়তা, অভিযোজন, নেতৃত্ব, সহমর্মিতা, জীবনব্যাপী শেখার মনোভাব, পরিবেশ-সচেতনতা ও বৈশ্বিক নাগরিকত্ব) অর্জন করবে। এ সমন্বিত দক্ষতা বাংলাদেশকে ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে।

গত দুই দশকে ভিয়েতনাম, ভারত ও চীন শ্রমনির্ভর শিল্প থেকে উচ্চমূল্য সংযোজিত উৎপাদনের দিকে রূপান্তর করেছে। তাদের অভিজ্ঞতা বাংলাদেশকে পথ দেখাতে পারে। ভিয়েতনাম দেখায় কীভাবে প্রযুক্তিনির্ভর প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা যায়। ভারত শেখায় কীভাবে উদ্ভাবন ও দক্ষতাভিত্তিক ইকোসিস্টেম তৈরি করা যায়। চীনের অভিজ্ঞতা বলে দেয় কীভাবে দীর্ঘমেয়াদি নীতি, গবেষণা ও উন্নয়ন এবং শিল্পকেন্দ্রিক গুচ্ছ তৈরি করে স্থায়ী উন্নয়ন সম্ভব।

বাংলাদেশেও স্বয়ংক্রিয়তা, আইওটি রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল গুণগত মান নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রে পুনঃদক্ষীকরণ ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্প-বিশ্ববিদ্যালয় সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচি চালু করলে তা কর্মশক্তিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

বাংলাদেশের কর্মশক্তি কৌশল এগিয়ে নিতে তিনটি পদক্ষেপ জরুরি। প্রথমত, উচ্চ শিক্ষাকে শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য করা। দ্বিতীয়ত, সারাজীবন শেখা ও পুনঃদক্ষীকরণের সুযোগ বাড়ানো। তৃতীয়ত, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোয় নীতিগত বিনিয়োগ বাড়ানো। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শেখার প্রক্রিয়া আধুনিক করতে হবে, যাতে স্নাতকরা শুধু সনদ নয়, বরং ভবিষ্যতের চাকরির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে।

এ পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক শিল্পের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আরো বহুমুখী ও শক্তিশালী হয়ে উঠবে। ফলে একবিংশ শতাব্দীর উপযোগী জ্ঞানভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। টিকে থাকতে এবং সফল হতে হলে আমাদেরও বদলাতে হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, প্রযুক্তি বোঝা, নতুন টুল ব্যবহার করা, সৃজনশীল হওয়া এবং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতাই এখন সবচেয়ে বড় চাবিকাঠি।

এমএম শহিদুল হাসান: ডিস্টিংগুইশড প্রফেসর ইস্টার্ন ইউনিভার্সিটি ও অধ্যাপক (অব.), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

Source: https://bonikbarta.com/editorial/J6gXlsI4W3NYbKpJ
14
Technology / Advanced automation will lead the way
« Last post by Badshah Mamun on September 01, 2025, 02:11:34 PM »
Advanced automation will lead the way
The future of Bangladesh’s economy depends on smart manufacturing


Smart manufacturing -- powered by automation, robotics, data analytics, the Internet of Things (IoT), and artificial intelligence (AI) -- is reshaping industrial landscapes in advanced economies such as Germany, South Korea, China, and the United States.

In this transformation, IoT acts as the “eyes and ears,” collecting and transmitting data, while AI serves as the “brain,” analyzing information and guiding decisions. Together, they make industries smarter, safer, and more efficient.

Bangladesh, though a latecomer, cannot afford to overlook this shift if it wants to sustain export competitiveness and move up the global value chain.

At present, Bangladesh’s industrial base is dominated by labour-intensive sectors, particularly ready-made garments (RMG), light engineering, leather, and basic manufacturing. These industries have thrived on the advantage of low-cost labour.

Today, economic growth is driven by export-oriented industries, domestic demand, and remittance inflows.

The RMG sector alone accounts for more than 80% of export earnings. But in the present era, this model is no longer sufficient.

Global buyers in Europe, North America, and East Asia now demand speed, zero-defect quality, full traceability, and demonstrable sustainability.

Advances in automation, AI, digital design, and smart supply chains are changing the rules of the game: Buyers no longer reward only low prices but also agility, predictability, and verifiable environmental and social performance.

For Bangladesh, clinging to a purely labour-cost advantage is a risky strategy -- one that will yield diminishing returns as competitors embrace technology and brands shift orders to suppliers that can meet these new standards.

Yet this is not a fatalistic argument. Bangladesh’s RMG sector can survive and thrive in the 4IR -- if it chooses transformation over complacency.

That survival, however, will not be passive. It requires coordinated action by factories, buyers, financial institutions, and the state to upgrade technology, skills, energy systems, and governance.

The challenge is to keep the RMG engine running while accelerating diversification into higher-value manufacturing and digital services. The goal is twofold: Reduce macro-economic risk from overdependence on a single sector and capture higher margins and resilience through technology-enabled products and services.

Globally, Industry 4.0 and smart factories mean that cost efficiency alone will no longer guarantee market share. To sustain growth and remain competitive, Bangladesh must identify emerging sectors where technology, skills, and innovation can create a decisive edge.

The opportunities are clear: Pharmaceuticals, ICT, agro-tech, digital services, and green manufacturing could diversify exports and build a more resilient, future-ready economy. If managed wisely, the 4IR could be the turning point that propels Bangladesh beyond its garment-driven growth model.

Pharmaceuticals -- blockchain and digital tagging (RFID/QR codes) can ensure end-to-end traceability. Smart R&D, robotic packaging, and precision instruments can help Bangladesh move into high-value exports such as biosimilars, vaccines, and medical equipment.

Agro-tech and food processing --  agriculture still employs a large share of Bangladesh’s workforce. Smart food processing, IoT-enabled cold-chain logistics, sensor-based quality sorting, and automated packaging can raise farmers’ incomes and strengthen processed food exports.

Smart packaging and blockchain traceability will also boost Bangladesh’s position in organic food markets.

Light engineering and electronics -- 3D printing and smart prototyping can supply spare parts. The domestic electronics market (TVs, refrigerators, mobile phones) can be a foundation for export-oriented production. Smart manufacturing can position Bangladesh as a supplier of precision parts and components in global automotive and machinery value chains.

Digital services and ICT -- integration of IoT, AI, and software solutions can allow Bangladeshi firms to compete in regional markets for consumer electronics, IoT devices, and renewable energy components.

Green manufacturing and circular economy  --
Renewable energy integration is vital, since 4IR technologies are energy-intensive. Solar module assembly, inverter and battery-pack production, and small wind systems can contribute to both rural electrification and green branding. Recycling plants that turn industrial and urban waste into new feedstock can cut import dependence while reducing environmental risks.

Bangladesh is not yet ready for fully automated “lights-out” factories, but it is well-positioned for hybrid smart manufacturing: Selective automation, digital integration, sustainable production, and traceable supply chains. This model fits the country’s current industrial base, preserves employment, and satisfies the evolving demands of global buyers.

The shift, however, will not be easy. Bangladesh faces significant constraints: High upfront investment in automation, limited access to finance for SMEs, and a serious skills gap, as most workers are trained in traditional manufacturing.

To overcome these challenges, three measures are essential:
1. Upskilling and reskilling through large-scale training programs to prepare the workforce for new roles;
2. Technology diffusion, with programs that help SMEs adopt affordable and modular smart manufacturing solutions;
3. Policy support with financing, including targeted incentives, credit facilities, and partnerships to lower entry barriers for firms.
4. Bangladesh may be behind global frontrunners, but this is not necessarily a disadvantage. By learning from the experiences of early adopters,
5. Bangladesh can leapfrog into modular, scalable, and cost-efficient smart manufacturing systems, avoiding outdated models.

If supported by coherent policies and strategic investment in human capital, smart manufacturing could become the catalyst that propels Bangladesh beyond its garment-dependent growth path -- towards a more diversified, resilient, and future-ready economy.

Author:
MM Shahidul Hassan is Distinguished Professor, Eastern University, and Professor (retd), BUET.

