আসছে গুগল ‘রোবো ট্যাক্সি’

Author Topic: আসছে গুগল ‘রোবো ট্যাক্সি’  (Read 1125 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
চালকবিহীন স্বয়ংক্রিয় ট্যাক্সি তৈরির পরিকল্পনা করেছে গুগল। গুগলের এই গাড়িতে নির্দিষ্ট রাস্তায় যাত্রী ওঠা-নামার সুবিধা থাকবে। গুগলের এ গাড়ির নাম হবে রোবো ট্যাক্সি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
গুগলের কর্মকর্তারা ধারণা করছেন, চালকবিহীন ট্যাক্সি সুবিধা চালু হলে যোগাযোগ ব্যবস্থার ধরন পাল্টে যাবে। চালক ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যাত্রীকে পৌঁছে দেবে গুগলের গাড়ি। গাড়ির উন্নত প্রযুক্তি দুর্ঘটনা কমাবে এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না।
গুগলের তৈরি সফটওয়্যার এর আগে টয়োটা এবং এর লেক্সাস মডেলের গাড়িতে ব্যবহূত হয়েছে। এবারে নিজস্ব প্রযুক্তির স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে গুগল কর্তৃপক্ষ নিজেরাই এগিয়ে এসেছে। অর্থাত্ গুগল নিজেই তৈরি করবে চালকবিহীন গাড়ি। এ পদক্ষেপের মাধ্যমে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে গুগল। এর মধ্যে বিশাল প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করবে জার্মানির একটি প্রতিষ্ঠান।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy