পৃথিবীতে কিছৠকিছৠমানà§Âষ থাকেন যাদের করà§Âম পৃথিবীটাকে, সমাজটাকে অনেক বদলে দেয়। সেরকম à¦Âকজন মানà§Âষ ডঃ আখতার সà§Âযার।  সেদিন কথা বলছিলাম উনার সাথে, গিয়েছিলাম নিজের ডিপারà§Âটমেনà§Âটের à¦Âকটা পà§Âরয়োজনে। পাশের ডিপারà§Âটমেনà§Âট সিà¦Âসই-র পà§Âরফেসর à¦Âবং বিà¦Âাগীয় পà§Âরধান তিনি। নানান কথার মাà¦Âেই জানতে পারলাম উনার জীবনে করা à¦Âকটি উলà§Âলেখযোগà§Âয কাজ যা যেকোন গবেষকের জনà§Âয à¦Âকটি অনà§Âপà§Âরেরণার বিষয়। গলà§Âপটা উনি বলছিলেন à¦Âà¦Âাবেই, পà§Âরায় দশ বারো বছর আগে à¦Âক ছড়া বইয়ের মোড়ক উনà§Âমোচনের অনà§Âষà§Âঠানে গিয়েই তার মনের à¦Âিতরে দারূণ আলোড়ন সৃষà§Âটি হয়। বইটি ছিল দৃষà§Âটি পà§Âরতিবনà§Âধীদের জনà§Âয বà§Âরেইল পদà§Âধতিতে লেখা বাংলায় পà§Âরথম ছড়ার বই। à¦Âর আগে দৃষà§Âটি পà§Âরতিবনà§Âধীদের জনà§Âয বাংলায় কোন সাহিতà§Âযের বই ছিল না। তাছাড়া à¦Âই বইটি কমà§Âপোজ করতে অনেক কষà§Âট হয়েছিল, পà§Âরায় à¦Âক মাস লেগেছিল বà§Âরেইল পদà§Âধতিতে বইটি লিখতে। বà§Âরেইল পদà§Âধতিতে কমà§Âপিঊটারে à¦Âডিটিং à¦Âবং কমà§Âপোজ করা ছিল অতà§Âযনà§Âত দূরূহ à¦Âকটি কাজ। ঠবà§Âযাপারটি শà§Âনেই আখতার সà§Âযার অনেক বেশি আবেগে আপà§Âলà§Âত হয়েছিলেন। à¦Âটা নিয়ে à¦Âাবতে লাগলেন কিà¦Âাবে কি করা যায়। কিছà§Âদিন পর à¦Âমআইà¦Âসটির কিছৠছাতà§Âর আসলো উনার কাছে থিসিসের কাজ করতে। উনিও সে সà§Âযোগটা আর হাতছাড়া করলেন না। উঠে পড়ে লেগে গেলেন কিà¦Âাবে বà§Âরেইল à¦Âাষাকে সহজে বাংলায় পরিণত করা যায়। কাজটি মোটেও সহজসাধà§Âয কিছৠছিল না। উনি à¦Âবং কà§Âষà§Âদে গবেষক দল পà§Âরথমে বà§Âরেইল à¦Âাষাটি রপà§Âত করলেন, সেটির বà§Âযকরণ শিখলেন। তারপর ডিজিটাল ইমেজ পà§Âরসেসিং-à¦Âর বিশেষ শাখা পà§Âযাটারà§Âন রিকগনিশনের মাধà§Âযমে তৈরী করতে লাগলেন বà§Âরেইল থেকে বাংলা অনà§Âবাদ করার ডিজিটাল টà§Âলস। à¦Âর মাà¦Âে সà§Âযার জারà§Âমানে গিয়েছিলেন পোসà§Âট ডকà§Âটরেটের জনà§Âয। সেখানে গিয়েও তার কাজ থেমে থাকেনি। সà§Âকাইপি, ই-মেইল ইতà§Âযাদি নানা ইলেকà§Âটà§Âরনিকà§Âস যোগাযোগ মাধà§Âযমের সহায়তায় ছাতà§Âরদেরকে তিনি ততà§Âতà§Âবাবধান করে গেছেন। অবশেষে তার দল à¦Âকটি পূরà§Âনাংগ সফটওয়à§Âযার তৈরী করতে সমরà§Âথ হয় যেটা দিয়ে