Source: https://www.dhakatribune.com/opinion/op-ed/390177/advanced-automation-will-lead-the-way

15
মনকে নিজের আয়ত্বে আনুন

মনকে নিজের আয়ত্বে আনুন, এটাই হল আকবরী হজ; হাজার হাজার কা'বা থেকে একটি হৃদয় অতি উত্তম

একটি প্রবাদ যা আমাদের অন্তরের অন্তঃস্থলে আলোড়ন সৃষ্টি করে, আমাদের জীবনের লক্ষ্য ও তাৎপর্য সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। সেই প্রবাদটি হলো – "মনকে নিজের আয়ত্বে আনুন, এটাই হল আকবরী হজ; হাজার হাজার কা'বা থেকে একটি হৃদয় অতি উত্তম।"

এই বাক্যটি আপাতদৃষ্টিতে সরল মনে হলেও, এর গভীরতা অসীম। হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য অবশ্য পালনীয়। কা'বা শরীফ মুসলিমদের পবিত্রতম স্থান, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ছুটে যান। তাহলে কেন একটি হৃদয়কে হাজার হাজার কা'বার থেকেও উত্তম বলা হচ্ছে?

এর কারণ হলো, বাহ্যিক আচার-অনুষ্ঠানের চেয়ে অভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক পরিশুদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হজ একটি শারীরিক ও আর্থিক ইবাদত, যা আমাদের পাপ মোচনের এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। কিন্তু যদি আমাদের মন কলুষিত থাকে, হিংসা, বিদ্বেষ, অহংকার আর পার্থিব লোভ-লালসায় পরিপূর্ণ থাকে, তাহলে শুধু বাহ্যিক হজের মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ করা সম্ভব নয়।

অন্যদিকে, একটি বিশুদ্ধ হৃদয় আল্লাহর আরশস্বরূপ। যে হৃদয়ে ভালোবাসা, সহানুভূতি, ক্ষমা, এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বিদ্যমান, সেই হৃদয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, কুপ্রবৃত্তি দমন করতে পারি এবং সৎগুণাবলী অর্জন করতে পারি, তখন আমরা যেন আমাদের অন্তরেই এক পবিত্র কাবা নির্মাণ করি।

আকবরী হজ বলতে এখানে সেই আধ্যাত্মিক যাত্রাকে বোঝানো হচ্ছে, যেখানে একজন মানুষ তার ভেতরের কুপ্রবৃত্তি ও অন্ধকারকে পরাজিত করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হয়। এই যাত্রা কোনো নির্দিষ্ট স্থান বা কালের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাধনা।

হাজার হাজার কা'বা প্রদক্ষিণ হয়তো বাহ্যিক দিক থেকে অনেক বড় ইবাদত মনে হতে পারে, কিন্তু একটি বিশুদ্ধ হৃদয় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার আবাসস্থল। যে হৃদয় অন্যের কষ্টে ব্যথিত হয়, অন্যের সুখে আনন্দিত হয়, এবং সর্বদা ন্যায় ও কল্যাণের পথে অবিচল থাকে – সেই হৃদয় নিঃসন্দেহে আল্লাহর কাছে অধিক মূল্যবান।

আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের বাহ্যিক রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি আমাদের অন্তরের পবিত্রতা ও ভালোবাসার গভীরতা দেখেন। তাই আসুন, আমরা আমাদের বাহ্যিক ইবাদতের পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ জগতকে পরিশুদ্ধ করার দিকে মনোযোগ দেই।

আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি। লোভ, মোহ, অহংকার, ঘৃণা – এই সমস্ত নেতিবাচক আবেগ থেকে নিজেদের মুক্ত রাখি। ধৈর্য, সহনশীলতা, ক্ষমা, এবং ভালোবাসার মতো গুণাবলী নিজেদের মধ্যে লালন করি।

যখন আমরা আমাদের মনকে আয়ত্তে আনতে পারব, তখন আমাদের প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। আমাদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর স্মরণে ভরে উঠবে। তখন আমাদের হৃদয়ই হবে আমাদের আকবরী হজ, এবং সেই পবিত্র হৃদয় নিঃসন্দেহে হাজার হাজার কা'বার চেয়েও উত্তম হবে।

আমাদের অন্তরকে পবিত্র করি, আমাদের মনকে নিয়ন্ত্রণ করি এবং একটি সুন্দর, সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।
16
Higher Education / Data-Driven Policy for Private Higher Education
« Last post by Imrul Hasan Tusher on August 25, 2025, 02:43:36 PM »
Data-Driven Policy for Private Higher Education: Why Bangladesh Must Have a Separate Higher Education Commission for Private Universities


Empowering Bangladesh’s Private Universities Through Data-Driven Policy: A Vision for a Dedicated Higher Education Commission to Foster Innovation, Accountability, and Growth.

“Without data, we are just guessing. With the right data, we can lead.”

Bangladesh’s private tertiary sector is now a pillar of the nation’s tertiary system, enrolling more than half of all tertiary students. The governance of this sector remains rigidly centralized in the University Grants Commission (UGC), an institution still oriented to compliance checklists rather than outcomes. The absence of good-quality, real-time information on graduate employability, research output, student satisfaction, and teacher development has rendered universities rudderless, students uncertain, and policymakers without credible evidence.

This article recommends the imposition of a statutory requirement to establish a Private Higher Education Commission (P-HEC) to formulate and implement evidence-based policies tailored for private universities. This draws on the evidence from Bangladeshis’ own testimonials of administrators and teachers, and on learning from global and regional experiences—particularly in South Korea, Singapore, India, Malaysia, and Sri Lanka—and demonstrating how open data can be used to promote trust, underpin incentives, and support accountability. The report concludes with a four-pillar reform agenda: legislation, infrastructure, capacity building, and transparency.

The Missing Compass

True success in higher education systems is not guesswork. It feeds on vision, strategy, and evidence. Governments and regulators in leading economies have long realized that universities flourish when regulation is fact-based, not assumption.

In Bangladesh, the private universities are operating without a reliable compass. The University Grants Commission (UGC), which was established initially to regulate a few public institutions, still attempts to apply blanket policies to a sector that has grown to an astronomic size and complexity.

The policies are initiated without consultation and are not often backed with hard facts. As bluntly explained by one vice-chancellor:

“Policy by assumption rather than policy by evidence has become the norm.”

The consequences are severe:

Program approvals take years, so universities cannot respond to growing sectors such as fintech, data science, or renewable energy.
Research proposals get caught up in inscrutable review, so faculty avoid competitive research.
Faculty development programs are stifled, as conference attendance or international collaboration approvals are so long in coming that the opportunities have expired.
One dean of academic affairs verbalized the frustration this way:

“Every time we approach UGC for an approval of a new program, it is like throwing a stone into a dark well. We are listening for a sound that never occurs.”

Bangladesh needs a governance model where universities are judged not by the number of library seats or the conformity of their syllabi to Dhaka University’s, but by whether students succeed, research matters, and institutions improve. For that, a Private Higher Education Commission (P-HEC)—armed with real-time data—is essential.

The Price of Policy by Assumption
The appeals of administrators and faculty across the private sector are one: the system is measuring the wrong things. UGC remains focused on input, and better measures of success—are ignored.

Employment outcomes are ignored.
A faculty member from the business studies department said, “No UGC person ever asks us how many of our graduates find employment in six months. They want classrooms, chairs, and books. But employability is the actual metric.”

There is no respect for research output.
“We publish in good journals, but when we present these to UGC, they are incapable of distinguishing between Scopus and fake journals. Their evaluation model is three decades old.”

The student satisfaction rate is not observed.
A registrar spoke of: “We ask our students each semester, but UGC doesn’t care to examine the responses. Quality to UGC is whether the syllabus resembles Dhaka University’s. The student voice never exists.”

A professor and program director at NSU expressed her deep frustration:

“When we approach UGC for research funding, we are often told it is reserved only for public universities. On occasions when international scholarship or research grant opportunities are advertised, by the time we inquire, UGC either says the deadline has passed or simply dismisses us, claiming such opportunities are not open to private universities. This pattern of neglect is not accidentally reflects a deliberate bias that consistently favors public universities while sidelining private institutions. The result is systemic discrimination, where the contributions and aspirations of private universities are rendered invisible. Our voice, as private institutions, simply does not exist in their framework.”

