« on: November 25, 2013, 10:30:58 AM »
থ্রিজি নেটওয়ার্ক দ্রুত বাড়াচ্ছে এয়ারটেলতৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক দ্রুততর গতিতে সম্প্রসারণ করে চলেছে বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর এলাকার বেশ কিছু অংশে থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয়েছে।
ঢাকা শহর এলাকার মধ্যে বারিধারা, গুলশান ১ ও ২, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, তেজগাঁও, লালমাটিয়া, কলাবাগান. পান্থপথ, হাতিরপুল, উত্তরা, ধানমন্ডি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, মিরপুর ১ ও ২, আদাবর, শেখেরটেক, স্টেডিয়াম মার্কেট ও পল্টন থ্রিজি নেটওয়ার্কের আওতায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি, দামপাড়া, টাইগার পাস, রিয়াজউদ্দিন বাজার, দেওয়ানহাট, সিইপিজেড, নেভাল একাডেমি, দক্ষিণ হালিশহর থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে। প্রায় ৪০০ বিটিএস টাওয়ারের মাধ্যমে এই থ্রিজি-সেবা দিচ্ছে এয়ারটেল।
এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ২০১৪ সালের মধ্যে সারা দেশ থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ। বিজ্ঞপ্তি।
http://www.prothom-alo.com/technology/article/80830/%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF_%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95_%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4_%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87_%E0%A6%8F%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2

Logged
MD. SHAH ALAM
Assistant Research Officer
Daffodil International University
Cell: 01912953164,
email: shahalam@daffodilvarsity.edu.bd, shahalam1984@gmail.com