সৌরশক্তি, স্মার্টফোন ও বালতি দিয়ে তৈরি বেতারকেন্দ্র!

Author Topic: সৌরশক্তি, স্মার্টফোন ও বালতি দিয়ে তৈরি বেতারকেন্দ্র!  (Read 1139 times)

Offline sadiur Rahman

  • Full Member
  • ***
  • Posts: 199
  • Test
    • View Profile
জেন আদং ১০ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে সবচেয়ে কাছের বেতারকেন্দ্রে পৌঁছাতেন। সেখান থেকে তাঁর অনুষ্ঠান সম্প্রচার হতো। এতে এইচআইভি ভাইরাস সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হতো। উগান্ডার পাতোঙ্গো শহরের আশপাশের মানুষেরা সেই অনুষ্ঠানের শ্রোতা।
এখন আদংয়ের অনেক সময় বেঁচে যায়। কারণ, চলতি সপ্তাহ থেকেই তিনি শুরু করেছেন নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা (এনজিও) গোকে কেনির কার্যক্রম। চালু করেছেন নতুন বেতারকেন্দ্রও, যা তৈরি করা হয়েছে একটি বালতি, কিছু বৈদ্যুতিক সার্কিট এবং একটি স্মার্টফোনের সমন্বয়ে।
ধনী দেশগুলোতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তথ্যসেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটালেও দরিদ্র দেশগুলোর লাখো মানুষ এখনো নিজ নিজ ভাষায় বেতার অনুষ্ঠান শোনার সুযোগ থেকে বঞ্চিত। প্রথাগত বেতার কেন্দ্র স্থাপনের জন্য শব্দনিয়ন্ত্রণের যন্ত্রপাতি সংযুক্ত ভবন এবং শক্তিশালী অ্যান্টেনা প্রয়োজন হয়। কিন্তু ইলেকট্রনিকসের জগতে অগ্রগতির ফলে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি এখন আগের চেয়ে আকারে অনেক ছোট ও সাশ্রয়ী হয়েছে। তাই একটি ফোনের মাধ্যমেই এখন একটি সমগ্র বেতারকেন্দ্র চালানো সম্ভব।
উগান্ডার টেলিকম বিশেষজ্ঞ জুড মাকান্দানে এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সাবেক গবেষক ক্রিস সিকসজেন্থমিহালি ওই নতুন বেতারকেন্দ্র তৈরিতে সহায়তা করেন। এতে রয়েছে একটি সৌরপ্যানেল, ব্যাটারি, ১৫ মিটার লম্বা ট্রান্সমিটার টাওয়ার এবং একটি স্মার্টফোন। এর সবই শুকনো অবস্থায় রাখা হয়েছে ১৯ লিটার ধারণক্ষমতার একটি সাদা বালতিতে। স্মার্টফোনটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে কাজ করে। এতে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা হয়, যা বেতার উপস্থাপকদের ব্যক্তিগত ফোনের সঙ্গে সংযোগ স্থাপন করে। ফলে তাঁরা একটি ফোন কল এবং নিজেদের ফোনের কি-প্যাডের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন।
প্রাথমিকভাবে উগান্ডায় এ রকম মোট চারটি বেতারকেন্দ্র চালু করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এই বেতার সম্প্রচারের মাধ্যমে শিক্ষা, কৃষি, চিকিৎসা, পশুপালন প্রভৃতি বিষয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এই প্রক্রিয়ায় বেতার ও মুঠোফোনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কল করে বিনা মূল্যে বিভিন্ন তথ্যও পাওয়ার সুবিধাও রাখা হয়েছে জনসাধারণের জন্য।

Source : http://www.prothom-alo.com/technology/article/541303/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF
Shah Muhammad Sadiur Rahman
Coordination Officer
Department of Multimedia & Creative Technology (MCT)
Email:mctoffice@daffodilvarsity.edu.bd
Cell:01847140056(CP),Ext:160