 

Table 1. Data Blind Spots in Current UGC Oversight

Domain   What Matters Globally   What UGC Monitors   Resulting Gap
Employment Outcomes   Graduate employability, salaries, career progression   Classrooms, library seats   Employability ignored
Research Output   Indexed publications, citation impact   Faculty headcount, budget line items   Research quality invisible
Student Satisfaction   Teaching/advising surveys, campus experience   Syllabus conformity to DU/BUET   Student voice excluded
Faculty Development   PhD completion, training, collaborations   Faculty headcount, designation   Growth opportunities missed
These examples illustrate a key lesson: data empowers choice, drives accountability, and fuels improvement.

The result is demoralization. Students are unsure whether degrees are marketable. Faculty feel that their work is not seen. Administrators lose credibility with parents. The system creates little excellence, only compliance.

Why Data Matters
In higher education, data is not an entitlement—it is the compass that indicates the direction. Universities and regulators around the globe have come to accept that assumption or anecdote-led decision-making is no longer enough in the 21st century. Data has become the oxygen of higher education governance, shaping funding models, informing student choice, and determining institutional reputation.

Without data, policymaking is guesswork. Universities stray off course, students are misguided, and professors go unremunerated for their work. Yet when data are gathered systematically, examined, and shared, it converts governance into a virtuous circle of trust, duty, and continuous improvement.

Singapore: Data for Families and Policy Makers

Singapore provides one of the superior demonstrations of how information can empower and enlighten families and institutions. Annually, the Ministry of Education (MOE) publishes a Graduate Employment Survey that indicates graduates’ rate of employment and median pay by university and field. This survey is widely used by:

Parents and students determine which programs to take.
Universities in comparing their performance against national peers.
Employers who recognize institutions with a history of producing employable graduates.
The impact is significant. For example, statistics from the survey have shown that information technology and business analytics graduates find jobs sooner and get higher pay than those in some traditional disciplines. As a result, universities have redesigned curricula to be more employable, and policymakers have launched programs to retrain graduates in underperforming areas.

South Korea: Linking Money to Measurable Outcomes

South Korea is more austere: it ties government subsidies to measurable performance. The government tracks research productivity, quality of faculty, and employability of graduates through its National Research Foundation (NRF) and other agencies. Institutions that perform well receive enhanced subsidies and support from the state; poorly performing ones receive cuts.

This system, which is difficult to achieve, has assisted South Korea in accelerating its development as a knowledge economy. Universities are rewarded not only to increase enrollment but to ensure that graduates thrive in the labor market. It encourages professors to publish in top-tier journals and engage in international collaborations, as these actions promote institutional reputation and secure funding. The logic is simple: public money should be targeted where evidence shows it has the most significant impact.

The United Kingdom: Students’ Voices Count

In the UK, the National Student Survey (NSS) is an annual, national student survey asking final-year undergraduates to rate their institutions on teaching quality, academic support, learning resources, and satisfaction. Results are released openly and exert significant influence on university league tables, the media, and prospective students’ choices.

The effect has been transformative. Universities cannot afford to ignore the student voice, as poor scores will have a direct impact on their standing and admissions. Departments that consistently record low satisfaction scores have had to rethink teaching, introduce new advising processes, and create improved facilities. The NSS proves that student satisfaction is no “soft” measure, it is a highly effective driver of accountability and improvement.

Beyond the West: A Global Standard

These practices have been institutionally ingrained worldwide. Australia boasts its Quality Indicators for Learning and Teaching (QILT) framework, which publishes graduate employment, satisfaction, and outcome results in great detail. The European Union’s U-Multirank provides cross-country comparisons of research, teaching, and internationalization. Even in developing countries, tracer studies and research repositories are increasingly being embraced as standard instruments to confirm that universities comply with their obligations.

Bangladesh: The Missing Link

Bangladesh, however, has none of these institutions. The UGC does not conduct systematic graduate tracer surveys or track research productivity in internationally comparable forms. Student satisfaction is never tracked at a national level, and faculty development is invisible to the regulatory system. As a Bangladeshi pro-vice-chancellor put it with frustration:

“Without measure, there can be no control. UGC lacks a measurement culture beyond documentation.”

The consequences are grim:

Parents decide to attend a university on reputation or rumor rather than fact.
Policy makers base policy on anecdote, not fact.
Universities are judged by compliance with outdated templates rather than outcomes.
The Core Message

Data isn’t bureaucracy, it’s the foundation of trust, competition, and accountability. Without it, universities drift helplessly, policy is in the dark, and students lose out. With it, institutions can benchmark, innovate, and compete globally. The question is whether Bangladesh will continue to hold its private higher education sector in the dark or shift to the light of evidence-based leadership.

Comparative Lessons from Asia
4.1 South Korea: Policy-to-Performance

South Korea’s National Research Foundation (NRF) is equipped with real-time dashboards that monitor research productivity, faculty credentials, and graduate employability. The underperforming institutions risk losing funding, which obliges universities to align with national priorities.

4.2 Singapore: Transparency as Trust

Singapore’s Ministry of Education conducts an annual Graduate Employment Survey. Institution-by-institution and program-by-program findings are released to the public. “Without transparency, it’s just marketing slogans,” opined a Singaporean administrator.

4.3 India: Accreditation and Assessment

India’s National Assessment and Accreditation Council (NAAC) assesses universities on curriculum planning, teaching, research, and student services. While not flawless, NAAC has forced institutions to rely on measurable criteria and monitor progress.

4.4 Malaysia: MyMOHEs Dashboards

MyMOHE, an online portal providing up-to-date enrollment, employability, and research statistics, is maintained by Malaysia’s Ministry of Higher Education. Employers use it for informing recruitment decisions, and policymakers for informing incentives.

4.5 Sri Lanka: Graduate Tracer Studies

Sri Lanka publishes national tracer studies regularly, tracking where graduates work and how their disciplines perform in the job market. These statistics have given rise to policy actions explicitly targeted, for example, skill schemes for arts graduates.

Table 2. Regional Models of Data-Driven Higher Education Policy

Country   Key Mechanism   Focus Areas   Relevance for Bangladesh
South Korea   NRF Dashboards   Research output, employability   Funding linked to outcomes
Singapore   MOE Graduate Employment Survey   Employment, salaries, career outcomes   Transparency builds trust
India   NAAC Accreditation   Curriculum, research, student services   Benchmarks for quality
Malaysia   MyMOHEs Dashboards   Enrollment, employability, research   Real-time public data
Sri Lanka   Graduate Tracer Studies   Discipline-specific employability   Targeted policy design
These illustrations have a simple lesson to convey data promotes choice, encourages accountability, and speeds up improvement.

How a Private HEC Can Change Policy
Establishing a Private Higher Education Commission (P-HEC) would not be yet another bureaucratic reorganization; it would be a revolutionary shift in the way Bangladesh oversees its private universities. Private institutions were treated as offshoots of the public model for decades, governed by inflexible and outdated benchmarks rather than results relevant to students, employers, and society. A P-HEC can transform the culture of governance from paperwork to performance, from control to collaboration, and from assumption to evidence.

This change would be based on three interconnected pillars: establishing a centralized data infrastructure, crafting evidence-based policy, and building trust and accountability through openness.

5.1 Centralized Data Infrastructure

At the hub of an up-to-date regulatory system is a national higher education data dashboard. A P-HEC might create a system whereby all private universities submit normalized data on sets of agreed-upon indicators, verified and updated each year (or even each quarter). This would be a revolution compared with UGC’s current reporting, which is mainly descriptive and compliance checklist driven.

Why these matters

Presently, no Bangladeshi student can log on to a government website and view how the University X graduates perform in the job market compared to University Y. Parents must rely on reputation, marketing hype, or rumor.
It is not straightforward for employers to identify which schools reliably produce the most skilled graduates.
There is no option but to guess for policymakers, since there is no evident evidence of which institutions are creating value.
What it could look like:

Graduate Employment Outcomes: Figures collected through tracer surveys at 6 and 12 months after graduation. This would allow policymakers to notice, for example, whether engineering graduates from certain universities are reaching 90% employment in six months while others lag at 50%.
Research Productivity: Systematic collection of faculty publications, indexed in Scopus or Web of Science, with numbers of citations. Dashboards may track collaborative networks, showing the number of faculty participating in international research collaborations.
Student Satisfaction: Standardized questionnaires, administered annually, would feed into a national database. These questionnaires could focus on teaching quality, availability of academic advising, campus facilities, and extracurricular activities.
Staff Development: Universities and colleges would indicate how many of their staff hold PhDs, the number of hours of professional development offered annually, and the frequency with which they have visiting scholar programs.
Globally, such dashboards already exist. Malaysia’s MyMOHEs, for example, provides real-time enrollment and employability statistics. Singapore’s Graduate Employment Survey provides salary and employment rates by discipline. A P-HEC dashboard would allow Bangladesh to join the global trend, with decision-making informed by evidence.