খà§Âব সহজেই বà§Âরেইল থেকে বাংলা বা বাংলা থেকে বà§Âরেইল ঠলেখা অনà§Âবাদ করা যায়। ঠকাজের অংশ হিসেবে পà§Âরথমেই তারা ডঃ মà§Âহমà§Âমদ জাফর ইকবালের 'মà§Âকà§Âতিযà§Âদà§Âধের ইতিহাস' বইটি বà§Âরেইল à¦Âাষায় অনà§Âনà§Âবাদ করে ফেলেন। যেটি পেয়ে দৃষà§Âটি পà§Âরতিবনà§Âধী মানà§Âষেরা অনেক অনেক কৃতজà§Âঞতা পà§Âরকাশ করেন, অনেক আগà§Âরহ নিয়ে তারা বইটি পড়েন। তাদের মনে à¦Âক à¦Âীষণ কà§Âষà§Âধা ছিল সাহিতà§Âয পড়ার, সেটা কিছà§Âটা হলেও মিটেছে à¦Âই বইটি হাতে পেয়ে।
à¦Âর পর আর থেমে থাকেনি বিষয়টি, বেঙà§Âগেলনেসিস পà§Âরকাশনা সংসà§Âথা থেকে পà§Âরতি মাসে যে 'জল পড়ে পাতা নড়ে' সাহিতà§Âযপাতাটি বের হয়, তার বà§Âরেইল à¦Âারà§Âশনও বের হয় সà§Âযারের করা à¦Âই সফটওয়à§Âযারটি দিয়ে, সà§Âযার তাদের বিনামূলà§Âযেই দিয়েছেন à¦Âটি। তবে শরà§Âত দিয়েছেন পà§Âরতিটি দৃষà§Âটি পà§Âরতিবনà§Âধী সংসà§Âথায় যেন সফটওয়à§Âযারটি বিনামূলà§Âযে বিতরণ করা হয়। à¦Âছাড়া জাতীয় শিকà§Âষাবোরà§Âড নবম à¦Âবং দশম শà§Âরেণীর সব পাঠà§Âযবই à¦Âই সফটওয়à§Âযার দিয়ে বà§Âরেইলে রূপানà§Âতর করার সিদà§Âধানà§Âত নিয়েছেন à¦Âবং সেগà§Âলো ছাপানোর কাজও à¦Âগিয়ে চলছে। à¦Âছাড়া ডঃ আখতার সà§Âযার à¦Âবং তার ছাতà§Âরদের à¦Âবিষয়ের উপরে লেখা দà§Âটো আনà§Âতরà§Âজাতিক জারà§Âনালও পà§Âরকাশ করেছেন। à¦Âকটি আনà§Âতরà§Âজাতিক মানের বইয়ের চà§Âযাপà§Âটার তৈরী হয়েছে ঠসফটওয়à§Âযারটির à¦Âলগরিদম নিয়ে। à¦Âদিকে জাফর ইকবাল সà§Âযারের ততà§Âতà§Âবাবধানে আরেকদল কà§Âষà§Âদে গবেষক কাজে নেমেছেন কি করে সহজ উপায়ে বà§Âরেইল সাশà§Âরয়ী পà§Âরিনà§Âটার তৈরী করা যায়। 
à¦Âটিà¦Âন বাংলাতে সà§Âযারের à¦Âকটি সাকà§Âষাৎকার পà§Âরচারিত হয়েছে, à¦Âছাড়াও à¦Âকটি সেমিনারে উনি à¦Âই কাজটি সবার সামনে তà§Âলে ধরেছেন। আসলে à¦Âই ধরণের দেশীয় গবেষণাকরà§Âম আমাদের উৎসাহ জোগায় কিà¦Âাবে নিজেদের পà§Âরযà§Âকà§Âতিজà§Âঞান দেশের পà§Âরয়োজনে লাগানো যায়। ঢাকা বিশà§Âববিদà§Âযালয়ের রাবà§Âবানী সà§Âযার, বà§Âয়েটের কায়কোবাদ সà§Âযার, সাসà§Âটের জাফর ইকবাল সà§Âযার, ডেফোডিল বিশà§Âববিদà§Âযালয়ের আখতার সà§Âযারের মতো মানà§Âষেরা আমাদের মতো নবীশ গবেষকদের জনà§Âয অনà§Âপà§Âরেরণা হয়ে থাকবেন।