Robot Snake

Author Topic: Robot Snake  (Read 1584 times)

Offline khairulsagir

  • Full Member
  • ***
  • Posts: 142
  • Test
    • View Profile
Robot Snake
« on: July 10, 2014, 02:06:27 PM »
ইসরায়েলের একদল প্রকৌশলী এবার তৈরি করেছেন সাপ-আকৃতির একটি রোবট। এটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিতে পারে। বিয়ারশেবা শহরের বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আমির শাপিরোর গবেষণাগারে তৈরি রোবটটির নমনীয়তার মাত্রা এমন যে এটি ধসে পড়া কোনো ভবনে অনুসন্ধান চালিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে সক্ষম। গবেষণাগারের মেঝেতে রোবটটি দিব্যি সাপের মতো হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে এতে বাস্তব সাপের অবয়ব এখনো দেওয়া হয়নি। শাপিরো আগেও বেশ কয়েকটি রোবট তৈরি করেছেন। এগুলোর অধিকাংশই ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে সিঁড়ি বেয়ে ভারী বোঝা বহনকারী রোবট। আবার কিছু রোবট জাহাজে লুকিয়ে রাখা বোমাও শনাক্ত করতে পারে। টেলিগ্রাফ।

Source: www.prothom-alo.com