5.2 Evidence-Based Policy Design

When evidence is available, policy can move beyond one-size-fits-all regulations to evidence-based incentives and interventions. Presently, UGC treats all private universities equally—whether they are world-class research universities or low-achieving institutions that pass the bare minimum. Such blanket treatment dampens ambition and discourages excellence.

With evidence-based policy:

The best-performing programs can be rewarded with quick approvals for new degrees, growth, or partnerships. For example, a perennially high-performing business school can quickly approve a new master’s degree without years of bureaucratic hassle.
Research universities with better research outputs can have access to highly competitive grants or international partnership programs as a top priority.
These low-performing institutions would not only be penalized but also be requested to submit corrective action plans, with improvement mechanisms to enhance. For example, if a university’s student satisfaction levels have been in the red zone for three consecutive years, it would be requested to reengineer curricula, improve advising, and submit progress reports.
This model is already implemented elsewhere. In South Korea, employability and research productivity are directly linked to funding formulas. In India, reputation is affected by NAAC scores, and eligibility for grants and recognition is affected as well. A P-HEC can adopt a hybrid approach—merging incentives for excellence with interventions upon underperformance.

5.3 Trust and Accountability

One of the strongest frailties of the current regulatory environment is a lack of public trust. Parents and students often report a lack of reliable information to determine which private university is superior to another. The result is over-reliance upon prestige, location, or anecdote—factors not necessarily aligned with academic quality or job prospects.

A P-HEC can reinstate trust by keeping information open.

For students and teachers: Public dashboards would provide valid, comparable information about employment rates, student satisfaction, and teaching qualifications. The choice to attend a university would be an educated one, not a gamble.
For employers: Companies can identify who produces consistently good graduates with the right skills. Industry-university connections would strengthen in the long run.
For universities: High-performing institutions would finally be recognized. Rather than being lumped together with their poorer-performing colleagues, high-performing universities would be able to showcase their merits with government-verified data.
Transparency has a disciplining effect as well. One Bangladeshi faculty leader put it this way:

“When data are open, excuses vanish. Everyone must confront the truth, and that truth spurs change.”

Table 3. Proposed Dashboard Indicators for a Private HEC

Category   Indicators
Employment Outcomes   % employed in 6 months, median salary, industry distribution
Research Productivity   Publications per faculty, citation index, collaborations
Student Satisfaction   Teaching quality, advising, infrastructure, campus life
Faculty Development   % PhD faculty, training hours, visiting scholar exchanges
Equity & Access   Scholarships, gender balance, first-generation student outcomes
Why This Transformation Matters

The combination of centralized data, evidence-based policy, and transparent accountability would be a revolution for Bangladesh’s private universities. Approvals for programs would no longer depend on whether the syllabus is a reverse replica of Dhaka University’s. Research by faculty would no longer go unrewarded. Parents would no longer choose institutions in secrecy.

Instead, the system would reward outcomes, expose weaknesses, and give all stakeholders confidence that the sector is being led towards greatness. In practical terms, a P-HEC would allow one to answer such queries as:

Which private universities produce the most hirable engineers?
Which courses yield the most foreign research collaborations?
Which schools do the best in educating first-generation college students?
These aren’t technical questions; they are the foundation of national competitiveness in a knowledge economy.

The Human Cost of the Status Quo
The absence of reliable, open, and systematically collected information in Bangladesh’s higher education is not only a technical deficiency; it has profound human consequences. It affects the career choices of students, demotivates staff, and erodes institutions’ reputations in the eyes of society. The cost is incurred every day in terms of missed opportunities, wasted talent, and wasted trust.

6.1 Students Graduate into Uncertainty

For students, university studies are supposed to be a passport to opportunity. But in Bangladesh, the majority of students graduate without a clear understanding of their prospects in the job market.

One career service director openly admitted:

“They ask us about jobs. We cannot answer truthfully because nobody collects the data.”

Without graduate employment studies or tracer studies, universities cannot inform students:

What percentage of alums got jobs within six months?
Typically, which industries are hiring the graduates of a specific course?
Typically, what the median starting salary is for particular courses.
Nations like Australia or Singapore regularly provide such information, enabling students to make informed decisions. An aspiring engineering student in Singapore, for example, not only gets to see the employment ratio but also the median monthly income of new graduates. Students in Bangladesh are left with uncertain futures and unsubstantiated promises.

This uncertainty has costs. Families spend life’s savings on private university education, sometimes mortgaging land or borrowing. When graduates lack clear paths to jobs, disillusionment is not merely personal—it is economic and intergenerational.

6.2 Faculty Are Feeling Disillusioned

Scholars are the anchors of academic achievement, yet when their work is ignored or devalued, morale collapses.

One mid-career researcher spoke of his disillusionment:

“I have ceased making applications for UGC research grants. The process is non-transparent, the criteria stale, outcomes adverse.”

Faculty encounter several barriers:

Research invisibility: International journal publications are not identified well by UGC, so sophisticated scholarships find no policy relevance.
Funding bottlenecks: Applications for research grants tend to vanish into administrative black holes.
Professional stagnation: Training or conference-going opportunities are postponed by the approval process after events have occurred.
In such systems where tracking of research is good, faculty careers thrive. For example, in South Korea, research output is mechanistically linked to promotion and funding. In Malaysia, research indicators directly feed into institutional rankings, pushing collaboration and innovation.

In Bangladesh, on the other hand, professors often get the sense they are composing scholarship in a void, unseen and unrewarded. The result is not only demotivation—it is flight of talent, because scholars seek opportunities elsewhere where they can be appreciated.

6.3 Administrators Lose Credibility

University administrators—vice-chancellors, registrars, deans—are tasked to convince families, employers, and the broader community that their institutions add value. But without official data, their credibility is irretrievably lost.

As one admissions director explained:

“Parents want to know: how do our graduates measure up to DU or BUET? We don’t have official numbers to provide.”

That leaves administrators in a corner, forced to resort to anecdotal testimony. They may show outstanding examples of individual graduates, but without government-validated overall evidence, such stories are weak at best.

The lack of legitimacy has a ripple effect:

They are unwilling to pay out for private universities for fear that they will not offer the same opportunities as state-funded ones.
Would-be employers remain skeptical, opting to take recruits from “established” institutions rather than look at evidence of graduate achievement.
The sector in general suffers credibility, with private universities unfairly stigmatized as “second tier” even when this is not the case.
In transparent dashboard countries—such as Malaysia’s MyMOHEs or Sri Lanka’s graduate tracer studies—officials can proudly show evidence of outcomes. In Bangladesh, officials go in empty-handed, keepers of paper but not evidence.

6.4 The Broader Social Consequences

The social costs of this vacuum of data go beyond individuals to the broader society:
Misalignment of the economy: Bangladesh needs skills in ICT, renewable energy, logistics, and health sciences. Policymakers are unaware whether universities are producing adequate numbers of these graduates—or too many in others—due to the lack of data.
Inequity and access gaps: Without tracking first-generation students or gender gaps, inequities go undetected and unaddressed.
Brain drain: Top-performing students and faculty depart the nation, not only for more money, but for locales where outcomes are measured and prized.
6.5 Summary: Data as Human Dignity

Essentially, a deficiency in data is a denial of responsibility and dignity. Students are entitled to know whether their degrees will lead to jobs. Staff are entitled to see that their efforts are valued and rewarded. Administrators are entitled to demonstrate the value of their institution. And society is entitled to be able to trust that the billions invested in higher education are producing real dividends.

As it was warned by one vice-chancellor:

We do not fear asking questions. We fear becoming obsolete. Without data, our universities can become ceremonial, which is to say, ineffectual.

