ইসলামের নানা বিষয় ও বাংলায় হাদিস

Author Topic: ইসলামের নানা বিষয় ও বাংলায় হাদিস  (Read 1280 times)

Offline bipasha

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 504
    • View Profile
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমার সামনে আমার উম্মতের সে তিনি ব্যক্তিকে পেশ করা হয়েছে যারা সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে। আর সেই তিন ব্যক্তিকেও পেশ করা হয়েছে যারা সর্বাগ্রে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

জান্নাতে প্রবেশকারী তিন ব্যক্তির প্রথম ব্যক্তি হলো শহীদ। দ্বিতীয় ব্যক্তি হুলো সেই কৃতদাস, যাকে পার্থিব জগতের দাসত্ব আল্লাহর অয়ানুগত্য হতে বিরত রাখতে পারেনি। তৃতীয় হলো সেই দরিদ্র ব্যক্তি, যে পরিজন ও সন্তান-সন্ততি থাকা সত্ত্বেও অন্যের নিকট ভিক্ষা করা থেকে বিরত ছিল।

জাহান্নামে সর্বাগ্রে নিক্ষিপ্ত তিন ব্যক্তির মধ্যে প্রথম হলো সেই শাসক, যে অন্যায়ভাবে ক্ষমতায় আরোহণ করেছে। দ্বিতীয় ব্যক্তি হলো সেই ধনাঢ্য ব্যক্তি, যে স্বীয় সম্পদ হতে আল্লাহর হক তথা যাকাত ফিতরা আদায় করেনি। তৃতীয় হলো সেই দরিদ্র ব্যক্তি, যে দরিদ্র হওয়া সত্ত্বেও অহংকার করত।

{মুসনাদ আহমাদ-২/৪২৫}


## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।