The human cost is too high to continue with the status quo. A data-driven P-HEC is not just a question of enhancing governance effectiveness—it is a question of restoring hope, credibility, and respect for Bangladesh’s private higher education.

Towards a Roadmap for Reform
Reform must be founded on four pillars.

7.1 Legislation

Enact a law to establish the Private Higher Education Commission with a clear mandate over data collection, release, and evidence-informed policymaking. Appoint a Chief Data Officer to set standards and ensure methodological integrity. Safeguard academic freedom by regulating results, not ideas.

7.2 Infrastructure

Create a National Platform for Higher Education Data with secure institutional portals, validation systems, and real-time dashboards. Adopt international standards such as UNESCO ISCED to assure comparability. Pilot in a dozen universities before national rollout.

7.3 Capacity Building

Invest in IR units at institutions. Train registrars, deans, and career services officers to read dashboards and improve their performance. Host Data for Learning Summits where universities share innovations. Offer recognition awards to encourage adoption.

7.4 Transparency & Accountability

Enforce an annual State of Private Higher Education Report. Release standardized outcome cards for all universities in employment, research, and student satisfaction. Give incentives to high achievers with fast-track approvals and innovation grants. Implement demand correction action plans for chronic underachievers.

Conclusion: From Guessing to Leading
Bangladesh’s private universities are trapped in a regulatory culture that favors compliance over innovation and inputs over outcomes. The UGC’s paper-based regulation is incapable of delivering the kind of dynamic, innovative higher education that Bangladesh’s youth so urgently need.

A Private Higher Education Commission, with data-driven guidance, can replace assumptions with evidence, suspicion with trust, and bureaucracy with leadership.

As a vice-chancellor of one university put it, with frustration and hope:

“We don’t fear accountability. We fear becoming irrelevant. If you give us room and information, we will create universities that can compete on any global stage.”

Bangladesh has a choice today: guess in the dark as of old, or dauntingly enter the era of evidence-based leadership.

Source: https://southasiajournal.net/data-driven-policy-for-private-higher-education-why-bangladesh-must-have-a-separate-higher-education-commission-for-private-universities/
17
জরিপ - তালাক কেন হচ্ছে !!

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, কেন তালাক হলো। এর মধ্যে ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান করার জন্য। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাসিতার কারণে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।

মজার বিষয় হলো ৯২℅ তালাকপ্রাপ্ত মহিলা ও পুরুষ তালাকের পরে সত্যিই অনুতপ্ত। তারা বলছে সিদ্ধান্তটি আসলে ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের চেষ্টা করেও আর বিয়ে হচ্ছে না।

০৪℅ মেয়ের বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ পূনঃবিয়ে করে সংসার করছে।

১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ১ম স্ত্রীকে তালাক দেওয়া ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। কিন্তু মেয়েরা তালাকপ্রাপ্তির যারা দ্বিতীয় বিয়ে করেছে তারা কুমার ছেলে পেয়েছে মাত্র ০০১℅।

আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। যারা দাম্পত্য জীবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লিজ তালাক দেওয়ার আগে ভাবুন আবার ভাবুন। দেখুন কোনভাবে সমযতা করা যায় কিনা।

সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। সুতরাং আগে সতর্ক থাকুন। পরে পস্তাতে যাবেন না। আরো জেনে নিন ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।

অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।

আরও অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের যাদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশাকরি বুঝতে পারছেন।

Source: https://www.linkedin.com/posts/abdul-mazed-bd_%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%95%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%9A%E0%A6%9B-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AF-%E0%A6%97%E0%A6%A4-%E0%A7%AF-%E0%A6%AE%E0%A6%B8-%E0%A6%A7%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE-activity-7365317141866143745-sFJt/?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAAADdVS0BU_3bq6QqkzO5KbLBhoTijDhJY4Q
18
জেমিনি জেমস কী? যেভাবে ব্যবহার করবেন


গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি–তে দারুণ একটি ফিচার রয়েছে। জেমিনি জেমস নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মতো করে কাস্টম চ্যাটবট তৈরি করতে পারবেন। অর্থাৎ প্রতিবার নির্দেশনা না লিখেই আপনি নির্দিষ্ট কাজের জন্য আলাদা “জেমস” বানাতে পারবেন।

জেমিনি জেমস কী?

জেমিনি জেমস মূলত গুগল জেমিনির কাস্টম সংস্করণ। এখানে ব্যবহারকারীরা বিশেষ কিছু নির্দেশনা এবং প্রয়োজনীয় নলেজ ফাইল যুক্ত করতে পারেন। ফলে প্রতিবার নতুন করে তথ্য না দিলেও সেই জেম আপনার পূর্বের নির্দেশনার ভিত্তিতেই উত্তর তৈরি করবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি একটি Marketing Expert Gem বানান, সেখানে আপনার ব্যবসার ব্র্যান্ড গাইডলাইন, টার্গেট অডিয়েন্স এবং স্টাইল গাইড যুক্ত করতে পারেন। এরপর যখনই আপনি সেই জেম ব্যবহার করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে মার্কেটিং–সম্পর্কিত পরামর্শ দেবে। যেমন- ট্রেন্ড বিশ্লেষণ বা নতুন আইডিয়া ব্রেনস্টর্ম করা।

মনে রাখতে হবে, গুগল জেমিনি শব্দটি কেবল চ্যাটবট নয়। পুরো এআই মডেল পরিবারের নাম। এখানে “জেমিনি জেমস” বলতে শুধুমাত্র চ্যাটবটের কাস্টম সংস্করণকে বোঝানো হচ্ছে।

যেভাবে ব্যবহার করবেন জেমিনি জেমস

যারা আগে থেকে কাস্টম GPTs বা Zapier চ্যাটবট ব্যবহার করেছেন, তাদের কাছে জেমস তৈরির প্রক্রিয়াটা অনেকটা পরিচিত লাগবে। তবে কিছু শর্ত রয়েছে-

জেম বানাতে হলে আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।

জেম আপনি ওয়েব এবং মোবাইল অ্যাপে ব্যবহার করতে পারবেন, তবে তৈরি ও এডিট করতে পারবেন কেবল ওয়েব সংস্করণে।
ধাপে ধাপে প্রক্রিয়া

gemini.google.com-এ লগইন করুন।
সাইড প্যানেলে Gem Manager এ ক্লিক করুন।
New Gem অপশনে যান।

Name Field–এ জেমটির জন্য একটি নাম দিন।

Instructions Field–এ লিখুন, প্রতিবার উত্তর দেওয়ার আগে আপনার জেম কী কী বিষয় মাথায় রাখবে।
অতিরিক্ত তথ্য থাকলে (যেমন স্টাইল গাইড, ছবি বা ডকুমেন্ট) Add Files অপশন থেকে আপলোড করুন।
Preview Panel–এ আপনার জেমকে টেস্ট করতে পারেন।
কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত প্রম্পটগুলো পরিবর্তন করুন।
সবশেষে Save বাটনে ক্লিক করুন।

এবার আপনার জেম জেমিনি হোমপেজের সাইড প্যানেলে যুক্ত হবে।

    জেম কাস্টমাইজ : এডিট, কপি ও ডিলিট

    জেম এডিট করা

    সাইড প্যানেল থেকে Gem Manager খুলুন।
    যেটি এডিট করবেন, তার পাশে Edit Icon এ ক্লিক করুন।
    প্রয়োজনীয় পরিবর্তন শেষে Update করুন।

    জেম ডুপ্লিকেট করা

    যেই জেম কপি করতে চান, তার পাশে তিন–ডট (⋮) মেনুতে ক্লিক করুন।
    Make a Copy নির্বাচন করুন।
    নতুন জেমটির নাম ও নির্দেশনা আপডেট করে Save করুন।
    চাইলে গুগলের প্রি–মেড জেম (যেমন Brainstormer, Career Guide, Coding Partner, Writing Editor) থেকেও কপি করা যায়।
    জেম ডিলিট করা


    সাইড প্যানেলে বা Gem Manager–এ যান।
    যেই জেম মুছতে চান, তার পাশে তিন–ডট (⋮) মেনুতে ক্লিক করুন।
    Delete নির্বাচন করুন।
    এই ফিচার কেন গুরুত্বপূর্ণ

    বাংলাদেশসহ বিশ্বের বহু তরুণ এখন এআই–ভিত্তিক প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করছেন। বিশেষত যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য জেমিনি জেমস হতে পারে সময় ও শ্রম বাঁচানোর এক কার্যকর সমাধান।

    একটি জেম তৈরি করে রাখলে প্রতিবার নির্দেশনা লিখতে হয় না। একই সঙ্গে, ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা জেম বানিয়ে রাখা যায়। যেমন- News Writer Gem, Coding Assistant Gem, কিংবা SEO Research Gem।

    প্রযুক্তি জগত দ্রুত এগিয়ে যাচ্ছে। গুগল জেমিনি জেমস সেই অগ্রগতির আরেকটি নতুন দিক। যা ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দিচ্ছে এআইকে নিজেদের মতো কাজে লাগানোর। তরুণ প্রজন্মের জন্য এটি কেবল সুবিধাজনকই নয়। বরং প্রতিযোগিতামূলক দুনিয়ায় একধাপ এগিয়ে থাকার সুযোগও এনে দিচ্ছে।

    Source: https://www.dhakapost.com/technology/388550
    19
    Higher Education / Empowering Leaders, Building Institutions
    « Last post by Imrul Hasan Tusher on August 23, 2025, 03:08:11 PM »
    Empowering Leaders, Building Institutions: Why Bangladesh Needs to Establish an Independent Higher Education Commission for Private Universities in BD


    Caption: Visionary Leadership for a New Era: Championing Reform through an Independent Higher Education Commission in Bangladesh

    “Strong institutions are created by strong leaders—and strong leaders require room to lead.”

    At the Crossroads of Promise and Constraint

    The present higher education system in Bangladesh stands at a crossroads. Private universities have made spectacular strides since the Private University Act of 1992 was passed. Today, over 110 private universities have over half of all higher education students enrolled in their roles, positioning them not only as complementary players but also as the pivot of the nation’s intellectual future. The quality—or absence thereof—of these universities will decide Bangladesh’s capacity to innovate, its economic competitiveness, and its capacity to cultivate the next generation of leaders.

    But for all their undeniable worth, private universities are still constrained by a governance system that refuses to let them become real agents of change. They are saddled with limited autonomy, excessive micromanaging, and no systematic cultivation of leadership. The issue is not a dearth of talent or vision—Bangladeshi academics have proved they can compete anywhere in the globe—but that the University Grants Commission (UGC) is more of a drag than an enabler.

    Vice-chancellors, deans, and department chairs are typically chosen based on their qualifications as scholars, but once in office, they often find themselves managing compliance. Rather than focusing on strategic expansion, global collaborations, or research distinction, they spend hours waiting for UGC approvals—whether for curriculum changes, program initiations, overseas collaborations, or small research grants.

    As one exasperated academic administrator described it:

    “We are meant to compete with the world, yet our regulators tie our hands. Here, leadership is reduced to paperwork and waiting for approval.”

    This procedure takes meaning away from leadership. It transforms responsibilities of vision and accountability into ceremonial roles of authority. Leaders cannot lead; they can only administer.

    The purpose of this article is to argue that the fate of Bangladesh’s private universities depends on enabling academic leadership. To achieve this, there must be a definite shift: investment in developing leaders, autonomy accompanied by accountability, and building governance structures that reward innovation instead of punishing it. Learning from South and East Asia—Singapore’s autonomous university boards, Malaysia’s Higher Education Leadership Academy (AKEPT), and South Korea’s system-wide governance reforms—the article demonstrates that when leaders are empowered and trusted, institutions flourish.

    Unless Bangladesh learns similar reforms and resets UGC’s role, private universities will remain trapped in cycles of average quality, tormented by bureaucratic lethargy rather than being driven by the desire to excel.

    Why Leadership Matters for Institutional Growth

    Leadership is the most critical determinant of whether a university thrives or falls behind. Across the globe, empowered academic leaders have led the charge for institutional transformation.

    Consider Singapore: when the government transitioned away from a ministerially governed university board structure early in the 2000s, NUS and NTU leaders were free to design curricula, hire foreign faculty, and build industry partnerships without needing permission from the minister. Both institutions were placed in the international top 20 within two decades. The same applies to South Korea’s reforms during the 1990s, when institutions were accorded autonomy to diversify sources of funding, internationalize, and align programs with the needs of the labor market.

    The reverse is the case in Bangladesh. UGC micromanaging chokes leadership. Vice-chancellors spend time seeking approvals rather than building strategies. Dean’s pen creative curricula only to see them languish in approval queues. Department chairs attempt to facilitate faculty research but cannot distribute funds without clearance.

    A dean at a top private university described this frustration succinctly:

    “We developed a master’s degree in data science because there was unequivocal demand in the marketplace. Curriculum was ready, faculty was ready, and employers were ready. Approval from the UGC, though, took nearly two years. India and Malaysia were already graduating data science students when we opened. We lost credibility, and our students lost opportunity.”

    This situation illustrates how UGC delays not only kill innovation but also discredit the legitimacy of academic leadership. Students and parents lose confidence in institutions whose top leaders cannot execute timely programs. Professors lose enthusiasm when their work is repeatedly blocked or vetoed. And the nation loses competitiveness when its universities lag behind regional peers.

    The lesson is that leadership is most significant when leaders have authority. Without it, leadership becomes symbolic and not practical.

    Building Leadership Capacity: Training and Development

    Educational leadership requires a strange set of skills. A vice-chancellor must be capable of articulating vision, managing finances, inspiring staff, building partnerships, and navigating politics—without sacrificing academic integrity. Deans and chairs must balance the interests of the faculty with institutional needs, foster innovation, and maintain quality research and instruction. Those are challenging assignments, and they cannot be acquired by scholarship.

    In Bangladesh, however, systematic training of academic administrators is nonexistent or minimal. Administrative jobs are often assumed to be based on academic credentials or political loyalties rather than managerial training. Once in office, leaders are expected to “learn on the job.” Without formal training, many muddle through, mistake by mistake—a costly exercise for institutions and individuals alike.

    A department chair recalled:

    “My PhD trained me as a researcher and not as a manager. Suddenly, I was responsible for budgets, student grievances, faculty member conflicts, and strategic planning. There is nowhere to learn these tasks in Bangladesh. When we try to arrange international workshops or collaborations to build leadership, UGC keeps it pending or rejects the project as non-essential.”

    Other Asian countries have invested a lot in leadership development.

    Malaysia set up the Higher Education Leadership Academy (AKEPT) to systematically train deans, vice-chancellors, and chairs. AKEPT offers governance, financial management, and strategic leadership training. AKEPT graduates assert that they are more confident and can act—because they too have the power of action. Malaysian scholars benefit directly from leaders who have the authority to sanction funds and collaborations with immediate effect.
    Execution of executive training for its academic leaders at international organizations like Harvard, INSEAD, and regional leadership centers ensures that Singapore’s leaders are given global exposure, managerial skills, and an international perspective.
    India has tested leadership workshops under the University Grants Commission and the Indian Institutes of Management. While clumsily rolled out, the tests show a realization that leadership cannot be a matter of luck.
    Sri Lanka, with World Bank-supported projects, launched leadership development initiatives for administrators at higher education institutions. Even in a bureaucratic setup, these initiatives improved governance capacity in certain universities.
    Bangladesh lags far behind. There is no AKEPT counterpart or Singapore’s leadership academies. Even when universities attempt to do something independently, UGC hinders or delays such initiatives.

    The solution is straightforward: Bangladesh needs to establish a National Leadership Academy for Higher Education to prepare vice-chancellors, deans, and chairs. Such an academy would arrange formal courses, mentorship programs, and fellowships abroad. But unless UGC steps back and allows the universities the autonomy to fund and organize such training independently, even this solution risks turning into another bureaucratic formality.

    Eliminating Micromanagement: The Autonomy to Lead

    The most damaging hindrance to university leadership in Bangladesh could be micromanaging by the UGC. In theory, UGC must remain the protector of quality and accountability. In practice, it becomes a gatekeeper that delays, obstructs, and often stops innovation.

    A vice-chancellor mentioned a lost opportunity:

    “We negotiated a twinned MBA with a top-ranked foreign university. The partner was eager, the staff were enthusiastic, and the employers were open. But the UGC clearance lasted 18 months. In that time, the partner had cold feet and backed out. Instead of welcoming innovation, our regulators strangulated it.”

    Micromanagement infects all aspects of leadership:

    Syllabus reform: Reforming an existing curriculum by incorporating new subjects like AI or renewable energy has very long clearance periods. By the time clearance is received, the curriculum is outdated.
    New courses: Adding a new degree or certificate can take years of back-and-forth with UGC. This puts universities perpetually behind in responding to labor market changes.
    Research funding support: Even minor internal research grants must be approved by UGC. Faculty members are deprived of the autonomy to undertake time-bound projects.
    International partnership: MOUs with foreign universities or visiting professors are routinely subject to approval by UGC, which is usually too late.
    Comparisons emphasize the price tag:

    India, despite its red tape, has begun shifting to outcome-based accreditation. Institutions are assessed on research productivity, graduate employability, and international collaborations. This encourages innovation rather than stifles it.
    Pakistan’s HEC sets general standards but offers universities curricular autonomy and more autonomy in collaboration. Academics there can move more rapidly on foreign endeavors than their Bangladeshi counterparts.
    Singapore and Hong Kong provide universities with autonomy through self-governing boards. Government intervention is reserved for finances and strategic direction, not day-to-day decision-making.
    South Korea’s change provided universities with autonomy to receive diversified income and become global, catapulting them higher in world rankings.
    Bangladesh’s model is the reverse. UGC clearance is needed even for a small initiative. Leaders are not allowed to act boldly. Innovation is penalized with delay.

    Unless UGC moves from process-based micromanagement to performance-based accountability, Bangladeshi leaders will be impotent.

    Faculty Perspectives: On the Frontline of Frustration

    While policy reasoning usually patronizes vice-chancellors, boards of trustees, or the UGC, it is the academic staff—professors, lecturers, and researchers—who face the most drastic ramifications of over-controlling administration. Staff are caught between the regulatory measures imposed by UGC and the limitations set by university leadership. Their day-to-day existence manifests the immediate relationship of micromanaging and delayed sanctioning into punctured teaching, stalled research, and diminished opportunities for students.

    A leading professor in a well-known private university described how regulatory jams strangle intellectual ingenuity:

    “We want to develop new interdisciplinary majors that reflect the diversity of the modern workplace—e.g., a blend of media studies and data analytics, environmental science and public policy. Our dean is supportive. But each proposal gets stuck in UGC’s approval process. When clearance comes, finally, the industry needs have shifted, and student interest has cooled. Innovation is suffocated before it even begins.”

    To junior professors, such limitations appear all the more depleting. A lecturer from Dhaka explained how UGC micromanaging robs teaching and research of being punctual:

    “They genuinely want to assist us, our leaders, but when even a small research grant or scholarly collaboration needs to be approved by UGC, we lack the enthusiasm. Research thrives on timeliness. Leadership without real powers is symbolic not functional. It turns us into risk-averse people, and in academia, it is where the innovations take place.”

    These sentiments echo widely. Conducted surveys of Dhaka and Chattogram teachers reveal chronic complaints: inordinate delays for UGC clearance of new courses, bans on foreign collaborations, and administrative hurdles for travel to conferences or foreign research grants. Teachers across the board emphasized that UGC regulatory measures—intended to uphold quality—succeed only in undermining quality by discouraging timely innovation.

    A mid-career researcher explained how a promising collaboration fell through under UGC’s slow process:

    “We had locked in interest from a European partner for a climate resilience project—a sector immediately applicable to Bangladesh’s development issues. But because UGC approval took almost a year, the window of funding shut. Our Indian and Sri Lankan colleagues progressed while we remained behind. The tragedy is that it wasn’t a question of talent or preparedness; it was plain governance paralysis.”

    Their consequences extend beyond projects. They affect professional decisions. Many qualified young scholars increasingly seek alternatives in other nations where leadership autonomy entails real support of the faculty. An author who recently moved to Malaysia described:

    “I did not leave because of pay. I left because of academic freedom. My dean in Malaysia can approve seed money within weeks, not years. Even committed leaders here cannot assist us because their hands are tied by UGC.”

    The cost in human terms is ghastly: a brain drains of the very brains needed to push Bangladesh’s higher education to the next level.

    Regional Comparisons: A Tale of Contrasts

    The experience of the faculty in Bangladesh is sharply different from other Asian countries, where governance reforms have facilitated leaders to support academic communities more effectively.

    India: While India’s system, too, is bureaucratic, reforms by the National Board of Accreditation (NBA) and the National Assessment and Accreditation Council (NAAC) have shifted the focus from process to outcome. The faculty members now have a setting conducive to teaching innovation and research productivity. Private colleges such as Ashoka and O.P. Jindal Global University demonstrate the way empowered leadership creates fertile soil for faculty-initiated innovation. Bangladeshi faculty view UGC delaying or blocking the same innovations, in contrast.

    Pakistan: The Higher Education Commission (HEC) offers universities greater leeway to frame curricula and pursue foreign collaborations. There, instructors typically remark that although political interference remains an issue, administrators have greater discretionary authority to approve projects and research grants. Bangladeshi scholars remain trapped in a situation where UGC clearance is required for every step, turning opportunities into missed potential.

    Sri Lanka: While still grumbling about bureaucracy, professors have experienced shorter approval times for modest research grants with the help of directed reforms supported by the World Bank, and academic administrators have been trained. Incremental empowerment reduces the likelihood of junior academics leaving the system to go abroad. In Bangladesh, it would be impossible without UGC reform.

    Malaysia: AKEPT trains deans and department chairs to support the faculty directly. There, leaders are given the authority to grant funding and enable cross-disciplinary projects, especially in priority fields such as biotechnology and digital innovation. Faculty morale is significantly improved. In Bangladesh, foreign-trained deans return with new ideas, only to be held back by UGC procedures.

    Singapore: Professors can work in Asia’s most enabling setting. With university councils that act independently and provide broad latitude to presidents and deans, research proposals and program creation move with remarkable speed. As one NUS faculty member said, an interview published in print: “Here, leadership doesn’t block; it accelerates. When your dean says yes, it actually means yes.” In Bangladesh, however, a dean’s “yes” can be meaningless until UGC bureaucracy is settled.

    South Korea: In the 1990s, South Korea introduced autonomy reforms that allowed universities to internationalize on an aggressive scale. The faculty had easier approval for collaboration, competitive research grants, and international faculty exchange. The reforms also provided leaders with the power to act authoritatively. Bangladeshi faculties remain bogged down in UGC’s culture of delay as their regional counterparts push forward ahead of them.

    A Central Truth

    The contrast between East and South Asia spotlights a brutal fact: professors thrive when leadership is free to empower them. Empowering leadership has nothing to do with ceremony, titles, or status; it is about creating conditions in which professors are empowered to innovate in the classroom, receive research grants, and engage globally without stalling and deliberating over procuring permissions.

    Without such authority, Bangladesh’s universities will continue to export their brightest brains abroad. Without empowered academics, faculty members cannot create innovative courses, access timely research grants, or establish international collaborations. And without empowered academics, universities cannot offer quality education or become internationally recognized.

    Here is what one academic had to say about it:

    “We are not looking for miracles. We are looking for trust—trust in our leadership to remain with us, and trust in us to deliver. Without that trust, we are going through the motions as the rest of the region moves forward.”

    Comparative Lessons: South Asia and East Asia

    The challenge in Bangladesh is not singular, but the regional comparison is instructive.

    India: Bureaucracy persists, yet reforms via accreditation emphasize performance. Ashoka and O.P. Jindal Global private institutions thrive as regulators allowed innovation. UGC in Bangladesh delays the same.
    Pakistan: HEC has a dual role—regulator and facilitator. It funds faculty research and grants curricular autonomy. Bangladeshi professors are restrained, not promoted.
    Sri Lanka: Similarly bureaucratic, but World Bank-funded reforms made research approvals rational. Bangladeshi universities trail behind.
    Malaysia: Professionalized leadership of AKEPT. Their leaders can help their faculty well. UGC prevents Bangladeshi leaders from doing that.
    Singapore: Empowering boards make strong leaders. There is actual accountability, and yet innovation occurs. UGC in Bangladesh is the opposite model—control rather than empowerment.
    South Korea: Autonomy reforms under autonomy pushed internationalization and world ranking. Bangladesh lags because its leaders are not empowered.
    The regional lesson is clear: countries that empower leadership thrive. Countries that cling to bureaucratic micromanaging lag.

    A Roadmap for Bangladesh: Governance for Growth

    To fully realize the potential of Bangladesh’s private universities, the governance system needs reform to empower leaders and reduce UGC micromanagement. Three pillars emerge:

    Leadership Development

    Bangladesh should establish a National Leadership Academy of Higher Education, modeled after Malaysia’s AKEPT. The academy must develop vice-chancellors, deans, and chairs systematically with strategic management training, financial leadership, international partnerships, and innovation. International fellowships and mentorship programs must be integrated. But most importantly, universities must be allowed to fund and implement such initiatives without undue delay from UGC.

    Autonomy with Accountability

    Universities must be freed from UGC’s micro-approvals. Accountability must be outcome-based: graduate employability, publication of research, international collaborations, and rankings. Leaders must be empowered to launch programs, fund research, and forge partnerships—held accountable for outcomes. Boards of trustees must be strategic overseers, not micromanagers.

    Regional and Global Collaboration

    Bangladesh needs to strengthen collaborations with Singapore, Malaysia, and South Korea for leadership fellowships and the exchange of faculty. South-South cooperation with India, Pakistan, and Sri Lanka could also create regional leadership development networks. However, as long as UGC continues to block MOUs and delay approvals, these collaborations will remain on paper only.

    Conclusion: Strong Leaders, Strong Universities

    The evidence is glaring. The Bangladeshi private universities are not failing through lack of vision, imagination, or talent. They are failing because their leaders are not being given the autonomy to lead. The functions of strategy and vision have been outsourced to ceremonial roles, leaving UGC micromanaging forces to direct vice-chancellors, deans, and department heads to focus on chasing approvals rather than building futures.

    As one exasperated vice-chancellor could perhaps have put it with such telling force:

    “Give us responsibility for results but give us room. Without trust and freedom, we are guardians of paper, not builders of institutions.”

    This is the crux of the crisis. Leadership has lost relevance. Faculty are frustrated, students are deprived, and ambitious partnerships collapse under the bureaucracy of UGC. Instead of enabling growth, the regulatory model is turned into a strait-jacket—blocking innovation, damping reforms, and suffocating initiative.

    Experience internationally leaves no doubt: great universities are built by great leaders, and great leaders need space to lead. Singapore’s autonomous university boards, Malaysia’s AKEPT Higher Education Leadership Academy, and South Korea’s reforms all show what is possible when leadership is trained, empowered, and trusted. Those nations did not compromise quality by giving universities autonomy—instead, they strengthened it, ensuring that institutions were both globally competitive and nationally responsive.

    Bangladesh must now decide whether to proceed along the line of bureaucratic inertia or embrace a model of growth governance. The solution is not to rework UGC at its peripheries. The solution is to establish an independent Higher Education Commission solely dedicated to private universities.

    It would:

    Empowering leadership by providing universities autonomy to shape curricula, research, and global connections, and making them accountable for quantifiable outcomes.
    Foster innovation by minimizing red tape and replacing rigid micromanaging with performance-based evaluation.
    Develop leadership capacity through training programmes, fellowships, and international partnerships so that vice-chancellors and deans can function strategically.
    Provide equity and excellence by recognizing that private universities, which educate more than half of the nation’s students, require governance structures attuned to their specific needs and abilities.
    Without this commission, the private universities of Bangladesh might be trapped in a cycle of mediocrity for all eternity—not because of lack, but because of lack of autonomy. With it, they might be agents of national advancement, global competitiveness, and intellectual ferment.

    The choice before Bangladesh is stark but simple: trust and have faith in private university leaders and empower them, or see private institutions wither away. At the same time, the rest of Asia passes by. The need is urgent, the risk high, and the path clear.

    Bangladesh needs an autonomous Higher Education Commission for private universities—today, not tomorrow, not someday—but today—if it is to save, support, and unleash the potential of its private higher education industry.

    If Bangladesh wants its private universities to be hubs of innovation, then it must re-imagine UGC’s function—from bureaucratic gatekeeper to facilitative partner. If not, universities will remain at a disadvantage, while the rest of Asia waits to pass them by.

    Source: https://southasiajournal.net/empowering-leaders-building-institutions-why-bangladesh-needs-to-establish-an-independent-higher-education-commission-for-private-universities-in-bd/

    20
    Commerce / No Cash, No Corruption
    « Last post by Imrul Hasan Tusher on August 23, 2025, 03:05:35 PM »
    No Cash, No Corruption


    Cash does not leave a trail. It is not about convenience; it is about invisibility

    Money lives two parallel lives. For the poor villager, it hides in the folds of a lungi, under a mattress, or in the holy corner of the rice jar, because who needs banks when you have God? Meanwhile, the rich gentleman (read: political or business elite) does not believe in such simplicity. His money takes the first flight out—to Dubai, Singapore, London—anywhere but here. The result? One half of the nation is literally sleeping on cash, while the other half is ensuring that Bangladesh itself remains penniless.

    Now let's check the numbers. Only around 35 percent of Bangladeshis have access to financial accounts, compared to 80 percent in India and 95 percent in China. Mobile financial services (MFSs) are booming, but mostly for sending Tk 500 from son in Gazipur to mother in Rangpur, not for replacing mainstream banking. The irony? An economy of nearly $450 billion still runs on crumpled banknotes. Why? Because a massive black economy, worth an estimated 30-40 percent of gross domestic product (GDP), thrives on cash. No receipts, no taxes, just vibes.

    Our banks love to talk about going digital, even rushing to apply for digital bank licences, but in reality, they still run on apps slower than Dhaka's internet on a rainy day, and branches are drowning in paperwork older than the customers. Then comes the MFS monopoly. One player has done a great job, but when one player holds nearly 80 percent of the market, competition and innovation wither away. True cashless means traceability; every transaction becomes a breadcrumb for the taxman. But would our business tycoons and political elites, fuelled by black money, ever allow their finances to be tracked? That's like asking a cat to wear a GPS collar.

    India, despite its chaos, successfully implemented demonetisation in 2016, giving a significant boost to unified payments interface (UPI), which now handles 14 billion transactions monthly. Indonesia has built digital payment ecosystems that extend beyond one or two players, ensuring innovation and consumer choice. Both countries realised early that cashless is not just about apps; it is about accountability, trust, and, yes, political will—something rarer in Dhaka than punctual trains.

    Cash does not leave a trail. It is not about convenience; it is about invisibility. I have seen it first hand: wealthy businessmen casually paying restaurant and grocery bills in thick wads of cash, ignoring the ease of cards. One well-known official from a 'prestigious' government body, famous more for corruption than service, never touches a credit card, not even when traveling abroad. Even local corporates prefer to pay salaries partly in cash and partly through accounts, keeping everything nicely hazy. Put all this together, and it feels less like we are moving towards a cashless society and more like we have proudly shifted into a cash-full economy with reverse gear.

    Meanwhile, developed nations are moving beyond both cash and cards. Apple Pay, Google Pay, facial recognition—swipe is passé. Yet here, we are proudly tapping a plastic card as if it were cutting-edge. If Bangladesh wants to leapfrog, it needs bold reforms, including interoperable platforms, digital ID integration, tax incentives for digital payments, and, above all, the political courage to face the wrath of the cash kings.

    Bangladesh has the ingredients: a young population, mobile penetration, and a booming economy. What we lack is the willingness to kill the golden goose of cash-based corruption. Until then, we will continue to see two Bangladeshis: one storing notes in a lungi, the other laundering them through London. A truly cashless Bangladesh is possible, but it will require our leaders to give up their favourite hobby: hiding wealth as if it were a national sport.

    And perhaps that is why conversations around a cashless Bangladesh matter so much. It is not just another policy debate; it is a test of whether we want to move from cash-heavy chaos to cashless clarity. Until then, the joke's on us: our economy may not be cashless, but it is definitely clueless.

    Source: https://www.thedailystar.net/business/news/no-cash-no-corruption-3967841
    Pages: 1 [2] 3 4 ... 10